Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নির্দোষ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকলঙ্ক
(p. 2) akalaṅka বিণ. কলঙ্কশূন্য, নির্দোষ, অনিন্দা ('অকলঙ্ক নামে তব কলঙ্ক রটিবে')। [সং. ন+কলঙ্ক]। অকলঙ্কিত বিণ. কলঙ্কিত বা দূষিত নয় এমন, নির্মল। অকলঙ্কী (-ঙ্কিন্) বিণ. নিষ্কলঙ্ক, নির্দোষ, নির্মল ('অকলঙ্কী চাঁদ')। 22)
অকলুষ
(p. 2) akaluṣa বি. কলুষ দোষ মল বা পাপের অভাব। বিণ. 1 নিষ্পাপ; নির্দোষ; 2 মালিন্যহীন। [সং. ন+কলুষ]। অকলুষিত বিণ. দোষযুক্ত বা মালিন্যযুক্ত নয় এমন, নির্দোষ; অমলিন (অকলুষিত মন)। 23)
অক্ষত
(p. 4) akṣata বিণ. 1 ক্ষত বা আঘাতপ্রাপ্ত হয়নি এমন, অনাহত; অচ্ছিন্ন; 2 নিখুঁত। বি. 1 আতপ চাল; 2 যব; 3 খই। [সং. ন+ক্ষত]। ̃ .দেহ, ̃ শরীর বি. ক্ষতহীন দেহ বা শরীর। বিণ. ক্ষতহীন দেহবিশিষ্ট। ̃ যোনি বিণ. (স্ত্রী.) যৌনসংগম করেনি এমন, যৌনসংগমের দ্বারা যার যোনি ক্ষত হয়নি; নির্দোষ কুমারী। 27)
অনবদ্য
(p. 22) anabadya বিণ. যা নিন্দনীয় নয়, নির্দোষ; (বাং.) চমত্কার। [সং. ন+অবদ্য (=নিন্দনীয়)]। 31)
অপরাধ
(p. 34) aparādha বি. দোষ; ত্রুটি; পাপ; দুষ্কর্ম; বেআইন কাজ। [সং. অপ + √ রাধ্ + অ]। ̃ মূলক বিণ. যাতে অপরাধ হয় এমন; বেআইন। ̃ হীনতা বি. নির্দোষিতা। অপরাধী (-ধিন্) বিণ. বি. দোষী; পাপী, বেআইনি কাজ করেছে এমন (লোক); দুষ্কৃতকারী। বি. বিণ. স্ত্রী. অপরাধিনী। 127)
অমলিন
(p. 57) amalina বিণ. 1 মলিন বা ময়লা নয় এমন, পরিচ্ছন্ন; 2 নির্দোষ, নিষ্কলঙ্ক; 3 উজ্জ্বল (অমলিন সৌন্দর্য)। সং. ন + মলিন]। 11)
এখন
(p. 146) ēkhana ক্রি-বিণ. 1 এইসময়ে; বর্তমান কালে, অধুনা, সম্প্রতি; 2 এবার, এই অবস্হায় (ক্ষতি যা হবার হয়েছে, এখন কী করা যায়); 3 এতক্ষণে, এত পরে (এখন বুঝি খেয়াল হল?); 4 পরে কোনোএক সময় (যাব এখন, করব এখন)। বি. এইসময়, বর্তমান কাল (এখন শীতকাল)। অব্য. (সচ. নতুন বাক্যের সূচনায়) আসলে, প্রকৃতপক্ষে (এখন কথা হল, সে আসবে না)। [বাং. এ (=এই) + খন (সং ক্ষণ)]। ̃ ই, এখনি, (কথ্য) এখুনি ক্রি-বিণ. এই মুহূর্তে। ̃ ও, এখনো ক্রি-বিণ. বর্তমান সময় পর্যন্ত; এই অবস্হায়ত্ত; এই ঘটনা বা যুক্তির পরেও; এর পরেও (এখনও কি বলবে সে নির্দোষ?)। ̃ কার বিণ. বর্তমানের, ইদানীন্তন। এখন-তখন বিণ. মুমূর্ষু (রোগীর এখন-তখন অবস্হা)। 15)
চতুরস্র
(p. 277) caturasra বিণ. 1 চতুষ্কোণ, চারকোনা (চতুরস্র কক্ষ); 2 চৌরস, উঁচুনিচু নয় এমন (চতুরস্র ভূমি); 3 নিঁখুত, নির্দোষ (চতুরস্র সিদ্ধান্ত)। [সং. চতুর্ + অস্র]। 7)
চোস্ত
(p. 299) cōsta বিণ. 1 সমতল; 2 মসৃণ; 3 নির্দোষ; 4 চটপটে, চৌকস (চোস্ত বাংলা বলে); 5 আঁটসাট। বি. খুব আঁটসাট পায়জামাবিশেষ। [ফা. চুস্ত্]। 4)
জুরি
(p. 327) juri বি. আদালত কর্তৃক জনসাধারণের মধ্য থেকে মনোনীত আসামির দোষ বা নির্দোষিততার বিষয়ে মতদানকারী ব্যক্তিসমষ্টি। [ইং. jury]। 48)
ঠিক
(p. 350) ṭhika বিণ. 1 যথার্থ, সত্য (ঠিক কথা, খবরটা ঠিক নয়); 2 স্হির (এখনও কিছু ঠিক হয়নি); 3 নির্ধারিত (দিন ঠিক করা); 4 নির্ভূল (অঙ্কটা ঠিক হয়েছে); 5 অবিকল, কমবেশি নয় এমন (ঠিক দুমাস); 6 উপযুক্ত (ঠিক লোকের কাছেই গেছে); 7 দোষমুক্ত, নির্দোষ (ঠিক পথে চলবে); 8 প্রস্তুত (জামাকাপড় পরে ঠিক হয়ে আসি); 9 বিন্যস্ত, পরিপাটি, গোছালো (চূলটা ঠিক করে নাও, কাপড়টা ঠিক করো); 1 বিবেচিত, পরিগণিত (তাকে কি পণ্ডিত বলে ঠিক করেছ?); 11 জব্দ, ঢিট (মেরে ঠিক করে দাও)। বি. 1 স্হিরতা (বিয়ের এখনও ঠিক নেই); 2 সুস্হতা (মাথার ঠিক নেই); 3 সত্যতা (কথার ঠিক নেই); 4 যোগ, সমষ্টি (ঠিক দিয়ে দেখো)। ক্রি-বিণ. নিশ্চিন্তভাবে, নিশ্চয় (ঠিক বলছি, ঠিক যাব)। [সং. স্হিত ঠিঅ ঠিক]। ̃ ঠাক বিণ. অবিকল, যথাযথ, পাকাপাকিভাবে স্হিরীকৃত। ঠিক ঠিক বিণ. যথার্থ, সত্য; পুরোপুরি ঠিক। ক্রি-বিণ. ঠিক করে, ঠিকভাবে। ̃ ঠিকানা বি. 1 নিশ্চয়তা, স্হিরতা (কী করে বসবে তার ঠিকঠিকানো নেই); 2 সন্ধান, নির্দিষ্ট বাসস্হান। ̃ মতো বিণ. ক্রি-বিণ. নির্ভূল; নির্ভূলভাবে, যথাযথভাবে (ঠিকমতো দেখে বলো)। ঠিক দেওয়া ক্রি. বি. যোগ দেওয়া, যোগ করা। ঠিকে ভুল বি. যোগে ভুল; বিচারে বা সিদ্ধান্তে ভূল। 33)
নিটোল
(p. 461) niṭōla বিণ. 1 টোল পড়েনি এমন (নিটোল বাসন); 2 সুডৌল, সুগোল; 3 নিখুঁত, নির্দোষ (নিটোল সংসার); 4 হৃষ্টপৃষ্ট। [বাং. নি + টোল]। 4)
নিরত্যয়
(p. 461) niratyaẏa বিণ. 1 অক্ষয়, অবিনাশী, অবিনশ্বর (নিরত্যয় আত্মা); 2 বাধাবিঘ্নহীন; 3 নির্দোষ। [সং. নির্ + অত্যয়]। 132)
নিরপরাধ, (বাং.) নিরপরাধী
(p. 461) niraparādha, (bā.) nniraparādhī বিণ. অপরাধ করেনি এমন, অপরাধহীন, নির্দোষ। [সং. নির্ + অপরাধ]। বিণ. স্ত্রী. নিরপরাধা, (বাং.) নিরপরাধিনী। 138)
নিরবদ্য
(p. 461) nirabadya বিণ. 1 অনবদ্য, অনিন্দনীয়; 2 নিখুঁত, নির্দোষ। [সং. নির্ + অবদ্য]। 143)
নির্দোষ
(p. 468) nirdōṣa বিণ. 1 দোষরহিত; 2 নিরপরাধ (নির্দোষ ব্যক্তির শাস্তি কাম্য নয়); 3 ত্রুটিশূন্য, নিখুঁত (নির্দোষ আচরণ); 4 আপত্তিকর নয় এমন (নির্দোষ আমোদপ্রমোদ, নির্দোষ কৌতুক)। [সং. নির্ + দোষ]। নির্দোষী (-ষিন্) বিণ. (বাং.) নিরপরাধ (নির্দোষীর সাজা হওয়া)। বি. নির্দোষিতা (নিজের নির্দোষিতা প্রমাণ করা)। 65)
নিষ্কলঙ্ক
(p. 475) niṣkalaṅka বিণ. কলঙ্কহীন, নির্দোষ। [সং. নির্ + কলঙ্ক]। 4)
নিষ্কলুষ
(p. 475) niṣkaluṣa বিণ. 1 নিষ্পাপ, নির্দোষ; 2 পবিত্র (নিষ্কলুষ চরিত্র)। [সং. নির্ + কলুষ]। 5)
বিশুদ্ধ
(p. 627) biśuddha বিণ. 1 অতি শুদ্ধ বা নির্মল (বিশুদ্ধ বায়ু); 2 পবিত্র; 3 সম্পূর্ণ নির্দোষ (বিশুদ্ধ স্বভাব বা চরিত্র); 4 খাঁটি, অমিশ্র, নির্ভেজাল (বিশুদ্ধ ঘি)। বি. (যোগদর্শ.) ষট্চক্রের অন্যতম-যা কণ্ঠের বিপরীত দিকে মেরুমধ্যে অন্যতম-যা কণ্ঠের বিপরীত দিকে মেরুমধ্যে স্থিত। [সং. বি (বিশেষ) + শুদ্ধ]। বি. ̃ তা, বিশুদ্ধি। 8)
বেকসুর
(p. 633) bēkasura বিণ. নির্দোষ, নিরপরাধ (হুজুর, আমি বেকসুর)। [ফা. বে + আ. কসূর]। বেকসুর খালাস নিরপরাধ বলে সাব্যস্ত হওয়ার ফলে অভিযুক্ত ব্যক্তির অভিযোগ থেকে মুক্তি। 112)
মেঘ
(p. 714) mēgha বি. 1 আকাশে ভাসমান জলীয় বাষ্পপুঞ্জ, জলধর, নীরদ; 2 সংগীতের রাগবিশেয। [সং. √ মিহ্ + অ]। মেঘ করা, মেঘ জমা ক্রি. বি. আকাশে মেঘ পুঞ্জীভূত হওয়া। মেঘ কেটে যাওয়া ক্রি. বি. মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হওয়া। ̃ .গর্জন বি. মেঘের ডাক। ̃ .জাল বি. 1 মেঘের আড়ম্বর, ঘনঘটা; 2 মেঘপুঞ্জ। মেঘডম্বর শাড়ি, (কথ্য) মেঘডুম্বুর শাড়ি বি. মেঘবর্ণ শাড়ি, নীলাম্বরী শাড়ি। নাদ বি. 1 মেঘের গর্জন; 2 রাবণপুত্র ইন্দ্রজিত্। ̃ .নির্দোষ-মেঘগর্জন -এর অনুরূপ। ̃ .বর্ণ মেঘের মতো কালো রং। বিণ. মেঘের গম্ভীর গর্জন। বিণ. ওই গর্জনের মতো। ̃ .মল্লার বি. সংগীতের বর্ষাঋতুর রাগিণীবিশেষ। ̃ .মেদুর বিণ. মেঘাচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ। ̃ .রুচি বিণ. মেঘবর্ণ। ̃ .লা বিণ. মেঘাচ্ছন্ন (মেঘলা দিন, মেঘলা আকাশ)। মেঘাড়ম্বর বি. মেঘডম্বর -এর অনুরূপ। মেঘাত্যয় বি. 1 মেঘের অভাব; 2 শরত্কাল। মেঘাবৃত বিণ. মেঘে ঢাকা। মেঘে মেঘে বেলা হওয়া আকাশে মেঘ থাকায় বেলা বুঝতে পারা না গেলেও প্রকৃতপক্ষে বেলা হওয়া; (আল.) চেহারা দেখে বোঝা না গেলেও বয়স হওয়া; রাঙ্গা মেঘ, সিঁদুরে মেঘ বি. রক্তবর্ণ বা লাল মেঘ, যে মেঘ থেকে ঝড় হয়। 33)
শুচি
(p. 781) śuci বিণ. 1 পবিত্র (শুচি বস্ত্র, শুচি মন); 2 শুদ্ধ; 3 নির্মল, পরিষ্কার; 4 নির্দোষ; 5 শুভ্র। [সং. √ শুচ্ + ই]। বি. ̃ তা ('শুচিতা ফিরিছে সদা তোমারি পিছনে': স. দ.)। ̃ বাই, ̃ বায়ু বি. শুচিতা-রক্ষায় অতিরিক্ত মনোযোগপূর্ণ বাতিক বা রোগ। ̃ স্মিত বিণ. কুটিলতাবর্জিত নির্মল হাসিযুক্ত ('শুচিস্মিত তার গান': বিষ্ণু.)। স্ত্রী. ̃ স্মিতা। 31)
শুদ্ধ
(p. 781) śuddha বিণ. 1 নির্দোষ; 2 নির্মল, পবিত্র, শুচি; 3 শোধিত; 4 খাঁটি, নির্ভেজাল; 5 নির্ভুল (শুদ্ধ উত্তর); 6 শুধু, কেবল (শুদ্ধ তোমাকে বলছি)। [সং. √ শুধ + ত]। স্ত্রী. শুদ্ধা। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ চিত্ত, ̃ মতি বিণ. পবিত্র হৃদয়বিশিষ্ট। বি. পবিত্র হৃদয়। ̃ শীল বিণ. নির্মল চরিত্রবিশিষ্ট। শুদ্ধাচার বি. পবিত্র বা নির্দোষ আচরণ। বিণ. আচারব্যবহার পবিত্র এমন। শুদ্ধান্ত বি. 1 অন্তঃপুর; 2 অন্তঃপুরস্ত্রী। শুদ্ধাশুদ্ধ বিণ. নির্ভুল ও ভুল; পবিত্র ও অপবিত্র (শুদ্ধাশুদ্ধ বিচার না করা)। শুদ্ধি বি. 1 শোধন (ঋণশুদ্ধি); 2 ভ্রম দূরীকরণ; 3 পবিত্রতা, শুদ্ধতা; 4 নির্মলতা (মুখশুদ্ধি); 5 ভ্রমহীনতা; 6 ভেজালবিহীনতা; 7 শাস্ত্রীয় সংস্কারদ্বারা ধর্মচ্যুত অস্পৃশ্য বা ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তির উদ্ধার। শুদ্ধি-পত্র বি. গ্রন্হাদির ভ্রমসংশোধন তালিকা। শুদ্ধোদন বুদ্ধদেবের পিতা। শুদ্ধ্যশুদ্ধি বি. পবিত্রতা ও অপবিত্রতা; ভ্রমহীনতা ও ভ্রমযুক্ততা। 37)
সাদা
(p. 823) sādā বিণ. 1 শ্বেত, শুভ্র (সাদা দেওয়াল); 2 শ্বেতকায় (সাদা গোরু); 3 সরল, কুটিলতাহীন (সাদা মন); 4 সহজ, স্পষ্ট (সাদা কথা); 5 নির্দোষ (সাদা কাজ); 6 অবঞ্জিত (সাদা কাপড়, সাদা থান); 7 অনলংকৃত, নিরাভরণ (সাদা হাত); 8 অলিখিত (সাদা কাগজ)। [ফা. সাদাহ্]। সাদাকে কালো এবং কালোকে সাদা করা ক্রি. বি. (আল.) বেপরোয়া মিথ্যা কথা বলা। ̃ চামড়া বি. 1 সাদা রঙের চামড়া; 2 শ্বেতাঙ্গ (সাদাচামড়ার দেশ)। ̃ টে বিণ. ঈষত্ সাদা। ̃মাঠা, (কথ্য) ̃ মাটা বিণ. কারুকার্যহীন; বৈচিত্র্যহীন ও সাধারণ। ̃ সাপটা বিণ. সাদামাটা, বৈচিত্র্যহীন। ̃ সিধা, (কথ্য) ̃ সিধে, ̃ সিদে বিণ. 1 স্পষ্ট (সাদাসিধে কথা); 2 সরল ('সাদাসিদে লোক আমি উপমার ঘটা নাহি জানি': দে. সে.) 3 অনাড়ম্বর, বিলাসবর্জিত (সাদাসিধে বেশভূষা)। 66)
সাফ
(p. 827) sāpha বিণ. 1 পরিষ্কৃত (টেবিল সাফ হয়েছে); 2 নির্মল (সাফ জল); 3 স্পষ্ট (সাফ জবাব); 4 সম্পূর্ণ (সাফ উধাও); 5 বেমালুম (সাফ চুরি); 6 বাধামুক্ত (চোরের রাস্তা সাফ); 7 ধ্বংসপ্রাপ্ত (বংশ সাফ); 8 শর্তহীন (সাফ বিক্রয়, সাফ কবালা)। ̃ সুতরো, ̃ শুতরো বিণ. পরিষ্কার-পরিচ্ছন্ন। সাফা-সাফ এর বিকৃত রূপ। সাফাই বি. পরিষ্কার করা, সাফ করা (রাস্তা সাফাই); দোষক্ষালন (সাফাই-জবাব)। সাফাই গাওয়া ক্রি. বি. নিজের বা অপর কারও নির্দোষিতা প্রমাণের জন্য যুক্তি দেখানো। 25)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2080631
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770907
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368668
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722132
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699333
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595500
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 548189
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542797

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন