Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঝড়বৃষ্টি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কাল2
(p. 186) kāla2 বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্হা অর্থাত্ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাত্ অতীত, বর্তমান, ভবিষ্যত্ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ̃ কর্ণী বি. অলক্ষ্মী। ̃ কূট বি. মারাত্মক বিষবিশেষ। ̃ ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ̃ গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ̃ ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ̃ ঘুম, ̃ নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ̃ চক্র বি. চক্রবত্ অবিরাম ভ্রমণশীল সময়। ̃ জ্ঞ বিণ. কালবিত্, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। বি. দৈরজ্ঞ। ̃ জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ̃ ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ̃ পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ̃ বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ̃ বৈশাখী (কথ্য.) ̃ বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ̃ ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ̃ ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ̃ যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ̃ রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ̃ শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ̃ স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ̃ হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো। 25)
ঝঞ্ঝা
(p. 334) jhañjhā বি. প্রবল ঝড়বৃষ্টি। [সং. ঝম্ + √ ঝট্ + অ + আ]। ̃ ক্ষুব্ধ বিণ. প্রবল ঝড়ে আলোড়িত। ̃ নিল, ̃ বাত বি. প্রবল ঝোড়ো বাতাস। ̃ বর্ত বি. ঝড়বৃষ্টিসহ ঘূর্ণিবাতাস। বিক্ষুব্ধ-ঝঞ্ঝাক্ষুব্ধ -র অনুরূপ। 12)
দুর্দিন
(p. 414) durdina বি. 1 অশুভ সময়; 2 দুর্ভাগ্যের বা বিপদের দিন; 3 প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দিন, ঝড়বৃষ্টির দিন। [সং. দুর্ + দিন]। 27)
দুর্যোগ
(p. 416) duryōga বি. 1 ঝড়বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক প্রতিকূলতাপূর্ণ সময় (দুর্যোগের রাত, দুর্যোগের মধ্যে রাস্তায় বেরোনো); 2 দুর্দিন, দুঃসময়। [সং. দুর্ + যোগ]। 5)
বজ্র
(p. 575) bajra বি. 1 ঝড়বৃষ্টির সময় আকাশে বিদ্যুতের ঝলকানির সঙ্গে সঙ্গে যে প্রচণ্ড শব্দ হয়; বাজ, অশনি, কুলিশ; 2 দধীচির অস্হিতে নির্মিত ইন্দ্রের অস্ত্র; 3 গুণনের × এই চিহ্ন; 4 (জ্যোতিষ) মানবদেহে বিশেষত হাতের চেটো ও পায়ের তলায় × চিহ্ন; 5 যোগবিশেষ, আসনবিশেষ; 6 হীরক। বিণ. অত্যন্ত কঠিন বা কঠোর (বজ্রকঠোর)। বিণ-বিণ. প্রচণ্ড, নিদারুণ। [সং. √ বজ্ + র]। ̃ কঠিন বিণ. বজ্রের মতো কঠিন, অত্যন্ত শক্ত। ̃ কেতু বি. নরকের অধিপতি। ̃ গম্ভীর বিণ. বজ্রনাদের মতো গম্ভীর। ̃ গুণন (বীজ.) বীজগণিতে গুণের প্রক্রিয়াবিশেষ, cross-multiplication. ̃ ধর, ̃ পাণি, বজ্রী (-জ্রিন্) বি. ইন্দ্র। ̃ ধ্বনি, ̃ নাদ, ̃ নির্ঘোষ বি. বজ্রপাতের আওয়াজ। ̃ পাত বি. বাজ পড়া। ̃ মণি, ̃ মাণিক বি. মহামূল্য মণি বা রত্ন ('বজ্রমাণিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা': রবীন্দ্র)। ̃ মুষ্টি, (কথ্য) ̃ মুঠি বি. বজ্রের মতো কঠিন বা দৃঢ় মুষ্টি। ̃ যান বি. তান্ত্রিক বৌদ্ধ ধর্মের নামবিশেষ, শূন্যতাযান। ̃ লেপ বি. দুর্ভেদ্য প্রলেপবিশেষ, শ্রীবাসকরস ভল্লাতক অতসী বেল প্রভৃতি দিয়ে তৈরি কবিরাজি প্রলেপবিশেষ। বজ্রাগ্নি বি. বিদ্যুত্। বজ্রাঘাত বি. বজ্রের আঘাত, বাজের আঘাত। বজ্রাহত বিণ. 1 বজ্রের আঘাতে আহত; 2 (আল.) প্রচণ্ড আঘাতে বিমূঢ়। বজ্রাসন বি. যোগাসনবিশেষ। 3)
মাথা
(p. 692) māthā বি. 1 মানুষ ও প্রাণীর দেহের যে-উপরিভাগে মুখমণ্ডল চক্ষুকর্ণাদি ইন্দ্রিয় এবং মস্তিষ্ক আছে, মস্তক (মাথা ঠোকা, মাথা নাড়ানো); 2 শীর্ষ, উপরিভাগ, চূড়া (পাহাড়ের মাথায়); 3 আগা, ডগা (আঙুলের মাথায় ব্যাথা); 4 প্রান্ত, আরম্ভস্হল (মোড়ের মাথায়, রস্তার মাথায়); 5 মোড়, বাঁক; 6 নৌকোর অগ্রভাগ বা গলুই; 7 মস্তিষ্ক, বোধশক্তি (অঙ্কে মাথা আছে); 8 প্রধান ব্যক্তি, সর্দার (গাঁয়ের মাথা); 9 ঝোঁক, প্রভাব (রাগের মাথায়); 1 কিছু-না-এই অর্থবোধক উক্তি (তুমি আমার মাথা করবে)। [প্রাকৃ. মত্থঅ সং. মস্তক]। মাথা আঁচড়ানো ক্রি. বি. চিরুনি দিয়ে চুল বিন্যাস করা। মাথা উঁচু করা, মাথা তোলা ক্রি. বি. (আল.) 1 সতেজ হয়ে ওঠা; 2 উন্নতি করা; 3 অভ্যুত্থিত হওয়া; 4 সগৌরবে নিজেকে জাহির করা; 5 বিদ্রোহী হওয়া; 6 বিপদ ইত্যাদি কাটিয়ে ওঠা। ̃ .ওয়ালা বিণ. বুদ্ধিমান। মাথা কাটা ক্রি. বি. 1 বধ বা হত্যা করা; 2 (আল.) অত্যন্ত অপমান করা বা তিরষ্কার করা। মাথা কাটা যাওয়া ক্রি. বি. অত্যন্ত্য লজ্জা পাওয়া; সম্ভ্রমহানি হওয়া। মাথা কেনা ক্রি. বি. সীমাহীন অধিকার পাওয়া; দণ্ডমুণ্ডের কর্তা হওয়া (চাকরি পেয়ে সে যেন সকলের মাথা কিনে রেখেছে)। মাথা কোটা, মাথা খোঁড়া ক্রি. বি. 1 অসহ্য দুঃখকষ্টে অথবা অসহায় অবস্হায় পড়ে ভূমিতে বা দেওয়ালের উপর মাথা ঠোকা; 2 সনির্বন্ধ অনুরোধ করা, নাছোড়বান্দা হয়ে মনতি করা। মাথা খাও মাথার দিব্যি দিচ্ছি-এই অর্থসূচক শপথবিশেষ। মাথা খাওয়া ক্রি. বি. সর্বনাশ করা; উত্সন্নে দেওয়া, বখিয়ে বা বিগড়ে দেওয়া (লাই দিয়ে ছেলের মাথা খেয়েছে)। মাথা খাটানো ক্রি. বি. বুদ্ধি খাটানো, চিন্তা করা। ̃ .খারাপ বিণ. পাগল, অপ্রকৃতিস্হ। মাথা খারাপ করা ক্রি. বি. দুশ্চিন্তা ইত্যাদির জন্য অস্হির বা বিভ্রান্ত হওয়া। মাথা খেলানো ক্রি. বি. বুদ্ধি চালনা করা ̃ .গরম বি. রাগ, ক্রোধ। বিণ. রাগী, ক্রুদ্ধ (মাথাগরম লোক)। মাথা গরম করা ক্রি. বি. ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া। মাথা গুলিয়ে দেওয়া, মাথা গুলানো ক্রি. বি. হতবুদ্ধি করা। মাথা গোঁজা ক্রি. কোনোরকমে আশ্রয় নেওয়া বা বাস করা। মাথা ঘষা ক্রি. বি. চুলে সাবান শ্যামপু ইত্যাদি প্রয়োগ করে চুল পরিষ্কার করা। বি. চুলে মাখবার বা কেশতেলে মিশাবার সুগন্ধ মশলাবিশেষ। মাথা ঘামানো ক্রি. বি. (অনর্থক) মস্তিষ্ক চালনা করা বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা ঘোরা ক্রি. বি. 1 চতুর্দিকে ঘুরছে এমন বোধ হওয়া বা এমন শিরঃপীড়া হওয়া; 2 (আল.) বিহ্বল ও দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা চাড়া দেওয়া ক্রি. বি. মাথা তোলা -র অনুরূপ। মাথা চুলকানো ক্রি. বি. জবাব-উপায়-সংকল্প ইত্যাদি স্হির করতে না পারার জন্য মাথার মধ্যে আঙুল চালানো। মাথা ঠাণ্ডা করা ক্রি. বি. শান্ত বা প্রকৃতিস্হ হওয়া, উত্তেজনা দূর করা। মাথা ঠিক রাখা ক্রি. বি. (সকল পরিস্হিতিতে) অবিচলিত থাকা, বিচলিত বা উত্তেজিত না হওয়া। মাথা তোলা ক্রি. বি. মাথা উঁচু করা -র অনুরূপ। মাথা দেওয়া ক্রি. বি. 1 জীবন উত্সর্গ করা; 2 কোনো কাজে বা বিষয়ে মনোযোগ দেওয়া। মাথা ধরা ক্রি. বি. মাথার মধ্যে যন্ত্রণা হওয়া। মাথা নিচু হওয়া ক্রি. বি. (আল.) অপমানে বা লজ্জায় অত্যন্ত কুণ্ঠিত বোধ করা বা ক্ষুদ্র বোধ করা মাথা নেই তার মাথা ব্যথা উক্তি অকারণ দুশ্চিন্তা। মাথা নোয়ানো ক্রি. বি. নতি বা অধীনতা স্বীকার করা। ̃ .পাগলা বিণ. পাগলাটে খ্যাপাটে ̃ .পিছু ক্রি বি. জনপ্রতি, প্রত্যেক লোক হিসাবে। মাথা পেতে দেওয়া ক্রি. বি. সম্পূর্ণ মেনে নেওয়া শীরধার্য করা। মাথা বিকানো ক্রি. বি. সম্পূর্ণ বশ্যতা স্বীকার করা। ̃ .ব্যথা বি 1 মাথার মধ্যে যন্ত্রণা; 2 আল. দুশ্চিন্তা; 3 গরজ। ̃ .মুণ্ডু বি. বোধমগ্য বিষয় তার কথার কি কোনো মাথামুণ্ডু আছে, ও-চিঠি মাথামুণ্ডু কিছুই বুঝলাম না। মোটা বিণ. স্হূলবুদ্ধি বোকা মাথামোটা লোক মাথায় ওঠা ক্রি. বি মাধায় চড়া -র অনুরূপ। মাথায় করা ক্রি বি. 1 অত্যন্ত আদর বা প্রশ্রয় দেওয়া; 2 অত্যন্ত সম্মান ভক্তি বা সমাদর করা; 3 উপেক্ষা করা ঝড়বৃষ্টি মাথায় করে বেরিয়ে গেল মাথায় কাঠাল ভাঙা কি. বি ভাঙা দ্রব্য। মাথায় কাপড় দেওয়া ক্রি. বি. মাথায় ঘোমটা দেওয়া। মাথায় খাটো বিণ. বেঁটে খর্বাকৃতি। মাথায় খুন চাপা ক্রি. বি. অত্যন্ত উদ্রেক হওয়া প্রচণ্ড রাগ হওয়া। মাথায় ঘোলা ঢালা দ্র ঘোলা। মাথায় চড়া ক্রি. বি. প্রশ্রয় পায়ে স্পর্ধাযুক্ত ও উদ্ধত হওয়া। মাথায় ঢোকা ক্রি বোধগম্য হওয়া। মাথায় তোলা ক্রি. অত্যাধিক প্রশ্রয় বা লাই দেওয়া। মাথায় মাথায় ক্রি. বিণ. একেবারে সীমা পর্যন্ত সমান-সমান চৌবাচ্চার মাথায় মাথায় জল মাথায় রাখা ক্রি. বি. 1 ভক্তি সম্মান বা আদরযত্ন করা; 2 মনে রাখা বা খেয়াল রাখা ব্যাপারটা মাথায় রেখো কিছু। মাথায় হাত বিস্ময় সর্বনাশ ইত্যাদি কারনে বিমূঢ়তা দাম শুনে তাঁর তো মাথায় হাত। মাথায় হাত বুলানো ক্রি. বি. কৌশলে বা ফাঁকি দিয়ে অপহরণ বা হাসিল করার চেষ্টা করা। মাথার উপর কেউ না থাকা ক্রি. বি. অভিভাবকহীন হওয়া। মাথার খুলি করোটি। মাথার ঘাম পায়ে ফেলা ক্রি. বি. অত্যন্ত পরিশ্রম করা। মাথার ঘি বি. ঘিলু মস্তিষ্ক বুদ্ধি। মাথার ঠাকুর বি অতি শ্রদ্ধেয় ব্যক্তি মাথার ঠিক না থাকা ক্রি. বুদ্ধিভ্রংশ হওয়া। মাথার দিব্যি বি. আমার মাথা খাও অর্থাত্ আমার মৃত্যুর কারণ হও এই শপথ। ̃ লো বিণ মাথাওয়ালা বুদ্ধিমান মাথা হেট হওয়া ক্রি. বি. সম্মানিত হওয়া, অত্যন্ত লজ্জা পাওয়া। 118)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074682
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768896
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366302
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721123
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698176
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594744
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545405
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542329

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন