Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পরিষদ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অছি
(p. 8) achi বিণ. অভিভাবক; সম্পত্তি ইত্যাদির তত্ত্বাবধায়ক, guardian, administrator, executor, trustee [আ. বসী]। ̃ পরিষদ রাষ্ট্রপুঞ্জের (United Nations Organisation) সংস্হাবিশেষ, Trusteeship Council. 87)
অনাস্হা
(p. 25) anāshā বি. 1 অবিশ্বাস; 2 উপেক্ষা; 3 ভরসাহীনতা। [সং. ন+আস্হা]। অনাস্হা প্রস্তাব বি. (রাজ.) কোনো পদে অধিষ্ঠিত ব্যক্তির বিরুদ্ধে কিংবা মন্ত্রিমণ্ডলের বিরুদ্ধে কিংবা সরকারের বিরুদ্ধে সংসদে বা পরিষদে আনীত অনাস্হাসূচক প্রস্তাব, vote of no-confidence. 21)
আহ্বায়ক
(p. 111) āhbāẏaka বি. বিণ. আমন্ত্রণকারী; (গৌণার্থে) কোনো সমিতি বা পরিষদের মূল আয়োজক। [সং. আ + √ হ্বে + অক]। স্ত্রী. আহ্বায়িকা। 35)
কংগ্রেস
(p. 156) kaṅgrēsa বি. 1 মহাসভা, সম্মেলন; 2 আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্যবস্হাপক পরিষদ; 3 ভারতের রাজনৈতিক দলবিশেষ। [ইং. congress]। কংগ্রেসি বিণ. 1 ভারতের জাতীয় কংগ্রেস দলের অন্তর্ভুক্ত বা অনুগামী; 2 কংগ্রেসসম্বন্ধীয়। 13)
কাউন্সিল
(p. 174) kāunsila বি. কার্যনির্বাহক সভা বা পরিষদ। [ইং. council]। 29)
জেলা
(p. 327) jēlā বি. মহকুমার সমষ্টি; দেশ, রাজ্য বা প্রদেশের বিভাগবিশেষ, district. [আ. দিলা]। ̃ পরিষদ বি. ভারতের পঞ্চায়েত ব্যবস্থায় সর্বোচ্চ স্তর। ̃ শহর বি. জেলার প্রধান শহর। &tilde ; শাসক বি. জেলার প্রশাসনিক প্রধান, district magistrate. 82)
দেওয়ান
(p. 419) dēōẏāna বি. 1 রাজস্বমন্ত্রী, খাজাঞ্চি; 2 রাজসভা, মন্ত্রণাসভা, মন্ত্রিপরিষদ। [ফা. দীবান্]। দেওয়ান-ই-আম বি. সাধারণ রাজদরবার; লোকসভা। দেওয়ান-ই-খাস বি. মন্ত্রিসভা। দেওয়ানি বি. 1 বৃত্তি, অধিকার, কর্তব্যকর্ম; 2 রাজস্বসংক্রান্ত অধিকার বা কর্ম। বিণ. 1 দেওয়ানের কার্যাদিবিষয়ক; 2 রাজস্ববিষয়ক; 3 দাবি বা অধিকারসম্বন্ধীয়; অপরাধমূলক বা ফৌজদারি নয় এমন, civil (দেওয়ানি মোকদ্দমা)। 3)
নিরাপত্তা
(p. 467) nirāpattā বি. বিপদশূন্যতা, নিরুপদ্রব অবস্হা, নির্বিঘ্নতা। [সং. নিরাপদ্ + তা]। নিরাপত্তা পরিষদ প্রত্যেক রাষ্ট্রের নিরাপত্তা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য গঠিত রাষ্ট্রসংঘের সংসদবিশেষ, Security Council. 26)
পরি-ষদ, পরি-ষত্
(p. 499) pari-ṣada, pari-ṣat (-দ্) বি. 1 সভা, সংসদ (সাহিত্য পরিষত্); 2 ব্যবস্হাপক সভা, Legislative Council (স.প.); 3 সমাজ (মানবপরিষদ)। [সং. পরি + √ সদ্ + ক্বিপ্]। ̃ পাল বি. ব্যবস্হাপক সভার সভাপতি, Chairman of the Legislative Council (স.প.)। পরি-ষদীয় বিণ. পরিষদবিষয়ক (পরিষদীয় রীতি, পরিষদীয় শাসনব্যবস্হা)। 76)
পারিষদ
(p. 513) pāriṣada বি. 1 সভাসদ, সভা-সমিতি ইত্যাদির সদস্য; 2 পার্শ্বচর, মোসাহেব। বিণ. পরিষদসংক্রান্ত। [সং. পরিষদ্ + অ]। 130)
বিধান
(p. 616) bidhāna বি. 1 শাস্ত্রবিহিত ব্যবস্থা বা নিয়ম; 2 কর্তব্যনির্দেশ (ধর্মের বিধান); 3 ব্যবস্থা, সম্পাদন, মীমাংসা (ঐক্যবিধান, আনন্দবিধান, তাঁর বিধানই মেনে নেওয়া হল); 4 আইন বা আইনপ্রণয়ন (বিধানসভা)। [সং. বি + √ ধা + অন]। ̃ পরিষদ বি. আইনপ্রণয়ন ও সে-বিষয়ে আলোচনার জন্য বিশেষ যোগ্যতাসম্পন্ন জনপ্রতিনিধিদের সভা, Legislative Council (স.প.)। &tilde ; সভা বি. আইনপ্রণয়নের ক্ষমতাবিশিষ্ট জনপ্রতিনিধিসভা, Legislative Assembly (স.প.)। 17)
সংসদ
(p. 796) saṃsada বি. 1 সমিতি, সংঘ, সভা, পরিষদ (সাহিত্য সংসদ); 2 ভারতের কেন্দ্রীয় আইনসভা, Parliament (সংসদে বিল গৃহীত)। [সং. সম্ + √ সদ্ + ক্বিপ্]। সংসদীয় বিণ. সংসদবিষয়ক, parliamentary (সংসদীয় গণতন্ত্র)। 19)
সভা
(p. 808) sabhā বি. 1 সমিতি, পরিষদ (আইনসভা); 2 প্রতিষ্ঠান, গোষ্ঠী (ব্রাহ্মসভা, আত্মীয়সভা); 3 সম্মেলন, বৈঠক (সাংবাদিক সভা); 4 জনসমাবেশ (জনসভা); 5 রাজদরবার (রাজসভা)। [সং. সহ + √ভা + অ]। সভা আহ্বান করা, সভা ডাকা ক্রি-বিণ. সভার বৈঠকে সদস্যদের যোগদানের জন্য আমন্ত্রণ করা; বক্তব্য প্রচার করার জন্য জনসমাবেশের ব্যবস্হা করা। সভা করা ক্রি. সভার অনুষ্ঠান করা। ̃ কক্ষ, ̃ গৃহ, ̃ তল, ̃ মণ্ডপ, ̃ স্হল বি. যেখানে সভার অধিবেশন হয়। ̃ কবি বি. রাজার সভায় নিযুক্ত কবি। ̃ কুট্টিম বি. সভার পাকা মেঝে। ̃ জন বি. সভাস্ত লোক, সদস্য; সভাসদ। ̃ নেত্রী বি. (স্ত্রী.) সভার কার্যাদির পরিচালিকা; কোনো প্রতিষ্ঠানের পরিচালিকা। ̃ পতি বি. সভার কার্যাদির বা প্রতিষ্ঠানের পরিচালক। ̃ ভঙ্গ বি. সভার অধিবেশনের শেষ। ̃ রম্ভ বি. সভার কার্যাদির শুরু। ̃ সদ বি. সভায় যোগদানকারী, সদস্য; সভার সদস্য। ̃ সমিতি বি. সভা বৈঠক বা ওইজাতীয় লোকসমাগম (তিনি আজকাল বড়ো-একটা সভাসমিতিতে যান না)। ̃ সাহিত্য বি. রাজসভার পৃষ্ঠপোষকতায় সভাসাহিত্যেকের রচিত সাহিত্য, court literature. ̃ সাহিত্যিক বি. রাজসভায় বিশেষভাবে সমাদৃত সাহিত্যিক। ̃ সীন বিণ. সভায় বা দরবারে উপস্হিত বা উপবিষ্ট। ̃ স্হ বিণ. সভায় উপস্হিত (সভাস্হ লোকজন)। 38)
সমিতি
(p. 808) samiti বি. 1 পরিষদ, সংঘ, সভা; 2 (সং.) যুদ্ধ। [সং. সম্ + √ ই + তি]। ̃ ভুক্ত বিণ. সমিতির অন্তর্ভুক্ত। 127)
সম্মিলন
(p. 816) sammilana বি. 1 সম্যক মিলন (প্রীতি-সম্মিলন); সংযোগ, বহু লোকের একত্র হওয়া; 2 সাক্ষাত্কার। [সম্মেলনএর বিকল্প রূপ]। সম্মিলনী বি. সংঘ, সমিতি, পরিষদ। সম্মিলিত বিণ. একত্র মিলিত। স্ত্রী. সম্মিলিতা। 20)
সিনেট, সেনেট
(p. 834) sinēṭa, sēnēṭa বি. ব্যবস্হাপক সভা, কার্যনির্বাহী পরিষদ। [ইং. senate]। 8)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074657
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768891
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366291
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721116
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698174
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594740
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545382
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542326

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন