Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নমনীয়; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনড়
(p. 21) anaḍ় বিণ. 1 যা নড়ে না বা টলে না এমন, অটল, যাকে নড়ানো যায় না এমন; 2 অপরিবর্তনীয়; 3 অনমনীয় (আমার কথা অনড়)। [সং. ন+বাং. √ নড়্+অ]। 21)
অনমনীয়
(p. 23) anamanīẏa বিণ. 1 নত করা যায় না এমন; 2 নোয়ানো যায় না এমন; 3 যাকে নিজের মত থেকে বিচ্যুত করা বা টলানো যায় না (অনমনীয় মনোভাব)। [সং. ন+নমনীয়]। ̃ তা বি. দৃঢ়তা। 20)
আনমন1
(p. 94) ānamana1 বি. অবনমন, নত করা, ঈষত্ নত করা। [সং. আ + √ নম্ + অন]। আনমনীয়, আনম্য বিণ. নোয়ানো বা বাঁকানো যায় এমন। আনমিত বিণ. নোয়ানো বা বাঁকানো হয়েছে এমন। 7)
কাঠিন্য
(p. 179) kāṭhinya বি. কঠিনতা, অনমনীয়তা, দৃঢ়তা; নির্দয়তা। [সং. কঠিন + য]। 36)
চাবুক
(p. 281) cābuka বি. কশা; বেত চামড়া প্রভৃতি দিয়ে তৈরি সরু লম্বা ও নমনীয় প্রহরণবিশেষ। [ফা. চাবুক্]। 125)
টিন
(p. 343) ṭina বি. 1 নমনীয় ধাতুবিশেষ; 2 রাং; 3 রাঙের কলাই-করা লোহার পাত; 4 ক্যানেস্তারা, টিনের পাত্র (তেলের টিন)। [ইং. tin]। 61)
তামা
(p. 375) tāmā বি. লালচে রঙের নমনীয় মিশ্র ধাতুবিশেষ, copper. [ পা. তম্ব সং. তাম্র]। ̃ টে বিণ. তামার মতো বর্ণবিশিষ্ট, তাম্রাভ। তামা-তুলসী বি. তামা ও তুলসীপাতা যা হিন্দুরা পবিত্র মনে করেন এবং স্পর্শ করে শপথ করেন। 45)
দার্ঢ্য
(p. 406) dārḍhya বি. 1 দৃঢ়তা, অনমনীয়তা; 2 স্হৈর্য; 3 কাঠিন্য। [সং. দৃঢ় + য]। 28)
নমনীয়
(p. 447) namanīẏa বিণ. 1 নোয়ানো বা বাঁকানো যায় এমন (সোনা নমনীয় ধাতু); 2 বদলানো বা পরিবর্তিত করা যায় এমন (নমনীয় স্বভাব)। [সং. √ নম্ + অনীয়]। বি. ̃ তা। নম্য বিণ. 1 বাঁকানো বা নোয়ানো যায় এমন; 2 বদলানো বা পরিবর্তিত করা যায় এমন, নমনশীল; কোমল। নম্যতা বি. নমনীয়তা। 37)
নম্য
(p. 447) namya দ্র নমনীয়। 47)
নম্র
(p. 447) namra বিণ. 1 বিনয়ী, বিনীত (কথাবার্তায় নম্র); 2 শান্ত, শিষ্ট; 3 কোমল, নমনীয়; 4 বিনয়ে নত, বিনয়ে অবনত (নম্রমুখে কথা বলা)। [সং. √ নম্ + র]। বি. ̃ তা। 48)
প্ল্যাস্টিক
(p. 559) plyāsṭika বি. রাসায়নিক প্রক্রিয়ার তৈরি শক্ত ও নমনীয় পদার্থবিশেষ। [ইং. plastic]।
ফ্লপি
(p. 571) phlapi বি. ছোটো নমনীয় ও চৌম্বক আস্তরণযুক্ত যে চাকতিতে কম্পিউটারের তথ্যাদি জমিয়ে রাখা হয়। [ইং. floppy disk]। 10)
লক-লক
(p. 753) laka-laka বি. নমনীয় পদার্থের প্রসারণ বা আন্দোলনের ভাব (জিহ্বা লকলক করা)। লক-লকে বিণ. লকলক করছে এমন (লকলকে জিহ্বা)। 12)
শক্ত2
(p. 768) śakta2 বিণ. 1 কঠিন, সহজে ভাঙে না এমন, অনমনীয় (শক্ত লাঠি); 2 মজবুত, টেকসই (শক্ত বাঁধন); 3 কঠোর, নির্মম (শক্ত হাকিম); 4 দৃঢ়, অবিচলিত (শক্ত মন); 5 রূঢ়, কড়া, কর্কশ (শক্ত কথা); 6 জটিল, দুরূহ, দুর্বোধ্য ('জলের মত বিষয় হত ইঁটের মত শক্ত': দ্বি. রা; শক্ত প্রশ্ন, শক্ত বই, শক্ত ভাষা); 7 দুরারোগ্য, কঠিন (শক্ত রোগ); ̃ কষ্টসাধ্য (বলা শক্ত, চাকরি মেলা শক্ত); 9 যার সমাধান সহজ নয় (শক্ত মামলা, শক্ত পরীক্ষা)। [ফা. স্খ্ত্]। শক্ত ঘানি (আল.) কঠোরপ্রকৃতি জবরদস্ত লোক; যে ব্যক্তি নির্মমভাবে কাজ আদায় করে নেয়। ̃ .পোক্ত বিণ. মজবুত ও টেকসই। শক্তের ভক্ত নরমের যম শক্তিমান জবরদস্ত লোকের কাছে বিনীত ও বাধ্য থাকে অথচ দুর্বলের উপর অত্যাচার করে এমন ব্যক্তি। 19)
স্হিত
(p. 849) shita বিণ. 1 অবস্হিত, রয়েছে এমন (গৃহস্হিত); 2 বিদ্যমান, বর্তমান; 3 স্হির। [সং. √ স্হা + ত]। ̃ প্রজ্ঞ, ̃ ধী বিণ. যার (অহং ব্রহ্ম এই) বুদ্ধি স্হির হয়েছে অর্থাত্ যিনি নিষ্কাম সুখ-দুঃখ-ভয় ক্রোধাদিতে অবিচল এবং আত্মতুষ্ট ও ব্রহ্মনিষ্ঠ; (বাং. অর্থ) স্হির বুদ্ধিযুক্ত। স্হিরাবস্হা চুক্তি যুদ্ধাদি কোনো বিষয়ের আলোচনাকালে বর্তমান অবস্হা যথাসম্ভব বজায় রেখে সাময়িক সন্ধি। স্হিতি বি. 1 অবস্হান (এখন আমার এখানেই স্হিতি); 2 বিদ্যমানতা; 3 স্হিরতা (স্হিতিলাভ)। স্হিতি-শীল বিণ. স্হায়ী, স্হির, সংরক্ষণশীল (স্হিতিশীল সমাজ বা শাসনব্যবস্হা)। স্হিতি-স্হাপক বিণ. প্রসারণ সংনমন প্রভৃতি করার পরেও পূর্বাবস্হা ফিরে পায় এমন, elastic. স্হিতি-স্হাপকতা বি. নমনীয়তা। 16)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086852
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773553
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1371111
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723189
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700586
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596361
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551499
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543308

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন