Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফাটা]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কাঠ
(p. 179) kāṭha বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। ̃ কয়লা বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। ̃ কুড়ানি, ̃ কু়ড়নি বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। ̃ খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠা ও পরিশ্রম করা। ̃ খোলা বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। ̃ গড়া বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. ̃ গোলা বি. কাঠের আড়ত। ̃ গোলাপ বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ। ̃ ঝুনো বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন। ̃ ঠোকরা বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker. ̃ পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ। ̃ ফড়িং বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ। ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)। ̃ বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না। ̃ বিড়াল বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. ̃ বিড়ালী। ̃ মল্লিকা বি. বনমল্লিকা। কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। 30)
কান2
(p. 181) kāna2 বি. 1 শ্রবণেন্দ্রিয়; 2 সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি; 3 কানের অলংকারবিশেষ। [সং. কর্ণ]। কান কাটা যাওয়া (আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)। কান-কাটা বিণ. নির্লজ্জ, বেহায়া। কান খাড়া করা ক্রি. বি. শোনার জন্য উত্কর্ণ হওয়া। কান দেওয়া ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)। কান ধরা ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া। কান পাকা ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা। কান পাতা ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া। কান ভাঙানো ক্রি. বি. কারও বিরুদ্ধে অপর কাউকে কিছু বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা। কান ভারী করা ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা। কান মলা ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা। কানে আঙুল দেওয়া ক্রি. বি. (অশ্রাব্য কিছু) শুনতে না চাওয়া। কানে ওঠা ক্রি. বি. কর্ণগোচর হওয়া। কানে তালা লাগা ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া। কানে তোলা ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); 2 গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)। কানে ধরে বলা ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো। কানে লাগা ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া। ̃ কোটারি বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে। ̃ খুশকি, ̃ খুস্কি বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি। কান-পাতলা বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন। কান-ফাটা, কান-ফাটানো বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত। কান-বালা বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ। কানা-কানি বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা। কানা-ঘুষা, কানা-ঘুষো বি. গোপন রটনা। কানে কানে ক্রি-বিণ. মৃদুস্বরে; চুপি চুপি; কানের কাছে মুখ নিয়ে; (আঞ্চ.) কানায় কানায়। কানে-খাটো বিণ. কানে কম শোনে এমন। কানে তুলো গোঁজা (দেওয়া) ক্রি. বি. ইচ্ছা করে না শোনা। 20)
ক্যাপ
(p. 210) kyāpa বি. 1 পাতলা টুপি (ক্যাপ মাথায় দেওয়া); 2 ছোটদের খেলনা বন্দুক বা পিস্তলের টোটা হিসাবে ব্যবহৃত বাবুদের টিপ (পুজোর সময় সব ছেলেই ক্যাপ ফাটায়) ; 3 শিশিবোতলের ধাতব ঢাকনি। [ইং. cap]। 122)
চটা1
(p. 275) caṭā1 বি. 1 বাখারি, বাঁশের পাতলা ফালি (চটার বেড়া); 2 ধাতুদ্রব্যের বা কাঠের জিনিসের ফাটা অংশ, চাকলা (চটা উঠে গেছে)। চটা 3]। 26)
চটা৩
(p. 275) caṭā3 ক্রি. 1 চিড় খাওয়া, ফাট ধরা, বিদীর্ণ হওয়া; 2 হ্রাস পাওয়া, নষ্ট হওয়া (রং চটে গেছে, ভক্তি চটেছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √চট্ (ভেদ করা, বিদীর্ণ করা) + বাং. আ]। ̃ নো ক্রি. 1 ফাটানো (বাঁশটা চটাতে হবে); 2 চাকলা উঠানো। বি. বিণ. উক্ত অর্থে। 28)
চট৩
(p. 275) caṭa3 অব্য. হঠাত্ ফাটা বা চড় মারার বা অনুরূপ কিছুর শব্দ। [সং. √চট্]। ̃ চট1 অব্য. ক্রমাগত চট শব্দ। 18)
চিড়
(p. 288) ciḍ় বি. 1 ফাটল, ফাট, বিদারণ; 2 ফাটার সরু রেখা বা চিহ্ন। [দেশি]। চিড় খাওয়া, চিড় ধরা ক্রি. বি. ফাট ধরা সরু ফাটল তৈরি হওয়া (কাঠে চিড় ধরেছে); 2 (আল.) ভেঙে যাবার উপক্রম হওয়া (তাদের বন্ধুত্বে চিড় ধরছে)। 21)
ছাতি2
(p. 304) chāti2 বি. 1 বুকের পাটা বা বিস্তার, ছিনা; 2 (আল.) সাহস। [হি. ছাতী]। ছাতি ফাটা ক্রি. বি. বুক বিদীর্ণ হওয়া (পিপাসায় ছাতি ফাটা)। ছাতি ফোলানো ক্রি. বি. 1 বুক ফোলানো; 2 (আল.) গর্ব বা শক্তিমত্তা জাহির করা। 13)
টসকা, টসকানো
(p. 341) ṭasakā, ṭasakānō ক্রি. 1 অস্বাভাবিক হওয়া; 2 ভগ্নস্বাস্হ্য হওয়া (শরীরটা টসকেছে); 3 সহজে ভেঙে যাওয়া বা নষ্ট হওয়া (সে অত সহজে টসকাবে না)। বি. উক্ত সব অর্থে। [তু. হি. √ টস্ = ফাটা, মচকানো]। 56)
দম2
(p. 398) dama2 বি. 1 নিশ্বাসপ্রশ্বাস (দম বন্ধ হয়ে যাচ্ছে); 2 গৃহীত শ্বাস, প্রশ্বাস (দম ফুরিয়ে আসছে); 3 প্রাণবায়ু (দম বেরিয়ে যায়); 4 গাঁজা তামাক ইত্যাদির ধোঁয়া জোর টান দিয়ে পান (গাঁজায় দম); 5 ভাঁওতা, বোকা বানানো (দম দিয়ে ভুলানো); 6 ভাপ, মৃদু আঁচ (দমে বসানো মাংস); 7 ব্যঞ্জনবিশেষ (আলুর দম); 8 স্প্রিংযুক্ত যন্ত্রকে মোচড় বা পাক দিয়ে সচল করা (ঘড়িতে দম দেওয়া, খেলনায় দম দেওয়া)। [ফা. দম্]। দম দেওয়া ক্রি. বি. 1 ঘড়ির মেশিন ইত্যাদি চালু করার জন্য স্প্রিঙে পাক দেওয়া; 2 গাঁজা ইত্যাদির নেশা করা। দম নেওয়া ক্রি. বি. প্রশ্বাস নেওয়া, শ্বাস নেওয়া। দম ফাটা ক্রি. বি. শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে না পারার ফলে বুক ফেটে যাওয়া; (আল.) গোপন হৃদয়াবেগে অস্হির হওয়া। ̃ ফাটা হাসি বি. বুক ফেটে যাবার উপক্রম হয় এমন প্রবল হাসি। দম ফুরানো ক্রি. বি. ক্লান্ত হয়ে পড়া। দম বার হওয়া, দম বেরিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত শ্রান্ত বা ক্লান্ত হওয়া। 9)
দমফাটা
(p. 398) damaphāṭā দ্র দম2। 20)
দাগ-রাজি
(p. 402) dāga-rāji বি. 1 (ছাদ ইত্যাদির) ভাঙা বা ফাটা মেরামত; 2 জীর্ণসংস্কার। [ফা. দাগ্রাজী]। 47)
দীর্ণ
(p. 408) dīrṇa বিণ. 1 বিদারিত (দীর্ণবিদীর্ণ); 2 ভাঙা, ফাটা ('যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার': রবীন্দ্র); 3 ভীত। [সং. √ দৃ + ত]।
ফট
(p. 560) phaṭa বি. ফাটার শব্দ। [ধ্বন্যা.]। ̃ ফট বি. ক্রমাগত (ফট) শব্দ। ফটা-ফট ক্রি-বিণ. ফট ফট শব্দে, ফট ফট করে (ফটাফটা কাঠ ফাটছে)। 14)
ফাট
(p. 564) phāṭa বি. বিদারণ, ফাঁক, চিড় (কাঠে ফাট ধরেছে)। [ফাটা দ্র]। ̃ ন বি. ফেটে যাওয়া। ̃ ল বি. চিড়, ছিদ্র (দেওয়ালের ফাটল, সংসারে ফাটল, বন্ধুত্বে ফাটল)। 9)
ফাটকা
(p. 564) phāṭakā বি. 1 (প্রধানত পণ্যদ্রব্যের ব্যবসায়মূল্যের হ্রাসবৃদ্ধির ঝুঁকি নিয়ে) টাকা খাটানো; 2 (তাস নিয়ে) জুয়াখেলাবিশেষ। [হি. ফাটা]। ̃ বাজ বি. পণ্যদ্রব্যের জুয়াড়ি। ̃ বাজি বি. পণ্যদ্রব্য নিয়ে ফাটকা করা। 11)
ফাটা
(p. 564) phāṭā ক্রি. 1 বিদীর্ণ হওয়া (বুক ফেটে যায়, 'দেখিয়া পরাণ ফাটে': চণ্ডী); 2 চিরে যাওয়া, চিড় খাওয়া (তক্তা ফাটা, ছাদ ফেটে জল পড়ে); 3 ফাটানো (দেওয়ালটা ফাটাচ্ছে কেন? চেঁচিয়ে আকাশ ফাটায়)। বিণ. বিদীর্ণ। বি. 1 বিদারণ; 2 বিদীর্ণ স্হান, ফাটল। [সং. √ স্ফট্ বাং. √ ফাট্ + আ]। ফাটা কপাল বি. দুর্ভাগ্য। ̃ নো ক্রি. বি. বিদীর্ণ করা, ফাড়া। বিণ. বিদীর্ণ। ̃ ফাটি বি. পরস্পর মারামারি; প্রবল দ্বন্দ্ব (মাথা-ফাটাফাটি)। 13)
ফাড়া
(p. 564) phāḍ়ā ক্রি. বি. চিরে ফেলা; ছেঁড়া; ফাটানো (কাঠ ফাড়া)। বিণ. উক্ত অর্থে। [সং. √ স্ফট্ বাং. ফাড়্ + আ]। ̃ নো ক্রি. বি. পরের দ্বারা চেরানো। বিণ. উক্ত অর্থে। 14)
ফুটি
(p. 567) phuṭi বি. পাকলে ফেটে যায় এমন কাঁকুড়জাতীয় ফলবিশেষ। [সং. স্ফুটি]। ̃ ফাটা বিণ. ফুটির মতো সম্পূর্ণ ফেটে গেছে এমন (খরায় মাটি ফুটিফাটা হয়েছে)। 10)
বুক1
(p. 633) buka1 বি. 1 পাঁজর দিয়ে ঘেরা দেহের উপরাংশের সামনের দিক, বক্ষস্হল (বুকের ব্যথা); 2 বুকের ছাতি (বুক ফুলিয়ে দাঁড়াও); 3 হৃদয়, অন্তর (বুকভরা ভালোবাসা)। [সং. বক্ষঃ, বুক্ক]। বুক কাঁপা ক্রি. বি. ভয়ে কাঁপা (আমার বুক কাঁপছে)। বুক চাপড়ানো ক্রি. বি. শোকপ্রকাশ করে বারবার বুকে চাপড় মারা। বুক চিতানো ক্রি. বি. সাহস বা দম্ভ প্রকাশ করা। ̃ জল বি. বুক পর্যন্ত ডোবে এমন গভীর জল। বুক জুড়ানো ক্রি. বি. মনে শান্তি পাওয়া। ̃ জুড়ানো বিণ. মনে শান্তি দেয় এমন (বুকজুড়ানো ধন)। ̃ জোড়া বিণ. বুক বা অন্তর জুড়ে থাকে এমন (বুকজোড়া ধন)। বুক ঠোকা ক্রি. বি. বুকে আঘাত করে সাহস প্রকাশ করা বা মনে সাহস আনা। ̃ ডন বি. ব্যায়ামের প্রক্রিয়াবিশেষ। বুক ঢিপ ঢিপ করা ক্রি. বি. ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া। বুক দশ হাত হওয়া, বুক ফুলে ওঠা ক্রি. বি. গর্বিত বা আনন্দিত হওয়া; খুব উত্সাহিত হওয়া। বুক দিয়ে পড়া ক্রি. বি. যথাসাধ্য সাহায্য করতে এগিয়ে আসা। বুক ফাটা ক্রি. বি. (দুঃখে বা বেদনায়) অন্তর বিদীর্ণ হওয়া। বুক ফাটে তো মুখ ফোটে না অন্তরের গোপন কথা বা বাসনা প্রবল ইচ্ছাসত্ত্বেও মুখে উচ্চারিত না হওয়া। ̃ ফাটা বিণ. অত্যন্ত বেদনাদায়ক, হৃদয়বিদারক (বুকফাটা কান্না)। বুক ফোলানো ক্রি. বি. গর্বিত ভাব প্রকাশ করা। বুক বাঁধা ক্রি. বি. বিপদে ধৈর্য ও সাহস অবলম্বন করা। বুক ভাঙা ক্রি. বি. অত্যন্ত মনঃকষ্ট হওয়া, উত্সাহ ও আশা নষ্ট হওয়া। ̃ ভাঙা বিণ. 1 আশা ও উত্সাহ নষ্ট হয়েছে এমন; 2 মর্মান্তিক। বুক শুকানো ক্রি. বি. ভয়ের জন্য সাহস বা উত্সাহ দূর হওয়া; অত্যন্ত নিরুত্সাহ হওয়া। বুকে ঢেকির পাড় পড়া ক্রি. বি. 1 ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া; 2 হিংসায় অত্যন্ত মনঃকষ্ট হওয়া। বুকেপিঠে করে মানুষ করা ক্রি. বি. অত্যন্ত আদরযত্নে লালনপালন করা। বুকে বসে দাড়ি ওপড়ানো ক্রি. বি. আশ্রয়দাতার বা প্রতিপালকের অনিষ্ট। বুকে বাঁশ ডলা ক্রি. বি. খুব নির্যাতন করা। বুকের পাটা বি. 1 বুকের ছাতি; 2 (আল.) সাহস; 3 দুঃসাহস ('তবু কালী বলে ডাকি, সাবাস আমার বুকের পাটা': রা. প্র.)। বুকের রক্ত চুষে খাওয়া ক্রি. বি. (আল.) অত্যাচার করে মৃত্যু বা সর্বনাশের দিকে ঠেলে দেওয়া। বুকের রক্ত দিয়ে ক্রি-বিণ. অন্যের উপকারের জন্য নিজের ক্ষতি স্বীকার করে। বুকে হাত দিয়ে বলা ক্রি. বি. সাহসের সঙ্গে বা বিবেকের নির্দেশ মেনে বলা। বুকে হাঁটা ক্রি. বি. হামাগুড়ি দেওয়া। 2)
ভুড়-ভুড়
(p. 668) bhuḍ়-bhuḍ় বি. অব্য. ক্রমাগত বুদ্বুদ ফাটার শব্দ। [ধ্বন্যা.]। ভুড়-ভুড়ি বি. বুদ্বুদ। 7)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083774
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772139
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369873
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722720
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699988
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595862
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549351
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543076

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন