Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঝামেলা; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উত্-পাত
(p. 123) ut-pāta বি. 1 উপদ্রব, দৌরাত্ম্য; 2 আপদ, ঝামেলা, বিপদ (দুপুরবেলা এ কী উত্পাত ?)। [সং. উত্ + √ পত + অ]। 26)
কার৩
(p. 181) kāra3 বি. ফ্যাসাদ; ঝামেলা; সংকট (আচ্ছা কারে পড়েছি)। [ফা. কার্]। 125)
কুকুর
(p. 192) kukura বি. শ্বদন্তবিশিষ্ট. ছুঁচলো মুখবিশিষ্ট বন্য বা গৃহপালিত চতুষ্পদ জন্তুবিশেষ, সারমেয়, কুত্তা। [সং. কুক্কুর]। বি. (স্ত্রী.) কুকুরী। ̃ কুণ্ডলী বি. কুকুরের মতো কুঁকড়ে শয়ন করার প্রণালী। ̃ ছড়ি বি. কুকুড়ের লেজের মতো ফুলবিশিষ্ট একরকম ছোট গাছ। কুকুরে-দাঁত বি. শ্বদন্ত, কুকুরজাতীয় মাংসাশী প্রাণীর চোয়ালের দুপাশের ছুঁচলো দাঁত। যেমন কুকুর তেমনি মুগুর (প্র.) দুষ্টের উপযুক্ত শাসক, দুষ্ট লোকের উপযুক্ত শাস্তি। মাথার ঘায়ে কুকুর পাগল (প্র.) অত্যন্ত অসুবিধাজনক ও অস্বস্তিকর ঝামেলায় ব্যতিব্যস্ত অবস্হা। 49)
খিট-কেল
(p. 229) khiṭa-kēla বি. (আঞ্চ.) গণ্ডগোল; ঝামেলা; ফ্যাসাদ (আমার চাকরি নিয়ে ভারি খিটকেল বেধেছে)। [দেশি]। 21)
গাড্ডা
(p. 246) gāḍḍā বি. 1 গর্ত; 2 (আল.) বিপদ। [সং. গর্ত গট্ট, গড্ড-তু. হি. গাড্ঢা]। গাড্ডা মারা (অশি.) ক্রি. বি. (পরীক্ষায়) ফেল হওয়া। গাড্ডায় পড়া ক্রি. বি. বিপদে বা ঝামেলায় পড়া। 30)
গোল2
(p. 256) gōla2 বি. 1 জোর শব্দ, চিত্কার, গোলমাল (ছেলেরা গোল করছে); 2 সরলতার অভাব, জটিলতা, প্যাঁচ (তার মনে বেশ গোল আছে); 3 সন্দেহ (মনের গোল মেটানো); 4 ফ্যাসাদ, ঝামেলা (ভারি গোল বেধেছে) -তু. গণ্ডগোল; 5 ভুল (না বুঝে গোল করে ফেলেছি)। [ফা. গোল্]। গোলে হরিবোল দেওয়া ক্রি. বি. গোলমাল বা ভিড়ের সুযোগে কাজে ফাঁকি দেওযা। 138)
ঘাপলা
(p. 266) ghāpalā বি. 1 বিপদ, সংকট; 2 প্যাঁচ, ঝামেলা; ফ্যাচাং। [দেশি]।
ঝঞ্ঝাট
(p. 334) jhañjhāṭa বি. ঝামেলা; জটিলতা; হাঙ্গামা, অশান্তি (ঝঞ্ঝাট পোহানো, ঝঞ্ঝাট চুকিয়ে দেওয়া)। [সং. ঝঞ্ঝা + বাং. ট]। 13)
ঝামেলা
(p. 336) jhāmēlā বি. 1 ঝঞ্ঝাট, ফ্যাসাদ (খুব ঝামেলায় পড়েছি); 2 জটিলতা (এতে কোনো ঝামেলা নেই, এ তো সোজা ব্যাপার); 3 বিবাদ, হাঙ্গামা (এই সামান্য ব্যাপার নিয়ে আর ঝামেলা কোরো না)। [হি. ঝমেলা]। ̃ বাজ বিণ. ঝামেলা বা ঝঞ্ঝাট বাধায় বা বাধাতে ভালোবাসে এমন। 38)
ঝুট-মুট
(p. 338) jhuṭa-muṭa ক্রি-বিণ. মিছিমিছি, অকারণে (ঝুটমুট ঝামেলা করা)। [হি. ঝুট (মিথ্যা) + মুট (সহচর শব্দ)]। 29)
ধাক্কা
(p. 433) dhākkā বি. 1 ঠেলা (দরজায় ধাক্কা দেওয়া); 2 সংঘর্ষ, ঠোকাঠুকি, ঠেলাঠেলি (ট্রামে-বাসে ধাক্কা লাগে); 3 সহসা চাপ, তাড়া বা বেগ (কাজের ধাক্কা সামলানো)। ক্রি. ধাক্কা দেওয়া, ঠেলা দেওয়া (অমন ধাক্কাচ্ছ কেন?)। [তু. হি. ধক্কা; মৈ. ঢেকা]। ধাক্কা সামলানো ক্রি. বি. 1 সংঘর্ষ বা ঠেলাঠেলি প্রতিরোধ করা; 2 সংকট বা ঝামেলা থেকে রক্ষা পাওয়া। 23)
নির্বিবাদ
(p. 468) nirbibāda বিণ. বিবাদহীন, নির্বিরোধ, শান্তিপূর্ণ। [সং. নির্ + বিববাদ]। নির্বিবাদী বিণ. (বাংলামতে গঠিত) নির্বিরোধ, নিরীহ, ঝামেলা এড়িয়ে চলে এমন। নির্বিবাদে ক্রি-বিণ. বিবাদ না করে; শান্তিতে, নির্ঝঞ্ঝাটে। 105)
পোহা
(p. 534) pōhā ক্রি. পোহানো। [ সং. প্র + √ ভা + বাং. আ]। ̃ নো বি. ক্রি. 1 ভোর হওয়া (রাত পোহাল); 2 শেষ হওয়া; 3 কাটানো, অতিবাহিত হওয়া (এই মাসটা আর পোহাচ্ছে না); 4 সেবন করা (রোদ পোহানো); 5 ভোগ করা, সহ্য করা (ঝামেলা পোহানো, হাঙ্গামা পোহানো)। 47)
ফেঁকড়া, ফ্যাঁকড়া
(p. 567) phēn̐kaḍ়ā, phyān̐kaḍ়ā বি. 1 প্রশাখা; 2 মূল বিষয় থেকে উদ্ভূত অন্য বিষয় (ফেঁকড়া তোলা, ফেঁকড়া বার করা); 3 ফ্যাসাদ, বাধা, ঝামেলা। [দেশি-তু. সং. ফর্ফরীক]। ফেঁকড়ি বি. অতি ক্ষুদ্র শাখা বা প্রশাখা। 38)
ফ্যাচাং
(p. 570) phyācā বি. 1 ফ্যাঁকড়া; 2 ঝামেলা, ফ্যাসাদ (বাড়ি করার ফ্যাচাং কম নয়)। [দেশি]। 28)
ফ্যাসাদ
(p. 570) phyāsāda বি. 1 ঝঞ্ঝাট, ঝামেলা, বিপত্তি, মুশকিল (ফ্যাসাদে পড়া, ফ্যাসাদ বাধানো); 2 কলহ, ঝগড়াঝাঁটি। [আ. ফসাদ]। ফ্যাসাদে বিণ. ফ্যাসাদ বাধায় এমন; ফ্যাসাদপ্রিয়। 31)
বখেড়া
(p. 573) bakhēḍ়ā বি. 1 বাধা, বিঘ্ন, প্রতিবন্ধক; 2 ঝঞ্ঝাট, ঝামেলা; 3 ঝগড়া (আচ্ছা বখেড়া বেধেছে)। [হি. বখেড়া-তু. বাগড়া]। 41)
বালাই
(p. 602) bālāi বি. 1 অমঙ্গল; 2 উত্পাত (এ বালাই বিদায় হলে বাঁচি); 3 (বিদ্রুপে) উত্পাত, ঝামেলা (শিক্ষাদীক্ষার বালাই নেই)। অব্য. অশুভ উক্তির খণ্ডনসূচক (বালাই ষাট)। [আ. বলা]। বালাই নিয়ে মরা ক্রি. বি. (মঙ্গলকামনাসূচক) প্রিয়জনের বিপদ নিজে বহন করে মরা। বালাই ষাট অব্য. অশুভ উক্তি বা অমঙ্গল খণ্ডনসূচক উক্তি। আপদ-বালাই বি. 1 বিপদ, বাধা ইত্যাদি; 2 বিরক্তি বা অশান্তি উত্পাদনকারী ব্যক্তি। 69)
বিপত্তি
(p. 619) bipatti বি. 1 বিপদ, সংকট; 2 বাধা, বিঘ্ন; 3 দুর্গতি, দুরবস্হা (বাধা-বিপত্তি); 4 ঝঞ্ঝাট, ঝামেলা (উটকো বিপত্তি)। [সং. বি + √ পদ্ + তি]। ̃ কর বিণ. বিঘ্নজনক; ঝঞ্ঝাটপূর্ণ। 4)
বিপদ, (অপ্র.) বিপত্ (বিপদ্)
(p. 619) bipada, (apra.) bipat (bipad) বি. 1 সংকট, বিপত্তি, আপদ; 2 ঝঞ্ঝাট, ঝামেলা (এ কী উটকো বিপদ?); 3 দুর্ঘটনা, দুর্দৈব; 4 দুরবস্হা (বিপদের দিনে কারও সাহায্য পায়নি)। [সং. বি + √ পদ্ + ক্বিপ্]। বিপত্-কাল বি. বিপজ্জনক সময়, বিপদের সময়। বিপত্-পাত বি. বিপদ ঘটা (বিপত্পাতের সম্ভাবনা)। বিপদ্-গর্ভ, বিপদ-গর্ভ বিণ. বিপজ্জনক, বিপদের সম্ভাবনাযুক্ত। বিপদ্-গ্রস্ত, বিপদ-গ্রস্ত বিণ. বিপদে পতিত, বিপন্ন। বিপদ-চিহ্ন, বিপদ্-চিহ্ন বি. বিপদ সম্বন্ধে সাবধান করার জন্য চিহ্ন। বহুল বিণ. বিপত্পূর্ণ। বিপদভঞ্জন বি. বিণ. বিপদ দুরকারী। বিপদ-রেখা, বিপত্-সীমা বি. নদী বা জলাধারের জলস্ফীতি যে রেখা বা সীমা ছাপিয়ে উঠলে প্লাবনজনিত বিপদের আশঙ্কা থাকে, danger-level. বিপদ্-মুক্তি বি. বিপদের আশঙ্কা থেকে মুক্তি। ̃ সংকুল বিণ. বিপজ্জনক, সংকটজনক। বিপদ-সংকেত বি. বিপদের সম্পর্কে সতর্ক করার জন্য সংকেত, danger signal, siren. বিপদাপদ বি. নানাপ্রকার বিপদ বা বিঘ্ন। বিপদাপন্ন বিণ. বিপন্ন। বিপদুদ্ধার বি. বিপদ থেকে নিষ্কৃতি, বিপদমুক্তি। বিপদ্দশা বি. বিপন্ন অবস্হা। 7)
বিভ্রাট
(p. 621) bibhrāṭa বি. 1 (বাং.) সংকট, আপদ; 2 গোলযোগ, ঝামেলা, ঝঞ্ঝাট; 3 আকস্মিক দুর্ঘটনা। [সং. বিভ্রাট্ (=অলেকারভূষিত)-বাংলায় অর্থান্তরিত। 54)
বেগতিক
(p. 633) bēgatika বি. 1 ঝামেলা, ঝঞ্ঝাট, অসুবিধাজনক বা অস্বস্তিকর পরিস্হিতি (বেগতিক দেখে লোকটা সরে পড়ল); 2 উপায়হীন বা অতি প্রতিকূল অবস্হা, সংকট, বিপদ। বিণ. ঝামেলাপূর্ণ; সংকটপূর্ণ, প্রতিকূল। [তু. ফা. বে + বাং. গতিক-তু. বিগতি]। 123)
ভজ-কট
(p. 655) bhaja-kaṭa বি. ব্যাঘাত, ঝামেলা, ঝঞ্ঝাট, ফ্যাসাদ (জমিজমার বিক্রি নিয়ে ভজকট বেধেছে)। বিণ. জটিল ও ঝঞ্ঝাটপূর্ণ (সে এক ভজকট ব্যাপার)। [দেশি]। 24)
ভ্যাজাল2
(p. 670) bhyājāla2 বি. ঝামেলা (ভারী ভ্যা়জাল বেধেছে)। [দেশি]। 104)
ভ্যালা
(p. 670) bhyālā বিরক্তি বিদ্রুপ প্রভৃতিতে ভালো -র বিকৃত রূপ (ভ্যালা বিপদ, ভ্যালা ঝামেলা হল দেখছি)। 113)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074399
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768760
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366189
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721093
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698131
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594687
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545298
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542312

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন