Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছড়ায় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অণু
(p. 14) aṇu বিণ. 1 ক্ষুদ্র; 2 অল্প, ঈষত্ (অণু পরিমাণ)। বি. 1 সূক্ষ্মতম বা ক্ষুদ্রতম অংশ; 2 পদার্থের অবিভাজ্য সূক্ষ্মতম অংশ, molecule; 3 (অশু.) পরমাণু, atom. [সং. √ অণ্+উ]। ̃ চ্ছেদ বি. পরিচ্ছেদের অংশ, paragraph. ̃ .তরঙ্গ বি. ক্ষুদ্র (শব্দ) তরঙ্গ, microwave (পরি.)। ̃ .বীক্ষণ বি. চক্ষুর অগোচর অতি সূক্ষ্ম পদার্থ দেখবার যন্ত্রবিশেষ, microscope (পরি.)। ̃ ভা বি. বিদ্যুত্, অতি অল্পসময়ের জন্য যা আলো দেয়। ̃ .মঞ্জরি বি. ফুলের বৃহত্তম ছড়ার অংশভূত ক্ষুদ্রতর ছড়া, spikelet (বি. প.)। ̃ .মাত্র বিণ. সামান্য, অল্প পরিমাণ। 7)
অব-কীর্ণ
(p. 43) aba-kīrṇa বিণ. 1 চারদিকে বা এখানে-সেখানে ছড়িয়ে রয়েছে এমন; 2 বিনষ্ট, বিধ্বস্ত। [সং. অব + √ কৃ + ত]। 24)
অভই-ব্যপ্তি
(p. 50) abhi-byapti বি. সম্যক বিস্তৃতি, পুরোপুরি ছড়িয়ে থাকা। [সং. অভি + ব্যপ্তি]। অভি-ব্যপ্ত বিণ. পরিব্যপ্ত, সমগ্রভাবে বিস্তৃত। 103)
আকর্ণ
(p. 80) ākarṇa ক্রি-বিণ. কান পর্যন্ত (আকর্ণবিস্তৃত)। [সং. আ + কর্ণ]। ̃ নয়ন, &tilde লোচন বি. বিণ. কান পর্যন্ত টানা চোখ যার। আকর্ণবিস্তৃত হাসি সারা মুখে ছড়িয়ে যায় এমন হাসি, যে হাসিতে ঠোঁটের দুই প্রান্ত প্রায় কান স্পর্শ করে। 34)
আকীর্ণ
(p. 81) ākīrṇa বিণ. ছড়ানো, বিক্ষিপ্ত, বিস্তীর্ণ; পূর্ণ (জনাকীর্ণ, কন্টকাকীর্ণ)। [সং. আ + √ কৃ + ত]। 23)
আক্ষিপ্ত
(p. 82) ākṣipta বিণ. 1 ক্ষেপন করা বা ছোড়া হয়েছে এমন, নিক্ষিপ্ত; ছড়িয়ে রাখা হয়েছে বা ছড়িয়ে আছে এমন, বিক্ষিপ্ত; 2 আক্ষেপযুক্ত; দুঃখে অধীর। [সং. আ + √ ক্ষিপ্ + ত]। 14)
আগডুম - বাগ়ডুম, আগডোম- বাগডোম
(p. 82) āgaḍuma - bāg়ḍuma, āgaḍōma- bāgaḍōma বি. শিশুদের খেলাবিশেষ ও তার সঙ্গে আবৃত্ত ছড়ার প্রথম অংশ [সমগ্র ছড়াটি মূলে কোনো যুদ্ধযাত্রা বা বিবাহযাত্রার বর্ণনা করছে বলে মনে হয়]। 40)
আছড়ানো
(p. 85) āchaḍ়ānō বি. ক্রি. আছাড় দেওয়া; (বস্ত্রাদি) তুলে নীচে বা ভূমিতে সজোরে ফেলা। বিণ. উক্ত অর্থে। [বাং. √ আছ়ড়া + আনো]। 20)
আছ়ড়া
(p. 85) āch়ḍ়ā বি. 1 ছ়ড়া, পশলা, ছিটে বা ছিটা (এক আছড়া জল, জলের আছড়া); 2 গোছা। [তু. বাং. ছড়া1; সং. ছটা] 19)
আবোল-তাবোল
(p. 99) ābōla-tābōla বি অসংবদ্ধ কথা; মানে হয় না এমন বা বা়জে ছড়া। বিণ. অসংবদ্ধ; আজেবাজে ('কী বললি তুই, এ-সব কেবল আবোল-তাবোল বকুনি ?': সু.রা.)। [তু. হি. আন্বোল্-ভব্বোল্।] 33)
আলানো
(p. 106) ālānō ক্রি. 1 আলুলায়িত করা, এলোমেলো করা; 2 ধান বা শস্যাদি ছড়িয়ে দেওয়া; 3 আলগা করা; 4 খোলা, খুলে দেওয়া (পাঁজি আলানো)। [সং. আকুল বাং. আউল + আনো]। 23)
আস্ফোট, আস্ফোটন
(p. 111) āsphōṭa, āsphōṭana বি. 1 সংঘর্ষণ, সংঘর্ষ; 2 ঠোকাঠুকির বা আছড়াবার শব্দ (বাহ্বাস্ফোট); 3 কুস্তিতে তাল ঠোকা। [সং. আ + √ স্ফোটি + অ]। 8)
ইকড়ি-মিকড়ি
(p. 113) ikaḍ়i-mikaḍ়i বি. শিশুদের খেলাবিশেষ বা সেই খেলার অঙ্গ হিসাবে আবৃত্ত ছড়ার প্রারম্ভিক শব্দবিশেষ। [দেশি]। 16)
ইতস্তত (বর্জি.) ইতস্ততঃ
(p. 114) itastata (barji.) itastatḥ ক্রি-বিণ. এখানে-সেখানে, এদিকে-অদিকে; নানাদিকে (ইতস্তত ঘুরে বেড়াচ্ছে)। বি. দ্বিধা, সংকোচ; টালবাহানা (কথাট বলতে ইতস্তত করছিল)। [সং. ইতম্ + ততস্]। ইতস্তত করা ক্রি-বি. সংকোচ বা কুণ্ঠা বোধ করা; দ্বিধাগ্রস্ত হওয়া; গড়িমসি করা। ̃ বিক্ষিপ্ত বিণ. এখানে-ওখানে ছড়িয়ে রয়েছে এমন। 11)
উচ্ছল
(p. 119) ucchala বিণ. 1 দোলায়িত; 2 প্রাণবন্ত, হাসিখুশি (উচ্ছল স্বভাবের মেয়ে, প্রাণোচ্ছল); 3 চারদিকে ছড়িয়ে পড়েছে এমন, উথলে উঠেছে এমন ('উচ্ছল নদীজল'); 4 ফুলে উঠেছে এমন, স্ফীত (ফেনোচ্ছল)। [সং. উত্ + √ শল্ + অ]। ̃ তা বি. দোলায়িত ভাব; প্রাণবন্ত ভাব; উচ্ছ্বাস; উথলে ওঠার অবস্হা বা ভাব। উচ্ছলিত বিণ. দোলিত; উচ্ছ্বসিত; ফুলে বা উথলে উঠেছে এমন; স্ফীত। 49)
এলা2
(p. 149) ēlā2 ক্রি. 1 খোলা, আলগা করা; আলুলায়িত বা এলোমেলো করা (বেণী এলানো); 2 ছড়িয়ে বা বিছিয়ে দেওয়া (ধান এলানো, দেহটা একটু এলিয়ে দেই); 3 অবশ হওয়া (এত খাটুনিতে শরীর এলিয়ে গেছে)। [সং. আলুলায়িত]। 15)
এসরাজ, এস্রাজ
(p. 149) ēsarāja, ēsrāja বি. সেতার ও সারেঙ্গির মিশ্রণে তৈরি ছড়ি দিয়ে বাজাতে হয় এমন তারের বাদ্যবিশেষ। [আ. ইস্রার্]। 30)
ঔষধ
(p. 155) auṣadha বি. রোগের প্রতিকারক বা প্রতিষেধক দ্রব্য, ওষুধ। [সং. ঔষধি + অ]। ঔষধালয় বি. ওষুধ যেখানে পাওয়া যায়; ওষুধের দোকান। ঔষধি বি. (বাং. প্রয়োগ) যেসব গাছগাছড়া থেকে ওষুধ প্রস্তুত হয়; ওষধি। ঔষধীয় বিণ. ঔষধসম্বন্ধীয়।
কাটা
(p. 179) kāṭā ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ̃ কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ̃ কুটি বি. কাটকুট; সংশোধন। ̃ ন বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ̃ নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)। 22)
কীর্ণ
(p. 192) kīrṇa বিণ. 1 ইতস্তত ছড়ানো, বিক্ষিপ্ত; 2 ব্যাপ্ত। [সং. √ কৃ + ত]। তু. বিকীর্ণ, পরিকীর্ণ। 2)
কুকুর
(p. 192) kukura বি. শ্বদন্তবিশিষ্ট. ছুঁচলো মুখবিশিষ্ট বন্য বা গৃহপালিত চতুষ্পদ জন্তুবিশেষ, সারমেয়, কুত্তা। [সং. কুক্কুর]। বি. (স্ত্রী.) কুকুরী। ̃ কুণ্ডলী বি. কুকুরের মতো কুঁকড়ে শয়ন করার প্রণালী। ̃ ছড়ি বি. কুকুড়ের লেজের মতো ফুলবিশিষ্ট একরকম ছোট গাছ। কুকুরে-দাঁত বি. শ্বদন্ত, কুকুরজাতীয় মাংসাশী প্রাণীর চোয়ালের দুপাশের ছুঁচলো দাঁত। যেমন কুকুর তেমনি মুগুর (প্র.) দুষ্টের উপযুক্ত শাসক, দুষ্ট লোকের উপযুক্ত শাস্তি। মাথার ঘায়ে কুকুর পাগল (প্র.) অত্যন্ত অসুবিধাজনক ও অস্বস্তিকর ঝামেলায় ব্যতিব্যস্ত অবস্হা। 49)
কুড়া2
(p. 194) kuḍ়ā2 ক্রি. 1 ছড়ানো জিনিস একত্র বা জড়ো করা; 2 পতিত বা পরিত্যক্ত জিনিস তুলে নেওয়া (কুড়িয়ে নেওয়া, কুড়িয়ে পাওয়া); 3 ঝাঁটি দেওয়া (ঘর কুড়ানো, উঠান কুড়ানো); 4 ফেলে দেবার জন্য তুলে নেওয়া (এঁটো কুড়ানো)। [সং. √ কুল্ (ল্=ড়্) + বাং. আ]। ̃ নো ক্রি. পূর্বোক্ত কুড়া2 অর্থে। বিণ. 1 পতিত বা পরিত্যক্ত অবস্হায় প্রাপ্ত (কুড়ানো ছেলে); 2 ঝাঁটি দেওয়া হয়েছে এমন (কুড়ানো উঠোন); 3 সংগৃহীত (কুড়ানো ফুল)। বি. 1 সংগ্রহ; 2 একত্রীকরণ; 3 সম্মার্জন, ঝাঁট। কুড়ানি, কুড়ুনি বিণ. বি. (স্ত্রী.) 1 যে কুড়ায় (পাতকুড়ানি); 2 যাকে কুড়িয়ে পাওয়া গেছে। 67)
কুসুম2
(p. 202) kusuma2 বি. 1 ফুল, পুষ্প ('জড়াই কুসুম-দাম': স. দ.); 2 ডিমের হলদে অংশ; 3 চোখের ব্যাধিবিশেষ; 4 স্ত্রীরজঃ। [সং. √ কুস্ (উজ্জ্বল হওয়া) + উম]। ̃ কলি বি. ফুলের কুঁড়ি। ̃ কানন বি. ফুলের বন। ̃ কার্মুক, ̃ চাপ, ̃ ধনু, ̃ ধন্বা (ন্বন্) বি. মদনদেব। ̃ কোরক বি. ফুলের কুঁড়ি। ̃ দাম বি. ফুলের মালা; ফুলের গুচ্ছ। ̃ পেলব বিণ. ফুলের মতো নরম। ̃ মালিকা বি. 1 ছোট ফুলের মালা, ক্ষুদ্র ফুলমালা; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ শয্যা বি. 1 ফুলশয্যা; 2 নরম বিছানা; 3 আরাম। ̃ শর বি. অশোক, অরবিন্দ ইত্যাদি পাঁচটি ফুলকে যিনি বাণ হিসাবে ব্যবহার করেন অর্থাত্ কামদেব, মদন। ̃ স্তবক বি. ফুলের তোড়া। কুসুমাকর, কুসুমাগম বি. ফুল ফোটার কাল অর্থাত্ বসন্তঋতু। কুসুমাঞ্জলি বি. ফুলসহযোগে অঞ্জলি; ফুল দিয়ে অঞ্জলি; ফুল নিবেদন। কুসুমায়ুধ বি. ফুল যার আয়ুধ বা অস্ত্র অর্থাত্ কন্দর্প, মদনদেব। কুসুমাসব বি. পুষ্পমধু, মকরন্দ। কুসুমাসার বি. পুষ্পবৃষ্টি। কুসুমাস্তরণ বি. কুসুমময় আচ্ছাদন বা গালিচা; ফুলের শয্যা। কুসুমাস্তীর্ণ বিণ. ফুল ছড়ানো; যেখানে ফুল বিছিয়ে দেওয়া হয়েছে (কুসুমাস্তীর্ণ পথ)। কুসুমিত বিণ. পুষ্পিত, পুষ্পযুক্ত (কুসুমিত বন)। কুসুমেষু বি. মদন; কন্দর্প। 4)
কেয়া1
(p. 207) kēẏā1 বি. ফুলবিশেষ, কেতকী (কেয়ার ঝাড়)। [সং. কেতক]। কেয়া-কাঁদি বি. কেয়াফুলের গুচ্ছ বা ছড়া-এতে প্রচুর রেণু থাকে এবং হাত দিলে ধুলোর মতো পদার্থ ওড়ে। 5)
ক্ষিপ্ত
(p. 217) kṣipta বিণ. 1 নিক্ষিপ্ত, ছুড়ে ফেলা হয়েছে এমন; 2 বিক্ষিপ্ত, ছড়িয়ে ফেলা হয়েছে এমন ; 3 উন্মত্ত, পাগল. খ্যাপা (রাগে ক্ষিপ্ত হওয়া)। [সং. √ ক্ষিপ্ + ত]। স্ত্রী. ক্ষিপ্তা। 33)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2079410
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770482
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368183
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721957
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699089
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595345
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547672
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542707

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন