Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গায়ের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অমনি, অম্নি
(p. 55) amani, amni বিণ. ক্রি-বিণ. 1 ওইরকম (অমনি গুছিয়ে রাখো, অমনি সুন্দর); 2 অকারণে (ওখানে অমনি যাচ্ছি); 3 (শুধু হাতে (কুটুমবাড়ি অমনি যেয়ো না); 4 খালি গায়ে (অমনি গায়ে থেকো না); 5 শুধু, কেবল (অমনি ভাত খাওয়া যায়?); 6 অবলম্বনহীন (খুঁটি ছাড়া চালাখানা কি অমনি থাকতে পারে ?); 7 বিনামূল্যে ('অমনি নেব কিনে': রবীন্দ্র); 8 তত্ক্ষণাত্ (অমনি আমি উঠে বসলাম বিছানায়; 'অমনি চারিধারে নয়ন উঁকি মারে': রবিন্দ্র); 9 বিনা আয়াসে, পরিশ্রম ছাড়াই (পরীক্ষায় অমনি পাশ হয় না)। [তু. অমন]। অমনি অমনি ক্রি-বিণ. বিনা করণে (অমনি অমনি তোমায় মারল? অমনি অমনি কেউ শাস্তি পায় না) অমনি একরকম বিশেষ ভালোও নয় মন্দও নয়, মাঝামাঝিরকম। 44)
অলুক, (বর্জি) অলুক্ (লুচ্)
(p. 65) aluka, (barji) aluk (luc) বিণ. লোপহীন, লোপ পায় না এমন। বি. লোপের অভাব, লোপহীনতা। [সং. ন + লুচ্]। অলুক সমাস বি. (ব্যাক.) সে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না, যেমন যুধি (যুদ্ধ, সপ্তমী বিভক্তি) + স্হির = যুধিষ্ঠির, গায়েহলুদ। 2)
অশোক
(p. 66) aśōka বিণ. শোকহীন। বি. 1 গাঢ় লাল রঙের ফুলযুক্ত গাছবিশেষ; 2 মৌর্য বংশের তৃতীয় রাজা। [সং. ন + শোক]। ̃ .কানন, ̃ .বন বি. অশোক বৃক্ষে পূর্ণ বন বা বাগান; লঙ্কার যে বনে সীতা বন্দি হয়ে ছিলেন। ̃ লিপি বি. সম্রাট অশোকের লেখ অর্থাত্ পাথরস্তম্ভ ইত্যাদির গায়ে খোদাই-করা অনুশাসন। ̃ ষষ্ঠী বি. চৈত্রমাসের শুক্লা ষষ্ঠী। ̃ স্তম্ভ বি. সারনাথে অশোক কর্তৃক নির্মিত প্রস্তরস্তম্ভ। [অশোকস্তম্ভের শীর্ষে রয়েছে তিনটি সিংহমূর্তি এবং তাদের মাঝখানে তিনটি চক্র। স্তম্ভটি স্বাধীন ভারতের সরকারী প্রতীক চিহ্ন হিসাবে এবং অশোকচক্র স্বাধীন ভারতের জাতীয় পতাকায় স্হান পেয়েছে]। অশোকাষ্টমী বি. চৈত্র মাসের শুক্লা অষ্টমী। 12)
আঁশ2
(p. 80) ām̐śa2 বি. 1 সুতোর মতো সুক্ষ্ম অংশ, রোঁয়া, তন্তু; গাছ-লতা-ফল প্রভৃতির ভিতরকার সূক্ষ্ম তন্তু; 2 মাছের গায়ের শল্ক; scales. [সং. অংশু]। আঁশটে বিণ. মাছের গায়ের গন্ধযুক্ত। 11)
আই-বড়, আই-বুড়ো
(p. 77) āi-baḍ়, āi-buḍ়ō বিণ. অবিবাহিত বা অবিবাহিতা। [সং. অব্যূঢ় ? সং. আয়ুর্বৃদ্ধি?] ̃ ভাত বি. গায়েহলুদের পরে এবং বিবাহ অনুষ্ঠানের আগে পাত্র-পাত্রীর অবিবাহিত অবস্হার শেষ ভাত খাওয়ার অনুষ্ঠান। 12)
আক্রোশ
(p. 82) ākrōśa বি. বিদ্বেষ, ক্রোধ, গায়ের ঝাল (দীর্ঘদিনের সঞ্চিত আক্রোশ)। [সং. আ + √ ক্রুশ্ + অ]। 11)
আজ-গুবি, আজ-গবি
(p. 85) āja-gubi, āja-gabi বিণ. অবিশ্বাস্য, অসম্ভব, অদ্ভুত ('আজগুবি চাল বেঠিক বেতাল': সু. রা)। [ফা. অজ্ + আ. গায়েব]। 27)
আজার
(p. 85) ājāra বি. রোগ, অসুখ। [ফা. আজার; তু. গুজ. আজর]। আজারি বিণ. রোগী, অসুস্হ ('এল মুসাফির গায়ে আজারির চিন্': নজরুল)। 37)
আদুড়
(p. 89) āduḍ় বিণ. খোলা, নগ্ন, অনাবৃত (আদুড় গায়ে থেকো না)। [বাং. আ + হি. উধড় = আউধড়]। 77)
আম-বাত
(p. 101) āma-bāta বি. গায়ের চামড়ায় চুলকানিযুক্ত উদ্ভেদবিশেষ। [বাং. আম2 + বাত]। 14)
আলোয়ান
(p. 108) ālōẏāna বি. গায়ের (সচ.) গরম চাদর; পাড়বিহীন গরম গায়ের চাদর। [আ. আল্ওয়ান্]। 3)
আষ্টে-পৃষ্ঠে
(p. 108) āṣṭē-pṛṣṭhē ক্রি-বিণ. সারা গায়ে, সর্বাঙ্গে (লোকটাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা হল)। [অষ্টেপৃষ্ঠে দ্র]। 43)
উপর
(p. 133) upara বি. 1 ঊর্ধ্বভাগ, উপরিভাগ (জলের উপরটা দেখো); 2 চল, ছাদ। বিণ. 1 ঊর্ধ্বে স্হিত; উচ্চ (উপরমহল); 2 অতিরিক্ত, বাড়তি (উপর-পাওনা)। অব্য. প্রতি (প্রজাদের উপর জমিদারের অত্যাচার)। [সং. উপরি]। ̃ অলা, ̃ ওয়ালা বিণ. ঊর্ধ্বতন। বি. ঊর্ধ্বতন কর্মচারী। [বাং. উপর + ফা. বালা]। উপর-উপর অব্য. ক্রি-বিণ. বিণ. ভাসাভাসা, অগভীরভাবে (বইখানা উপর-উপর দেখেছি)। উপর-চড়া, উপর-চড়াও বিণ. ক্রি-বিণ. অকারণ; গায়ে-পড়া; গায়ে পড়ে (উপর চড়া হয়ে ঝগড়া করা, লোকটি ভারি উপর-চড়া)। ̃ চাল বি. 1 লোক-দেখানো ভাবভঙ্গি; 2 (দাবা খেলায়) দর্শকের বলে-দেওয়া চাল। ̃ চালাক বিণ. (যথার্থ বুদ্ধিমান না হয়েও) মাত্রাধিক চালাকি করে এমন; ফাজিল। ̃ টপকা বিণ. ক্রি-বিণ. 1 উপর-উপর; 2 উপর-পড়া। ̃ তলা বি. 1 পাকা বাড়ির একতলার উপরের অংশ; 2 (আল.) সম্পন্ন বা ধনী লোকের অবস্হান (উপরতলার লোক)। ̃ নীচ করা ক্রি. বি. বারবার ওঠা ও নামা। ̃ পড়া বিণ. স্বয়ংপ্রবৃত্ত, উপযাচক। 35)
ঊর্মি
(p. 140) ūrmi বি. ঢেউ, তরঙ্গ। [সং. √ ঋ + মি]। ̃ ভঙ্গ বি. সমুদ্রের যে ঢেউ তীরে বা পাহাড়ের গায়ে এসে আছড়ে পড়ে। ̃ মালা বি. পর পর অনেক ঢেউ। ̃ মালী (-লিন্) বি. সমুদ্র। ̃ লা বিণ. ঢেউ খেলানো; তরঙ্গপূর্ণ (ঊর্মিল সমুদ্র)। ̃ লা বি. লক্ষ্মণের পত্নী। 13)
এঁটুলি, এঁটুল
(p. 142) ēn̐ṭuli, ēn̐ṭula বি. কুকুর গোরু ছাগল ইত্যাদির গায়ে এঁটে থেকে রক্ত শোষণ করে এমন ক্ষুদ্র কীটবিশেষ। [বাং. আঁটা + উলি, উল]। 11)
ওড়ন-পাড়ন
(p. 153) ōḍ়na-pāḍ়na বি. 1 পেতে শোয়ার ও গায়ে দেবার চাদর; 2 উঠানো ও পেতে দেওয়া। [হি. ওঢ়না + বাং. পাড়ন]। 5)
ওরে1
(p. 153) ōrē1 সর্ব. (কাব্যে ও আঞ্চ.) ওকে, তাকে ('ওকে জাগায়ো না': রবীন্দ্র)। [বাং. 'সে' শব্দের দ্বিতীয়ার একবচন]। 49)
কপিল
(p. 163) kapila বিণ. পিঙ্গলবর্ণ ('চৈতন্যের কপিল সাগরে': বিষ্ণু)। বি. মুনিবিশেষ, যাঁর শাপে সগরবংশ ধ্বংস হয়েছিল; ইনিই প্রখ্যাত সাংখ্যদর্শনরচয়িতা। [সং. কপি + ল (লচ্), বানরের গায়ের মতো রং বলে]। কপিলা বি. (স্ত্রী.) 1 কপিল বর্ণের গোরু; 2 কামধেনু; 3 স্ত্রী-বাছুর, কইলা। 22)
কম্বল
(p. 166) kambala বি. মোটা পশমি চাদরবিশেষ; মূলত ভেড়ার লোমে প্রস্তুত বিছানায় পাতার বা গায়ে দেওয়ার মোটা চাদরবিশেষ। [সং. √ কম্ (ব্ আগম) + অল]। ̃ সম্বল 1 বি. অতি দরিদ্র অবস্হা; 2 সন্ন্যাসজীবন। বিণ. কম্বলই একমাত্র সম্বল এমন অবস্হাবিশিষ্ট, অতি দরিদ্র। 6)
কাঁক-রোল
(p. 174) kān̐ka-rōla বি. গায়ে কাঁটাযুক্ত করলার আকৃতিবিশিষ্ট সবজিফলবিশেষ। [সং. কর্কোটক]। 47)
কাঁটা
(p. 174) kān̐ṭā বি. 1 সূক্ষ্মাগ্র অর্থাত্ ছুঁচলো বস্তু; কণ্টক (গাছের কাঁটা, খোঁপার কাঁটা); 2 কাঁটার মতো লোহার ছুঁচ (ঘড়ির কাঁটা); 3 সূক্ষ্ম ও সূক্ষ্মাগ্র হাড় (মাছের কাঁটা); 4 খাদ্যবস্তু মুখে তোলার জন্য শলাকাবিশেষ, fork; 5 তুলাদণ্ড, বড় নিক্তি (কাঁটার ওজন); 6 ছোট পেরেক; 7 পুলক, রোমাঞ্চ ('শুনে তোমার গায়ে দেবে কাঁটা': রবীন্দ্র)। [সং. কণ্টক]। কাঁটা করা ক্রি. বি. ওজন করা (আলুর বস্তাটা এখনও কাঁটা করা হয়নি)। কাঁটা-চামচ, কাঁটা-ছুরি বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাত্ fork এবং চামচ বা ছুরি। ̃ ঝাঁপ বি. চড়কের সময় বাঁশের ভারার উপর থেকে মাটিতে খাড়াভাবে বিছানো লোহার কাঁটার উপর ঝাঁপ দেওয়া। ̃ ঝোপ, ̃ বন বি. কাঁটাওয়ালা গাছে ভরা ঝোপ বা বন। ̃ তারের বেড়া বি. কাঁটার মতো সূক্ষ্মাগ্র লোহার শলাকাযুক্ত বাঁকানো তারের বেষ্টনী, barbed wire. ̃ নটে বি. শাকবিশেষ। কাঁটায় কাঁটায় ক্রি-বিণ. ঠিক ঠিক, সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (কাঁটায় কাঁটায় কাজ করা)। কাঁটা দিয়ে কাঁটা তোলা ক্রি. বি. এক দুষ্টের বিরুদ্ধে অন্য এক দুষ্টকে লেলিয়ে দিয়ে উভয়েরই বিনাশ করা। গায়ে কাঁটা দেওয়া-গাঁ3 দ্র। কাঁটা হওয়া ক্রি. বি. ভয়ে শিউরে ওঠা। পথের কাঁটা বি. বাধা, পথের প্রতিবন্ধক; উন্নতি বা সাফল্যের পথে বাধা। 64)
কাঁঠাল
(p. 174) kān̐ṭhāla বি. গায়ে কাঁটাযুক্ত গ্রীষ্মের ফলবিশেষ, পনস। [সং. কণ্টকী]। কাঁঠাল-চাঁপা, কাঁঠালি-চাঁপা বি. পাকা কাঁটালের গন্ধযুক্ত ফুলবিশেষ। কাঁঠালের আমসত্ত্ব অবান্তর ও অমূলক বস্তু, অলীক বস্তু, সোনার পাথরবাটি। কিলিয়ে কাঁঠাল পাকানো ক্রি. বি. কাঁচা কাঁঠালের বোঁটায় কীল বা গোঁজ ঢুকিয়ে তাড়াতাড়ি পাকানো; (আল.) দ্রুত কার্যসাধনের জন্য অস্বাভাবিক ব্যবস্হা গ্রহণ করা। 69)
কাতু-কুতু
(p. 181) kātu-kutu বি. হাসাবার জন্য গায়ের বিশেষ বিশেষ স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে সুড়সুড়ি। [সং. কুতুকুতুক]। 8)
কুঁড়া (কথ্য) কুঁড়ো
(p. 192) kun̐ḍ়ā (kathya) kun̐ḍ়ō বি. তুষের নীচে চালের গায়ের আবরণ বা পর্দা (ধান ভানলে কুঁড়ো দেব)। [সং. কণ্ডন]। 28)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073643
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768553
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365933
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721000
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697976
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594580
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545028
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542268

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন