Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দোয়াত; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

গলাশি, গলাসি
(p. 244) galāśi, galāsi বি. 1 দোয়াত ইত্যাদি হাতে ঝুলিয়ে নেবার জন্য ব্যবহৃত দড়ি; 2 যে দড়ি গবাদি পশুর গলায় বাঁধা হয়। [দেশি]। 10)
চন্দ্রাতপ
(p. 278) candrātapa বি. 1 চাঁদোয়া, শামিয়ানা; 2 জ্যোত্স্না। [সং. চন্দ্র + আতপ]। 16)
চাঁদনি1
(p. 281) cān̐dani1 বি. শামিয়ানা, চাঁদোয়া; মণ্ডপ। [সং. চন্দ্রাতপ]। 41)
চাঁদোয়া
(p. 281) cān̐dōẏā বি. চন্দ্রাতপ, শামিয়ানা। [সং. চন্দ্রাতপ-তু. হি. চন্দওয়া]। 54)
ছাউনি1
(p. 303) chāuni1 বি. 1 আচ্ছাদন (খড়ের ছাউনি); 2 চাঁদোয়া। [সং. ছাদনী]। 3)
ছায়া
(p. 304) chāẏā বি. 1 কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উত্পন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া); 2 রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি); 3 প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া); 4 অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); 5 দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া); 6 আশ্রয় ('দেহ পদচ্ছায়া'); 7 সূর্যের পত্নী। [সং. √ ছো + য + আ]। ̃ চিত্র বি. সিনেমার ছবি। ̃ চ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার। ̃ তরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ̃ ত্মজ বি. ছায়ার পুত্র অর্তাত্ শনিদেব। ̃ দেহ, ̃ শরীর বি. অশরীরী মূর্তি। ̃ নট বি. রাগবিশেষ। ̃ পথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way. ̃ বাজি বি. 1 ছায়া-দেখানো খেলা; 2 ম্যাজিক লণ্ঠন; 3 ভেলকিবাজি। ̃ মণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্হান; ছাঁদনাতলা। ̃ ময় বিণ. 1 ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ); 2 ছায়ায় গঠিত অর্থাত্ ভূতুড়ে (ছায়াময় রূপ)। ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)। ̃ মূর্তি বি. অশরীরী বা বায়বীয় মূর্তি। ̃ সুত বি. শনি। 45)
ঝালর
(p. 336) jhālara বি. 1 কাপড়ের তৈরি পোশাকে শয্যা চাঁদোয়া প্রভৃতির কারুকার্যময় ও কুঞ্চিত প্রান্তদেশ (চাঁদোয়ার ঝালর); 2 অলংকারাদির কারুকার্যময় ঝুলন্ত ও দোদুল্যমান অংশ। [সং. ঝল্লরী]। 43)
তক্তি
(p. 363) takti বি. 1 ছোট তক্তা; 2 কাঠের দোয়াত; 3 লেখার সুবিধার্থে প্রস্তুত কাঠের ডেস্ক; 4 তক্তার আকারে প্রস্তুত চারকোনা চ্যাপটা মিষ্টান্নবিশেষ; 5 কণ্ঠাভরণবিশেষ। [ফা. তখ্তী]। 22)
দুহা, দোহা, (কথ্য) দোয়া
(p. 416) duhā, dōhā, (kathya) dōẏā ক্রি. দোহন করা (দুধ দোয়া)। বি. দোহন। [সং. √ দুহ্ + বাং. আ]। দুহানো, দোহানো, দোয়ানো ক্রি. দোহন করা, দুধ দোহন করা (গোরু দোহানো, গোরু দোয়ানো)। বি. উক্ত অর্থে। 54)
দুহ্য
(p. 416) duhya বিণ. দোহনের যোগ্য, দোয়া যায় এমন। [সং. √ দুহ্ + য]। ̃ মানা বিণ. (স্ত্রী.) যাকে দোহন করা হচ্ছে (দুহ্যমানা গাভী)। 58)
দোহন
(p. 425) dōhana বি. 1 দুধ দোয়া; 2 (আল.) শোষণ। [সং.√ দুহ্ + অন]। ̃ পাত্র, দোহনী বি. দুধ দোহনের পাত্র। দোহনীয়, দোহ্য বিণ. দোহনযোগ্য। 18)
দোয়া1
(p. 421) dōẏā1 বি. 1 আশীর্বাদ; 2 শুভকামনা, শুভেচ্ছা; 3 প্রার্থনা (আল্লার কাছে দোয়া করব)। [আ. ফা. দুআ]। 99)
দোয়াত
(p. 421) dōẏāta বি. লেখার কালি রাখার পাত্র, মস্যাধার। [আ. দবাআত্]। 100)
দোয়ার, দোয়ারকি
(p. 421) dōẏāra, dōẏāraki যথাক্রমে দোহার ও দোহারকি -র চলিত রূপ। 101)
পাল৩
(p. 513) pāla3 বি. 1 বাতাসের সাহায্যে চালাবার জন্য নৌকার মাস্তুলে খাটানো কাপড়ের পর্দা (পালে হাওয়া লাগা); 2 চাঁদোয়া। [হি. পাল]। ̃ তোলা বিণ. চালাবার সময় পাল খাটানো হয় এমন (পালতোলা নৌকা)। 155)
বিতান
(p. 611) bitāna বি. 1 চন্দ্রাতপ, চাঁদোয়া (লতাবিতান); 2 মণ্ডপ; 3 পুঞ্জ, নিচয় (পুষ্পবিতান); 4 তাঁবু; 5 (বিরল) যজ্ঞ বা যজ্ঞবেদি। [সং. বি + √ তন্ + অ]। 83)
বেসালি
(p. 642) bēsāli বি. দুধ দোয়াবার জন্য বা জ্বাল দেবার জন্য মাটির হাঁড়ি বা ভাঁড়। [পো. vasilha]। 53)
মণ্ডপ
(p. 676) maṇḍapa বি. 1 (পূজা সভা প্রভৃতির জন্য নির্মিত) ছাদযুক্ত চত্বর বা স্হান; চাঁদোয়া-ঢাকা স্হান, প্যাণ্ডাল; 2 নাটমন্দির। [সং মণ্ড্ + √ পা + অ]। 54)
মস্যাধার
(p. 688) masyādhāra বি. কালি রাখার পাত্র, দোয়াত [সং. মসি + আধার]। 38)
লেখ্যোপ-করণ
(p. 763) lēkhyōpa-karaṇa বি. কাগজ কলম দোয়াত কালি প্রভৃতি লেখবার সরঞ্জাম। 16)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083707
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772103
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369863
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722708
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699982
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595859
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549343
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543075

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন