Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

খড়্গ; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অসি
(p. 72) asi বি. খড়্গ; তরবারি, তরোয়াল; (আল.) অস্ত্রবল। [সং. &tick অস্ + ই]। ˜ চর্ম বি. তরোয়াল ও ঢাল। ̃ চর্যা, ̃ চালনা বি. তরবারি চালানো। ̃ ধারা বি. খড়্গ বা তরোয়ালের তীক্ষ্ণ অগ্রভাগ; তরোয়ালের ধার। ̃ ধারা-ব্রত বি. কঠিন ব্রতবিশেষ; যে ব্রতে একই শয্যায় শায়িতা রমণীকেও উপভোগ করা নিষেধ। ̃ পত্র বি. 1 (অসির মতো পাতা বলে) আখ গাছ; 2 তরবারির খাপ। ̃ যুদ্ধ বি. তরবারির সাহায্যে লড়াই। ̃ লতা বি. তরবারির ফলক; তরবারি। 8)
কর-পাল, কর-বাল
(p. 167) kara-pāla, kara-bāla বি. তরবারি, অসি; খড়্গ। [সং. কর + √ পালি + অ; কর + √ বালি + অ]। 16)
কৃপাণ
(p. 204) kṛpāṇa বি. তরবারি; খড়্গ; ছোরা। [সং. √কৃপ্ + আন]। ̃. পাণি বিণ. খড়্গহস্ত, যার হাতে তরবারি বা ছোরা রয়েছে। 28)
খড়গ
(p. 221) khaḍ়ga বি. 1 খাঁড়া, প্রাণী বলি দেবার তরবারিবিশেষ (খড়েগর এক কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল) ; 2 গণ্ডারের শৃঙ্গ বা শিং। [সং. √খড়্ + গ]। ̃ হস্ত বিণ. 1 কৃপাণধারী, হাতে খড়গ নিয়েছে এমন; 2 অত্যন্ত ক্রুদ্ধ; প্রহার বা তিরস্কার করতে উদ্যত (তিনি আমার প্রতি কেন যে এমন খড়গহস্ত তা বুঝি না)। খড়্গী (-ড়্গিন্) বি. গণ্ডার। বিণ. যার খড়্গ আছে এমন। 53)
খাঁড়া, খাণ্ডা
(p. 224) khān̐ḍ়ā, khāṇḍā বি. খড়্গ (খাঁড়ার ঘা)। [সং. খড়্গ]। 60)
খেটক
(p. 232) khēṭaka বি. 1 গদা বা মুগুর; 2 ঢাল (খড়্গখেটকধারিণী)। [সং. √খেট্ + ক]। 19)
গণ্ডার
(p. 240) gaṇḍāra বি. নাকের উপর খড়্গযুক্ত অত্যন্ত স্হূলচর্ম জন্তুবিশেষ; খড়্গী। [সং. গণ্ডক]। গণ্ডারের চামড়া (গণ্ডারের চামড়া যেমন সহজে অস্ত্রাদিতে বিদ্ধ হয় না, তেমনি) কিছুতেই অপমান বোধ করে না এমন মনোবৃত্তি। 13)
চন্দ্র
(p. 278) candra বি. 1 চাঁদ; 2 (তত্পুরুষ সমাসে শব্দের পরে) শ্রেষ্ঠ বা সুন্দর ও আনন্দজনক ব্যক্তি (কুলচন্দ্র)। [সং. √চন্দ্ + র]। ̃ ক বি. ময়ূরপুচ্ছের অর্ধচন্দ্রকার চিহ্ন। ̃ কর বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। ̃ কলা বি. চন্দ্রমণ্ডলের 1/16 অংশ, চাঁদের ষোলো ভাগের এক ভাগ। ̃ কান্ত বি. মণিবিশেষ, চন্দ্রকিরণের স্পর্শে সমধিক দীপ্তিশালী মণি। ̃ কান্তা বি. (স্ত্রী.) 1 চন্দ্রপত্নী; 2 তারকা; 3 জ্যোত্স্না; 4 রাত্রি। ̃ কান্তি বিণ. চাঁদের মতো কান্তিবিশিষ্ট বি. রুপো। ̃ কিরণ বি. জ্যোত্স্না। ̃ কোষ বি. সংগীতের রাগবিশেষ। ̃ গ্রহণ বি. পৃথিবীর ছায়াপাতে চন্দ্রের আচ্ছাদিত হওয়া। ̃ চূড় বি. শিব। ̃ ধর বি. শিব। ̃ পুলি বি. অর্ধচন্দ্রাকৃতি মিঠাইবিশেষ। ̃ প্রভ বিণ. 1 চাঁদের মতো প্রভাবিশিষ্ট; 2 সৌম্যমূর্তি। ̃ প্রভা বি. জ্যোত্স্না। বিণ. (স্ত্রী.) চাঁদের মতো প্রভাবিশিষ্টা। ̃ বংশ বি. চন্দ্র থেকে উত্পন্ন পৌরাণিক রাজবংশ (কৌরব যাদব ইত্যাদি বংশ)। ̃ বদন বিণ. বি. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট, চাঁদমুখ। স্ত্রী. ̃ বদনা। ̃ বিন্দু বি. বিন্দুযুক্ত অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন; 3 -এই ধ্বনি বা চিহ্ন। ̃ বোড়া বি. ফণাহীন বিষধর সাপবিশেষ। ̃ ভাগা বি. পঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুর শাখানদী চেনাব। ̃ মণি বি. চন্দ্রকান্তমণি। ̃ মল্লিকা বি. সুপরিচিত ফুলবিশেষ। ̃ মা বি. চাঁদ। ̃ মুখ বি. বিণ. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখী। ̃ মৌলি বি. শিব। ̃ রেখা, ̃ লেখা বি. 1 চন্দ্রকলা; 2 অপ্সরাবিশেষ; 3 সংস্কৃত ছন্দবিশেষ। ̃ রেণু বি. কাব্যচোর, কুম্ভীলক, plagiarist. ̃ লেখা দ্র চন্দ্ররেখা। ̃ লোক বি. 1 চন্দ্রের উপরিস্হ ভূমি; 2 চন্দ্র-অধিষ্ঠিত পৌরাণিক স্হান। ̃ শালা, ̃ শালিকা বি. চিলেকোঠা। ̃ শেখর বি. শিব। ̃ সম্ভব বি. চন্দ্রের পুত্র, বুধ। ̃ সুধা বি. জ্যোত্স্না। ̃ হার বি. 1 মেখলাবিশেষ; 2 গলার হারবিশেষ। ̃ হাস বি. খড়্গ বা তরবারিবিশেষ। 14)
টঙ্ক1
(p. 341) ṭaṅka1 বি. 1 খড়্গ টাঙি প্রভৃতি অস্ত্র; 2 খননের অস্ত্র; 3 পাহাডের উঁচু স্হান; 4 ক্রোধ বা আস্ফালন (কেবল মুখেই যত টঙ্ক)। [সং. √ টঙ্ক্ + অ]। 19)
তরবারি
(p. 367) tarabāri বি. সরু লম্বা ও পাতলা শাণিত যুদ্ধাস্ত্রবিশেষ; অসি. তলোয়ার, কৃপাণ, খড়্গ। [সং. তর + √ বৃ + ণিচ্ + ইন্]। 107)
ব্যধি-করণ
(p. 648) byadhi-karaṇa বিণ. (ব্যাক.) বিভিন্ন বিভক্তিযুক্ত। [সং. বি + অধিকরণ]। ব্যধিকরণ বহুব্রীহি বি. (ব্যাক.) যে বহুব্রীহিসমাসে সমস্যমান পদদ্বয় বিভিন্ন বিভক্তিযুক্ত, যেমন-খড়্গহস্ত, দণ্ডপাণি। 26)
মেখলা
(p. 714) mēkhalā বি. 1 কটিভূষণ, চন্দ্রহার গোট প্রভৃতি অলংকার; কোমরের তাগা; 2 খড়্গাদির মুখের চামড়ার বেষ্টনী। [সং. √ মি + খল + আ]। 32)
সায়ক
(p. 828) sāẏaka বি. 1 বাণ; 2 খড়্গ। [সং. √ সো + অক]। 55)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2084778
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772582
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370293
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722849
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700180
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596006
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550461
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543137

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন