Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ব্যাখ্যা; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-গত
(p. 25) anu-gata বিণ. 1 মতের অনুসারী, মত অনুসারে চলে এমন (পিতার অনুগত); 2 অধীন; 3 আশ্রিত; 4 অনুগ (মূলের অনুগত ব্যাখ্যা)। [সং. অনু + √ গম্ + ত]। 78)
অব্যাখ্যা
(p. 50) abyākhyā বিণ. ব্যাখ্যা করা হয়নি এমন, বর্ণনা করা বা বিবৃত করা হয়নি এমন। [সং. ন + ব্যাখ্যাত]। 37)
অর্থোদ্-ঘাটন
(p. 62) arthōd-ghāṭana বি. অর্থের প্রকাশ; অর্থের বোধ; অর্থের ব্যাখ্যা [সং. অর্থ2 + উদঘাটন]। 16)
আখ্যা
(p. 82) ākhyā বি. সংজ্ঞা, নাম; উপাধি। [সং. আ + √ খ্যা + অ + (স্ত্রী) আ]। ̃ তা বিণ. সংজ্ঞাপ্রাপ্ত; কথিত, পরিচিত; ব্যাখ্যাত। ̃ ন বি. কাহিনী, গল্প; ইতিহাস। ̃ .য়ক বি. কথক; প্রচারক। ̃ .য়িকা বি. কাহিনী। ̃ য়ী (-য়িন্) বিণ. বর্ণনাকারী, কথক। আখ্যেয় বিণ. আখ্যাযুক্ত, নামবিশিষ্ট; কথনীয়। 33)
কথক
(p. 160) kathaka বি. 1 পুরাণাদি গ্রন্হের ব্যাখ্যাকারক বা পাঠক; 2 বক্তা। [সং. √ কথ্ + অক]। ̃ ঠাকুর বি. যে ব্রাহ্মণ পুরাণাদি গ্রন্হ পাঠ এবং ব্যাখ্যা করেন। ̃ তা বি. কথকের বৃত্তি; পুরাণাদি পাঠ ও ব্যাখ্যা। 10)
কারিকা
(p. 185) kārikā বি. 1 ছন্দোবদ্ধ ব্যাখ্যা; 2 অল্পাক্ষর ব্যাখ্যার দ্বারা বহু অর্থের বোধক কবিতা; 3 শিল্পকর্ম; 4 (স্ত্রী.) কর্মসম্পাদিকা। বিণ. কর্মসম্পাদিকা, কারয়িত্রী। [সং. √ কৃ + অক + আ]। 26)
কু1
(p. 192) ku1 বি. 1 পৃথিবী; 2 আগম-নিগমাদি বেদাঙ্গের ব্যাখ্যা ('কু-কথায় পঞ্চমুখ': ভা. চ.); 3 পাপ, দোষ, অমঙ্গল (কু পরিহার করা)। বিণ. 1 মন্দ, কুত্সিত (কুকথা, কু-অভ্যাস); 2 অমঙ্গলজনক (কুদৃষ্টি, কুলক্ষণ); 3 কুটিল, দুষ্ট (কুমন্ত্রণা); 4 দুর্লভ (কু-আশা)। [সং. √ কু + উ]। 6)
কুকথা
(p. 192) kukathā বি. 1 কুত্সিত কথা; দুর্বাক্য; অশ্লীল কথা; 2 (বিরল) 'কু' অর্থাত্ পৃথিবী সম্বন্ধে কথা বা তত্ত্ব অথবা আগম-নিগমাদি বেদাঙ্গের ব্যাখ্যা ('কুকথায় পঞ্চমুখ': ভা. চ.)। [সং. কু + কথা]। 43)
কৈফিয়ত,
(p. 207) kaiphiẏata, (বর্জি.) কৈফিয়ত্ বি. 1 কারণের ব্যাখ্যা, কারণপ্রদর্শনসহ জবাব (আমার এই কাজের জন্য উপরওয়ালা কৈফিয়ত চেয়েছে); 2 জমা-খরচের বিস্তারিত বিবরণ, হিসাবনিকেশ (কৈফিয়ত কাটা, কৈফিয়ত মেলানো)। [আ. কইফিয়ত্]। 45)
কৌমুদী
(p. 210) kaumudī বি. 1 জ্যোত্স্না, চাঁদের আলো; 2 (শব্দের শেষে সমাসবদ্ধ হলে) আলোকিত করে এমন ব্যাখ্যা (ব্যাকরণ কৌমুদী, সিদ্ধান্ত কৌমুদী)। [সং. কুমুদ + অ + ঈ]। ̃ পতি বি. চন্দ্র। 85)
গ্রাহ্য
(p. 261) grāhya বিণ. 1 গ্রহণযোগ্য, স্বীকার্য (এই ব্যাখ্যা গ্রাহ্য নয়); 2 জ্ঞেয় (বুদ্ধিগ্রাহ্য) ; 3 বিবেচ্য; 4 গণনীয়। [সং. √গ্রহ্ + য]। গ্রাহ্য করা ক্রি. বি. মেনে নেওয়া বা সমীহ করা (আমার কথা কেউ গ্রাহ্য করে না)। গ্রাহ্য হওয়া ক্রি. বি. 1 স্বীকৃত হওয়া; 2 বিবেচনার যোগ্য বলে গৃহীত হওয়া (আবেদন গ্রাহ্য হবে না)। 68)
চন্দ্রিকা
(p. 278) candrikā বি. 1 জ্যোত্স্না; 2 আলোকদায়িনী ব্যাখ্যা (বেদান্তচন্দ্রিকা, অলংকারচন্দ্রিকা); 3 চাঁদামাছ; 4 সংস্কৃত ছন্দবিশেষ। [সং. চন্দ্র + ইক + আ (স্ত্রী.)]। 22)
চিত্রানুগ
(p. 288) citrānuga বিণ. 1 ছবির অনুসরণ বা ব্যাখ্যা করে এমন (চিত্রানুগ বর্ণনা); 2 ছবির মতো বর্ণিত, picturesque; 3 অতি স্পষ্ট। [সং. চিত্র + অনুগ]। 57)
টিপ্পনী
(p. 343) ṭippanī বি. 1 গ্রন্হাদির অংশবিশেষ সম্বন্ধে ব্যাখ্যা, ভাষ্য, মন্তব্য; টীকা; 2 কথাবার্তার মধ্যে বিদ্রূপাত্মক মন্তব্য, ফোড়ন (কথায় কথায় টিপ্পনী দেয়)। [সং. √ টিপ্ + ক্বিপ্ + পন + ক + ঈ]। 71)
টীকা
(p. 343) ṭīkā বি. দুরূহ শব্দাদির ব্যাখ্যা বা ব্যাখ্যাপুস্তক; ভাষ্য, ব্যাখ্যান। [সং. √ টীক্ + অ + আ]। 78)
ডিটেল
(p. 357) ḍiṭēla বি. বিশদ বর্ণনা বা ব্যাখ্যা (ছবিটির ডিটেলের কাজ খুব ভালো)। [ইং. detail]। 4)
দীপিকা
(p. 408) dīpikā বি. (স্ত্রী) 1 জ্যোত্স্না; 2 প্রদীপ; 3 সংগীতের রাগিণীবিশেষ; 4 গ্রন্হাদির টীকা বা ব্যাখ্যা যা গ্রন্হের বিষয়বস্তুর উপর আলোকপাত করে (সাংখ্যদীপিকা)। বিণ. (স্ত্রী.) দীপ্তকারিণী; প্রজ্বালিকা। [সং. দীপক + আ]। 63)
নিরুক্ত
(p. 468) nirukta বি. যাস্কপ্রণীত বেদের দুরূহ শব্দসমূহের ব্যুত্পত্তি ও ব্যাখ্যাসংবলিত গ্রন্হবিশেষ। বিণ. 1 নিশ্চয়রূপে কথিত বা উক্ত; 2 মীমাংসিত; নির্ণীত। [সং. নির্ + উক্ত]। 12)
নির্বচন
(p. 468) nirbacana বি. 1 বিশেষভাবে বা নিশ্চিতভাবে বলা; 2 শব্দের ব্যুত্পত্তিসহ ব্যাখ্যা; 3 নিরুক্তি, definition; 4 (গণি.) জ্যামিতির উপপাদ্যের সূত্রাকারে বিষয়নির্দেশ, enunciation (বি. প.)। বিণ. বচনহীন। [সং. নির্ + বচন]। 78)
নির্বাচন
(p. 468) nirbācana বি. 1 (অনেকের মধ্য থেকে) বেছে নেওয়া; 2 স্হিরীকরণ, নির্ধারণ (সভাপতিনির্বাচন, স্হাননির্বাচন); 3 ভোটার বা নির্বাচকমণ্ডলীর দ্বারা মনোনয়ন, election. [সং. নির্ + √ বাচি (√ বচ্ + ণিচ্) + অন]। ̃ কেন্দ্র, ̃ ক্ষেত্র বি. যে এলাকা থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত হয়, constituency (স. প.)। নির্বাচিত বিণ. যাকে নির্বাচন করা হয়েছে, elected. নির্বাচনী বিণ. নির্বাচনসম্বন্ধীয় (নির্বাচনী বক্তৃতা)। নির্বাচ্য বিণ. 1 নির্বাচনের যোগ্য; 2 বলার যোগ্য; 3 ব্যাখ্যা করা উচিত এমন। 88)
প্রবক্তা
(p. 546) prabaktā বি. 1 বেদের ব্যাখ্যাতা; 2 ব্যাখ্যাতা; 3 মুখপাত্র, spokesperson. বিণ. সুবক্তা; বাক্পটু। [সং. প্র + বক্তা (-ক্তৃ)]। 50)
প্রবচন
(p. 546) prabacana বি. 1 প্রবাদ; 2 বহুপ্রচলিত উক্তি; 3 বাক্পটুতা; 4 ব্যাখ্যান (স্মৃতিপ্রবচন, বেদপ্রবচন)। [সং. প্র + বচন]। প্রবচনীয় বিণ. 1 প্রকৃষ্টরূপে বাচ্য বা বচনীয়; 2 উত্তমরূপে ব্যাখ্যা করার যোগ্য। 51)
বর্ণন, বর্ণনা
(p. 580) barṇana, barṇanā বি. 1 বিবরণ (ঘটনার বর্ণনা); 2 বিস্তৃত পরিচয়দান, ব্যাখ্যা (রূপের বর্ণনা); 3 দোষগুণ কথন; 4 বর্ণবিন্যাস; 5 রঙের প্রলেপ বা লেপন। [সং. √ বর্ণ্ + অন, + আ]। বর্ণনা-কুশল বিণ. বর্ণনা করতে পটু। বর্ণনাতীত বিণ. বর্ণনার অতীত, বর্ণনা করা যায় না এমন (বর্ণনাতীত নিষ্ঠুরতা, বর্ণনাতীত সৌন্দর্য)। বর্ণনা-পত্র বি. লিখিত বিবরণ; বিবরণসংবলিত কাগজ বা দলিল। বর্ণনীয় বিণ. বর্ণনার যোগ্য; বর্ণনা করতে হবে বা বর্ণনা করা যায় এমন। বর্ণিত বিণ. 1 বর্ণনা করা হয়েছে এমন, বিরত; 2 রঞ্জিত, রং দেওয়া হয়েছে এমন, রং প্রয়োগ করা হয়েছে এমন। 98)
বাখান
(p. 591) bākhāna বি. 1 ব্যাখ্যান, ব্যাখ্যা; 2 গুণকীর্তন, প্রশংসা; 3 বিস্তৃত বর্ণনা; 4 অতিরঞ্জিত বর্ণনা (রূপের বাখান)। [সং. ব্যাখ্যান]। বাখানা ক্রি. (কাব্যে) 1 বর্ণনা করা; 2 প্রশংসা করা ('বাখানি সাহস তোর': মধু.)। 39)
বাচন
(p. 591) bācana বি. 1 কথন, উক্তি (স্বাস্তিবাচন, বাচনভঙ্গি); 2 পাঠ; 3 ব্যাখ্যাকরণ (শাস্ত্রবাচন)। [সং. √ বচ্ + ণিচ্ + অন]। বাচনিক বিণ. 1 মৌখিক; 2 কথার দ্বারা প্রকাশিত বা জ্ঞাপিত। বাচনীয় বিণ. কথনীয়, উক্তিযোগ্য, বাচ্য, বচনীয়। 91)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074153
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768678
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366069
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721061
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698062
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594646
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545174
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542302

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন