Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধূর্ত; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-রথ
(p. 30) anu-ratha (ম. বাং. বর্ত. অপ্র.) বি. 1 অনর্থ, বিপদ; 2 অপবাদ, কলঙ্ক; 3 দৌরাত্ম্য, দুষ্টুমি; 4 ধূর্ততা; 5 অনর্থক বা ব্যর্থ ব্যাপার। [সং. অনর্থ অনরথ (স্বরাগমে) অনুরথ]।
অনৃজু
(p. 32) anṛju বিণ. সরল বা ঋজু নয় এমন, বাঁকা; কুটিল; শঠ, ধূর্ত। [সং. ন + ঋজু]। 18)
কপট
(p. 162) kapaṭa বিণ. 1 কৃত্রিম (কপট স্নেহ); 2 ছদ্ম (কপট বেশ); 3 শঠ, প্রতারক, ভণ্ড (কপট বন্ধু)। (প্রা. বাং.) বি. ছল, প্রতারণা, শঠতা, চাতুরী ('কলিঙ্গে কপট করি রাখ নিজ দাস': ক. ক.)। [সং. √ কপ্ + অট]। ̃ তা, কপট্য বি. শঠতা, প্রতারণা, চাতুরী। ̃ চারী (-রিন্) বিণ. ছদ্মবেশী; ধূর্ত; প্রতারক। ̃ পটু বিণ. কপট আচরণে দক্ষ। ̃ প্রবন্ধ বি. ছলনা, প্রবঞ্চনা। কপটাচার, কপটাচরণ বি. ছলনা। কপটাচারী (-রিন্) বিণ. কপটাচার করে এমন। বিণ. স্ত্রী. কপটাচারিণী। কপটী (-টিন্) বিণ. প্রবঞ্চক, ঠক। বিণ. (স্ত্রী.) কপটিনী। 27)
কাপটিক
(p. 181) kāpaṭika বিণ. শঠ, ধূর্ত। [সং. কপট + ইক]। 56)
কূট-বুদ্ধি
(p. 202) kūṭa-buddhi বি. ধূর্ততা, ফন্দিবাজি। বিণ. ধূর্ত, ফন্দিবাজ (কূটবুদ্ধি ব্যক্তি)। [সং. কূট + বুদ্ধি]। 25)
খলিফা
(p. 224) khaliphā বি. 1 ওস্তাদ কারিগর; 2 দরজি; 3 মুসলমানজগতের শ্রেষ্ঠ নৃপতি ও ধর্মনেতার উপাধি; 4 (ব্যঙ্গে) ওস্তাদ বা ধূর্ত ব্যক্তি। বিণ. (ব্যঙ্গে) ওস্তাদ বা ধূর্ত (আচ্ছা খলিফা লোক তো!)। [আ. খলীফা]। 37)
খেলোয়াড়
(p. 232) khēlōẏāḍ় বি. যে খেলে, ক্রীড়ক। বি. বিণ. কূটকৌশলী, ধূর্ত, চক্রান্তকারী (সে খুব খেলোয়াড় লোক)। [হি. খেল্বাড় সং. √খেল্]। খেলোয়াড়ি বিণ. 1 খেলোয়াড়সুলভ (খেলোয়াড়ি মনোভাব); 2 কৌশলী। 46)
খোটেল
(p. 234) khōṭēla বিণ. বি. ধূর্ত, ধড়িবাজ (আচ্ছা খোটেল লোকের পাল্লায় পড়েছি)। [দেশি]। 10)
গভীর
(p. 241) gabhīra বিণ. 1 নিম্নে অর্থাত্ নীচের দিকে সুদূরবিস্তৃত (গভীর জল) ; 2 অতিনিম্ন (গভীর খাদ); 3 নিচু তলদেশবিশিষ্ট (গভীর পাত্র); 4 নিবিড়, গহন (গভীর বন); 5 প্রগাঢ় (গভীর চিন্তা, গভীর জ্ঞান); 6 দুর্গম, দুরধিগম্য, জটিল, দুর্বোধ্য (গভীর তত্ত্ব, গভীর ব্যাপার) ; 7 গম্ভীর (গভীর কণ্ঠ) ; 8 জমাট, ঘন (গভীর অন্ধকার)। বি. দুর্গম দূরবর্তী বা গোপন স্হান (মনের গভীরে)। [সং. √গম্ + ঈর, নি.]। বি. ̃ তা, ̃ ত্ব। গভীর জলের মাছ (আল.) অগাধ জলের মাছের মতো যাকে সহজে ধরাছোঁয়া যায় না; অত্যন্ত ধূর্ত ও চাপা স্বভাবের লোক। 20)
ঘড়িয়াল2
(p. 266) ghaḍ়iẏāla2 (কথ্য) ঘড়েল বিণ. ধূর্ত, ধড়িবাজ (ঘড়েল লোক)। বি. 1 লম্বা মুখওয়ালা কুমিরবিশেষ; 2 ধূর্ত বা ধড়িবাজ লোক। [তু. হি. ঘড়িবাল]। 3)
ঘুঘু
(p. 269) ghughu বি. 1 পায়রাজাতীয় পাখিবিশেষ; 2 (আল.) অতি ধূর্ত ও ফন্দিবাজ লোক। [ধ্বন্যা.]। ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি (আল.) ঘুঘু পাখির আনন্দে বিচরণই দেখছ, তার ফাঁদে পড়ার যন্ত্রণা দেখনি-অর্থাত্ আনন্দ আর আরামই ভোগ করেছ বা আরামের কথাই ভাবছ, দুঃখকষ্টের কথা ভাবছ না। 22)
চতুর
(p. 277) catura বিণ. 1 বুদ্ধিমান; 2 কুশল, নিপুণ (চতুর প্রয়োগ); 3 ধূর্ত, ঠগ। [সং. √চত্ + উর]। স্ত্রী. চতুরা। বি. ̃ তা। 2)
চাতুরালি
(p. 281) cāturāli বি. 1 চতুরতা; 2 শঠতা, ধূর্ততা। [চতুরালি-র অশু. রূপ]। 97)
চাতুরী, চাতুর্য
(p. 281) cāturī, cāturya বি. 1 চতুরতা; 2 নৈপুণ্য (গঠনচাতুর্য); 3 শঠতা, ধূর্ততা, চালাকি। [সং. চতুর + অ + ঈ, চতুর + য]। 98)
চালাক
(p. 281) cālāka বিণ. 1 চতুর, বুদ্ধিমান; 2 ধূর্ত। [ফা. চালাক্]। চালাকি বি. চাতুরী, ধূর্তামি; ফন্দি। 174)
চিজ1
(p. 288) cija1 বি. 1 সামগ্রী, দ্রব্য, বস্তু; 2 মূল্যবান সামগ্রী (আপনার জন্যে এমন চিজ এনেছি যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে); 3 (বিদ্রূপে) ধূর্ত বা অদ্ভুত লোক (সে একটি চিজ)। [ফা. চীজ্]। 12)
জাশু, জাসু
(p. 324) jāśu, jāsu বিণ. 1 ধূর্ত, ধড়িবাজ; 2 ঝানু। [আ. জাসূস]। 18)
জাহাঁ-বাজ
(p. 324) jāhā-m̐bāja বিণ. 1 ধড়িবাজ, ধূর্ত, কূটবুদ্ধিসম্পন্ন; 2 দুর্দান্ত। [ফা. জহান্বাজ]। 21)
টেটন, ট্যাটন
(p. 347) ṭēṭana, ṭyāṭana বি. বিণ. ধূর্ত বা প্রতারক (ব্যক্তি), ফাজিল বা ধৃষ্ট (ব্যক্তি)। [দেশি]। বি. স্ত্রী. টেটনি। 10)
টেটিয়া
(p. 347) ṭēṭiẏā বিণ. 1 ধূর্ত; 2 বদমাশ। [দেশি]। 12)
ডিঙ্গর
(p. 355) ḍiṅgara বিণ. 1 প্রবঞ্চক; 2 ধূর্ত। [হি. ডুঙ্গর]। 66)
ডেকরা
(p. 357) ḍēkarā বি. বিণ. 1 ধূর্ত, শঠ; 2 ধৃষ্ট; 3 অভদ্র। [ সং. ডিঙ্গর]। 48)
তে৩
(p. 375) tē3 বিণ. তিন, ত্রি (তেকোনা, তেমাথা, তেরাত্তির)।[সং. ত্রি]। ̃ এঁটে বিণ. 1 তিন আঁটিযুক্ত; 2 কুত্সিত, কুদর্শন; 3 বদমাশ, ফিচেল, ধূর্ত। ̃ কাঁটা বি. ত্রিশিরা গাছবিশেষ। ̃ কাঠা বি. তিন খণ্ড কাঠে তৈরি তেকোনা পাত্রবিশেষ। ̃ চোখো বিণ. তিন চক্ষুযুক্ত। ̃ ঠেঙে বিণ. 1 তিন পা-বিশিষ্ট; 2 (ব্যঙ্গে) লাঠিযুক্ত (বৃদ্ধ)। ̃ তলা, ̃ তালা1 বিণ. তিন তলবিশিষ্ট, three storeyed. ̃ তালা2 বি. সংগীতের 16 মাত্রাযুক্ত তালবিশেষ। ̃ তাস বি. তাসের জুয়া খেলাবিশেষ, ফ্ল্যাশ খেলা। ̃ পায়া বি. তিনটি পায়াওয়ালা টেবিলবিশেষ, টিপয়। ̃ মাথা বি. তিন রাস্তার সংযোগস্হল বা মোড়। ̃ মেটে বিণ. (সাধারণত প্রতিমাকে) তিনবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন। ̃ মোহানা বি. তিনটি নদী বা নদীমুখের মিলনস্হল। ̃ শিরা বিণ. তিনটি শিরা বা পলযুক্ত। বি. মনসা গাছবিশেষ। ̃ সুতি বিণ. তিনগুণ সুতোয় বোনা। বি. সেইভাবে বোনা কাপড়। 253)
ধড়ি-বাজ
(p. 430) dhaḍ়i-bāja বিণ. 1 ধূর্ত, কূটকৌশলী, ফন্দিবাজ (এরকম ধড়িবাজ লোকের সঙ্গে এঁটে ওঠা শক্ত); 2 প্রতারক, ধাপ্পাবাজ। [বাং. ধড় ( সং. ধূর্ত) + ফা. বাজ]। ধড়ি-বাজি বি. ধড়িবাজের মতো আচরণ, ধূর্তামি। 12)
ধূর্জটি
(p. 439) dhūrjaṭi বি. শিব। [সং. ধূর্ (বিশ্বের ভার বা গঙ্গা) + জটা + ইন্ (সমাসান্ত)]। 37)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074483
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768772
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366219
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721107
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594697
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545319
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542316

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন