Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

খামচা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপূর্ণ
(p. 40) apūrṇa বিণ. 1 পূর্ণ নয় এমন; অসম্পূর্ণ; 2 অসমাপ্ত (অপূর্ণ সাধনা); 3 অতৃপ্ত (অপূর্ণ সাধ, অপূর্ণ বাসনা)। [সং. ন + পূর্ণ]। ̃ তা বি. 1 অসম্পূর্ণতা; 2 খামতি, ঘাটতি। 39)
খল2
(p. 224) khala2 বি. ওষুধ পেষণ করার পাত্রবিশেষ; 2 (বিরল) ধান মাড়াইয়ের স্হান; খামার। [সং. √খল্ (সঞ্চয়ে) + অ]। ̃ নুড়ি বি. ওষুধ পেষণের পাত্র ও দণ্ড। 29)
খাপচি
(p. 226) khāpaci বি. চিমটি, খামচি (খাপচি কাটছ কেন?)। [দেশি]। 56)
খাম-খেয়াল
(p. 226) khāma-khēẏāla বি. চিত্তের অস্হিরতা; হঠাত্ বা অদ্ভুত খেয়াল; অদ্ভুত বা অসার কল্পনা।[ফা. খাম্ + আ. খেয়াল]। খাম-খেয়ালি বিণ. অদ্ভুত খেয়ালবিশিষ্ট; খেয়ালের বশে হঠাত্ হঠাত্ কোনো কাজ করে বসে এমন (আমার বাবা ছিলেন খুব খামখেয়ালি লোক)। খাম-খেয়ালি-পনা বি. খেয়ালি বা খামখেয়ালি স্বভাব (খামখেয়ালিপনার জন্য তার যথেষ্ট ক্ষতি হয়েছে)। 67)
খামকা, খামোকা, খামোখা
(p. 226) khāmakā, khāmōkā, khāmōkhā ক্রি-বিণ. 1 অকারণে, অনর্থক (খামোকা ছেলেটাকে বকছ কেন?); 2 হঠাত্। [ফা. খো আমখো + বাং. আ]। 66)
খামচ
(p. 226) khāmaca বি. থাবা, খাবল। [দেশি]। খামচা বি. খামচ, থাবা (এক খামচা নুন নিল)। ক্রি. খাবলানো, খামচানো (আমার পিঠে ওভাবে খামচাচ্ছ কেন?)। খামচানো ক্রি. আঁচড়ানো, খাবলানো; নখ দিয়ে আঁচড়ানো। বি. বিণ. উক্ত সব অর্থে। খামচি বি. নখের আঘাত; খাবল। 68)
খামটি
(p. 226) khāmaṭi বি. 1 মালকোঁচা; 2 রাগে বা আক্রোশে উপরের পাটির দাঁত দিয়ে নীচের ঠোঁট কামড়ে ধরা (মুখখামটি)। [দেশি]। 69)
খামতি
(p. 226) khāmati বি. 1 ঘাটতি; 2 ত্রুটিবিচ্যুতি (ভাষার উজ্জ্বলতা এই প্রবন্ধের যুক্তির খামতিকে পুষিয়ে দিয়েছে)। [দেশি]। 70)
খামার
(p. 226) khāmāra বি. শস্য মাড়াই করার ও রাখার স্হান (খেত-খামার, খামার বাড়ি)। [হি. খামার্]। 71)
খামি1
(p. 226) khāmi1 বি. 1 অলংকারের মধ্যাংশ; 2 কণ্ঠহারের বলয়ের মধ্যে সংযোগকারী আংটা (খামি-দেওয়া হার)। [ফা. খম্]। 72)
খামি2, খামির
(p. 226) khāmi2, khāmira বি. জিলাপি বা অনুরূপ খাদ্যদ্রব্য তৈরি করার গাঁজ, yeast. [আ. খমীর]। খামিরা, খাম্বিরা বি. মশলাযুক্ত তামাকবিশেষ। 73)
খাম্বিরা
(p. 226) khāmbirā দ্র খামির। 77)
খাস
(p. 229) khāsa বিণ. 1 অসাধারণ (শাক দরবার); 2 নিজস্ব (খাস কামরা); 3 মালিকের সরাসরি অধিকারভুক্ত বা কর্তৃত্বাধীন (খাসদখল)। [আ. খাস্]। ̃ খামার বি. নিজের চাষবাসের জমি। ̃ মহল, ̃ মহাল, ̃ তালুক বি. যে জমি বা তালুক প্রজার কাছে বিলি না করে জমির মালিক সরাসরি নিজের তত্ত্বাবধানে রাখে (খাস তালুকের প্রজা)। 9)
খিমচি
(p. 229) khimaci বি. চিমটি, নখ বা আঙুল দিয়ে অনতিজোর খামচি। [দেশি]।
খেয়াল
(p. 232) khēẏāla বি. 1 কল্পনা; স্বপ্ন; 2 জ্ঞান, হুঁশ, চেতনা (কখন বেলা গেল খেয়ালই ছিল না) ; 3 স্মরণ (কী বলেছিলাম খেয়াল নেই); 4 প্রবৃত্তি, ঝোঁক (বদখেয়াল); 5 মরজি, খুশি, ইচ্ছা (আপন খেয়ালে চলা); 6 অসাধারণ ব্যাপার (প্রকৃতির খেয়াল, বড়মানুষি খেয়াল); 7 (প্রচলিত বিশ্বাস অনুযায়ী) আমির খসরু ও সুলতান হোসেন কর্তৃক প্রবর্তিত উচ্চাঙ্গ সংগীতবিশেষ। [আ. খয়াল্]। খেয়ালি বি. খেয়ালগায়ক, খেয়ালিয়া। বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক; অব্যবস্হিতচিত্ত (ভারি খেয়ালি লোক)। ̃ খুশি বি. যেমন ইচ্ছা তেমন করা; খামখেয়াল। খেয়ালিয়া বি. খেয়াল-গাইয়ে। 37)
খোনা
(p. 234) khōnā বিণ. নাকি সুরে কথা বলে এমন (খোনা গলার গান); নাকি, অনুনাসিক। [আ. খামনা-তু. সং. ঘোণা]। 17)
খোলা1
(p. 235) khōlā1 বি. 1 খোসা, আবরণ (কলার খোলা); 2 ভাজবার পাত্রবিশেষ ('খোলা পেতে ভাজে খই মুড়ি': রবীন্দ্র); 3 খাপরা (খোলার চাল); 4 খেত, খামার (ধানের খোলা); 5 স্হান (হাটখোলা, ইটখোলা)। [খোলক]। 5)
খোশ
(p. 235) khōśa বিণ. আনন্দজনক, প্রীতিকর (খোশখবর)। [ফা. খুশ্]। ̃ কবালা বি. পাকাপাকিভাবে স্বত্ব হস্তান্তরের দলিল। ̃ খবর বি. সুসংবাদ। ̃ খেয়াল বি. খামখেয়াল, মরজি। ̃ খোরাক বি. শৌখিন আহার। ̃ খোরাকি বিণ. শৌখিন আহারে অভ্যস্ত; ভোজনবিলাসী। ̃ গল্প বি. আমোদজনক হালকা গল্পগুজব বা আলাপ (সারাটা দিন খোশগল্প করেই কেটে গেল)। ̃ নবিশ বি. অতি সুন্দর হস্তাক্ষরবিশিষ্ট ব্যক্তি; সুলেখক। ̃ নাম বি. সুনাম, সুখ্যাতি। ̃ পোশাক বি. শৌখিন পোশাক। ̃ পোশাকি বিণ. পোশাকবিলাসী। ̃ বু, খুশবু, ̃ বাই, ̃ বয় বি. সুগন্ধ ̃ মেজাজ বি. প্রফুল্লতা; প্রফুল্ল মন। 9)
গাঁজ, গাঁজলা
(p. 246) gān̐ja, gān̐jalā বি. ফেনা, froth; খামির। [দেশি]। গাঁজন বি. পচন, গেঁজে ওঠা, মাতন fermentation. 3)
গোলা1
(p. 256) gōlā1 বি. 1 ধান ইত্যাদি রাখার মরাই; 2 আড়ত (কাঠের গোলা); 3 বাজার; গঞ্জ। [দেশি-তু. হি. গোলা]।̃ জাত বিণ. গোলা বা মরাইয়ে রাখা হয়েছে এমন। ̃ বাড়ি বি. শস্যাগার, ধান্যাদি শস্য মজুত করার জন্য বাড়ি; খামার। 148)
ঢলা
(p. 360) ḍhalā ক্রি. বি. 1 হেলে পড়া (সূর্য পশ্চিমে ঢলেছে); 2 ঝোঁকা (ঘুমে ঢলে পড়েছে); 3 পক্ষপাতী হওয়া (সে তার বন্ধুর দিকে ঢলেছে)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঢল + আ-তু. হি. ঢল্না]। ̃ ঢলি বি. 1 অন্তরঙ্গতা, অতিরিক্ত মাখামাখি (ওসব লোকের সঙ্গে অত ঢলাঢলি ভালো নয়); 2 কেলেঙ্কারি। ̃ নে বিণ. কেলেঙ্কারি করে এমন। ̃ নো বি. ক্রি. 1 হেলানো; ঝোঁকানো; 2 কেলেঙ্কারি করা। 17)
তুঘলকি
(p. 375) tughalaki বিণ. বি. খামখেয়ালিপূর্ণ বা খামখেয়ালিপূর্ণ কাজ (তুঘলকি চলছে, তুঘলকি কাজকারবার চলছে)। [(মহম্মদ-বিন-) তুঘলক + বাং. ই]। 180)
দহ-রম
(p. 402) daha-rama বি. ঘনিষ্ঠ মেলামেশা বা বন্ধুত্ব। [ফা. দর্হম্]। দহরম মহরম বি. গভীর অন্তরঙ্গতা; অত্যন্ত মাখামাখি। [ফা. দর্হম্-বর্হম্ + আ. মহ্রম্]। 15)
ধুলট
(p. 439) dhulaṭa বি. সংকীর্তনের পর ধুলো মাখামাখি বা ধুলোয় গড়াগড়ি দেওয়ার উত্সব। [বাং. ধুলা + ট]। 29)
ফারম2, ফার্ম2
(p. 564) phārama2, phārma2 বি. খামার। [ইং. farm]। 28)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086929
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773590
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1371171
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723208
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700615
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596369
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551564
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543314

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন