Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছুরি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কর্তবী, কর্তরিকা
(p. 169) kartabī, kartarikā বি. 1 ছেদনযন্ত্র; 2 কাটারি; 3 ছুরি; 4 কাঁচি। [সং. √ কৃত্ + অর + ঈ, ক + আ]। 5)
কাঁটা
(p. 174) kān̐ṭā বি. 1 সূক্ষ্মাগ্র অর্থাত্ ছুঁচলো বস্তু; কণ্টক (গাছের কাঁটা, খোঁপার কাঁটা); 2 কাঁটার মতো লোহার ছুঁচ (ঘড়ির কাঁটা); 3 সূক্ষ্ম ও সূক্ষ্মাগ্র হাড় (মাছের কাঁটা); 4 খাদ্যবস্তু মুখে তোলার জন্য শলাকাবিশেষ, fork; 5 তুলাদণ্ড, বড় নিক্তি (কাঁটার ওজন); 6 ছোট পেরেক; 7 পুলক, রোমাঞ্চ ('শুনে তোমার গায়ে দেবে কাঁটা': রবীন্দ্র)। [সং. কণ্টক]। কাঁটা করা ক্রি. বি. ওজন করা (আলুর বস্তাটা এখনও কাঁটা করা হয়নি)। কাঁটা-চামচ, কাঁটা-ছুরি বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাত্ fork এবং চামচ বা ছুরি। ̃ ঝাঁপ বি. চড়কের সময় বাঁশের ভারার উপর থেকে মাটিতে খাড়াভাবে বিছানো লোহার কাঁটার উপর ঝাঁপ দেওয়া। ̃ ঝোপ, ̃ বন বি. কাঁটাওয়ালা গাছে ভরা ঝোপ বা বন। ̃ তারের বেড়া বি. কাঁটার মতো সূক্ষ্মাগ্র লোহার শলাকাযুক্ত বাঁকানো তারের বেষ্টনী, barbed wire. ̃ নটে বি. শাকবিশেষ। কাঁটায় কাঁটায় ক্রি-বিণ. ঠিক ঠিক, সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (কাঁটায় কাঁটায় কাজ করা)। কাঁটা দিয়ে কাঁটা তোলা ক্রি. বি. এক দুষ্টের বিরুদ্ধে অন্য এক দুষ্টকে লেলিয়ে দিয়ে উভয়েরই বিনাশ করা। গায়ে কাঁটা দেওয়া-গাঁ3 দ্র। কাঁটা হওয়া ক্রি. বি. ভয়ে শিউরে ওঠা। পথের কাঁটা বি. বাধা, পথের প্রতিবন্ধক; উন্নতি বা সাফল্যের পথে বাধা। 64)
কোণ
(p. 210) kōṇa বি. 1 (জ্যামি.) দুই সরলরেখার মিলনস্হাল, angle (সরলকোণ, সমকোণ); 2 অভ্যন্তর (গৃহকোণ); 3 প্রান্ত (আঁখিকোণ); 4 খুঁট (কাপড়ের কোণ); 5 অস্ত্রাদির সূক্ষ্ম অগ্রভাগ (ছুরির কোণ); 6 বাড়ির ভিতরদেশ, অন্তঃপুর ('বাবুটী সন্ধ্যা না হইতেই কোণে ঢোকেন': অ. ব.)। [সং. √ কুণ্ + অ]। ̃ ঘেঁষা বিণ. 1 এক কোণে বা এক প্রান্তে রয়েছে এমন; 2 লাজুক; নির্জনে থাকতে অভ্যস্ত। ̃ ঠাসা বিণ. উপেক্ষিত; অন্য সকলের চাপে জড়সড়। প্রবৃদ্ধ-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণ, reflex angle. সন্নিহিত কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle. সম-কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বভাবে স্হাপিত হলে যে-দুটি পরস্পর-সমান সন্নিহিত কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, right angle. সম-কৌণিক বিণ, সমকোণযুক্ত; সমকোণসম্বন্ধীয়। সরল-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ বা 18 ডিগ্রি পরিমিত কোণ, straight angle. সূক্ষ্ম-কোণ বি. (জ্যামি.) সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ, acute angle. স্হূল-কোণ বি. (জ্যামি.) এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট কোণ, obtuse angle. 7)
ক্যাঁচ
(p. 210) kyān̐ca অব্য. বি. ছুরি, কাঁচি ইত্যাদি তীক্ষ্ণ অস্ত্র দিয়ে কাটবার (কল্পিত) ধ্বনিবিশেষ (ক্যাঁচ করে খানিকটা চুল কেটে দিল)। [ধ্বন্যা.]। ̃ ক্যাঁচ, ক্যাঁচর-ক্যাঁচর অব্য. বি. ক্রমাগত কাটবার বা ঘষার শব্দ। ক্যাঁচর-ম্যাচর অব্য. বি. বহু কণ্ঠের মিলিত কলরব (সবাই মিলে ক্যাঁচরম্যাচর করলে আমি কারও কথাই শুনতে পাব না)। ̃ ক্যাঁচানি বি. ক্যাঁচক্যাঁচ শব্দ (তোমাদের ক্যাঁচক্যাঁচানি এবার থামাও)। 108)
ক্ষুর
(p. 217) kṣura বি. চুলদাড়ি কামাবার ছুরি বা অস্ত্রবিশেষ। (খুর দ্র)। [সং. √ ক্ষুর্ + অ]। ̃ কর্ম বি. ক্ষুর দিয়ে চুল বা দাড়ি কামানো, খেউরি। ̃ ধার বিণ. ক্ষুরের মতো তীক্ষ্ণ ধারবিশিষ্ট; সুতীক্ষ্ণ (ক্ষুরধার বুদ্ধি)। ক্ষুরী (-রিন্) বি. 1 নাপিত; 2 ক্ষুরযুক্ত পশু। 53)
চাকু
(p. 281) cāku বি. মুড়ে বা ভাঁজ করে রাখা যায় এমন ফলাযুক্ত ছুরি। [তুর্. চাকু]। 68)
চালানো
(p. 281) cālānō ক্রি. বি. 1 পরিচালনা করা (অফিস চালানো); 2 নির্বাহ করা (সংসার চালানো); 3 গতিযুক্ত করা বা চলিত করা (গাড়ি চালানো); 4 প্রয়োগ করা (কাঁচি চালানো, ছুরি চালানো); 5 প্রচলিত বা চালু করা (এ জিনিস বাজারে চালানো যাবে না); 6 অন্যের কাছে অন্যায়ভাবে গছানো (জাল টাকা চালানো); 7 মন্ত্রবলে গতিশীল করা (বাটি চালানো); 8 নিয়ন্ত্রিত করা (ছেলেকে সত্ পথে চালানো); 9 করতে থাকা (তুমি গানবাজনা চালিয়ে যাও); 1 উপযোগী করা (এতেই চালিয়ে নেব)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। [বাং. √চালা + আনো]। 177)
ছুরি
(p. 304) churi বি. ছোট ছোরা, চাকু। [সং. ছুরী, ছুরিকা]। গলায় ছুরি দেওয়া (চালানো) ক্রি. বি. গলা কেটে ফেলা; (আল.) একেবারে ঠকানো। 114)
ছুরিকা
(p. 304) churikā বি. ছুরি, ছোট ছোরা। [সং. √ ছুর্ + অ + ঈ + ক + আ]। ̃ ঘাত বি. ছুরির আঘাত (ছুরিকাঘাতে মৃত্যু)। 115)
ছুরিত
(p. 304) churita বিণ. 1 লিপ্ত, জ়ড়িত; 2 শোভিত, খচিত; 3 পরিব্যাপ্ত। [সং. √ ছুর্ + ত]। তু. বিচ্ছুরিত। 116)
ছোরা
(p. 304) chōrā বি. বৃহদাকার ছুরি। [দেশি]। 167)
ঠিকরানো
(p. 350) ṭhikarānō ক্রি. বি. 1 ছড়িয়ে পড়া (আলো ঠিকরে পড়ছে, মুক্তোগুলো চার দিকে ঠিকরে পড়ল); 2 বিচ্ছুরিত হওয়া, বিকীর্ণ হওয়া (আলো ঠিকরানো); 3 তীব্র আলোক সহ্য করতে না পারা (আলোয় চোখ ঠিকরে আসছে); 4 বেরিয়ে আসা (চোখ যেন ঠিকরে আসছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. ঠক্কর? ঠীকরা?]। 35)
তীক্ষ্ণ
(p. 375) tīkṣṇa বিণ. 1 অত্যন্ত ধারানো, শাণিত (তীক্ষ্ণ ছুরি); 2 সূক্ষ্মাগ্র, ছুঁচলো (তীক্ষ্ণ কাঁটা); 3 সমস্ত বিষয়ের গভীরে প্রবেশ করতে পারে এমন (তীক্ষ্ণ বুদ্ধি); 4 প্রখর, উগ্র, তীব্র (তীক্ষ্ণ রৌদ্র, তীক্ষ্ণ স্বর, তীক্ষ্ণ বিষ); 5 সতর্ক, সজাগ (তীক্ষ্ণ দৃষ্টি)। [সং. √ তিজ্ + স্ন]। স্ত্রী. তিক্ষ্ণা। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ লৌহ, তীক্ষ্ণায়স বি. ইস্পাত। 163)
তে2
(p. 375) tē2 বিভক্তিবিশেষ; 1 কর্তৃত্বসূচক (পাখিতে খায়, তোমাতে আমাতে যাব); 2 দ্বারা বা দিয়ে অর্থবাচক (ছুরিতে কেটেছে); 3 হইতে বা থেকে অর্থবাচক (দয়াতে বঞ্চিত); 4 ক্রিয়া-বিশেষণসূচক (দ্রুতগতিতে হাঁটা)। 252)
দো-
(p. 421) dō- বিণ. দুই (দোমুখো, দোসরা, দোআঁশলা, দোতলা)। [হি. দো সং. দ্বি]। ̃ আনি দ্র দু। ̃ আব বি. দুই নদীর মধ্যবর্তী বা দুটি নদীবিশিষ্ট দেশ বা ভূভাগ। ̃ আঁশ বিণ. এঁটেল বা বেলে মাটির মিশ্রণজাত (দোআঁশ মাটি)। ̃ আঁশলা বিণ. 1 বর্ণসঙ্কর (দোআঁশলা কুকুর); 2 দুরকম পদার্থের মিশ্রণজাত। ̃ কর বিণ. 1 দ্বিগুণ; 2 দুইবার (দোকর খাটুনি, দোকর ধার শোধ দেওয়া)। ̃ কলা, ̃ কা বিণ. ক্রি-বিণ. 1 মাত্র দুজন বা দুজনে; 2 দোসরসহ (একলা নয়, দোকলা)। ̃ চালা বিণ. বি. দু দ্র। ̃ ছতরি বি. উপরের ছাদের নীচে ঘরের মধ্যে ছোট ছাদ। ̃ ছুট, ̃ ছোট বি. দ্বিতীয় বস্ত্র অর্থাত্ উত্তরীয়, চাদর। ̃ তরফা দ্র দু। ̃ তলা, ̃ তালা, দুতলা বিণ. দুই স্তর বা তলবিশিষ্ট। বি. পাকা বাড়ির দ্বিতীয় তল। ̃ তারা, ̃ ধারি, ̃ নলা, ̃ নালা, ̃ পেয়ে দ্র দু। ̃ পড়া, বিণ. গায়েহলুদের পরে বিয়ে ভেঙে গেছে এমন (দোপড়া মেয়ে)। ̃ ফলা, ̃ ফলা বিণ. 1 দুই ফলকযুক্ত (দোফলা ছুরি); 2 বছরে দুবার ফল দেয় এমন (দোফলা গাছ)। ̃ ফসলি বিণ. বছরে দুবার ফসল হয় এমন (দোফসলি জমি)। ̃ ফাল, ̃ ফালি দ্র দু। ̃ ভাষী, দুভাষী বিণ. যে দুটি ভাষা জানে। বি. যে উভয়ের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয়, interpreter. ̃ মনা, ̃ মুখো, ̃ মেটে, ̃ য়ানি দ্র দু। ̃ য়াব-দোআব -এর বানানভেদ। ̃ রকা, ̃ রোকা, ̃ রোখা বিণ. দুই দিকে কারুকার্যযুক্ত বা রংযুক্ত (দোরোখা শাল)। ̃ রসা বিণ. 1 আধপচা (দোরসা মাছ, দোরসা ফল); 2 দোআঁশ (দোরসা জমি); 3 মিঠেকড়া (দোরসা তামাক)। ̃ শালা বি. শালের জোড়া। ̃ সুতি দ্র দু। ̃ হাতিয়া-দুহাতিয়া -র রূপভেদ। 68)
ধার৩
(p. 433) dhāra3 বি. 1 প্রান্ত, কিনারা (রাস্তার ধার দিয়ে চলো); 2 তীক্ষ্ণতা (ছুরির ধার পরীক্ষা করছি); 3 প্রখরতা (কথার ধার, বুদ্ধির ধার); 4 কূল, তীর (নদীর ধার); 5 ঋণ (টাকা ধার দেওয়া); 6 তোয়াক্কা (আমি কারও ধার ধারি না)। [বাং. ধার সং. √ ধৃ + অ]। ধার করা ক্রি. বি. দেনা করা, ঋণ নেওয়া। ধার দেওয়া ক্রি. বি. ঋণ দেওয়া। ধার ধারা ক্রি. বি. 1 ঋণবদ্ধ হওয়া; 2 সম্পর্ক বা তোয়াক্কা রাথা ('কারো কথার ধার ধারি না, সব ব্যাটাকেই চিনি': সু. রা.)। ধার নেওয়া-ধারকরা -র অনুরূপ। ধার শোধ করা ক্রি. বি. দেনা চুকিয়ে দেওয়া। ধারে কাটা ক্রি. বি. স্বাভাবিক দক্ষতা বা বুদ্ধির জোরে কার্যোদ্ধার হওয়া। ধারে ডোবা ক্রি. বি. প্রচুর দেনায় জড়িয়ে পড়া। 67)
ফলক
(p. 560) phalaka বি. 1 অস্ত্রের ফলা (ছুরির ফলক); 2 সূক্ষ্মাগ্র মুখ (তিরের ফলক); 3 পাত, পাটা, পট্ট (তাম্রফলক, প্রস্তরফলক); 4 ঢাল; 5 কপালের হাড় (ললাটফলক)। [সং. √ ফল্ + অ + ক]। 57)
বাঁট1
(p. 591) bān̐ṭa1 বি. ছুরি তরোয়াল প্রভৃতির হাতল। [প্রাকৃ. বণ্ট]। 11)
বিক্ষিপ্ত
(p. 605) bikṣipta বিণ. 1 ইতস্তত নিক্ষিপ্ত বিচ্ছুরিত বা বিকীর্ণ; 2 এলোমেলো (বিক্ষিপ্ত আলোচনা); 3 অস্হির, অব্যবস্হিত (বিক্ষিপ্ত মন)।[সং. বি + √ ক্ষিপ্ + ত]। বি. বিক্ষেপ। 114)
বিচ্ছুরণ
(p. 611) bicchuraṇa বি. 1 (বিজ্ঞা.) আলোকরশ্মির বিভিন্ন বর্ণে বিশ্লেষণ বা বিকিরণ, dispersion (বি.প.); 2 (সং.) অনুলেপন; 3 অনুরঞ্জন। [সং. বি + √ ছুর্ + অন]। বিচ্ছুরিত বিণ. 1 বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট, বিকীর্ণ; 2 অনুলেপিত; 3 রঞ্জিত। 16)
বিছুরা, বিছুরানো
(p. 611) bichurā, bichurānō ক্রি. (ব্রজ.) 1 বিস্মৃত হওয়া; 2 ত্যাগ করা। [ সং. বি + √ স্মৃ]। 24)
বেয়-নেট
(p. 641) bēẏa-nēṭa বি. রাইফেলের নলের সঙ্গে যুক্ত লম্বা ছুরিবিশেষ। [ইং. bayonet]। 28)
ব্লেড
(p. 654) blēḍa বি. 1 দাড়ি পেনসিল প্রভৃতি কাটার জন্য অতি ধারালো পাতবিশেষ; 2 ইলেকট্রিক পাখা ছুরি ইত্যাদির ফলক। ইং. blade। 9)
ভাঁড়2
(p. 659) bhān̐ḍ়2 বি. নাপিতের ছুরি-কাঁচি ইত্যাদি রাখার বাক্সো। [সং. ভাণ্ডি]। 32)
ভোঁতা
(p. 670) bhōn̐tā বিণ. 1 ধার নেই এমন (ভোঁতা ছুরি); 2 মোটা, ডগা মোটা এমন (ভোঁতা ছুঁচ); 3 বোকা (ভোঁতা বুদ্ধি); 4 নীরব, নির্বাক ('মুখ হৈল ভোঁতা': হেম)। [হি. ভোংতরা]। 60)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2080629
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770907
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368668
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722132
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699333
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595500
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 548188
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542797

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন