Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দাদন। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্রিয়, অগ্রীয়
(p. 8) agriẏa, agrīẏa বিণ. অগ্রিম; অগ্রসম্বন্ধীয়। [সং. অগ্র+ইয়, ঈয়]। ̃ .প্রদান যা (যে টাকা) আগাম দেওয়া হয়েছে, দাদন, payment on account (স.প.)। 12)
অন্ত্য
(p. 34) antya বিণ. 1 অন্তিম, শেষ (অন্ত্য বর্ণ, অন্যেষ্টি); চরম; 2 অবশিষ্ট; 3 শূদ্রবংশজাত। [সং. অন্ত + য]। ̃ জ বিণ. নীচবংশজাত; নীচ। বি. নীচজাতি; শূদ্র; চণ্ডাল। ̃ বর্ণ বি. (শব্দাদির) শেষ বর্ণ। 34)
অস্মদাদি
(p. 75) asmadādi (বর্ত. বিরল) সর্ব. আমরা সবাই; আমি এবং আমার মতো অন্য সবাই। [সং. অস্মদ্ + আদি] 8)
আগম-বাগীশ, আগম-বেদী
(p. 82) āgama-bāgīśa, āgama-bēdī বিণ. আগমশাস্ত্রে অর্থাত্ বেদাদি শাস্ত্রে অভিজ্ঞ। [সং. আগম + বাগীশ, বেদিন]। 47)
আস্তিক2
(p. 110) āstika2 বিণ. 1 ঈশ্বরের আস্তিত্বে বিশ্বাসী; 2 পরলোকে ও বেদাদি শাস্ত্রে বা তার অভ্রান্ততায় বিশ্বাসী। [সং. আস্তি + ক]। বি. ̃ তা, ̃ ত্ব, আস্তিক্য। 23)
টীকা
(p. 343) ṭīkā বি. দুরূহ শব্দাদির ব্যাখ্যা বা ব্যাখ্যাপুস্তক; ভাষ্য, ব্যাখ্যান। [সং. √ টীক্ + অ + আ]। 78)
ঠাকুর
(p. 350) ṭhākura বি. 1 দেবতা (ঠাকুর-দেবতা মানে না); 2 দেবমূর্তি বা দেবীমূর্তি (ঠাকুর দেখতে যাব); 3 ঈশ্বর (হে ঠাকুর, রক্ষা করো); 4 রাজা, অধিপতি; মালিক (এ রাজ্যের ঠাকুর); 5 পূজ্য বা শ্রদ্ধেয় ব্যক্তি, গুরুজন (পিতাঠাকুর); 6 গুরু; 7 ব্রাহ্মণ বা ব্রাহ্মণ পুরোহিত; 8 ব্রাহ্মণ পাচক (ঠাকুর-চাকর)। স্ত্রী. ঠাকুরানি, ঠাকরুন। ঠাকুর কাত (বিদ্রুপে) দেবতা প্রভু বা মানুষ বিমুখ। ̃ ঘর বি. দেবার্চনার ঘর, পূজার ঘর। ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি অতি সতর্ক অপরাধী কর্তৃক নিজেই নিজের অপরাধ ফাঁস করে দেওয়া। ̃ জামাই বি. নন্দাই। ̃ ঝি বি. ননদ। ̃ দাদা বি. পিতামহ। ̃ দালান বি. গৃহদেবতার বা অন্য দেবতার পূজার জন্য নির্দিষ্ট মণ্ডপ। ̃ পো বি. দেবর। ̃ বাড়ি বি. মন্দির। ̃ মহাশয়, ̃ মশাই বি. পুরোহিত। ̃ মা বি. পিতামহী। ̃ সেবা বি. দেবতার পূজা। ঠাকুরাল, ঠাকুরালি বি. 1 প্রভুত্ব; প্রাধান্য; 2 দেবতাসুলভ মহিমা বা ছলনা ('ছাড় তোমার ঠাকুরালি')। 17)
ড-ভানস
(p. 76) ḍa-bhānasa বি. পাওনা অর্থ ইত্যাদির আগাম, প্রাপ্য অর্থের অগ্রিম প্রদত্ত অংশ; অগ্রিমক; দাদন, বায়না। [ইং. advance]। 19)
তারানা
(p. 375) tārānā বি. খেয়াল-ধ্রূপদাদি উচ্চাঙ্গ সংগীতের নোম, তোম ইত্যাদি বোলযুক্ত রূপবিশেষ। [হি. তরানা]। 72)
তুক
(p. 375) tuka বি. 1 বশীকরণের প্রকরণ, গুণ (তুক করা); 2 বশীকরণের মন্ত্র; জাদুমন্ত্র (অনেক তুক জানে); 3 (সংগীতে) খেয়াল ধ্রুপদাদি সংগীতের কলি বা চরণ। [হি. তুক]। ̃ তাক বি. জাদুর মন্ত্রতন্ত্র। 177)
দদ্রু
(p. 396) dadru বি. দাদ, চর্মরোগবিশেষ। [সং. √ দদ্ + রূ, বিকল্পে রু]। ̃ ঘ্ন বিণ. দাদনাশক। 39)
দাদ-খানি
(p. 402) dāda-khāni বি. (বাংলার সুলতান দাউদ খানের নামে প্রচলিত) অত্যুত্কৃষ্ট চালবিশেষ। [দাউদখান দাদখান + বাং. ই]। 63)
দাদন
(p. 402) dādana বি. অগ্রিম প্রদত্ত মূল্য বা মূল্যের অংশ, আগাম দেওয়া টাকা, বায়না (নীলের দাদন)। [ফা. দাদন]। ̃. দার বি. দাদনদাতা। দাদনি বি. দাদন। বিণ. দাদন দেওয়া হয়েছে এমন (দাদনি চাষ)। 64)
দাদরা
(p. 402) dādarā বি. (সংগীতের) ছয় মাত্রার তালবিশেষ। [সং. দর্দুর]। 65)
দাদা
(p. 402) dādā বি. 1 জ্যেষ্ঠভ্রাতা, বড় ভাই; 2 ঠাকুরদাদা, পিতামহ বা মাতামহ; 3 পৌত্র দৌহিত্র প্রভৃতিকে বা বয়ঃকনিষ্ঠকে স্নেহসম্বোধন; 4 বয়োজ্যোষ্ঠ ব্যক্তিকে সম্মানসূচক সম্বোধন। [সং. তাত তাদ, অথবা দায়াদ (পুত্র, জ্ঞাতি)-তু. তুর্. দাদা]। ̃ ঠাকুর বি. 1 পিতামহতুল্য ব্যক্তিকে সম্বোধন; 2 ব্রাহ্মণকে ব্রাহ্মণেতর ব্যক্তির সম্বোধন। ̃ বাবু বি. 1 বড় ভাইয়ের মতো শ্রদ্ধেয় ব্যক্তি; 2 (আঞ্চ.) বয়োজ্যেষ্ঠ ভাগিনীপতি। ̃ মশাই, ̃ মহাশয়, ̃ মশায় বি. মাতার পিতা বা পিতৃব্য। ̃ শ্বশুর বি. স্বামী বা পত্নীর পিতামহ বা মাতামহ। 66)
দাদি
(p. 402) dādi বি. (মুস. বা হি.) পিতামহী, মাতামহী। [হি. দাদী]। 67)
দাদু
(p. 402) dādu বি. 1 পিতামহ; 2 মাতামহ।[বাং. দাদা + উ (আদরে)]। 68)
দেদো
(p. 419) dēdō বিণ. দাদযুক্ত, দাদ রোগে আক্রান্ত। [বাং. দাদ + উয়া ও]। 19)
পেটা, পেটানো
(p. 532) pēṭā, pēṭānō ক্রি. বি. প্রহার করা, মারধর করা (মিথ্যে কথা বললে পেটাব); প্রহার করানো (তোমার দাদাকে দিয়ে পেটাব)। [পিটা দ্র]। 4)
পেশগি
(p. 533) pēśagi বি. দাদন, আগাম অর্থ। [ফা. পেশ্গী] 7)
প্রপিতা-মহ
(p. 546) prapitā-maha বি. 1 পিতামহের পিতা, ঠাকুরদার পিতা; 2 ব্রহ্মা। [সং. প্র + পিতামহ]। প্রপিতা-মহী বি. (স্ত্রী.) পিতামহের অর্থাত্ ঠাকুরদাদার মাতা। 45)
প্রয়োগ
(p. 550) praẏōga বি. 1 নিয়োগ; 2 ব্যবহার (ওষুধ প্রয়োগ, বুদ্ধি প্রয়োগ); 3 উল্লেখ (শ্লোক প্রয়োগ); 4 দৃষ্টান্ত (শব্দাদির প্রয়োগ)। [সং. প্র + √ যুজ্ + অ]। ̃ কৌশল বি. 1 প্রয়োগ বা ব্যবহারের কৌশল; 2 অভিনয়ের কৌশল। ̃ যোগ্য বিণ. 1 উল্লেখযোগ্য; 2 ব্যবহারযোগ্য। ̃ শালা বি. পরীক্ষাগার, ল্যাবরেটরি। 17)
বউ, বৌ
(p. 572) bu, bau বি. 1 পত্নী, স্ত্রী (বিয়ের পর বউকে নিয়ে বেড়াতে গেল); 2 কুলবধূ বা কুলনারী (পাড়ার বউ-ঝিরাও নীরব ছিল না); 3 নববধূ (বউভাত); 4 পুত্রবধূ বা তত্তুল্যা। [প্রাকৃ. বহু সং. বধূ]। বউ কথা কও বি. কোকিলজাতীয় পাখিবিশেষ, পাপিয়া। ̃ কাঁটকি বি. যে শাশুড়ি পুত্রবধূকে নিরন্তর খোঁটা ও গঞ্জনা দেয়। ̃ ড়ি বি. অল্পবয়স্কা বধূ। ̃ দি, ̃ দিদি বি. দাদার বউ। ̃ ভাত বি. হিন্দুবিবাহে বরের আত্মীয়স্বজনের নববধূর দেওয়া অন্ন গ্রহণরূপ অনুষ্ঠানবিশেষ, পাকস্পর্শ। ̃ মা বি. পুত্রবধূ বা তত্তুল্যা কোনো বধূ বা কনিষ্ঠ ভ্রাতার পত্নী। 8)
বকা1
(p. 573) bakā1 ক্রি. বি. 1 বাচালতা প্রকাশ করা, বকবক করা (ছেলেটি ব়ড্ড বকে); 2 (অনর্থক বা অধিক) কথা বলা (বেশি বকছ কেন, আমি সব জানি); 3 তিরস্কার করা, ধমকানো (দাদা বকবে)। [সং. √ বচ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. বাজে কথা বলানো; অনর্থক বা বেশি কথা বলানো। ̃ ঝকা বি. বকুনি, তিরস্কার। ̃ বকি বি. 1 তিরস্কার, বকুনি; 2 বিতর্ক; 3 কলহ। 16)
বাপ
(p. 600) bāpa বি. 1 বাবা, পিতা; 2 পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধন। [সং. বপ্র]। ̃ কা বেটা, বাপের ব্যাটা বি. পিতার উপযুক্ত পুত্র। ̃ ঠাকুরদা, ̃ দাদা বি. পিতৃ পুরুষেরা (বাপঠাকুরদার আমল)। ̃ ধন বি. পুত্রস্হানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধনবিশেষ। বাপ বাপ অব্য. ভয় বা বিপদ থেকে মুক্তির আশ্বাসূচক উক্তি (বাপ বাপ বলে পালানো)। বাপ তোলা ক্রি. বি. বাপান্ত করা, বাপের নামে গাল দেওয়া। বাপের জন্মে ক্রি-বিণ. কোনো কালে (এমন কথা বাপের জন্মে শুনিনি)। বাপা বি. (আদরে বা বিদ্রুপে) বাবা। বাপান্ত বি. কারও বাপের নাম করে গালিগালাজ ('উঠিতে বসিতে করি বাপান্ত': রবীন্দ্র)। বাপি বি. বাবা বা ছেলেকে প্রিয়সম্বোধন। বাপু বি. অব্য. স্নেহপাত্রকে বা পদমর্যাদায় হীনতর ব্যক্তিকে সম্বোধন; বিরক্তি ক্রোধ প্রভৃতি সূচক (তুমি বাপু কাজটা ভালো করনি)। বাপস অব্য. ভয় বিস্ময় ইত্যাদি সূচক। 3)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2079115
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770459
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368113
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721827
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699057
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595333
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547628
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542700

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন