Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চিত্রকলা); দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কলা1
(p. 169) kalā1 বি. 1 চাঁদের ষোড়শ ভাগের এক ভাগ; 2 রাশিচক্রের অতি সূক্ষ্ম ভাগ; 3 কালের অংশবিশেষ (8 সেকেণ্ড পরিমাণ সময়); অতি অল্প সময়; 4 লেশ, ক্ষুদ্র অংশ; 5 (শারীর.) দেহের বিভিন্ন অংশের উপাদনস্বরূপু তন্তু, tissue (বি. প.); 6 শিল্প, সুকুমার শিল্প (নৃত্যকলা, চিত্রকলা); 7 শাস্ত্রোক্ত নৃত্যগীতাদি চৌষট্টিরকম বিদ্যা; 8 সুকুমার শিল্পে দক্ষতা, শিল্পে নৈপুণ্য; 9 চিত্তবৃত্তি; 1 ছলচাতুরী (ছলাকলা)। [সং. √ কল্ + অ + আ]। ̃ কুশল বিণ. চৌষট্টিরকম বিদ্যায় পারদর্শী; সুকুমার শিল্পে অর্থাত্ নৃত্যগীতাদিতে দক্ষ। ̃ ধর বি. 1 চন্দ্র; 2 শিব। ̃ নিধি বি. চন্দ্র। ̃ বত্ বিণ. বি. কালোয়াত, কালোয়াতি সংগীত করে এমন (ব্যক্তি)। ̃ বতী বিণ. বি. (স্ত্রী.) চৌষট্টি বিদ্যায় পারদর্শিনী; নিপুণা নায়িকা। ̃ বিদ্যা বি. শিল্পবিজ্ঞান, শিল্পবিদ্যা। ̃ ভবন বি. শিল্পশালা; চিত্রশালা, নাট্যশালা ইত্যাদি শিল্পচর্চার বা শিল্পসংগ্রহের স্হান। ̃ ভৃত্ বি. 1 চন্দ্র; 2 শিল্পী; 3 শিব। কারু-কলা বি. শ্রমশিল্প; যন্ত্রশিল্প। চারু-কলা, ললিত-কলা বি. চিত্রাঙ্কনাদি সুকুমার শিল্প; fine-arts. শিল্প-কলা বি. চিত্রাঙ্কন-নৃত্যগীতাদি শিল্প। 67)
চিত্র
(p. 288) citra বি. 1 ছবি, আলেখ্য; 2 প্রতিকৃতি; 3 নকশা; 4 পত্রলেখা। বিণ. বিস্ময়কর; 2 বিচিত্র; 3 নানা বর্ণে রঞ্জিত। [সং. √চিত্র্ + অ]। ̃ কর, ̃ কার, ̃ কৃত্ বি. ষে ছবি আঁকে' পটুয়া। ̃ কলা বি. ছবি আঁকার বিদ্যা বা শিল্প। ̃ কল্প বি. কবিতায় বা গদ্যে শব্দ দিয়ে ছবি ফুটিয়ে তোলা, রূপকল্প, ভাবচ্ছবি, imagery. ̃ কৃত্ - চিত্রকর এর অনুরূপ। ̃ কাব্য বি. 1 যে কবিতার পদসমূহ চিত্র বা ছবির আকারে গ্রথিত হয়; 2 ব্যাঙ্গার্থহীন এবং শব্দার্থের আড়ম্বরপ্রধান কবিতা বা কাব্য। ̃ গন্ধ বি. 1 মনোহর গন্ধ; 2 হরিতাল। ̃ ণ বি. 1 চিত্রিতকরণ; 2 লেখন (চরিত্রচিত্রণ)। ̃ দীপ বি. পঞ্চপ্রদীপের অন্যতম। ̃ নাট্য বি. গল্প বা উপন্যাসের সিনেমার উপযোগী নাট্যরূপ, scenario, screenplay. ̃ পট বি. ছবি আঁকার জন্য মোটা বস্ত্রবিশেষ, canvas; চিত্রাঙ্কিত বস্ত্র। ̃ ফলক বি. চিত্রাঙ্কিত ধাতুপাত, কাষ্ঠখণ্ড প্রভৃতি। ̃ বিচিত্র বিণ. বিবিধ বর্ণযুক্ত বা চিত্রযুক্ত। ̃ বিদ্যা বি. চিত্রকলা। ̃ ময় বিণ. 1 ছবিতে ভরা; 2 ছবির তুল্য; 3 ছবির দ্বারা বর্ণিত। স্ত্রী. ̃ ময়ী। ̃ যোধী (-ধিন্) বি. অর্জুনের অন্য নাম। ̃ ল বিণ. চিত্রময় ('গড়ে তুলি ভাস্কর্যের চিত্রল প্রেরণা': বিষ্ণু.)। ̃ লেখনী বি. তুলি, ছবি আঁকার তুলি। ̃ শালা বি. 1 চিত্রকরের কর্মস্হান, studio; 2 চিত্রসমূহ রাখার বা সংগ্রহ করার স্হান। ̃ শিল্পী (-ল্পিন্) বি. চিত্রকর। 42)
রূপ-কল্প
(p. 747) rūpa-kalpa বি. চিত্রকল্প; মনে-মনে কল্পিত ছবি; ভাবচ্ছবি। [সং. রূপ + কল্প]। 22)
শিল্প
(p. 779) śilpa বি. 1 কারুকর্ম, কারিগরি; 2 ক্রিয়াকৌশল; 3 বিবিধ দ্রব্য নির্মাণের কাজ (চর্মশিল্প, তাঁতশিল্প), industry. [সং. √ শিল্ + প]। ̃ কলা দ্র কলা 1। ̃ কার বি. শিল্পকর্মকারী, শিল্পী, কারিগর। ̃ কৌশল বি. শিল্পদ্রব্যাদি নির্মাণে দক্ষতা বা নির্মাণের কৌশল। ̃ জাত বিণ. কলকারখানায় তৈরি হয়েছে এমন (শিল্পজাত দ্রব্যের রপ্তানি)। ̃ নির্দেশক বিণ. বি. (প্রধানত সিনেমায় বা নাটকাভিনয়ে) যে ব্যক্তি শিল্প অর্থাত্ সংগীত সাজসজ্জা ইত্যাদি পরিচালনা করে, art director. ̃ বিদ্যালয় বি. শিল্পকর্ম শিক্ষার বিদ্যালয়, আর্ট স্কুল; ইণ্ডাস্ট্রিয়াল স্কুল। ̃ শালা বি. 1 কারখানা; 2 কারিগরি কর্মশালা, workshop; 3 স্টুডিয়ো। শিল্পায়ন বি. শিল্প-রূপায়ণ, শিল্পসুলভ রূপদান। শিল্পিক, শৈল্পিক বিণ. শিল্পী-সম্বন্ধীয়; শিল্পগত (শৈল্পিক উত্কর্ষ)। শিল্পিত বিণ. শিল্পে পরিণত ('গদ্যকে শিল্পিত করা যায়': রবীন্দ্র)। শিল্পী (-ল্পিন্) বি. বিণ. 1 কারিগর; 2 আর্টিস্ট, সংগীত চিত্রকলা ইত্যাদি শিল্পের স্রষ্টা। 31)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2085500
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772832
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370530
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722960
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700284
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596124
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550744
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543197

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন