Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পণ্যদ্রব্য দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তঃ
(p. 32) antḥ (অন্তর্) অব্য. মধ্যে, ভিতরে (এই শব্দটি পূর্বপদ হিসাবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নূতন শব্দ সৃষ্টি করে। [সং.] ̃ করণ বি. হৃদয়; মন। ̃ কোণ বি. ভিতরে অবস্হিত কোণ, interior angle (বি. প.)। ̃ পট বি. 1 মাঝখানে পরদার মতো ঝুলিয়ে দেওয়া কাপড় (যা বিশেষভাবে বিবাহের সময় বর ও কনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়); 2 পরদা; 3 যবনিকা; 4 অবগুণ্ঠন। ̃ পাতী (-তিন্) বিণ. মধ্যবর্তী, অন্তর্গত। ̃ পুর বি. অন্দরমহল। ̃ পুরিকা বি. যে নারী অন্তঃপুরে বাস করে। ̃ প্রবেশন বি. এক লেখকের রচনায় অন্য লেখকের রচনার অংশ সংস্হাপন বা প্রক্ষেপ, interpolation. ̃ শত্রু বি. 1 দেহের ভিতরে কামাদি ষড়্রিপু; 2 দেশের ভিতরেই দেশের যে শত্রু রয়েছে, গৃহবৈরী। ̃ শীল বিণ. অন্তরে নিহিত বা অবস্হিত; অপ্রকাশিত, গুপ্ত ('অন্তঃশীল যে রহস্য': রবীন্দ্র)। স্ত্রী. ̃ শীলা। ̃ শুল্ক বি. দেশি পণ্যদ্রব্যের, বিশেষত মাদকদ্রব্যের উপর ধার্য কর, excise, ̃ সংজ্ঞ, ̃ সংজ্ঞা বিণ. (বাইরে চেতনাহীন মনে হলেও) ভিতরে ভিতরে বোধশক্তিসম্পন্ন। ̃ সত্ত্বা বিণ. গর্ভিণী, গর্ভবতী। ̃ সলিল বিণ. ভিতরে জলযুক্ত। স্ত্রী. ̃ সলিলা। অন্তঃসলিলা নদী যে নদীর জল মাটির নীচে লোকচক্ষুর আড়ালে বয়ে যায়। ̃ সার বি. ভিতরের সার পদার্থ। ̃ সার-শূন্য বিণ. ভিতরে সারবস্তু কিছুই নেই এমন; ফাঁপা। ̃ স্হ বিণ. মধ্যবর্তী। অন্তঃস্হ বর্ণ স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যবর্তী য র ল ব এই চারটি বর্ণ। অন্তঃস্হয়-শ্রুতি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় মাঝথানে যে শ্রুতিধ্বনি এসে পড়ে। যেমন পা + এর = পায়ের। 30)
আম-দানি
(p. 101) āma-dāni বি. 1 দেশের বাইরে থেকে অর্থাত্ অন্য দেশ থেকে পণ্যদ্রব্য আনা, import; 2 আয়, আগম (পয়সাকড়ি কিছু আমদানি হচ্ছে কি?)। বিণ. আমদানি করা হয়েছে এমন (আমদানি মাল)। [ফা. আমদন্]। ̃ শুল্ক বি. বিদেশ থেকে পণ্য আমদানি করার জন্য যে কর বা মাশুল দিতে হয়, import duty. 10)
উত্-পাদন
(p. 123) ut-pādana বি. 1 সৃষ্টি, নির্মাণ, জনন (অন্তরে ভয়োত্পাদন); 2 নির্মিত বস্তু, শিল্পজাত দ্রব্য, production. [সং. উত্ + √ পদ্ + ণিচ্ + অন]। ̃ শুল্ক, অন্তঃশুল্ক বি. দেশের মধ্যে উত্পন্ন বা নির্মিত পণ্যদ্রব্যের উপর ধার্য শুল্ক বা মাশুল, excise duty. উত্-পাদক বিণ. বি. উত্পাদনকারী; জনক; সৃজক, নির্মাতা; (গণি.) গুণনীয়ক, factor. স্ত্রী. উত্-পাদিকা। উত্-পাদনীয়, উত্-পাদ্য বিণ. উত্পাদন করতে হবে এমন, উত্পাদনের যোগ্য। উত্-পাদয়িতা বিণ. বি. উত্পাদক। স্ত্রী. উত্-পাদয়িত্রী। উত্-পাদিত বিণ. উত্পন্ন; নির্মাণ বা সৃষ্টি বা তৈরি করা হয়েছে এমন। উত্-পাদী বিণ. উত্পন্ন হয় বা করে এমন। উত্-পাদ্য-মান বিণ. উত্পাদিত হচ্ছে এমন। 29)
কৃষি
(p. 205) kṛṣi বি. কৃষকের কর্ম; চাষ। [সং. √কৃষ + ই]। ̃. কর্ম বি. চাষের কাজ। ̃. জ, ̃. জাত বিণ. কৃষি থেকে উত্পন্ন, ভূমিজাত (কৃষিজ ফসল)। ̃. জীবী (-বিন্) বিণ. বি. কৃষিকর্মের দ্বারা জীবিকা নির্বাহকারী। ̃. পণ্য বি. কৃষিজাত পণ্যদ্রব্য। 7)
খাদক
(p. 226) khādaka বিণ. 1 ভক্ষক (নরখাদক); 2 পণ্যদ্রব্যের ভোক্তা বা ব্যবহারকারী, consumer. [সং. √খাদ্ + অক]। 32)
পড়তি
(p. 486) paḍ়ti বি. 1 অবনতি, পড়ার বা পতনের অবস্হা (তাদের অবস্হা এখন পড়তির মুখে); 2 মূল্যহ্রাস, মন্দা (দামের উঠতি-পড়তি); 3 যা পড়ে যায় (ঝড়তি-পড়তি)। বিণ. 1 পতনোম্মুখ, অবনতি ঘটছে এমন (পড়তি দশা); 2 শেষ হতে বা লোপ পেতে চলেছে এমন (পড়তি বেলা, পড়তি ব্যাবসা)। [বাং. পড়া1 + তি]। পড়তি বাজার বি. পণ্যদ্রব্যের চাহিদা কমে যাওয়ার ফলে মূল্য হ্রাস হওয়ার অবস্হা। 36)
পণ্য
(p. 488) paṇya বিণ. বিক্রয়যোগ্য (পণ্যদ্রব্য)। বি. 1 বিক্রয়যোগ্য বস্তু, বেসাত (পণ্য আমদানি); 2 দাম, মাশুল, ভাড়া। [সং. √ পণ্ + য]। ̃ জীবী (-বিন্), পণ্যাজীব বিণ. বি. বণিক, ব্যবসায়ী। ̃ বীথি, ̃ বীথী, ̃ বীথিকা বি. দোকানের সারি, সারি সারি দোকান; বাজার, হাট; ক্রয়বিক্রয়ের স্হান। ̃ শালা বি. দোকান, বিক্রয়কেন্দ্র। ̃ স্ত্রী, পণ্যাঙ্গনা বি. বেশ্যা, গণিকা। 6)
ফাটকা
(p. 564) phāṭakā বি. 1 (প্রধানত পণ্যদ্রব্যের ব্যবসায়মূল্যের হ্রাসবৃদ্ধির ঝুঁকি নিয়ে) টাকা খাটানো; 2 (তাস নিয়ে) জুয়াখেলাবিশেষ। [হি. ফাটা]। ̃ বাজ বি. পণ্যদ্রব্যের জুয়াড়ি। ̃ বাজি বি. পণ্যদ্রব্য নিয়ে ফাটকা করা। 11)
বাজার
(p. 595) bājāra বি. 1 নিয়মিত ক্রয়-বিক্রয়ের স্হান, সবজি ও অন্যান্য পুণ্য কেনাবেচার বহু দোকানসমন্বিত স্হান; 2 বাজার থেকে ক্রীত সামগ্রী (বাজারটা এখানেই রাখো); 3 দ্রব্যাদির দর (চড়া বাজার); 4 দ্রব্যাদি ক্রয় (বাজার করা)। [ফা. বজার]। ̃ খরচ বি. বাজার থেকে জিনিসপত্র কেনার খরচ। বাজার গরম হওয়া ক্রি. বি. 1 পণ্যদ্রব্যাদির দর বেড়ে যাওয়া; 2 পণ্যাদির অধিক কাটতি হওয়া। বাজার চড়া ক্রি. বি. পণ্যাদির মূল্য বৃদ্ধি হওয়া। ̃ দর বি. বর্তমানে যে দামে জিনিসপত্র বিক্রীত হচ্ছে। বাজার নরম (মন্দা) হওয়া ক্রি. বি. পণ্যের মূল্য বা চাহিদা হ্রাস পাওয়া। বাজার বসা ক্রি. বি. 1 বাজারে কেনাবেচা আরম্ভ হওয়া; 2 নতুন বাজার স্হাপিত হওয়া; 3 (আল.) অসহ্য হট্টগোল হওয়া। বাজারে বিণ. 1 বাজারে প্রচলিত বা বাজারের দোকানদারদের মধ্যে প্রচলিত; 2 অশ্লীল ও নিম্নশ্রেণির (বাজারে রসিকতা); 3 যার দেহ সাধারণের উপভোগ্য অর্থাত্ বেশ্যাবৃত্তিকারিণী (বাজারে মেয়ে)। 18)
বাণিজ্য
(p. 596) bāṇijya বি. ব্যাবসা, পণ্যদ্রব্যাদি কেনা-বেচার বা আমদানি-রপ্তানির কাজ। [সং. বণিজ্ + য]। ̃ তরি বি. (কেবল) পণ্যদ্রব্যাদি পরিবহণে ব্যবহৃত নৌকা জাহাজ ইত্যাদি। ̃ দূত বি. কোনো রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য আগত সরকারি দূত। বাণিজ্যিক বিণ. বাণিজ্যবিষয়ক; বাণিজ্যের (বাণিজ্যিক স্বার্থ)। 30)
বেসাত
(p. 642) bēsāta বি. পণ্যদ্রব্য। [আ. বিসাত্]। বেসাতি বি. 1 পণ্যদ্রব্য; 2 পণ্যবিক্রয় (রূপের বেসাতি)। 51)
মন্দা
(p. 676) mandā বি. 1 অবনতি, হ্রাস; 2 পণ্যদ্রব্যের মূল্য বা ক্রয়বিক্রয়ের হ্রাস, depression. (মন্দার সময়, অর্থনীতিতে মন্দা চলছে); 3 (প্রা. কা.) মন্দ লোক, দুষ্ট লোক ('অধর নীরস মঝু করলহি মন্দা': বিদ্যা.)। বিণ. 1 পণ্যদ্রব্যের মূল্য বা ক্রয়বিক্রয় হ্রাসবিক্রয় হ্রাসপ্রাপ্ত হয়েছে এমন (মন্দা বাজার); 2 হ্রাসপ্রাপ্ত, লঘু ('পথশ্রম হবে মন্দা': ক. ক)। [সং. মন্দ + বাং আ]। 190)
মাল৬
(p. 700) māla6 বি. 1 পণ্যদ্রব্য (দোকানের মাল); 2 দ্রব্য, জিনিসপত্র (মালগুদাম); 3 ধন, সম্পদ (মালদার লোক); 4 রাজস্ব, খাজনা (মালগুজার); 5 যে-জমির খাজনা সরকারি অফিসে জমা দিতে হয়। [আ. মাল্]। মাল কাটা ক্রি. বি. পণ্যদ্রব্য বিক্রিত হওয়া। ̃. ক্রোক বি. (প্রধানত আদালতের আদেশে) অস্হাবর সম্পত্তি আটক । ̃. খানা বি. 1 বহুমূল্য দ্রব্যাদি রাখার ঘর; 2 খাজনাখানা। ̃. গাড়ি বি. (প্রধানত রেলের) মালবাহী গাড়ি। ̃. গুজার বি. যে রাজস্ব দেয়, জমিদার। ̃. গুজার-দার বি. যে মালগুজারি বা খাজনা দেয়। ̃. গুজারি বি. ভূমিকর, খাজনা। ̃. জমি বি. খাজনা করা জমি। ̃. জামিন বি. 1 সম্পত্তির জামিন; 2 জামিনরূপে রক্ষিত সম্পত্তি। ̃. দার বিণ. সম্পত্তিশালী, ধনবান (মালদার লোক)। ̃. পত্র বি. জিনিসপত্র, বিভিধ দ্রব্য। ̃. বাহী (-হিন্) বিণ. মালপত্র বহন করে নিয়ে যায় এমন। ̃. মশলা বি. উপাদান, উপকরণ। ̃. মাত্তা বি. 1 ধনসম্পত্তি; 2 অস্হাবর সম্পত্তি। কাঁচা মাল বি. শিল্পদ্রব্যের মূল উপকরণ, raw material. 58)
রপ্তানি
(p. 733) raptāni বি. বিক্রয়ের জন্য পণ্যদ্রব্য বিদেশে পাঠানো। বিণ. রপ্তানি করতে হবে বা. করা হচ্ছে এমন (রপ্তানি দ্রব্য)। [ফা. রফ্তানী]। 62)
শুল্ক
(p. 783) śulka বি. 1 পণ্যদ্রব্যের আমদানি-রপ্তানির উপর ধার্য কর বা মাশুল, duty; 2 কর, tax; 3 বিবাহের পণ (কন্যাশুল্ক); 4 মূল্য। [সং. √ শুল্ক্ + অ]। 9)
সওদা
(p. 792) sōdā বি. 1 ক্রয়, খরিদ, কেনাকাটা; 2 পণ্যদ্রব্য। [ফা. সওদা]। 8)
হাট
(p. 862) hāṭa বি. 1 প্রকাশ্য ক্রয়-বিক্রয়ের স্হান (সাধারণত বাজারের মতো রোজ হাট বসে না-সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে); 2 (আল.) প্রচুর সমাবেশ (রূপের হাট, চাঁদের হাট)। [সং. হট্ট]। ভাঙা হাট যে হাটে ক্রয়-বিক্রয় প্রায় শেষ হয়েছে, উঠতি হাট। হাট করা ক্রি. বি. 1 হাটে দ্রব্যাদি খরিদ করা; 2 (আল.) গোলমাল করা; 3 প্রকাশ করা, উন্মুক্ত করা (দরজা হাট করা); 4 বিশৃঙ্খল করা (কাপড়গুলো হাট করা)। হাট বসা, হাট লাগা ক্রি. বি. 1 হাটে ক্রয়-বিক্রয় শুরু হওয়া; 2 হাট স্হাপিত হওয়া; 3 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 4 অত্যন্ত গোলমাল হওয়া (বাড়িতে হাট বসেছে)। হাট বসানো ক্রি. বি. 1 হাট স্হাপিত করা; 2 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 3 গোলমাল বা হইচই করা। ̃ বাজার বি. হাট বা বাজার; কেনাকাটা। ̃ বার বি. সপ্তাহের যে-দিনে হাট বসে। ̃ হদ্দ বি. সমস্ত ব্যাপার বা খবর। হাটরিয়া, হাটুরে বি. হাটের পণ্যদ্রব্যের বিক্রেতা বা ক্রেতা। বিণ. 1 হাটে বিক্রেয় পণ্যবাহী (হাটুরে নৌকা); 2 হাটে ক্রয়বিক্রয়কারী (হাটুরে লোক)। 74)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2079545
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770502
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368215
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721977
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699103
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595358
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547735
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542713

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন