Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পালো। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-মান2
(p. 698) -māna2 বি. 1 মাপার উপকরণ বা মাত্রা; 2 তৌলকরণ, মাপনির্ধারণ; 3 (সংগীতে) তালের বিরাম বা মাত্রা; 4 (গণি.) প্রকৃত মূল্য, value 5 উত্কর্ষের বা অপকর্ষের পরিমাণ, standard (নিম্নমানের ওষুধ, শিক্ষার মান বাড়ানো)। [সং. √ মা + অন] ̃ .চিত্র বি. ভূখণ্ড দেশ বা পৃথিবীর পরিমাপ অনুযায়ী নকশা, ম্যাপ। ̃ .দণ্ড বি. দাঁড়িপাল্লা ('বণিকের মানদণ়্ড': রবীন্দ্র)। ̃ .মন্দির বি. বৈজ্ঞানিক গবেষণাদির জন্য গ্রহনক্ষত্র পর্ষবেক্ষণের গৃহ, ovservatory. 7)
অনির্বাণ
(p. 25) anirbāṇa বিণ. 1 নির্বাণ বা মুক্তিলাভ হয়নি এমন; 2 নেভে না বা নির্বাপিত হয় না এমন (অনির্বাণ দীপালোক, অনির্বাণ শোকাগ্নি); 3 জ্বলন্ত; 4 (-চির-) অশান্ত। [সং. ন + নির্বাণ]। 54)
অমল
(p. 57) amala বিণ. 1 মল বা ময়লা নেই এমন, নির্মল, অনাবিল, পরিষ্কার ('ওই অমল হাতে রজনী প্রাতে': রবীন্দ্র); 2 শুভ্র, ধবল ('অমল কমল সহজে জলের কোলে': রবীন্দ্র)। [সং. ন + মল]। স্ত্রী. অমলা। ̃ .ধবল বিণ. সম্পূর্ণ সাদা, শুভ্র ('অমলধবল পালে লেগেছে মন্দমধুর হাওয়া': র. ঠা.)। 9)
আঁটা
(p. 79) ān̐ṭā ক্রি. 1 কষে বা শক্ত করে বাঁধা ('তোমার রাখি বাঁধো আঁটি': রবীন্দ্র); 2 বাঁধা, পরা (পাগড়ি আঁটা); 3 বন্ধ করা, লাগানো (দরজায় খিল আঁটা); 4 সংকুলান হওয়া (এই ঘরে এত লোক আঁটবে না); 5 সমকক্ষ হওয়া (বুদ্ধিতে তাকে আঁটা মুশকিল)। বিণ. বদ্ধ, আঁটকানো (আঁটা খাম)। [বাং. √ আট্ + আ]। ̃ নো ক্রি. বি. ধরানো (চেপে চেপে রাখলে ওই হাঁড়িতেই সব আটা আঁটানো যাবে) এঁটে ওঠা ক্রি. বি. সমকক্ষ হওয়া, সমানভাবে পাল্লা দেওয়া (বুদ্ধিতে তার সঙ্গে এঁটে ওঠা কঠিন)। 18)
আচ্ছা
(p. 85) ācchā অব্য. সম্মতিসূচক বা স্বীকারসূচক শব্দ (আচ্ছা, তাই হবে); ধরা যাক (আচ্ছা তাই যেন হল)। বিণ. ক্রি-বিণ. 1 বেশ, ভালো, উত্তম, খুব (আচ্ছা সেজেছে, আচ্ছা বলেছ ভাই); 2 (ব্যঙ্গে) বিলক্ষণ (আচ্ছা সাধুর পাল্লায় পড়েছ); 3 চমত্কার (আচ্ছা বুদ্ধি বটে তোমার, আচ্ছা কথা শুনিয়ে দিলাম)। [সং. অস্তু ? অচ্ছ?]। 14)
আট
(p. 85) āṭa বি. বিণ. আট (8) সংখ্যা; আটসংখ্যক। [সং. অষ্ট]। ̃ ই বি. মাসের 8 তারিখ। বিণ. মাসের 8 তারিখের বা 8 তারিখসংক্রান্ত। ̃ .কড়াইয়া, ̃ .কৌড়ে বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার। ̃ .কপালিয়া, ̃ .কপালে বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট। স্ত্রী. ̃ .কপালি। আট-খানা করা ক্রি. বি. খণ্ড খণ্ড বা টুকরো টুকরো করা। আট-খানা হওয়া ক্রি. বি. আনন্দে অধীর হওয়া। ̃ ঘাট বি. চার দিক; সমস্ত পথ বা উপায় (আটঘাট বেঁধে কাজ করা)। আটঘাট বেঁধে চলা ক্রি. বি. সমস্ত দিক সামলে চলা। ̃ চল্লিশ বি. বিণ. 48 সংখ্যা বা 48 সংখ্যক। ̃ চালা বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ। ̃ ত্রিশ বি. বিণ. 38 সংখ্যা বা 38 সংখ্যক। ̃ পহর, ̃ পর-আটপ্রহর -এর কথ্য রূপ। ̃ পিঠা, ̃ পিঠে বিণ. 1 আটটি পৃষ্ঠ বা তলযুক্ত; 2 সবরকমের কাজে দক্ষতা আছে এমন। ̃ পৌরে বিণ. অষ্ট প্রহর অর্থাত্ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)। ̃ প্রহর বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)। ̃ ষষ্টি বি. বিণ. 68 সংখ্যা; 68 সংখ্যক। 59)
আটকড়াইয়া, আটকপালিয়া, আটকপালে
(p. 85) āṭakaḍ়āiẏā, āṭakapāliẏā, āṭakapālē দ্র আট। 62)
আধ
(p. 89) ādha বিণ. 1 অর্ধেক, অর্ধ (আধ কেজি চাল); 2 আংশিক (আধময়লা)। [সং. অর্ধ]। আধোআধো বিণ. অসম্পূর্ণ; অপরিস্ফুট (আধোআধো ভাব, আধোআধো বুলি)। আধোআধো.পনা (ব্যঙ্গে) বি. শিশুসুলভ ব্যবহার। ̃ .কপালি, ̃ .কপালে বিণ. অর্ধেক বা আংশিক কপাল জুড়ে আছে এমন। বি. ওইরকম মাথাধরা রোগ। ̃ .খেঁচড়া, আধা.খেঁচড়া বিণ. অসম্পূর্ণ; বিশৃঙ্খলা। ̃ .পাকা বিণ. আংশিক পাকা। ̃ .পাগলা বিণ. পাগলাটে; পাগল নয় অথচ পাগলের মতো হাবভাববিশিষ্ট। ̃ .পেটা বিণ. পেটের অর্ধাঁশ মাত্র ভরে এমন (আধপেটা খাবার)। ক্রি-বিণ. পেটের অর্ধেক ভরে বা অর্ধেক ক্ষুধা মেটে এমনভাবে (দিনের পর দিন আধপেটা খেয়ে)। ̃ বয়সী, আধা-বয়সী বিণ. মাঝবয়সী, মধ্যবয়সী; প্রৌঢ়। ̃ বুড়ো বি.বিণ প্রায় বুড়ো (একটা আধবুড়োর সঙ্গে/আধবুড়ো লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে)। স্ত্রী. ̃ বুড়ি। ̃মনি, ̃মণি বিণ. আধ মন ওজনবিশিষ্ট; আধ মন ওজনের খাবার খায় এমন (আধমনি কৈলাস)। ̃ মরা বিণ. মৃতপ্রায়, অর্ধমৃত। ̃ সিদ্ধ বিণ. অর্ধেক সিদ্ধ হয়েছে এমন (আধসিদ্ধ ডিম)। 90)
উঁচ-কপালে
(p. 119) un̐ca-kapālē বিণ. উঁচু কপালবিশিষ্ট; সৌভাগ্যশালী। [বাং. উঁচু + কপাল + ইয়া এ]। স্ত্রী. উঁচ-কপালি (স্ত্রীলোকের পক্ষে উঁচু কপাল দুর্ভাগ্যসূচক বলে বিবেচিত হওয়ায়) অলক্ষণা। 7)
উপ-মাতা1
(p. 133) upa-mātā1 (-তৃ) বি. (স্ত্রী.) ধাত্রী পালয়িত্রী শিক্ষাদাত্রী পিসি মাসি শাশুড়ি প্রভৃতি মাতৃতুল্যা বা মাতৃস্হানীয়া নারী। [সং. উপ + মাতা]। 27)
কড়ি2
(p. 159) kaḍ়i2 বি. শামুকজাতীয় সামুদ্রিক জীববিশেষের খোল; মুদ্রারূপে ব্যবহৃত ওই দ্রব্য, কপর্দক (বৈদ্যের কড়ি, কানাকড়ি)। ̃ কপালে বিণ. যার অর্থভাগ্য ভালো। [প্রাকৃ. কওড়ী; হি. কৌড়ী]। 8)
কপাট
(p. 163) kapāṭa বি. দরজার পাল্লা, কবাট; আবরণ (মনের কপাট খুলে দিয়েছি)। [সং. + ক √ পাটি = √ পট্ + ণিচ্ + অ]। ̃ ক বি. হৃত্পিণ্ডের কোটর দুটির মধ্যস্হ দরজার মতো রক্তনিয়ামক আবরণ, valve (বি. প.)। ̃ সন্ধি বি. দরজা ও চৌকাঠের সংযোগস্হান। 5)
কপাল
(p. 163) kapāla বি. 1 মাথার খুলি, করোটি; 2 ললাটস্হল; ভ্রূ ও মাথার মধ্যবর্তী অংশ, forehead; 3 ভাগ্য, অদৃষ্ট; 4 কলসির অর্ধাংশ, খাপরা। [সং. ক + √ পালি + অ]। ̃ ক্রমে ক্রি-বিণ. ভাগ্যক্রমে, ভাগ্যগুণে; হঠাত্। কপাল চাপড়ানো ক্রি. বি. হা-হুতাশ করা, আফশোস করা। ̃ জোর বি. ভাগ্যের জোর, ভাগ্যের অনুকূলতা। কপাল ঠুকে কাজে নামা ক্রি. বি. ফলাফল ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কাজ আরম্ভ করা। কপাল ঠোকা ক্রি. বি. 1 মাটিতে মাথা ঠুকে প্রণাম করা, মাথা খোঁড়া; 2 যে কাজের ফল অনিশ্চিত তাতে সাফল্য অর্জনের জন্য মাথা খুঁড়ে দৈবের সাহায্য পাবার চেষ্টা করা। ̃ পোড়া বিণ. হতভাগ্য। কপাল ফেরা ক্রি. বি. ভাগ্যের উন্নতি হওয়া। কপাল ভাঙা ক্রি. বি. ভাগ্যহত হওয়া। ̃ ভৃত্, ̃ মালী বি. (নরমুণ্ডধারী) শিব। কপালের ফের বি. ভাগ্যের বিড়ম্বনা। কপালের লেখা বি. ভাগ্যলিপি, ভবিতব্য। 8)
কপালিনী
(p. 163) kapālinī দ্র কপালী2। 11)
কপালিয়া, কপালে
(p. 163) kapāliẏā, kapālē বিণ. 1 ভাগ্যবান; 2 কপালযুক্ত (আটকপালিয়া, উঁচকপালে)। [সং. কপাল + বাং. ইয়া এ]। 12)
কপালী
(p. 163) kapālī (-লিন্) বি. মহাদেব। বিণ. 1 কপালধারী, কপালযুক্ত; 2 ভাগ্যবান। [সং. কপাল + ইন্]। কপালিনী বিণ. (স্ত্রী.) কপালধারিণী, কপালযুক্ত। বি. কালিকাদেবী। 13)
কপোত
(p. 163) kapōta বি. পায়রা। [সং. ক (=বায়ু) + পোত]। বি. (স্ত্রী.) কপোতী। ̃ পালি বি. পাকা বাড়ির কার্নিশ। ̃ পালী, ̃ পালিকা বি. (স্ত্রী.) পায়রার খোপ। ̃ বৃত্তি বি. কপোতের আচরণ; কপোতের মতো সঞ্চয়হীন জীবিকা। বিণ. কপোতের মতো সদ্য আহরণ করে বাঁচতে হয় এমন; সঞ্চয়হীন বৃত্তিসম্পন্ন। কপোতারি বি. শ্যেন, বাজপাখি। কপোতেশ্বর বি. মহাদেব। 24)
করাঘাত
(p. 167) karāghāta বি. চড়, চপেটাঘাত, চাপড়; হাত বা করতল দিয়ে আঘাত (কপালে করাঘাত)। [সং. কর3 + আঘাত]। 27)
কাপালিক
(p. 181) kāpālika বি. 1 নরকপালধারী ও শ্মশানবাসী বামাচারী তান্ত্রিকবিশেষ, তান্ত্রিক সন্ন্যাসীবিশেষ; 2 কপালী বা কপালিজাতি, কৃষিজীবী হিন্দু জাতিবিশেষ। [সং. কপাল + ইক]। 59)
খোটেল
(p. 234) khōṭēla বিণ. বি. ধূর্ত, ধড়িবাজ (আচ্ছা খোটেল লোকের পাল্লায় পড়েছি)। [দেশি]। 10)
গড্ডল, গড্ডর
(p. 236) gaḍḍala, gaḍḍara বি. ভেড়া; গাড়ল। [অর্বাচীন সং.]। গড্ডলিকা, গড্ডরিকা বি. (স্ত্রী.) 1 ভেড়ার পালের মধ্যে সবার আগে আগে চলে যে ভেড়ি; 2 এক মেষের অনুবর্তী মেষের দল। গড্ডলিকা প্রবাহ বি. পালের ভেড়ারা যেমন অন্ধের মতো অগ্রবর্তী ভেড়া বা ভেড়ির অনুসরণ করে, তেমনি ভালো-মন্দ বিচার না করে অন্যান্য সকলের সঙ্গে অগ্রবর্তীর অনুসরণ। 30)
গেরো2
(p. 256) gērō2 বি. ফ্যাসাদ; বিপদ, ফের (কপালের গেরো); কুগ্রহ, গ্রহের অমঙ্গলজনক ক্রিয়া। [সং. গ্রহ]। 32)
গোদ
(p. 256) gōda বি. পা ফোলা রোগ, শ্লীপদ। [দেশি]। গোদা বি. বিণ. 1 গোদযুক্ত; 2 অত্যন্ত স্হূল বা মোটা (গোদা লোকটা); 3 (মন্দ অর্থে) প্রধান ব্যক্তি, নায়ক (পালের গোদা)। গোদের উপর বিষফোঁড়া এক যন্ত্রণার উপর তীব্রতর আরেক যন্ত্রণা। 80)
গোরখা, গোর্খা
(p. 256) gōrakhā, gōrkhā বি. নেপালের যোদ্ধা জাতিবিশেষ। 133)
ছার
(p. 304) chāra বি. 1 ক্ষার, ছাই, ভস্ম ('রাগ দ্বেষ মোহ লইআ ছার' : চর্যা); 2 ধ্বংসাবশেষ ('এক ভস্ম আর ছার'); 3 তুচ্ছ বা নগণ্য লোক (আমরা কোন ছার); 4 অসার বস্তু (এ কোন ছার)। বিণ. 1 অধম; 2 হেয়, তুচ্ছ, নগণ্য; 3 অসার। [সং. ক্ষার]। ̃ কপালে বিণ. বি. হতভাগা, হতভাগ্য। স্ত্রী. ̃ কপালি। ̃ খার বি. সর্বনাশ; অধঃপাত। বিণ. ভস্মতূল্য সারহীন, ধ্বংসীভূত, উত্সন্ন (ছারখার হওয়া)। 46)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086930
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773590
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1371176
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723208
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700615
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596369
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551564
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543314

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন