Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রখরা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনুজ্জ্বল
(p. 25) anujjbala বিণ. 1 উজ্জ্বল বা দীপ্তিযুক্ত নয় এমন (অনুজ্জ্বল আলোক, অনুজ্জ্বল সকাল); 2 প্রখরতাহীন (অনুজ্জ্বল মেধা)। [সং. ন + উজ্জ্বল]। 93)
উগ্র
(p. 119) ugra বিণ. 1 প্রচণ্ড, ঘোর, তীব্র, চড়া (উগ্র তেজ, উগ্র গন্ধ); 2 কর্কশ, কোপন (উগ্র স্বভাব); 3 রূঢ়, নিষ্ঠুর। [সং. √ উচ্ + র]। বি. ̃ তা। ̃ কণ্ঠ, ̃ স্বর বিণ. কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কর্মা (-র্মন্) বিণ. ভয়ানক বা হিংসাজনক কাজ করে এমন। ̃ ক্ষত্রিয় বি. (মূলত বর্ধমান জেলার ও তত্সন্নিহিত রাঢ় অঞ্চলের) হিন্দু সম্প্রদায়বিশেষ, আগুরি। ̃ চণ্ডা বিণ. অত্যন্ত কোপনস্বভাব; অত্যন্ত ক্রোধী; প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট। উগ্র জাতীয়তা-বাদ বি. নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্হাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ। ̃ পন্হী বিণ. দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক। বি. ̃ পন্হা। ̃ প্রকৃতি, ̃ স্বভাব বিণ. ক্রোধী, ক্রোধপরায়ণ; চড়া মেজাজযুক্ত। ̃ বীর্য বিণ. তীব্র তেজঃপূর্ণ। ̃ মূর্তি বিণ. অতি ক্রুদ্ধ বা ভয়ংকর মূর্তিবিশিষ্ট। উগ্রা বিণ. স্ত্রী. অতি কোপনস্বভাবা ও কলহপরায়ণা। বি. 1 প্রখরা নারী; 2 যোগিনীবিশেষ। 22)
উষ্ম, উষ্মা
(p. 139) uṣma, uṣmā (ষ্মন্) বি. 1 তাপ; 2 গ্রীষ্মকাল; 3 প্রখরতা; 4 ক্রোধ; উত্তেজনা; 5 তাপমাত্রা, temperature (বি. প.)। [সং. √ ঊষ্ + ম, মন্]। ̃ বর্ণ বি. (ব্যাক.) শ্বাসবায়ুর প্রাধান্যযুক্ত চারটি বর্ণ, যথা শ ষ স হ spriants. উষ্মা প্রকাশ করা ক্রি. বি. রাগ করা। 16)
ঔজ্জ্বল্য
(p. 155) aujjbalya বি. উজ্জ্বলতা, দীপ্তি; প্রখরতা; চাকচিক্য, চেকনাই। [সং. উজ্জ্বল + য]। 7)
গন-গন, গন্-গন্
(p. 240) gana-gana, gan-gan বি. অব্য. অগ্নিশিখার প্রজ্বলনের আওয়াজ বা তার প্রখরতার ভাবসূচক (গনগন করছে)। গন-গনে বিণ. তেজালো, লেলিহান ('গনগনে দুপুরে কিংবা অবিশ্বাসের রাতে': শ. ঘো.)। 6)
চন-চন
(p. 278) cana-cana অব্য. বি. বেদনা প্রবাহ প্রখরতা বা পরিপূর্ণতাসূচক ধ্বনিবিশেষ। [ধ্বন্যা.]। চন-চনে বিণ. চনচন করে এমন। 7)
ধার৩
(p. 433) dhāra3 বি. 1 প্রান্ত, কিনারা (রাস্তার ধার দিয়ে চলো); 2 তীক্ষ্ণতা (ছুরির ধার পরীক্ষা করছি); 3 প্রখরতা (কথার ধার, বুদ্ধির ধার); 4 কূল, তীর (নদীর ধার); 5 ঋণ (টাকা ধার দেওয়া); 6 তোয়াক্কা (আমি কারও ধার ধারি না)। [বাং. ধার সং. √ ধৃ + অ]। ধার করা ক্রি. বি. দেনা করা, ঋণ নেওয়া। ধার দেওয়া ক্রি. বি. ঋণ দেওয়া। ধার ধারা ক্রি. বি. 1 ঋণবদ্ধ হওয়া; 2 সম্পর্ক বা তোয়াক্কা রাথা ('কারো কথার ধার ধারি না, সব ব্যাটাকেই চিনি': সু. রা.)। ধার নেওয়া-ধারকরা -র অনুরূপ। ধার শোধ করা ক্রি. বি. দেনা চুকিয়ে দেওয়া। ধারে কাটা ক্রি. বি. স্বাভাবিক দক্ষতা বা বুদ্ধির জোরে কার্যোদ্ধার হওয়া। ধারে ডোবা ক্রি. বি. প্রচুর দেনায় জড়িয়ে পড়া। 67)
প্রখর
(p. 537) prakhara বিণ. 1 অতিশয় তীক্ষ্ণ বা ধারালো (প্রখর খ়ড্গ); 2 তীব্র, কড়া (প্রখর রৌদ্র, প্রখর তেজ)। [সং. প্র + খর]। বি. ̃ তা, ̃ ত্ব। স্ত্রী. প্রখরা।
প্রদীপ
(p. 546) pradīpa বি. 1 দীপ বাতি (আঁধার ঘরের প্রদীপ); 2 আলো (নিষ্প্রদীপ রাত্রি); 3 আলোকস্বরূপ শ্রেষ্ঠ ব্যক্তি (কুরুকুলপ্রদীপ)। [সং. প্র + √ দীপ্ + অ]। ̃ ক বিণ. উজ্জ্বলকারী; উদ্দীপক; প্রকাশক। ̃ ন বি. উজ্জ্বলকরণ; উদ্দীপন; প্রকাশন। প্রদীপ্ত বিণ. প্রখররূপে উজ্জ্বল (প্রদীপ অগ্নি, প্রদীপ্ত তেজ)। প্রদীপ্তি বি. 1 প্রখর উজ্জ্বলতা (তীব্র আলোকের প্রদীপ্তিতে চোখ ধাঁধিয়ে গেল); 2 জ্বলন্ত অবস্হা। 27)
প্রাখর্য
(p. 554) prākharya বি. তীক্ষ্ণতা, প্রখরতা (রৌদ্রের প্রাখর্য, বুদ্ধির প্রাখর্য)। [সং. প্রখর + য]। 3)
রোদ
(p. 750) rōda বি. রৌদ্র -র কথ্য রূপ ('রোদের ঝিকিমিকি': রবীন্দ্র)। রোদ ওঠা ক্রি. বি. 1 সূর্যালোক প্রকাশ পাওয়া; 2 মেঘ বা অন্ধকার কেটে গিয়ে সূর্যের আলো দেখা দেওয়া। রোদ পড়া ক্রি. বি. রোদের তেজ বা প্রখরতা কমে যাওয়া, বিকাল হওয়া (রোদ পড়লে বাড়ি থেকে বেরিয়ো)। রোদ পোহানো ক্রি. বি. (প্রধানত শীতের সময়) রোদের তাপ উপভোগ করা। রোদে দেওয়া ক্রি. বি. সূর্যতাপে শুকানোর জন্য মেলে দেওয়া। রোদে পোড়া ক্রি. বি. রোদের তাপে কষ্ট পাওয়া। 22)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083934
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772167
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369907
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722723
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700007
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595871
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550100
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন