Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

থিয়েটায় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধি.কার
(p. 17) adhi.kāra বি. 1 স্বত্ব; 2 দখল (এই জমি জমিদারের অধিকারে রেয়েছে); 3 কর্তৃত্ব; অধিপত্য; 4 এলাকা, jurisdiction; 5 সরকারি উচ্চবিভাগ, directorate (শিক্ষা-অধিকার); 6 অভিজ্ঞতা, জ্ঞান (সংস্কৃত ভাষায় তাঁর অধিকার); 7 যোগ্যতা, দাবি (সম্পত্তির অধিকার); 8 বিশেষ ক্ষমতা (রাজ্যশাসনে ক্ষত্রিয়ের অধিকার)। [সং. অধি+√ কৃ+অ]। ̃ .ক্ষেত্র বি. এলাকা, অধিক্ষেত্র (স. প.)। ̃ .চ্যুত বিণ. বেদখল, হাতছাড়া হয়েছে এমন; বরখাস্ত। ̃ .ভেদ বি. যার অধিকার আছে এবং যার অধিকার নেই এই দুইয়ের মধ্যে প্রভেদ নির্ণয়। অধি-কারী (-রিন্) বিণ. 1 যার স্বত্ব বা অধিকার আছে; 2 দাবিদার; 3 যোগ্যতাসম্পন্ন। বি. 1 মালিক; 2 রাজা ('কান্দে চান্দ অধিকারী': বি. গু); 3 যাত্রা থিয়েটার কীর্তন প্রভৃতির দলনায়ক বা পরিচালক; 4 বৈষ্ণবদলের পূজনীয় ব্যক্তি; 5 উপাধি বা পদবিবিশেষ। বি. (স্ত্রী.) অধিকারিণী। 53)
আলোক
(p. 106) ālōka বি. 1 দীপ্তি, জ্যোতি, প্রভা বা উজ্জ্বলতা, যার সাহায্যে সমস্ত কিছু দৃশ্যমান হয়; 2 কিরণ (সূর্যালোক)। [সং. আ + √লোক্ + অ]। ̃ চিত্র বি. ফোটোগ্রাফ। ̃ চ্ছটা বি. আলোকরশ্মি। ̃ পাত বি. জ্ঞানের আলো নিক্ষেপ, অজানা তথ্যাদি পরিবেষণ (এ বিষয়ে আলোকপাত করুন)। ̃ বর্ষ বি. (জ্যোতি.) এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, light year. ̃ বিজ্ঞান বি. আলোক ও দৃষ্টিসম্বন্ধীয় তত্ত্ব, দৃষ্টিবিজ্ঞান, optics. ̃ লতা বি. পরগাছাবিশেষ। ̃ শক্তি বি. শক্তিরূপ আলোক, শক্তিতে রূপান্তরিত বা শক্তি হিসাবে ব্যবহৃত আলোক, light energy. ̃ সংকেত বি. জাহাজ বিমানপোত প্রভৃতিকে আলো দেখিয়ে পথের নিশানা জানাবার বিশেষ ব্যবস্হা, beacon. ̃ সজ্জা বি. আলো বা প্রদীপ জ্বেলে মণ্ডপসজ্জা। ̃ সপ্পাত বি. সিনেমা থিয়েটায় ইত্যাদিতে নানা কোণ থেকে নানাভাবে আলো ফেলবার কৌশল। ̃ স্তম্ভ বি. (সচ. সমুদ্রতীরে) জাহাজকে আলো দেখাবার জন্য স্হাপিত উঁচু বাতিঘর, light house. আলোকিত বিণ. আলোকের দ্বারা উজ্জ্বল বা দীপ্তিমান; দীপ্ত, উদ্ভাসিত। আলোকোজ্জ্বল বিণ. উদ্ভাসিত, দীপ্ত। 59)
কটর
(p. 76) kaṭara বি. অভিনেতা; সিনেমা থিয়েটার যাত্রা ইত্যাদিতে যারা বিভিন্ন ভূমিকায় অভিনয় করে। [ইং actor]। 14)
থিয়েটার
(p. 392) thiẏēṭāra বি. 1 নাট্যশালা, অভিনয়গৃহ; 2 নাটকাদির অভিনয় (সারাটা জীবন কেবল থিয়েটার করেই কাটালে)। [ইং. theatre]। ̃ ওয়ালা বি. 1 নাট্যশালার মালিক বা পরিচালক; 2 অভিনেতা। থিয়েটারি বিণ. 1 অভিনেতাসুলভ, অভিনেতার হাবভাবপূর্ণ (থিয়েটারি ভঙ্গি); 2 নাটুকেপনায় পূর্ণ। 45)
দর্শন
(p. 400) darśana বি. 1 দৃষ্টিপাত, অবলোকন, দেখা (মুখদর্শন করতে চাই না); 2 সাক্ষাত্কার (তাঁর দর্শনলাভ হল না); 3 ভক্তিভরে দেখা (ঠাকুরদর্শন, প্রতিমাদর্শন); 4 জ্ঞান (ভূয়োদর্শন, আত্মদর্শন, বহুদর্শন); 5 চক্ষু (দর্শনেন্দ্রিয়); 6 চেহারা, আকৃতি (ভীষণদর্শন, সুদর্শন, ঘোরদর্শন); 7 তত্ত্বজ্ঞান যুক্তি ও প্রমাণের উপর প্রতিষ্ঠিত শাস্ত্র বা তত্ত্ব (দর্শনশাস্ত্র, হিন্দুদর্শন)। [সং. √ দৃশ্ + অন]। ̃ দারি, ̃ ডারি, ̃ ডালি বি. রূপের বিচার ('আগে দর্শনদারি পরে গুণ বিচারি')। বিণ. সুরূপ, সুদর্শন (দর্শনদারি লোক)। [সং. দর্শন + ফা. দার + বাং.ই]। দর্শনি, দর্শনী বি. 1 দেখার বাবদ পারিশ্রমিক (মেলায় ঢোকবার দর্শনী); 2 দেবতার মন্দির দর্শনের জন্য প্রদেয় প্রণামি; 3 থিয়েটার, সিনেমা ইত্যাদি দেখার জন্য প্রদেয় অর্থ; 4 রোগীকে পরীক্ষা করার জন্য চিকিত্সকের প্রাপ্য পারিশ্রমিক বা ভিজিট। 11)
দৃশ্য
(p. 418) dṛśya বি. 1 দর্শনযোগ্য বা দৃশ্যমান বস্তু বা বিষয় (এ দৃশ্য দেখা যায় না, ভয়ানক দৃশ্য, অপূর্ব দৃশ্য); 2 নাটকের অঙ্কের অন্তর্গত ভাগ বা পরিচ্ছেদ (প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্য); 3 নাটকের পারিপার্শ্বিক অবস্হানুযায়ী অভিনয়মঞ্চের সজ্জা, সিন, scene. বিণ. 1 দর্শনীয় (কুদৃশ্য, অদৃশ্য); 2 অভিনয় দেখতে হয় এমন (দৃশ্যকাব্য); 3 প্রকাশ্য (দৃশ্যত)। [সং. √ দৃশ্ + য]। ̃ কাব্য বি. কাব্যের শ্রেণিবিশেষ, কাব্যনাটকবিশেষ, যার রস উপভোগের জন্য অভিনয় দেখতে হয়। ̃ ত, (বর্জি.) ̃ তঃ অব্য. আপাতদৃষ্টিতে (দৃশ্যত সুন্দর)।̃ পট বি. থিয়েটার বা রঙ্গমঞ্চের সিন বা চিত্রপট, scene. ̃ মান বিণ. যা দেখা যাচ্ছে এমন, দৃষ্ট হচ্ছে এমন (দৃশ্যমান জগত্)। ̃ সংগীত বি. নৃত্য। দৃশ্যান্তর বি. অন্য দৃশ্য। 7)
নট1
(p. 444) naṭa1 বি. 1 নর্তক; 2 (প্রধানত থিয়েটার যাত্রা ইত্যাদিতে) অভিনয়কারী, অভিনেতা। [সং. √ নট্ + অ]। ̃ বর বি. 1 শ্রেষ্ঠ নর্তক বা অভিনেতা; 2 শ্রীকৃষ্ণ। ̃ রাজ, নটেশ্বর বি. 1 নর্তকশ্রেষ্ঠ; 2 নৃত্যরত শিব; 3 শিব। নটী1 বি. (স্ত্রী.) 1 নর্তকী; 2 অভিনেত্রী। 26)
পট2
(p. 486) paṭa2 বি. 1 কাপড় (পটমণ্ডপ); 2 ছবি, চিত্রপট (স্মৃতির পটে); 3 ছবি আঁকার উপযুক্ত মোটা বস্ত্রখণ্ড, canvas ('তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা': রবীন্দ্র); 4 দৃশ্যপট, থিয়েটারের সিন (পটপরিবর্তন)। [সং. √ পট্ + অ]। ̃ বাস, পটাবাস বি. তাঁবু, বস্ত্রগৃহ। ̃ ভূমি, ̃ ভূমিকা বি. 1 পশ্চাদ্ভূমি; 2 যে দৃশ্যপটের সামনে অভিনয় করা হয়; 3 মূল ছবির পিছনের বা দূরের দৃশ্য; 4 (গৌণ অর্থে) পারিপার্শ্বিক অবস্হা, পরিবেশ। ̃ মণ্ডপ বি. 1 শামিয়ানা ইত্যাদি দিয়ে নির্মিত মণ্ডপ; 2 তাঁবু। 3)
মেক-আপ
(p. 714) mēka-āpa বি. 1 সাজসজ্জা; 2 থিয়েটার যাত্রা প্রভৃতিতে অভিনয়ের জন্য বিশেষ সাজসজ্জা বা রূপসজ্জা।[ইং. make-up.]। 27)
রঙ্গ1
(p. 733) raṅga1 বি. 1 রং-এর প্রাচীন রূপ; 2 রঞ্জকদ্রব্য; 3 নৃত্যগীতাভিনয় (রঙ্গমঞ্চ); 4 ক্রীড়াপ্রতিযোগীতা, দ্বন্দ্ব, যুদ্ধ (রঙ্গভূমি); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি, লীলা; 6 ভঙ্গি, ধরন; 7 নাট্যশালা; ̃ রণভূমি; 9 (বিরল) দস্তা; 1 রাং। [সং. √ রঞ্জ্ + অ]। ̃ .ভূমি বি. 1 রণস্হল; 2 ক্রীড়াপ্রতিযোগিতার স্হান; 3 মল্লভূমি, কুস্তির আখড়া; 4 নাট্যশালা। ̃ .মঞ্চ বি. যে মঞ্চের উপর অভিনয় করা হয়, স্টেজ। ̃ .শালা বি. অভিনয়গৃহ, থিয়েটার। ̃ .স্হল-রঙ্গভূমি -র অনুরূপ। রঙ্গালয় বি. নাট্যশালা, থিয়েটার। 3)
শখ
(p. 769) śakha বি. 1 আগ্রহ মনের ঝোঁক (ছবি আঁকার শখ); 2 পছন্দ, সাধ, খেয়াল (শখের জিনিস); 3 চিত্তবিনোদনের অভিপ্রায় (শখ করে বিদেশে যাওয়া)। [আ. শৌক]। ̃ শৌখিনতা বি. মনের ঝোঁক, খেয়াল এবং বিলাসিতা। শখের থিয়েটার বি. অপেশাদারি এবং নাটকাভিনয়ের প্রতি ভালোবাসার জন্য সংগঠিত থিয়েটার। 2)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086905
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773584
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1371152
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723201
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700610
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596366
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551542
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543310

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন