Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পশ্চিমা; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অইছন, অইসন
(p. 1) aichana, aisana ক্রি-বিণ. (ব্রজ.) এইভাবে, সেইভাবে, সেইরূপে। বিণ. সেইরূপ, সেইরকম। [ব্রজ. পশ্চিমা হি. বাং.] অইছে ক্রি-বিণ. ওইভাবে। 6)
অজ-মীড়, আজ-মীড়
(p. 8) aja-mīḍ়, āja-mīḍ় বি. ভারতের পশ্চিম অঞ্চলে রাজস্হানের অন্তর্গত স্হানবিশেষ। [সং. অজ+মিহ্+ত]। 101)
অজন্তা, অজণ্টা
(p. 8) ajantā, ajaṇṭā বি. পশ্চিম ভারতের প্রাচীন গুহা যার দেওয়ালচিত্র ও ভাস্কর্য জগদ্বিখ্যাত। 97)
অজয়
(p. 8) ajaẏa বি. 1 জয়ের অভাব, পরাজয়; 2 পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ নদী। বিণ. অজেয়, পরাজিত করা যায় না এমন। [সং. ন+জয়]। অজয়া বি. (স্ত্রী.) সিদ্ধি, ভাং। 103)
অভি-শ্রুতি
(p. 50) abhi-śruti বি. (ভাষাতত্ত্বে) যে নিয়মে অপিনিহিতি, স্বরলোপ ও স্বরসংগতির ফলে বহু বাংলা শব্দ পশ্চিমবঙ্গের কথ্য ভাষার সংক্ষিপ্ত রূপে পরিবর্তিত হয়-যেমন, রাখিয়া রাইখ্যা রেখে; umlaut. [সং. অভি + শ্রুতি]। 130)
অস্ত
(p. 73) asta বি. 1 কাল্পনিক পর্বতবিশেষ, অস্তাচল; 2 (সূর্য-চন্দ্রাদির) পশ্চিমদিকে অদৃশ্য হওয়া; 3 শেষ, অবসান। [সং. √ অস্ + ত]। ̃ গত বিণ. (সূর্য-চন্দ্রাদি সম্পর্কে) অস্তে গেছে বা অদৃশ্য হয়েছে এমন; হৃতগৌরব। ̃ গমন বি. অস্তে যাওয়া। ̃ গামী (-মিন্) বিণ. অস্তে যাচ্ছে এমন। ̃ গিরি, অস্তাচল বি. পুরাণে কল্পিত পর্বতবিশেষ। ̃ অস্তাচল-গামী (-মিন্) বিণ. অস্তে যাচ্ছে এমন। ̃ মন বি. অস্ত যাওয়া। ̃ মান (অশু.) বিণ. অস্তে যাচ্ছে এমন। ̃ মিত বিণ. অস্তে গেছে এমন। অস্তায়-মান বিণ. অস্তে যাচ্ছে এমন। 5)
কলমা2
(p. 169) kalamā2 বি. (প্রধানত) পশ্চিমবঙ্গে উত্পন্ন চালবিশেষ। [দেশি]। 59)
কুর্তা, কোর্তা
(p. 199) kurtā, kōrtā বি. পুরুষের ছোট জামা বা কোট। [তুর. হি. কুর্তা]। লাল কুর্তা বি. ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে খান আবদুল গফ্ফর খান কর্তৃক গঠিত লাল কুর্তাপরিহিত স্বাধীনতাসংগ্রামী দল। কুর্তি বি. ছোট কুর্তা। 20)
কেরল
(p. 207) kērala বি. ভারতের দক্ষিণ-পশ্চিম প্রান্তস্হিত অঞ্চলবিশেষ; ওই অঞ্চলের অধিবাসী। [সং.]। কেরলি বি. (বাং.) 1 (স্ত্রী.) কেরলদেশীয় রমণী; 2 কেরলবাসী। বিণ. (বাং.) 1 কেরলসম্বন্ধীয়; 2 কেরলের। 12)
কোঙ্কণি
(p. 209) kōṅkaṇi বি. ভারতের দক্ষিণ-পশ্চিমের কোঙ্কণ উপকূলের অধিবাসী। বিণ. কোঙ্কণ উপকূলসম্বন্ধীয় (কোঙ্কণি রীতিনীতি)। [সং. কোঙ্কণ + বাং. ই]। 21)
খরোষ্ঠী
(p. 224) kharōṣṭhī বি. প্রাচীন ভারতের উত্তর-পশ্চিম প্রান্তে প্রচলিত লিপিবিশেষ। [সং. খরোষ্ট্রি]। 24)
খোদা1
(p. 234) khōdā1 বি. ঈশ্বর, আল্লাহ্। [আ. খুদা]। খোদাই-খিদমদগার বি. 1 খোদার সেবক; 2 উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে আবদুল গফ্ফুর খান-প্রবর্তিত সেবাদল। খোদার খাশি বি. (ব্যঙ্গে) অত্যন্ত হৃষ্টপৃষ্ট বা নাদুসনুদুস কিন্তু নিষ্কর্মা লোক। 14)
গুজরাট, গুজরাত
(p. 250) gujarāṭa, gujarāta বি. প্রাচীন গুর্জর রাষ্ট্র; ভারতরাষ্ট্রের পশ্চিমদিকস্হ অঙ্গরাজ্যবিশেষ। গুজরাটি, গুজরাতি বি. গুজরাতের ভাষা বা অধিবাসী। বিণ. গুজরাতসম্বন্ধীয়; গুজরাতের; গুজরাতে উত্পন্ন। 43)
ঘাট2
(p. 266) ghāṭa2 বি. 1 পুকুর নদী প্রভৃতি জলাশয়ের অবতরণস্হান; 2 নদী খাল প্রভৃতির তীরে নৌকা ইত্যাদি ভিড়াবার স্হান (খেয়াঘাট, জাহাজঘাট, স্টিমারঘাট); 3 সেতার এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের সুরের পর্দা; 4 পর্বত (পূর্বঘাট, পশ্চিমঘাট); 5 গিরিসংকট। [সং. ঘট্ট]। ঘাটের কড়ি বি. খেয়া পারাপারের মাশুল, পারানি। ̃ খরচ, ̃ খরচা বি. মড়া পোড়াবার খরচ। ̃ লা বি. পাকা ঘাট, বাঁধানো ঘাট। ঘাটে ঘাটে ক্রি-বিণ. 1 প্রতি ঘাটে; 2 সর্বত্র ('ভুবনের ঘাটে ঘাটে: রবীন্দ্র)। ঘাটের মড়া (ঈষত্ উপেক্ষার্থে বা ব্যঙ্গার্থে) মুর্মূর্ষু ব্যক্তি; অতি বৃদ্ধ লোক। 54)
চতুর্দিক
(p. 277) caturdika (-র্দিশ্) বি. 1 উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম-এই চার দিক; 2 সর্বদিক (চতুর্দিকেই তাঁর মনোযোগ আছে)। [সং. চতুর্ + দিশ্]। 14)
ছৌ, ছো
(p. 304) chau, chō বি. পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার প্রসিদ্ধ নৃত্যবিশেষ। [দেশি]। 173)
জরথুস্ত্র, জরথুস্ট্র
(p. 312) jarathustra, jarathusṭra বি. প্রাচীন পারসিক ধর্মপ্রবর্তক, পশ্চিম ভারতীয় পারসি সম্প্রদায়ের ধর্মগুরু, Zarathustra. 136)
টান
(p. 343) ṭāna বি. 1 আকর্ষণ (স্নেহের টান, স্রোতের টান); 2 আঁট ভাব (দড়ির গিঁটের টান); 3 বিড়ি, সিগারেট ইত্যাদির ধোঁয়া মুখে নেওয়া (বিড়ির টান); 4 আসক্তি, মমতা (নাড়ির টান); 5 অভাব (পয়সার টান); 6 অত্যধিক চাহিদা (বাজারে ডিমের টান); 7 হাঁপানি (টান উঠেছে); 8 তুলি ইত্যাদির অঙ্কনভঙ্গি, ছাঁদ (তুলির টান); 9 কথার বিশেষ সুর (কথায় পশ্চিমা টান); 1 দেমাক, অহংকার (তার কথায় বড় টান)। [টানা2 দ্র]। টান টান বিণ. আঁটসাঁট, টাইট; গর্বিত; চড়া (টান টান কথা)। 27)
ঢলা
(p. 360) ḍhalā ক্রি. বি. 1 হেলে পড়া (সূর্য পশ্চিমে ঢলেছে); 2 ঝোঁকা (ঘুমে ঢলে পড়েছে); 3 পক্ষপাতী হওয়া (সে তার বন্ধুর দিকে ঢলেছে)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঢল + আ-তু. হি. ঢল্না]। ̃ ঢলি বি. 1 অন্তরঙ্গতা, অতিরিক্ত মাখামাখি (ওসব লোকের সঙ্গে অত ঢলাঢলি ভালো নয়); 2 কেলেঙ্কারি। ̃ নে বিণ. কেলেঙ্কারি করে এমন। ̃ নো বি. ক্রি. 1 হেলানো; ঝোঁকানো; 2 কেলেঙ্কারি করা। 17)
দক্ষিণ
(p. 395) dakṣiṇa বি. 1 উত্তরের বিপরীত দিক, প্রভাতসূর্যের দিকে মুখ করলে ডান হাতের দিক (সুদূর দক্ষিণ, দক্ষিণে যাওয়া); 2 দাক্ষিণাত্য (দক্ষিণের ভাষা, দক্ষিণের লোক)। বিণ. 1 উত্তরের বিপরীত (দক্ষিণ দিক); 2 ডান, বামেতর (দক্ষিণ হস্ত); 3 দক্ষিণদিগ্বর্তী (দক্ষিণ সমুদ্র); 4 (আল.) যুগপত্ বহু নায়িকার সমানভাবে অনুরক্ত (দক্ষিণ নায়ক); 5 সরল, প্রসন্ন, উদার (রুদ্রের দক্ষিণ মুখ)। [সং. √ দক্ষ্ + ইন]। ̃ কালিকা, দক্ষিণা-কালী বি. শিবহৃদয়ে দক্ষিণপদ স্হাপনকারী কালিকাদেবী যিনি অভয়া, বরদা ও সর্বপাপহরা। দক্ষিণ গোলার্ধ বি. নিরক্ষরেখার দক্ষিণে পৃথিবীর অর্ধাংশ। দক্ষিণ-পশ্চিম বি. নৈর্ঋত কোণ। দক্ষিণ-পূর্ব বি. অগ্নিকোণ। ̃ মেরু দ্র মেরু। দক্ষিণ সমুদ্র দ্র সমুদ্র। ̃ হস্ত বি. 1 ডান হাত; 2 (আল.) প্রধান সহায়, অবলম্বন (তাকে ছাড়া আমার চলবে না, সে-ই তো আমার দক্ষিণহস্ত)। দক্ষিণহস্তের ব্যাপার বি. ভোজন, আহার, খাওয়াদাওয়া। 18)
দামোদর
(p. 405) dāmōdara বি. 1 (শৈশবে দুরন্তপনার জন্য যশোদা উদরে অর্থাত্ কোমরে দাম বা দড়ি বেঁধে রাখতেন বলে) শ্রীকৃষ্ণ; 2 বিষ্ণু; 3 পশ্চিমবঙ্গের নদীবিশেষ। [সং. দামন্ + উদর]। 26)
দিক2, (বর্জি.) দিক্
(p. 407) dika2, (barji.) dik বি. 1 উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম-ঈশান অগ্নি বায়ু র্নৈঋত ঊর্ধ্ব অধঃ-এই দশটির যেকোনোটি; 2 অভিমুখ (বাড়ির দিকে); 3 পার্শ্ব, পাশ (চার দিক); 4 অংশ, বিভাগ (বাড়ির ভিতর দিক); 5 পক্ষ, তরফ, দল (সে আমার দিকে থাকবে); 6 অঞ্চল, প্রদেশ (উত্তর দিকের লোক); 7 সীমা (ভারতের তিন দিকে সমুদ্র)। [সং. √ দিশ্ + ক্বিপ্]। ̃ চক্র বি. দিঙ্মণ্ডল, দিগ্বলয়। ̃ চক্র-বাল বি. আকাশপ্রান্ত, দিগন্তরেখা। ̃ দিগন্ত, দিগ্-দিগন্ত বি. সমস্ত দিক, চারিদিক; সমস্ত স্হান ('সুখে দুখে ভরি দিক্-দিগন্ত': রবীন্দ্র)। ̃ পতি, ̃ পাল বি. 1 ইন্দ্র অগ্নি যম র্নিঋতি বরুণ বায়ু কুবের ঈশান (বা শিব) ব্রহ্মা অনন্ত (বা নারায়ণ)-দশ দিকের এই দশ অধিদেবতা; 2 (আল.) মহিমান্বিত বা অতিপ্রভাবশালী ব্যক্তি। ̃ শূল বি. গ্রহনক্ষত্রের অশুভকর অবস্হানের জন্য কোনো বিশেষ দিকে যাওয়ার নিষেধ। 17)
নামা৩
(p. 454) nāmā3 ক্রি. 1 উপর থেকে নীচে আসা, অবতরণ করা (দোতলা থেকে নামা, ছাদ থেকে নামা); 2 ভিতর থেকে বাইরে আসা (গাড়ি থেকে নামা); 3 ঝোঁকা, অবনত হওয়া (ছাদটা নেমে এসেছে); 4 রান্না শেষ হওয়া (ভাত নেমেছে?); 5 হ্রাস পাওয়া, কমা (তাপ নেমেছে, জিনিসের দর নেমেছে); 6 (বৃষ্টি) শুরু হওয়া (বৃষ্টি নেমেছে); 7 ঢলে পড়া (সূর্য পশ্চিমে নেমেছে, 'সূর্য নামে অস্তাচলে': রবীন্দ্র); 8 নৈতিক অবনতি হওয়া (সে অনেক নেমে গেছে); 9 দাস্ত হওয়া (পেট নেমেছে); 1 সকলের সামনে হাজির হওয়া (এবার সে আসরে নামবে); 11 প্রবৃত্ত হওয়া (কাজে নামা, যুদ্ধে নামা); 12 প্রবেশ করা (জলে নামা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ নম্ব্ (গত্যর্থক) + বাং. আ]। নামা-ওঠা বি. একবার নামা একবার ওঠা। ̃ নো ক্রি. 1 অবতরণ করানো, নীচে আনা (বোঝাটা নামাও, কাঁধ থেকে নামাও); 2 রান্না শেষ করা (ভাত-ডাল নামিয়েছি); 3 কমানো (এ ওষুধ জ্বর নামাবে, তোমার গলাটা নামাও); 4 অধোগতি করা; 5 প্রবৃত্ত করানো (তাকে আসরে নামানো যাবে না); 6 উদরাময় বা দাস্ত করানো (পেট নামানো); বিদূরিত করানো, তাড়ানো (ঘাড়ের ভূত নামানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। 50)
নিকুম্ভিলা
(p. 459) nikumbhilā বি. (রামায়ণে) 1 লঙ্কার পশ্চিম দিকের গুহাবিশেষ; 2 লঙ্কার রাক্ষসদের কুলদেবতাবিশেষ; 3 রাবণপুত্র ইন্দ্রজিতের অনুষ্ঠিত যজ্ঞবিশেষ। [ সং. নিকুম্ভ (মনিয়ের-উইলিয়ামস)]। 15)
নিরক্ষ
(p. 461) nirakṣa বি. অক্ষোন্নতিশূন্য অঞ্চল বা দেশ যেখানে দিন ও রাত্রি সমান হয়। [সং. নির্ (নিঃ) + অক্ষ]। ̃ বলয়, ̃ বৃত্ত, ̃ রেখা বি. (ভূগো.) দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টনকারী কল্পিত বৃত্তাকার রেখা, ভূ-বিষুবরেখা, equator (বি. প.)। নিরক্ষীয় বিণ. নিরক্ষরেখার নিকটস্হ বা নিরক্ষরেখাসম্বন্ধীয়, equatorial (বি. প.)। 123)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083654
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772082
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369852
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722706
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699978
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595850
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549337
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543071

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন