Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুলির। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্কুরিত
(p. 8) aṅkurita বিণ. মুকুলিত; প্রকাশিত; আবির্ভূত। অঙ্কুরোদয়, অঙ্কুরোদ্-গম বি. বীজ থেকে মুকুলের প্রথম প্রকাশ; সূত্রপাত, উন্মেষ। 33)
অনঙ্কুরিত
(p. 21) anaṅkurita বিণ. অঙ্কুরিত বা মুকুলিত হয়নি এমন ('অনঙ্কুরিত সফলতার বীজ': রবীন্দ্র)। [সং. ন+অঙ্কুরিত]। 17)
আকুল
(p. 82) ākula বিণ. 1 ব্যগ্র, উত্কন্ঠিত (আকুল আহ্বান, আকুল প্রতীক্ষা); 2 অস্হির; 3 অসংবৃত, আলুলায়িত। [সং. আ + √কুল্ + অ]। বি. ̃ তা। আকুলা ক্রি. আকুল হওয়া। আকুলিত বিণ. আকুল হয়েছে এমন। আকুলি-বিকুলি বি. অতিশয় ব্যাকুলতা (খবরটা পাওয়ার জন্য সে আকুলি-বিকুলি করছে)। ক্রি-বিণ. অতি আকুলভাবে। আকুলি-ব্যাকুলি-আকুলি-বিকুলি -র রূপভেদ। আকুলী.কৃত বিণ. আকুল করা হয়েছে এমন। আকুলি.ভূত বিণ.আকুল হয়ে উঠেছে এমন। 2)
উদ্বেল
(p. 128) udbēla বিণ. 1 উচ্ছলিত (উদ্বেল অশ্রু, উদ্বেল আবেগ); 2 উথলিত; 3 বেলাভূমি বা তীর অতিক্রম করেছে এমন (উদ্বেল ঢেউ)। [সং. উত্ + বেলা]। উদ্বেলিত বিণ. উদ্বেল হয়েছে এমন, ব্যাকুলিত; ব্যাকুলীকৃত (উদ্বেলিত হৃদয়)। 27)
কুট্মল; কুড্মল
(p. 194) kuṭmala; kuḍmala বি. কলিকা, কুঁড়ি। [সং. √ কুট্, √ কুড্ + মল]। কুট্মলিত, কুড্মলিত বি. মুকুলিত; কুঁড়িযুক্ত। 53)
কুলির, কুলীর, কুলীরক
(p. 199) kulira, kulīra, kulīraka বি. 1 কাঁকড়া; 2 কর্কট রাশি। [সং. কুল + ইর, ঈর, + ক]। 52)
কুলিশ
(p. 199) kuliśa বি. বজ্র, অশনি (কুলিশপাত)। [সং. কুল + √ শো +অ]। ̃ ধারী (-রিন্) বি. ইন্দ্র। ̃ পাত বি. বজ্রপাত। 53)
কুলীর
(p. 199) kulīra দ্র কুলির। 55)
কুলীশ, কুলুঙ্গি, কুলুজি
(p. 199) kulīśa, kuluṅgi, kuluji যথাক্রমে কুলিশ, কুলঙ্গি ও কুলজি -র রূপভেদ। 56)
চিন্তা
(p. 290) cintā বি. 1 মনন (ব্যাপারটা একটু চিন্তা করে দেখতে হবে); 2 ধ্যান (ঈশ্বরচিন্তা); 3 স্মরণ (ভালো করে চিন্তা করে দেখো, ঠিক মনে পড়বে); 4 কল্পনা, বিচার, প্রভৃতি মানসিক কাজ, ভাবনা (চিন্তার বিষয়); 5 উদ্বেগ (চিন্তাকুল); 6 ভয়, আশঙ্কা (তোমার কোনো চিন্তা নেই)। [সং. √চিন্ত্ + অ + আ]। চিন্তনীয়, চিন্ত্য বিণ. গুণদোষ বিচার করতে হয় এমন, চিন্তা করতে হয় বা চিন্তা করা উচিত এমন। ̃ কুল, ̃ কুলিত বিণ. চিন্তায় বা উদ্বেগে আকুল (চিন্তাকুল মনে এগিয়ে চললেন)। ̃ গম্য বিণ. চিন্তা করে যা বোঝা যায়, ভাবনাচিন্তা করা যায় এমন (চিন্তাগম্য বিষয়)। ̃ জনক বিণ. ভাবনা বা চিন্তা জন্মায় এমন, চিন্তায় ফেলে এমন। ̃ তীত বিণ. চিন্তা বা ধারণা করা যায় না এমন, চিন্তার অতীত। ̃ ন্বিত বিণ. ভাবনাগ্রস্ত, উদ্বিগ্ন। ̃ পর বিণ. চিন্তামুক্ত, চিন্তিত। ̃ প্রবণ বিণ. চন্তাভাবনা করতে অভ্যস্ত (চিন্তাপ্রবণ মন)। ̃ মগ্ন বিণ. চিন্তায় ডুবে আছে এমন, চিন্তায় বিভোর। ̃ মণি বি. 1 যে মণি অভীষ্ট ফল জোগায়; স্পর্শমণি; 2 ভগবান; 3 ব্রহ্মা; 4 নারায়ণ। ̃ শক্তি বি. চিন্তা করার ক্ষমতা। ̃ শীল বিণ. 1 ভাবুক; 2 চিন্তা করে বিচার করেত সমর্থ (চিন্তাশীল মনীষী)। 16)
চৌধুরি, চৌধুরী
(p. 299) caudhuri, caudhurī বি. 1 সামন্ত নেতা; 2 নগর বা গঞ্জের প্রধান ব্যবসায়ী; 3 গ্রামের প্রধান বা মোড়ল; 4 কুলিসর্দার; 5 পদবি বা উপাধিবিশেষ। [সং. চতুর্ধুরীণ]। বি. (স্ত্রী.) চৌধুরানি। 14)
জমাদার
(p. 312) jamādāra বি. 1 উচ্চপদস্হ ভারতীয় সৈনিকবিশেষ; 2 হেড কনস্টেবল; 3 ধাঙড়, মেথর বা কুলির সর্দার; 4 প্রধান যন্ত্রচালক (ছাপাখানার জমাদার); 5 মেথর। [ফা. জমাদার্]। 108)
দেউলিয়া, (কথ্য) দেউলে
(p. 418) dēuliẏā, (kathya) dēulē বিণ. 1 নিঃস্ব; 2 ঋণ, শোধ করতে অক্ষম। [সং. দেবকুলিক-তু. হি. দেবালিয়া]। 17)
ধাওড়া
(p. 433) dhāōḍ়ā বি. (প্রধানত সাঁওতাল) কুলিদের কুঁড়েঘর বা বস্তি। [তু. মুণ্ডারি ওড়া (=গৃহ)]। 18)
বজ্র
(p. 575) bajra বি. 1 ঝড়বৃষ্টির সময় আকাশে বিদ্যুতের ঝলকানির সঙ্গে সঙ্গে যে প্রচণ্ড শব্দ হয়; বাজ, অশনি, কুলিশ; 2 দধীচির অস্হিতে নির্মিত ইন্দ্রের অস্ত্র; 3 গুণনের × এই চিহ্ন; 4 (জ্যোতিষ) মানবদেহে বিশেষত হাতের চেটো ও পায়ের তলায় × চিহ্ন; 5 যোগবিশেষ, আসনবিশেষ; 6 হীরক। বিণ. অত্যন্ত কঠিন বা কঠোর (বজ্রকঠোর)। বিণ-বিণ. প্রচণ্ড, নিদারুণ। [সং. √ বজ্ + র]। ̃ কঠিন বিণ. বজ্রের মতো কঠিন, অত্যন্ত শক্ত। ̃ কেতু বি. নরকের অধিপতি। ̃ গম্ভীর বিণ. বজ্রনাদের মতো গম্ভীর। ̃ গুণন (বীজ.) বীজগণিতে গুণের প্রক্রিয়াবিশেষ, cross-multiplication. ̃ ধর, ̃ পাণি, বজ্রী (-জ্রিন্) বি. ইন্দ্র। ̃ ধ্বনি, ̃ নাদ, ̃ নির্ঘোষ বি. বজ্রপাতের আওয়াজ। ̃ পাত বি. বাজ পড়া। ̃ মণি, ̃ মাণিক বি. মহামূল্য মণি বা রত্ন ('বজ্রমাণিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা': রবীন্দ্র)। ̃ মুষ্টি, (কথ্য) ̃ মুঠি বি. বজ্রের মতো কঠিন বা দৃঢ় মুষ্টি। ̃ যান বি. তান্ত্রিক বৌদ্ধ ধর্মের নামবিশেষ, শূন্যতাযান। ̃ লেপ বি. দুর্ভেদ্য প্রলেপবিশেষ, শ্রীবাসকরস ভল্লাতক অতসী বেল প্রভৃতি দিয়ে তৈরি কবিরাজি প্রলেপবিশেষ। বজ্রাগ্নি বি. বিদ্যুত্। বজ্রাঘাত বি. বজ্রের আঘাত, বাজের আঘাত। বজ্রাহত বিণ. 1 বজ্রের আঘাতে আহত; 2 (আল.) প্রচণ্ড আঘাতে বিমূঢ়। বজ্রাসন বি. যোগাসনবিশেষ। 3)
বিকুলি
(p. 605) bikuli বি. ব্যাকুল ভাব, ব্যাকুলতা (আকুলিবিকুলি)। [সং. ব্যাকুল বিকুল + বাং. ই]। 101)
ব্যাকুল
(p. 648) byākula বিণ. অত্যন্ত আকুল, অস্হির, উদ্গ্রীব, উত্কণ্ঠিত। [সং. বি + আকুল]। বি. ̃ তা। স্ত্রী. ব্যাকুলা1। ব্যাকুলা2 ক্রি. ব্যাকুল হওয়া বা করা। ব্যাকুলিত বিণ. ব্যাকুল হয়েছে বা অস্হির হয়েছে এমন। স্ত্রী. ব্যাকুলিতা। 55)
ভাড়া
(p. 661) bhāḍ়ā বি. 1 সাময়িক ব্যবহারের জন্য দেয় অর্থ, মাশুল, কেরায়া (গাড়িভাড়া, বাড়িভাড়া); 2 মজুরি (কুলিভাড়া)। বিণ. ভাড়ার শর্তে ব্যবহৃত (ভাড়াবাড়ি, ভাড়াগাড়ি)। [ সং. ভাটক]। ভাড়া করা ক্রি. বি. ভাড়ার অর্থ দেবার শর্তে অন্যের জিনিস নিজের কাজের জন্য নেওয়া (গাড়ি ভাড়া করেছেন)। 24)
মঞ্জরা
(p. 676) mañjarā ক্রি. (কাব্যে) মঞ়্জরিত বা মুকুলিত হওয়া ('অশোক রোমাঞ্চিত মঞ্জরিয়া': রবীন্দ্র)। [সং মঞ্জর + বাং. আ]। 25)
মঞ্জরি, মঞ্জরী
(p. 676) mañjari, mañjarī বি. 1 কিশলয়যুক্ত কচি ডাল; 2 অঙ্কুর, মুকুল (নবমঞ্জরি); 3 শিষ (আমের মঞ্জরি)। [সং. মঞ্জু + √ ঋ + ই]। মঞ্জরিত বিণ. মুকুলিত; অঙ্কুরিত। 26)
মুকুল
(p. 707) mukula বিণ. 1 কুঁড়ি, কোরক, কলিকা; 2 বোল, বউল (আমের মুকুল); 3 মুকুল-সদৃশ বস্তু (দন্তমুকুল)। [সং. √ মুচ + উল]। মুকুলিকা বি. মুকুল। বিণ. 1 মুকুলাকৃতি; 2 ঈষত্ বিকশিত ('মুকুলিকা বালিকাবয়সী': রবীন্দ্র)। মুকুলিত বিণ. 1 মুকুল ধরেছে এমন (মুকুলিত আম্রশাখা); 2 অর্ধ-প্রস্ফুটিত, অর্ধ-নিমীলিত (মুকুলিতনয়না)। মুকুলোদ্গম বি. মুকুলের আবির্ভাব, মুকুল ধরা। 35)
মুঞ্জরা
(p. 710) muñjarā ক্রি. (কাব্যে) পুষ্পিত বা মুকুলিত হওয়া ('হৃদয়কুঞ্জবনে মুঞ্জরিল মধুর শেফালিকা': রবীন্দ্র)। [সং. মুঞ্জর + বাং. আ (নামধাতু)]। মুঞ্জরিত বিণ. পুষ্পিত, মুকুলিত। 20)
মেট
(p. 714) mēṭa বি. 1 সর্দার (কুলিদের মেট); 2 সর্দার-খালাসি; 3 সর্দার-কয়েদি। [ইং. mate]।
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2102112
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1779974
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1377800
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 725582
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 703905
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 598398
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 559394
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 544502

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন