Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কায়দা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আদব
(p. 89) ādaba বি. শিষ্টাচার, ভদ্রতা। [আ. আদব্]। ̃ কায়দা বি. ভদ্রতার রীতিনীতি, ভদ্রসমাজের রীতিনীতি। ̃ কায়দা.দুরস্ত, ̃কায়দা.দোরস্ত বিণ. ভদ্রতার রীতিসম্মত। 50)
আদি.শূর
(p. 89) ādi.śūra বি. প্রাচীন বাংলার পরাক্রান্ত হিন্দু রাজা। এঁকে দক্ষিণরাঢ়ী কায়স্হদের (মতান্তরে ব্রাহ্মণদের) পূর্বপুরুষ বলে মনে করা হয়। [সং. আদি + শূর]। 75)
এ৩
(p. 142) ē3 (বাং. প্রত্যয়বিশেষ) 1 সেখানে প্রচলিত বা সেখানে উত্পন্ন অর্থে (শহুরে কায়দা, চিনে হাঁস); 2 প্রকার বা ভাব অর্থে (মিটমিটে, জ্বলজ্বলে, গমগমে); 3 তন্নিমিত্ত অর্থে (কাগুজে, মেটে); 4 দিন-কাল-বয়স ইত্যাদি নির্দেশে পূরণবাচক সংখ্যায় (বিশে জুলাই, একুশে পৌষ); 5 বাংলা বিভক্তি (রাজায়, বাজায়, 'জগন্নাথে প্রণামিল', খেয়ে ফেলো, যেতে চাও, মেঘে মেঘে বেলা হল)। 4)
করণ
(p. 167) karaṇa বি. 1 সম্পাদন; কার্য; 2 কারণ, কার্যের প্রধান সহায় বা সাধক; 3 ইন্দ্রিয়; 4 শরীর; 5 স্হান, ক্ষেত্র; 6 দফতর, অফিস (তু. মহাকরণ); 7 (ব্যাক.) ক্রিয়া সম্পাদনে সহায়ক কারকবিশেষ; 8 কায়স্হ বর্ণভুক্ত হিন্দু লিপিকর জাতিবিশেষ। [সং. √ কৃ + অন]। ̃ কারণ বি. বিবাহে আদান-প্রদানসংক্রান্ত অনুষ্ঠান। 4)
কষ্টে-সৃষ্টে
(p. 174) kaṣṭē-sṛṣṭē ক্রি-বিণ. কায়ক্লেশে, বহুকষ্টে; কোনোক্রমে ('কষ্টেসৃষ্টে দিন চলে যায়': সু. বা.)। [সং. কষ্ট + বাং. এ + বাং. সৃষ্ট (সহচর শব্দ) + বাং. এ]। 7)
কসরত, (বর্জি.) কসরত্
(p. 174) kasarata, (barji.) kasarat বি. 1 ব্যায়ামের কৌশল; 2 কায়দা, কৌশল (দড়ির উপর নানা কসরত দেখাল)। [আ. কস্রত্]। 11)
কাগজ
(p. 177) kāgaja বি. 1 কাপড়, তুলো, কাঠ প্রভৃতির আঁশ থেকে প্রস্তুত লেখার, আঁকার বা মুদ্রণের উপকরণবিশেষ; 2 সংবাদপত্র (খবরটা সহ কাগজেই বেরিয়েছে); 3 দলিলপত্র (কোম্পানির কাগজ)। [আ. চৈ. কায়গদ্]। ̃ ওয়ালা বি. খবরের কাগজবিক্রেতা; সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি (এ ব্যাপারে কাগজওয়ালারা নীরব কেন?)। ̃ পত্র বি. দলিলপত্র; প্রামাণিক লিখিত তথ্যাদি। 24)
কাগজি, (বর্জি.) কাগজী
(p. 177) kāgaji, (barji.) kāgajī বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব; 3 কাগজের মতো পাতলা আবরণবিশিষ্ট (কাগজি লেবু)। বি. কাগজের ব্যাপারি। কাগজাত বি. (আদালতের ভাষায়) কাগজপত্র; হিসাবপত্র; দলিলপত্র। কাগজে-কলমে ক্রি. বিণ. লিখিতভাবে। কাগুজে বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব (কাগুজে বাঘ)। [আ. কায়গদ]। 25)
কায়
(p. 181) kāẏa বি. শরীর, দেহ। [সং. √ চি + অ]। ̃ কল্প বি. পুনর্যৌবন লাভ বা আয়ুর্বৃদ্ধির জন্য আয়ুর্বেদীয় চিকিত্সাবিশেষ। ̃ ক্লেশ বি. শারীরিক পরিশ্রম। ̃ ক্লেশে ক্রি-বিণ. কষ্টেসৃষ্টে (কায়ক্লেশে দিন যাপন করছে)। ̃ চিকিত্সা বি. (আয়ু.) জ্বরাদি শারীরিক রোগের চিকিত্সা। ̃ ব্যূহ বি. (বৈ. সা.) একসঙ্গে বহু দেহ রচনা বা ধারণ, যা কেবল যোগীর পক্ষে সম্ভব; একই শরীরের অবিকল সেইরকম বহু শরীর হওয়া ('ব্রজদেবীগণ শ্রী রাধার কায়ব্যূহরূপ': চৈ.চ.)। ̃ মনো-বাক্যে ক্রি-বিণ. দেহে মনে ও কথায় অর্থাত্ সর্বপ্রকারে। ̃ সাধনা বি. দেহকে অমর করবার যৌগিক সাধনা। ̃ সিদ্ধি বি. যৌগিক সাধনার দ্বারা দেহের অমরত্ব লাভ। 116)
কায়দা
(p. 181) kāẏadā বি. 1 কৌশল, দক্ষতা; 2 ব্যবহার, আচার-আচরণ (আদবকায়দা); 3 দমন (শত্রুকে কায়দা করা); 4 সুযোগ, অধিকার (এবার তাকে কায়দায় পেয়েছি)। তু. বেকায়দা। [আ. কা'য়েদা]। 117)
কায়স্হ
(p. 181) kāẏasha বি. 1 কায়েত, হিন্দু জাতিবিশেষ; 2 (অপ্র.) কেরানি, সরকারি কর্মচারীবিশেষ। [সং. কায় + √ স্হা + অ]। কায়স্হা, (অশু.) কায়স্হিনী বি. (স্ত্রী.); 1 কায়স্হজাতীয়া নারী; 2 কায়স্হের পত্নী ('নবীনের কায়স্হিনী পতিশোকে ব্যাকুলা': দীন.)। 118)
কায়া
(p. 181) kāẏā বি. দেহ, শরীর (ছায়া ও কায়া)। [সং. কায়]। 119)
কায়িক
(p. 181) kāẏika বিণ. দৈহিক, শারীরিক (কায়িক পরিশ্রম)। [সং. কায় + ইক]। 120)
কায়েত
(p. 181) kāẏēta বি. কায়স্হ। [সং. কায়স্হ প্রা. কায়ত্থ]। 121)
কায়েম
(p. 181) kāẏēma বিণ. 1 দৃঢ়, মজবুত; 2 স্হায়ী, পাকা (চাকরিতে কায়েম হওয়া); 3 যথাবত্, যেমন আছে তেমনি (কায়েম থাকা)। [আ. কায়িম্]। কায়েমি বিণ. স্হায়ী (কায়েমি বন্দোবস্ত); সুদৃঢ়; বহুকাল যাবত্ বিনা বাধায় চলছে এমন (কায়েমি অধিকার, কায়েমি স্বার্থ)। 122)
কিতা, কেতা
(p. 190) kitā, kētā বি. 1 খণ্ড, গোছা; সারি (দুই কিতা জমি, দশ কিতা নোট); 2 কায়দা, ফ্যাশান, ধরন; 3 দফা। [আ. ক'তা]। ̃ দুরস্ত বিণ. রুচিসম্মত, ফ্যাশনসম্মত; ফিটফাট (কেতাদুরস্ত পোশাক)। 6)
কুর-নিশ, কুর্নিশ
(p. 199) kura-niśa, kurniśa বি. সেলাম; মুসলমানি কায়দায় পিছনে হঠে সসম্ভ্রম অভিবাদন। [ফা. কোর্নিশ্]। 2)
কেতা
(p. 206) kētā বি. কায়দা; ফ্যাশন (পোশাকের কেতা)। [দ্র কিতা]। ̃ দুরস্ত বিণ. ফিটফাট; ফ্যাশনদুরস্ত। 14)
খানা৪
(p. 226) khānā4 বি. 1 মুসলমানি বা বিলাতি কায়দায় রান্না-করা খাবারদাবার (আজ কোথায় খানা খাবে?); 2 ভোজ (খানাপিনা ভালোই হয়েছে)। [হি. খানা]। ̃ পিনা বি. পানভোজন; আহারাদি। 48)
গাপ
(p. 246) gāpa বিণ. গায়ের; লুক্কায়িত, গুপ্ত (জিনিসটা গাপ হয়ে গেছে); গোপনে আত্মসাত্ (গাপ করা)। [বাং. গায়েব আ. গায়ব্]। 60)
গুহ
(p. 253) guha বি. 1 কার্তিক; 2 বিষ্ণু; 3 গুহক চণ্ডাল; 4 বাঙালি কায়স্হদের পদবিবিশেষ। [সং. √গুহ্ (সংবরণ করা, রক্ষা করা) + অ]। ̃ ষষ্ঠী বি. কার্তিকের প্রিয় আগ্রহায়ণী শুক্লা ষষ্ঠী। 53)
গূঢ়
(p. 253) gūḍh় বিণ. 1 গুপ্ত, অপ্রকাশিত, অলক্ষিত (গূঢ় অভিসন্ধি); 2 অজ্ঞাত, দুর্জ্ঞেয়, জটিল (গূঢ়তত্ত্ব); 3 দূর্গম, দুষ্প্রবেশ্য (গূঢ় রহস্য); 4 লুক্কায়িত (গূঢ় পথ); 5 নিভৃত। [সং. √গুহ্ + ত]। ̃ পাদ বি. 1 কচ্ছপ; 2 সাপ। ̃ পুরুষ বি. গুপ্তচর। ̃ বৃক্ষ বি. করবী গাছ। ̃ মার্গ বি. গুপ্তপথ; সুড়ঙ্গ। ̃ সাক্ষী বি. যে সাক্ষী গোপনে বিরূদ্ধপক্ষের কথা জেনে নেয় বা জেনে নিয়েছে। 57)
গোপিত
(p. 256) gōpita বিণ. 1 লুক্কায়িত, গোপন করা বা করে রাখা হয়েছে এমন; 2 রক্ষিত। [সং. গুপ্ + ণিচ্ + ত]। 97)
ঘোষ
(p. 272) ghōṣa বি. 1 গম্ভীর শ্বদ বা ধ্বনি (তু. বজ্রনির্ঘোষ); 2 ঘোষণা ; 3 গোয়ালা (ঘোষের দুধ); 4 গোয়ালাদের পাড়া; 5 বাঙালি কায়স্হদের পদবিবিশেষ। [সং. √ঘুষ্ + অ]। ̃ ক বিণ. বি. ঘোষণাকারী। ̃ যাত্রা বি. (প্রধানত মহাভারতে বর্ণিত দুর্যোধনের গোধন পরিদর্শনের জন্য) গোপপল্লিতে যাওয়া। ̃ বর্ণ বি. বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ এবং য্ র্ ল্ ব্ হ্। 21)
চার্বাক
(p. 281) cārbāka বি. নাস্তিক মুনিবিশেষ-ইনি বেদ আত্মা পরলোক ইত্যাদির অস্তিত্ব স্বীকার করতেন না। [সং. চারু + বাক্]। ̃ দর্শন বি. চার্বাকের দর্শন বা মত; চার্বাকের নাস্তিক্য বা লোকায়ত মত। 159)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072574
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768139
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365548
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720874
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697739
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594420
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544650
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542203

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন