Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পাইলট দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আনায়
(p. 94) ānāẏa বি. ফাঁদ ('আনায়-মাঝারে বাঘে পাইলে কি কভু': মধু); জাল। [সং. আ + √ নী + অ]। 22)
কই1
(p. 156) ki1 অব্য. 2 কোথায় (জিনিসটা কই?); 2 নৈরাশ্য, প্রত্যাশিত্যের অভাব, অস্বীকার, বিস্ময় ইত্যাদি বোঝাতে (কই আর গেলাম; কই, পাইনি তো; কই, দেখি)। [সং. ক্ব]। 6)
ঘুণ
(p. 269) ghuṇa বি. কাঠ ধ্বংসকারী পোকাবিশেষ (ঘুণ করা)। বিণ. (কথ্য. বাং.) 1 অভিজ্ঞ; 2 নিপুণ (এ কাজে সে খুবই ঘুণ)। [সং. √ঘুণ্ + অ]। ঘুণাক্ষর বি. কাঠে ঘুণপোকা অক্ষরের মতো অস্পষ্ট যে ক্ষতচিহ্ন করে; (আল.) সামান্য ইঙ্গিত, আভাস (ঘুণাক্ষরেও টের পাইনি)। 29)
ট্রেলার
(p. 349) ṭrēlāra বি. একটি পাইলট গাড়ির দ্বারা বাহিত গাড়ি। [ইং. trailer]। 4)
ঢুঁড়া, ঢোঁড়া
(p. 361) ḍhun̐ḍ়ā, ḍhōn̐ḍ়ā ক্রি. খোঁজা (অনেক ঢুঁড়েও পাইনি)। বি. খোঁজ, খোঁজাখুঁজি। [সং. √ ঢুণ্ঢ্ + বাং. আ-তু. হি. ঢুঁড়না]। 19)
তলব
(p. 371) talaba বি. 1 ডেকে পাঠানো, হাজির হওয়ার জন্য হুকুম; আহ্বান (হুজুর আপনাকে তলব করেছেন, কৈফিয়ত তলব করা হয়েছে); 2 বেতন (এখনও গত মাসের তলব পাইনি)। [আ. তলব্]। তলবানা বি. মামলার সাক্ষীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ বা তার খরচা। তলবি বিণ. আহ্বানসূচক, হাজির হওয়ার নির্দেশসংক্রান্ত (তলবি চিঠি)। 17)
তিল
(p. 375) tila বি. 1 তৈলপ্রদ ক্ষুদ্র শস্যবিশেষ, তৈলবীজ (তিলের তেল); 2 গায়ে তিলের মতো ক্ষুদ্র কালো চিহ্নবিশেষ (গালে তিল); 3 এক কড়ার আশি ভাগের এক ভাগ; 4 (আল.) অতি সামান্য পরিমাণ বা অংশ (আমি এক তিলও পাইনি, তাকে এক তিলও বিশ্বাস করি না)। বিণ. বিন্দুমাত্র, অতি সামান্যমাত্র ('তিল ঠাঁই আর নাহি রে': রবীন্দ্র)। [সং. √ তিল্ + অ]। তিলকে তাল করা ক্রি. বি. অতিরঞ্জিত করা, সামান্য জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা। তিলধারণের জায়গা না থাক অত্যন্ত ভিড় হওয়া, ঠাসাঠাসি হওয়া (এ ঘরে আর তিলধারণের জায়গা নেই)। তিল তিল করে ক্রি-বিণ. একটু একটু করে; ক্রমে ক্রমে কিন্তু অবিচ্ছিন্নভাবে (দীর্ঘদিন ধরে তিল তিল করে ওই টাকা জমিয়েছি)। ̃ কল্ক বি. তিলের খইল। ̃ কাঞ্চন বি. মাতাপিতার শ্রাদ্ধের জন্য ব্যবহৃত তিল ও যত্সামান্য সোনা। ̃ কুটো বি. তিল বা তিলচূর্ণ দিয়ে প্রস্তুত সন্দেশবিশেষ। ̃ তুলসী, তুলসী-তিল বি. তিল ও তুলসী-হিন্দুদের কাছে পবিত্র বলে বিশুদ্ধ দানের বা নিঃশেষে দানের উপকরণ ('দেই তুলসী তিল দেহ সমর্পিলু: বিদ্যা.)। ̃ পিটালি, ̃ পিটুলি বি. তিল-মিশানো পিটুলির গোলা। ̃ মাত্র, তিলার্ধ, তিলার্ধেক, একতিল বি. অতি সামান্য অংশও (তাকে তিলার্ধ বিশ্বাস করি না)। ক্রি-বিণ. ক্ষণমাত্র; একটুও (সেখানে তিলার্ধ না দাঁড়িয়ে চলে গেল)। তিলে তিলে - তিল তিল করে -র অনুরূপ। 147)
থান2
(p. 392) thāna2 বি. 1 পীঠস্হান (পিরের থান); 2 ঠাঁই, স্হান, নিকট ('ধর্মথানে পাইব মুকতি': শূ. পু.)। [সং. স্হান]। 28)
নগদ
(p. 444) nagada বি. 1 ক্রয় করার সময় হাতে হাতে যে মূল্য দিতে হয়, রোক (নগদে কিনেছি); 2 খুচরো বা কাঁচা টাকা অর্থাত্ যে টাকা চেকে আবদ্ধ নয়, cash (নগদ কী আছে বার করো)। বিণ. হাতে হাতে প্রদেয় (নগদ টাকা, নগদ দামে কেনা, নগদ কারবার)। [আ. নক্দ্]। নগদ বিদায় বি. কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক দেওয়া। নগদা বিণ. 1 সঙ্গে সঙ্গে দিতে হয় এমন (নগদা দাম); 2 দেনা-পাওনা সঙ্গে সঙ্গে মেটানো হয় এমন (নগদা কারবার); 3 সঙ্গে সঙ্গে মজুরি বা পারিশ্রমিক নেয় এমন (নগদা মজুর)। নগদা-নগদি বিণ. নগদে লেনদেন হয় এমন। ক্রি-বিণ. নগদে (নগদানগদি মিটিয়ে দেয়)। নগদি বি. 1 পাইক, বরকন্দাজ; 2 জমিদারের প্রাপ্য খাজনা নগদে আদায়কারী কর্মচারী। 10)
নল
(p. 447) nala বি. 1 চোঙ, পাইপ, ফাঁপা দণ্ড (বন্দুকের নল); 2 দৈর্ঘ্যের মাপবিশেষ; 3 তৃণবিশেষ, শরগাছ (নলখাগড়া); 4 সেতুবন্ধে রামের সাহায্যকারী বানরবিশেষ। [সং. √ নল্ + অ]। ̃ কূপ বি. পাতালস্হিত কূপের ভিতর থেকে নলের সাহায্যে বিশুদ্ধ জল উপরে তোলার ব্যবস্হা, tube well. ̃ খাগড়া বি. পাতাযুক্ত নলতৃণ। নল চালা ক্রি. হারানো জিনিস বা তার অপহারকের সন্ধানের জন্য মন্ত্রপূত নল চালানো। নলিকা বি. 1 চোঙ, নল; 2 ভাঁটা; 3 নাড়ি। 83)
নায়েক
(p. 454) nāẏēka বি. ভারতীয় সৈন্যবিভাগে সিপাইদের নেতাবিশেষ। [আ. লায়েক]। 60)
পদাতি, পদাতিক
(p. 488) padāti, padātika বি. যে-সৈন্য পায়ে চলে লড়াই করে; পাইক। [সং. পদ + √অত্ + ই, ক]। 38)
পিয়াদা, পেয়াদা
(p. 522) piẏādā, pēẏādā বি. 1 পাইক; 2 সংবাদবাহক দূত বা চাপরাশি। [ফা. পিয়াদহ্]। 10)
ফড়ে, ফড়িয়া
(p. 560) phaḍ়ē, phaḍ়iẏā বি. 1 পাইকার, যে ব্যক্তি উত্পাদক বা জোগানদারের কাছ থেকে সস্তা দরে মাল কিনে বেশি দামে বিক্রয় করে; 2 দালাল। [দেশি]। 24)
রজন
(p. 733) rajana বি. 1 পাইন জাতীয় গাছের নির্যাস থেকে তারপিন তেল নিষ্কাসনের পর যে অংশ থাকে তা শুকিয়ে প্রস্তুত পদার্থবিশেষ 2 বেহালা এসরাজ সারেঙ্গি প্রভৃতির ছড়ে উক্ত গাছের শুকনো ও জমাট যে-আঠা ঘষা হয়। [ইং. rosin]। 22)
রাং2
(p. 738) rā2 বি. ধাতুবিশেষ, টিনজাতীয় ধাতুবিশেষ। [সং. রঙ্গ]। ̃ ঝাল বি. ধাতুদ্রব্যাদি জুড়বার জন্য বা তাদের ছিদ্রাদি বন্ধ করার জন্য রাং-সীসা-মিশ্রিত পাইন। ̃ তা বি. রাং-এর পাতা বা তবক। 23)
হাবিল-দার
(p. 867) hābila-dāra বি. সিপাইদের নায়কবিশেষ। [আ. হাব্লহ্ + ফা. দার্]। 4)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2081536
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771311
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369076
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722253
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699508
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595580
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 548764
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542884

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন