Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

খারাপ; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্রিয়া
(p. 4) akriẏā বি. 1 নিষ্ক্রিয়তা; 2 অবৈধ বা শাস্ত্রবিরোধী কাজ। [সং. ন+ক্রিয়া]। ̃ ন্বিত, ̃ রত, ̃ সক্ত বিণ. কুকর্মরত, খারাপ কাজে নিযুক্ত। 18)
অবিহিত
(p. 49) abihita বিণ. অবৈধ; অশাস্ত্রীয়, শাস্ত্রসম্মত নয় বা নীতিসম্মত নয় এমন; অন্যায্য; অনুচিত, অকর্তব্য। [সং. ন + বিহিত]। ̃ কাল বি. খারাপ সময়, দুঃসময়; অপ্রশস্ত সময়। 31)
অবোধ
(p. 50) abōdha বিণ. 1 বোধহীন (অবোধ পশু), বোধ নেই এমন, নির্বোধ; 2 অজ্ঞান; 3 অবুঝ (অবোধ শিশু)। [সং. ন + বোধ]। অবোধের গোবধে আনন্দ অবোধ ব্যক্তির খারাপ কাজ করেও আনন্দ। 16)
অমন্দ
(p. 55) amanda বিণ. 1 মন্দ বা খারাপ নয় এমন, ভালো; 2 বেগবান, দ্রুতগতিসম্পন্ন, দ্রুত যায় এমন; 3 প্রচুর; 4 পটু; দক্ষ; 5 (গ্রা.) খুব খারাপ। [সং. ন + মন্দ]। 52)
অসত্
(p. 67) asat বিণ. 1 অসাধু, মন্দ, খারাপ; 2 অস্তিত্বহীন, অবিদ্যমান। [সং. ন + সত্]। ̃ সঙ্গ বি. কুসঙ্গ, মন্দ লোকের সঙ্গে মেলামেশা ('সত্সঙ্গে স্বর্গবাস, অসত্সঙ্গে সর্বনাশ')। অসত্তা বি. সত্তার অভাব, সত্তাহীনতা, অস্তিত্বহীনতা। 62)
অসদাচরণ
(p. 67) asadācaraṇa বি. মন্দ ব্যবহার, দুর্ব্যবহার; খারাপ বা নিন্দনীয় বৃত্তি; দুর্বৃত্ততা। [সং. অসত্ + আচরণ]। অসদাচার বি. মন্দ আচরণ, দুর্বৃত্ততা। (বিরল) বিণ. অসত্ আচরণ করে এমন। অসদাচারী (-রিন্) বিণ. কদাচারী, দুর্বৃত্ত, অন্যায় আচরণকারী। 73)
অসদ্-গ্রাহী
(p. 67) asad-grāhī (হিন্) বিণ. 1 অগ্রহণীয় জিনিস গ্রহন করে এমন, যে দান গ্রহণ করা উচিত নয় তা গ্রহণ করে এমন; 2 ঘুসখোর। [সং. অসত্ + গ্রাহিন্]। অসদ্-গ্রহ বি. খারাপ জিনিসের প্রতি আসক্তি বা আগ্রহ। 68)
অসদ্-বৃত্তি
(p. 67) asad-bṛtti বি. মন্দ প্রবৃত্তি, খারাপ ব্যবহার বা আচরণ; জীবিকা অর্জনের অসত্ পথ বা উপায়। [সং. অসত্ + বৃত্তি]। 70)
অস্হান
(p. 73) ashāna বি. 1 মন্দ স্হান, খারাপ জায়গা; অনুপযুক্ত বা অযোগ্য স্হান; 2 অযোগ্য পাত্র (অস্হানে দান বা অনুরোধ)। [সং. ন + স্হান]। 20)
আট
(p. 85) āṭa বি. বিণ. আট (8) সংখ্যা; আটসংখ্যক। [সং. অষ্ট]। ̃ ই বি. মাসের 8 তারিখ। বিণ. মাসের 8 তারিখের বা 8 তারিখসংক্রান্ত। ̃ .কড়াইয়া, ̃ .কৌড়ে বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার। ̃ .কপালিয়া, ̃ .কপালে বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট। স্ত্রী. ̃ .কপালি। আট-খানা করা ক্রি. বি. খণ্ড খণ্ড বা টুকরো টুকরো করা। আট-খানা হওয়া ক্রি. বি. আনন্দে অধীর হওয়া। ̃ ঘাট বি. চার দিক; সমস্ত পথ বা উপায় (আটঘাট বেঁধে কাজ করা)। আটঘাট বেঁধে চলা ক্রি. বি. সমস্ত দিক সামলে চলা। ̃ চল্লিশ বি. বিণ. 48 সংখ্যা বা 48 সংখ্যক। ̃ চালা বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ। ̃ ত্রিশ বি. বিণ. 38 সংখ্যা বা 38 সংখ্যক। ̃ পহর, ̃ পর-আটপ্রহর -এর কথ্য রূপ। ̃ পিঠা, ̃ পিঠে বিণ. 1 আটটি পৃষ্ঠ বা তলযুক্ত; 2 সবরকমের কাজে দক্ষতা আছে এমন। ̃ পৌরে বিণ. অষ্ট প্রহর অর্থাত্ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)। ̃ প্রহর বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)। ̃ ষষ্টি বি. বিণ. 68 সংখ্যা; 68 সংখ্যক। 59)
আড়াই
(p. 85) āḍ়āi বিণ. দুই এবং আধ, 21 / 2। [প্রাকৃ. আড়্ঢাইয়]। ̃ হাতি বিণ. আড়াই হাত দৈর্ঘ্যবিশিষ্ট। তাল গাছের আড়াই হাত কোনো কাজের শেষ এবং সবচেয়ে কঠিন অংশ। ̃ য়া বি. আড়াই গুনের নামতা; (বর্ত বিরল) আড়াই সের ওজনের বাটখারা। 95)
আলু-বোখরা
(p. 106) ālu-bōkharā বি. কুলজাতীয় কাবুলি ফলবিশেষ। [তু. আলু + বোখারা]। 48)
উড়ান
(p. 119) uḍ়āna বি. উড়ে যাওয়া, উড্ডয়ন, flight (খারাপ আবহাওয়ার জন্যে বিমানের উড়ান বাতিল করা হয়েছে)। [বাং. √ উড্ + আন]। 96)
কদাচার, কদাচরণ
(p. 160) kadācāra, kadācaraṇa বি. জঘন্য বা বিশ্রী আচরণ, খুব খারাপ কাজকর্ম। বিণ. কুত্সিত আচারবিশিষ্ট। [সং. কু + আচার, আচরণ]। কদাচারী (-রিন্) বিণ. জঘন্য আচরণকারী, দুর্বৃত্ত। 32)
কদুক্তি
(p. 160) kadukti বি. খারাপ বা অসংগত কথা, কটু কথা, কুকথা, দুর্বাক্য। [সং. কু + উক্তি]। 36)
কদুত্তর
(p. 160) kaduttara বি. খারাপ বা অসংগত জবাব; মুখে মুখে জবাব। [সং. কু + উত্তর]। 37)
কমা৩
(p. 164) kamā3 (আঞ্চ.) বিণ. নিকৃষ্ট, খারাপ, উত্কৃষ্ট নয় এমন (পয়সা খরচ করে কমা জিনিস নেব কেন?)। [ফা. কম্ + বাং. আ]। 56)
কুকর্ম
(p. 192) kukarma (-র্মন্) বি. অসত্ বা হীন কাজ; খারাপ কাজ। [সং. কু + কর্মন্]। কুকর্মা (-মন্), কুকর্মী (-মিন্) বিণ. বি. অসত্ বা হীন কর্মকারী (ব্যক্তি)। 45)
কুদর্শন
(p. 196) kudarśana বিণ. কদাকার, কুত্সিতদর্শন, কুরূপ, দেখতে খারাপ এমন। [সং. কু + দর্শন]। বিণ. (স্ত্রী.) কুদর্শনা। 13)
কুফল
(p. 197) kuphala বি. খারাপ ফল বা পরিণাম। [সং. কু + ফল]। 15)
কুবচন
(p. 197) kubacana বি. 1 খারাপ কথা; দুর্বাক্য; 2 গালাগালি; নিন্দা। [সং. কু + বচন]। 17)
খারাপ
(p. 226) khārāpa বিণ. 1 মন্দ, বদ (খারাপ কাজ, খারাপ লোক); 2 খেলো, নিকৃষ্ট, বাজে (খারাপ কাপড়) ; 3 দুষ্ট, নষ্ট (খারাপ চরিত্রের লোক); 4 অভদ্র (খারাপ ব্যবহার); 5 অশ্লীল, অশালীন (খারাপ কথা); 6 রুক্ষ, উগ্র (খারাপ মেজাজ) ; 7 দুঃখিত, ব্যথিত (মন খারাপ); 8 অসুস্হ (শরীর খারাপ) ; 9 বিকল, অব্যবহার্য (ফোন খারাপ হয়েছে); 1 দুর্দশাগ্রস্ত (খারাপ অবস্থা); 11 দুশ্চিকিত্ স্য ; সংক্রামক (খারাপ রোগ); 12 দূষিত (খারাপ রক্ত) ; 13 অশুভ (খারাপ দিন); 14 কুশ্রী, অসুন্দর (খারাপ চেহারা) ; 15 বিকৃত (মাথা খারাপ); 16 নোংরা (মুখ খারাপ করা); 17 অসত্ মতলব বা অভিপ্রায়যুক্ত (খারাপ নজর, খারাপ দৃষ্টি)। [আ. খরাব্]। 78)
খারাবি
(p. 226) khārābi বি. 1 ক্ষতি; 2 বদমায়েশি; 3 সর্বনাশ। [আ. খারাব্]। খুন-খারাবি, খুন-খারাব, খুন-খারাপি বি. 1 দাঙ্গাহাঙ্গামা; হত্যাকাণ্ড ; 2 টকটকে লাল রংবিশেষ। 79)
খুনখারাপি, খুনখারাবি
(p. 231) khunakhārāpi, khunakhārābi দ্র খারাবি 14)
চেহারা
(p. 294) cēhārā বি. 1 আকৃতি, আকার (এখনও বইটার চেহারাই দেখলাম না); 2 অবয়ব, শরীর (তোমার চেহারা বেশ খারাপ হয়েছে)। [ফা. চেহরা]। 88)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074442
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768770
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366207
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721104
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698146
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594695
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545315
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542314

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন