Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দেশপ্রেম); দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

দেশ
(p. 421) dēśa বি. 1 পৃথিবীর ভৌগোলিক বিভাগবিশেষ (বহু দেশ দেখেছি); 2 পৃথিবীর রাজনৈতিক বিভাগবিশেষ, রাষ্ট্র (তিনটি দেশ নিয়ে এই সংগঠন); 3 প্রদেশ (বঙ্গদেশ, রাঢ়দেশ); 4 স্বদেশ, জন্মভূমি (দেশে ফেরার জন্য আকুলতা, দেশপ্রেম); 5 নিজের গ্রাম (দেশের বাড়ি); 6 অঞ্চল (মেরুদেশ); 7 দিক (দক্ষিণদেশের লোক); 8 শরীরের অংশ (কণ্ঠদেশ, স্কন্ধদেশ); 9 সংগীতের রাগবিশেষ। [সং. √ দিশ্ + অ]। ̃ কাল বি. স্হান ও সময় বা তাদের স্বরূপ; অবস্হা, পরিবেশ ইত্যাদি। ̃ কাল-পাত্র বি. স্হান, সময় ও পরিবেশপরিস্হিতি। ̃ কালোচিত বিণ. অবস্হা ও পরিস্হিতি অনুযায়ী। ̃ ছাড়া বিণ. 1 দেশের নিয়ম বা পরিস্হিতির সঙ্গে সংগতি নেই এমন (এমন দেশছাড়া নিয়মের কথা কেউ কখনো শুনেছে?); 2 বহুকাল দেশের বাইরে রয়েছে এমন। ̃ জ বিণ. দেশে উত্পন্ন, দেশি। ̃ জোড়া বিণ. সারা দেশে ছড়িয়ে রয়েছে এমন, সারা দেশে প্রচারিত (দেশছোড়া সুনাম)। ̃ ত্যাগ বি. দেশ ছেড়ে অন্যত্র যাওয়া। ̃ ত্যাগী (-গিন্) বিণ. দেশ ছেডে় অন্যত্র গেছে এমন। ̃ দ্রোহ বি. স্বদেশের ক্ষতিসাধন; স্বদেশের প্রতি শত্রুতা। ̃ দ্রোহী (-হিন্) বিণ. স্বদেশের ক্ষতিসাধন করে এমন। বি. ̃ দ্রোহিতা। ̃ প্রসিদ্ধ, ̃ বিখ্যাত বিণ. দেশজোড়া খ্যাতিসম্পন্ন। ̃ প্রিয় বিণ. 1 দেশের ভক্ত; 2 দেশের লোকের প্রিয়। ̃ প্রেমিক বি. বিণ. স্বদেশভক্ত; স্বদেশের সেবক। ̃ বন্ধু বি. স্বদেশের মিত্র; প্রসিদ্ধ দেশনেতা চিত্তরঞ্জন দাশকে প্রদত্ত উপাধিবিশেষ। ̃ বরেণ্য বিণ. সারা দেশে সম্মানিত; সারা দেশে বিখ্যাত। ̃ বাসী (-সিন্) বি. বিণ. দেশের লোকজন; স্বদেশের লোকজন। ̃ বিদেশ বি. স্বদেশ ও অন্য দেশ; নানা দেশ (দেশবিদেশের খেলা)। ̃ ব্যাপী (-পিন্), ̃ ময় বিণ. দেশজোড়া -র অনুরূপ। ̃ ভ্রমণ বি. দেশের নানা স্হানে কিংবা নানা দেশে বেড়ানো। ̃ ময় বিণ. দেশজোড়া, দেশব্যাপী। ̃ মাতৃকা বি. স্বদেশজননী, মাত়ৃরূপা জন্মভূমি। ̃ সেবক বিণ. বি. দেশের কল্যাণে নিযুক্ত, দেশের সেবা করে এমন। ̃ হিত বি. দেশের মঙ্গল। ̃ হিত-ব্রত বি. দেশের মঙ্গলসাধনের ব্রত বা সংকল্প। বিণ. দেশের মঙ্গলই যার ব্রত। ̃ হিত-ব্রতী (-তিন্) বিণ. দেশের কল্যাণকে ব্রত বা সংকল্প হিসাবে গ্রহণ করেছে এমন। ̃ হিতৈষী (-ষিন্) বিণ. দেশহিতব্রতী -র অনরূপ। ̃ দেশান্তর বি. স্বদেশ ও অন্যদেশ; নানা দেশ। 31)
দেশাত্ম-বোধ
(p. 421) dēśātma-bōdha বি. স্বদেশের স্বার্থ ও নিজের স্বার্থকে অভিন্ন জ্ঞান করা; স্বদেশপ্রেম। [সং. দেশ্ + আত্মবোধ]। ̃ ক বিণ. দেশাত্মবোধ জাগায় এমন (দেশাত্মবোধক সংগীত)। 34)
প্রেম
(p. 554) prēma বি. 1 ভালোবাসা, প্রণয়, অনুরাগ ('প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে': রবীন্দ্র); 2 প্রীতি, স্নেহ ('যদি প্রেম দিলে না প্রাণে': রবীন্দ্র); 3 ভক্তি (ভগবত্প্রেম, দেশপ্রেম)। [সং. প্রিয় + ইমন্]। ̃ পত্র বি. প্রণয়ী বা প্রণয়িনীর চিঠি। ̃ পাত্র বি. ভালোবাসার জন বা ভালোবাসার পাত্র। ̃ বান বিণ. প্রেমময়। স্ত্রী. ̃ বতী। প্রেমানন্দ বি. 1 পাঁচ প্রকার আনন্দের অন্যতম; 2 ভালোবাসা-জনিত আনন্দ। প্রেমাবতার বি. জীবে প্রেমের অবতার চৈতন্যদেব। প্রেমিক বিণ. বি. যে ভালোবাসে, অনুরাগী; প্রণয়ী; ভক্ত (দেশপ্রেমিক)। স্ত্রী. প্রেমিকা। প্রেমী (-মিন্) বিণ. প্রেমযুক্ত, অনুরক্ত। 106)
বিরল
(p. 621) birala বিণ. 1 কদাচিত্ ঘটে বা দেখা যায় এমন (এমন দেশপ্রেম বিরল, বিরল ঘটনা); 2 ফাঁকযুক্ত, অনিবিড় (বিরলদন্ত); 3 অতি অল্প (জনবিরল, বিরল প্রয়োগ)। বি. (বাং.) নির্জন স্হান ('বসিয়া বিরলে': চণ্ডী)। [সং. বি + √ রা + অল]। বি. ̃ তা। ̃ কেশ বিণ. মাথায় চুল নেই বা কম এমন (বিরলকেশ বৃদ্ধ)। 98)
স্বাদেশিক
(p. 853) sbādēśika বিণ. 1 স্বদেশসম্বন্ধীয় (গতযুগের স্বাদেশিক আন্দোলন); 2 স্বদেশজাত; 3 স্বদেশবাসী; 4 স্বদেশহিতৈষী। [সং. স্বদেশ + ইক]। ̃ তা বি. স্বদেশহিতৈষণা; 2 স্বদেশপ্রীতি, দেশপ্রেম (স্বাদেশিকতার উত্তেজনা)। 40)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086720
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773450
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1371047
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723161
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700542
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596317
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551387
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543290

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন