Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রমোদিত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আক্রীড়
(p. 82) ākrīḍ় বি. 1 প্রমোদবন; 2 ক্রীড়াভূমি; 3 আখড়া। [সং. আ + √ ক্রীড়্ + অ]। 10)
কাপ্তান1, কাপ্তেন
(p. 181) kāptāna1, kāptēna বি. 1 জাহাজের অধ্যক্ষ; 2 সেনাপতি; 3 খোলায়াড়দের প্রধান বা দলপতি; 4 (অশি.) হীন আমোদপ্রমোদরত ও ইয়ারদের পৃষ্ঠপোষক ধনী ব্যক্তি। [ইং. captain]। 63)
কেলি
(p. 207) kēli বি. 1 প্রমোদ, বিহার (কেলিকুঞ্জ); 2 ক্রীড়া, কৌতুক (জলকেলি)। [সং. √ কিল্ + ই]। ̃ কদম্ব বি. 1 শ্রীকৃষ্ণলীলার প্রসঙ্গে স্মরণীয় কদম্ব গাছ; 2 একরকম কদমফুল। ̃ কুঞ্জ বি. প্রমোদকানন। ̃ গৃহ বি. প্রমোদভবন। 20)
নর্ম
(p. 447) narma (-র্মন্) বি. 1 ক্রীড়া; 2 রঙ্গ, কৌতুক; 3 প্রমোদ, প্রমোদবিহার (নর্মসহচরী); 4 পরিহাস (নর্মযুক্ত বচন)। [সং. √ নৃ + মন্]। ̃ সখী, ̃ সঙ্গিনী, ̃ সহচরী বি. ক্রীড়াসঙ্গিনী প্রমোদসঙ্গিনী। ̃ সচিব, ̃ সহচর বি. ক্রীড়াসঙ্গী; বিদূষক; পারিষদ, মোসাহেব। 81)
প্রমোদ
(p. 550) pramōda বি. 1 আনন্দ; 2 আমোদ; 3 বিলাস (প্রমোদভবন, 'প্রমোদে ঢালিয়া দিনু মন': রবীন্দ্র)। [সং. প্র + √ মুদ্ + অ]। ̃ ন বি. আনন্দদান। বিণ. আনন্দদায়ক। ̃ ভ্রমণ বি. আনন্দের জন্য ভ্রমণ। প্রমোদিত বিণ. প্রমোদবিশিষ্ট; তুষ্ট; আমোদিত। প্রমোদী (-দিন্) বিণ. আনন্দদায়ক। 3)
বাগান
(p. 591) bāgāna বি. উদ্যান, উপবন। [ফা. বাগ]। ̃ বাড়ি বি. বাগানশোভিত বা বাগানসমন্বিত প্রমোদভবন। 63)
বিহার2
(p. 630) bihāra2 বি. 1 ক্রীড়া (জলবিহার); 2 রতিক্রীড়া; 3 ক্রীড়ার্থ ভ্রমণ বা বিচরণ; 4 বৌদ্ধ মঠ। [সং. বি + √ হৃ + অ]। বিহারী (-রিন্) বিণ. বিচরণকারী; প্রমোদরত (রাসবিহারী, বনবিহারী)। স্ত্রী. বিহারিণী। 45)
মধু
(p. 676) madhu বি. 1 পুষ্পরস, মৌ (ফুলের মধু, পদ্মমধু); 2 মিষ্ট রস, মিষ্ট পদার্থ; 3 মদ্য, সুরা; 4 চৈত্রমাস (মধুমাস); 5 বসন্তকাল ('কালি মধু যামিনীতে': রবীন্দ্র); 6 (আল.) মাধুর্য ('গোকুলে মধু ফুরায়ে গেল': ন. ভ.); 7 দৈত্যবিশেষ। বিণ. 1 মধুবত্ মিষ্ট বা স্বাদু; 2 মধুর (মধুকণ্ঠ); 3 মধুপূর্ণ (মধুমালতী)। [সং √ মন্ (=মধ্) + উ]। ̃ ক, ̃ .কর, ̃ প, ̃ .পায়ী (-য়িন্), ̃ .ব্রত, ̃ .ভৃত্, ̃ .মক্ষিকা বি. 1 ভ্রমর; 2 মৌমাছি। ̃ .কণ্ঠ বিণ. মধুর স্বরবিশিষ্ট। ̃ .করী বি. 1 (স্ত্রী.) ভ্রমরা; 2 স্ত্রী-মৌমাছি। ̃ .কাল বি বসন্তকাল। ̃ .কোষ, ̃ .ক্রম, ̃ .চক্র, ̃ .চ্ছত্র, ̃ .জালক বি মৌচাক। ̃ .চন্দ্র ̃ .চন্দ্রিকা বি. বিবাহের অব্যবহিত পরে নববিবাহিত দম্পতির প্রমোদভ্রমণ, honeymoon. ̃ .নিশি, ̃ .যামিনী, ̃ .রাতি বি. 1 বসন্তকালের রাত্রি; 2 মনোরম রাত্রি। ̃ .পর্ক বি. ঘি মধু দই দুধ শর্করা মিশিয়ে পুণ্যকর্মে ব্যবহৃত বস্তু। ̃ .বন বি. বৃন্দাবনের বনবিশেষ, মথুরার অন্তর্গত বনবিশেষ। ̃ .বর্ষী (-র্ষিন্) বিণ. মধু বর্ষণকারী; অত্যন্ত মধুর। ̃ .মন্তী বি. সংগীতের রাত্রিকালীন রাগিণীবিশেষ। ̃ .ময় বিণ. মধুতে ভরা; মধুমাখা; অতি মধুর। ̃ .মাধব বি. চৈত্র ও বৈশাখ মাস। ̃ .মাধবী বি মদ সুরা। ̃ .মাস বি. চৈত্রমাস। ̃ .লিহ, ̃ .লেহ, ̃ .লেহী বি. ভ্রমর। ̃ .সখ বি. কোকিল। ̃ .স্বর বি. 1 মধুর কণ্ঠস্বর; 2 কোকিল। 87)
লীলা
(p. 760) līlā বি. 1 কেলি, প্রমোদ, প্রমোদপূর্ণ ক্রীড়া; 2 হাবভাব (লীলায়িত, সলীল); 3 অন্তরের আনন্দ বাইরে প্রত্যক্ষগোচর করার মনোবৃত্তি; 4 দেবতার খেলা (রাসলীলা); 5 দেবতা বা মানুষের নির্দিষ্টকালব্যাপী কার্যকলাপ (জীবলীলা, ভবলীলা, কৃষ্ণের নরলীলা); 6 গূঢ় ধর্মপূর্ণ কেলা বা কাজ ('কে বোঝে তোমার লীলা লীলাময়ী তারা')। [সং. লী + √ লা + অ + আ]। ̃ .কমল, ̃ .পদ্ম বি. কেলিপদ্ম, খেলাচ্ছলে করধৃত পদ্ম। ̃ .কানন বি. প্রমোদ-উদ্যান। ̃ .ক্ষেত্র, ̃ .ভূমি বি. ক্রিয়াকলাপের স্হান (সাধনার লীলাক্ষেত্র)। ̃ .খেলা বি. 1 বিশেষ গূঢ় বা তাত্পর্যপূর্ণ খেলা বা কার্য; 2 ক্রীড়া-কৌতুক। লীলাখেলা সাঙ্গ হওয়া ক্রি. বি. 1 কার্যকলাপ শেষ হওয়া। ̃ .চঞ্চল বিণ. লীলাভরে অস্হির, মধুর চপলতাপূর্ণ। ̃ .বতী বিণ. (স্ত্রী.) লীলাচঞ্চল; হাবভাবযুক্ত। বি. ভাস্করাচার্য-প্রণীত গণিতগ্রন্হবিশেষ। ̃ .ময় বিণ. লীলাপূর্ণ, আনন্দময়; যাঁর কার্যকলাপ মানুষ বুঝতে পারে না এমন (লীলাময় ঈশ্বর, লীলাময় ব্রহ্ম)। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .য়িত বিণ. মনোহর ভঙ্গিযুক্ত। ̃ .য়িতা। ̃ .স্মিত বি. মধুর বা নির্মল হাসি। 64)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2075488
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769275
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366661
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721248
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698297
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594848
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545954
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542385

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন