Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চওড়ার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপরি-সর
(p. 39) apari-sara বিণ. তেমন প্রশস্ত বা চওড়া নয় এমন, সংকীর্ণ (অপরিসর ঘর)। [সং. ন + পরিসর]। 4)
অপ্রশস্ত
(p. 42) apraśasta বিণ. 1 চওড়া নয় এমন, সংকীর্ণ; 2 নিন্দিত; 3 অশুভ (অপ্রশস্ত সময়); 4 প্রতিকূল। [সং. ন + প্রশস্ত]। 29)
আড়ে-দিঘে, আড়ে-দীঘে
(p. 85) āḍ়ē-dighē, āḍ়ē-dīghē ক্রি. বিণ. প্রস্হে ও দৈর্ঘ্যে, চওড়ায় ও লম্বায়। [বাং. আড় + সং. দৈর্ঘ্য]। 101)
আয়ত1
(p. 101) āẏata1 বিণ. 1 বিস্তৃত, চওড়া, টানা টানা (আয়তনেত্র); 2 (সমচতুষ্কোণ সম্বন্ধে) বিষমবাহুবিশিষ্ট (আয়তক্ষেত্র)। [সং. আ + √যম্ + ত]। 61)
কলার
(p. 172) kalāra বি. শার্ট, কোট ইত্যাদির গলদেশের চওড়া ও শক্ত পটিবিশেষ। [ইং. collar]। 6)
কস্তা
(p. 174) kastā বিণ. টকটকে লাল, ঘোর লাল রঙের। [সং. কষায়িত?]। কস্তা-পেড়ে বিণ. চওড়া লাল পাড়যুক্ত (কস্তা-পেড়ে শাড়ি)। 15)
চওড়া
(p. 274) cōḍ়ā বিণ. 1 প্রশস্ত, বিস্তৃত (চওড়া বুক); 2 প্রস্হবিশিষ্ট (পাঁচ হাত চওড়া থান)। বি. বিস্তার, প্রস্হ (চওড়ায় তিন হাত, চওড়ার দিক)। [সং. চর্পট (প্রসারিত, বিপুল)। ̃ ই বি. প্রস্হের পরিমাণ। 5)
চাটালো
(p. 281) cāṭālō বিণ. চওড়া, প্রশস্ত (চাটালো বারান্দা)। [দেশি]। 84)
চিতল
(p. 288) citala বি. চ্যাপটা দেহ, চওড়া পেট ও সাদা আঁশযুক্ত মাছবিশেষ। [সং. চিত্রফল]। 34)
চ্যাটালো
(p. 299) cyāṭālō বিণ. প্রশস্ত, চওড়া। [দেশি]। 36)
ছটাক
(p. 301) chaṭāka বি. 1 ওজনের পরিমাণবিশেষ (=5 তোলা বা 1/16 সের বা 1/4 পোয়া); 2 ভূমির পরিমাণবিশেষ (=5 হাত লম্বা ও 4 হাত চওড়া)। [হি. ছটাংক ? সং. ষট্টঙ্ক]। 14)
ডিমাই
(p. 357) ḍimāi বি. কাগজের মাপবিশেষ, বাইশ ইঞ্চি লম্বা ও আঠারো ইঞ্চি চওড়া-এই মাপ। বিণ. কাগজের এই মাপবিশিষ্ট। [ইং. demy]। 17)
তসলা
(p. 372) tasalā বি. 1 চওড়া মুখবিশিষ্ট পিতলের বা মাটির হাঁড়িবিশেষ, হাঁড়িজাতীয় রন্ধনপাত্রবিশেষ, বোকনো; 2 দরজার খিল বা হুড়কো। [হি.]। 10)
তাগড়া, তাগড়াই
(p. 373) tāgaḍ়ā, tāgaḍ়āi বিণ. বলিষ্ঠ; লম্বা-চওড়া (তাগড়াই চেহারা)। [হি. তগ্ড়া]। 23)
দশা-সই
(p. 401) daśā-si বিণ. লম্বাচওড়া, যেমন লম্বা তেমনি চওড়া বা স্বাস্হ্যবান (দশাসই চেহারা)। [সং. দশা + ফা. সই]। 16)
নেয়ার
(p. 480) nēẏāra বি. খাট ছাওয়ার জন্য বা মশারির কিনারে লাগাবার জন্য চওড়া ফিতে। [ফা. নবার হি. নিবার]। 7)
পৃথু
(p. 530) pṛthu বি. পৌরাণিক রাজাবিশেষ। বিণ. 1 স্হূল, মোটা; 2 বিস্তৃত; 3 মহত্। [সং. √ প্রথ্ + উ]। ̃ ল বিণ. 1 বিস্তৃত, বিশাল, মহত্ ('হে পৃথিবী, পৃথুল পৃথিবী': সু. দ.); 2 স্হূল, মোটা ('পৃথিবীর পৃথুল কোলে শান্ত হয়ে থাকিতে পারে না': সু. দ.)। ̃ লতা বি. 1 বিস্তৃতি, বিশালতা; 2 স্হূলতা। ̃ স্কন্ধ বিণ. যার কাঁধ চওড়া। 13)
প্রশস্ত
(p. 551) praśasta বিণ. 1 প্রশংসা করা হয়েছে এমন; 2 উত্কৃষ্ট, শ্রেষ্ঠ (প্রশস্ত উপায়); 3 উপযুক্ত, যোগ্য বা যোগ্যতম (প্রশস্ত সময়); 4 উদার (প্রশস্ত হৃদয়); 5 (বাং.) বিস্তৃত, চওড়া (প্রশস্ত রাস্তা); 6 (বাং.) প্রসারিত (সর্বোতোভাবে কৃষিবিস্তারের ক্ষেত্র প্রশস্ত করতে হবে)। [সং. প্র + √ শন্স্ + ত]। বি. ̃ তা, প্রাশস্ত্য। 8)
প্রস্হ2
(p. 552) prasha2 বি. 1 চওড়ার মাপ (দৈর্ঘ্য ও প্রস্হ); 2 বিস্তার, পরিসর; 3 পর্বতের সানুদেশ (হিমাদ্রিপ্রস্হ); 4 সমতল ভূমি (ইন্দ্রপ্রস্হ)। [সং. প্র + √ স্হা + অ]। ̃ চ্ছেদ বি. (বিজ্ঞা.) cross-section. ̃ দেশ বি. পর্বতের সানুদেশ। 27)
ফাঁদালো
(p. 563) phān̐dālō বিণ. 1 বড়ো ব্যাসযুক্ত, চওড়া মুখওয়ালা বা পেটওয়ালা (ফাঁদালো হাঁড়ি); 2 বৃহদাকার। [বাং. ফাঁদ + আলো]। 16)
ফাঁদি
(p. 563) phān̐di বিণ. ফাঁদালো, চওড়া বা বড়ো ব্যাসযুক্ত (ফাঁদি বালা, ফাঁদি নথ)। [বাং. ফাঁদ + ই]। 17)
বাংলো
(p. 590) bāṃlō বি. (সচ. চারচালা ও একতলা) বাসভবনবিশেষ; খোলা জায়গাসমন্বিত চওড়া বারান্দাযুক্ত একতলা সরকারি বা বেসরকারি বাড়িবিশেষ। [হি. বাংলাইং. bungalow দ্বারা + প্রভাবিত]। 31)
বিকার2
(p. 605) bikāra2 বি. 1 চওড়া মুখওয়ালা কাচের পানপাত্রবিশেষ; 2 বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত চওড়া মুখওয়ালা কাচের পাত্রবিশেষ। [ইং. beaker]। 95)
বিস্তার
(p. 630) bistāra বি. 1 প্রসার, ব্যাপ্তি (শিক্ষার বিস্তার); 2 প্রসারণ, বর্ধন; 3 পরিসর; 4 প্রস্হ, চওড়াই (দৈর্ঘ্য ও বিস্তার); 5 উচ্চাঙ্গ সংগীতে আলাপের দ্বারা রাগের বিকাশ। [সং. বি + √ স্তৃ + অ]। বিস্তারা ক্রি. (কাব্যে) বিস্তারিত করা (বিস্তারিয়া বলো)। বিস্তারিত, বিস্তৃত বিণ. 1 প্রসারিত (প্রভাব বিস্তৃত হওয়া); 2 বিছানো বা ছড়ানো হয়েছে এমন; 3 ব্যাপক, সবিশেষ (বিস্তারিত বা বিস্তৃত বর্ণনা)। বিস্তীর্ণ বিণ. 1 ব্যাপ্ত, বিস্তৃত; 2 বিশাল (বিস্তীর্ণ প্রান্তর)। বিস্তৃতি বি. ব্যাপ্তি, বিস্তার, প্রসার। 20)
বেল-বটম, বেল-বটস
(p. 642) bēla-baṭama, bēla-baṭasa বি. হাঁটুর নীচের অংশ চওড়া ও ঢিলা এমন ট্রাউজার্স বা ফুলপ্যাণ্ট। [ইং. bell-bottom]। 18)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2081873
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771473
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369211
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722386
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699571
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595621
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 548931
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542909

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন