Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মাশুলে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আম-দানি
(p. 101) āma-dāni বি. 1 দেশের বাইরে থেকে অর্থাত্ অন্য দেশ থেকে পণ্যদ্রব্য আনা, import; 2 আয়, আগম (পয়সাকড়ি কিছু আমদানি হচ্ছে কি?)। বিণ. আমদানি করা হয়েছে এমন (আমদানি মাল)। [ফা. আমদন্]। ̃ শুল্ক বি. বিদেশ থেকে পণ্য আমদানি করার জন্য যে কর বা মাশুল দিতে হয়, import duty. 10)
উত্-পাদন
(p. 123) ut-pādana বি. 1 সৃষ্টি, নির্মাণ, জনন (অন্তরে ভয়োত্পাদন); 2 নির্মিত বস্তু, শিল্পজাত দ্রব্য, production. [সং. উত্ + √ পদ্ + ণিচ্ + অন]। ̃ শুল্ক, অন্তঃশুল্ক বি. দেশের মধ্যে উত্পন্ন বা নির্মিত পণ্যদ্রব্যের উপর ধার্য শুল্ক বা মাশুল, excise duty. উত্-পাদক বিণ. বি. উত্পাদনকারী; জনক; সৃজক, নির্মাতা; (গণি.) গুণনীয়ক, factor. স্ত্রী. উত্-পাদিকা। উত্-পাদনীয়, উত্-পাদ্য বিণ. উত্পাদন করতে হবে এমন, উত্পাদনের যোগ্য। উত্-পাদয়িতা বিণ. বি. উত্পাদক। স্ত্রী. উত্-পাদয়িত্রী। উত্-পাদিত বিণ. উত্পন্ন; নির্মাণ বা সৃষ্টি বা তৈরি করা হয়েছে এমন। উত্-পাদী বিণ. উত্পন্ন হয় বা করে এমন। উত্-পাদ্য-মান বিণ. উত্পাদিত হচ্ছে এমন। 29)
ঘাট2
(p. 266) ghāṭa2 বি. 1 পুকুর নদী প্রভৃতি জলাশয়ের অবতরণস্হান; 2 নদী খাল প্রভৃতির তীরে নৌকা ইত্যাদি ভিড়াবার স্হান (খেয়াঘাট, জাহাজঘাট, স্টিমারঘাট); 3 সেতার এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের সুরের পর্দা; 4 পর্বত (পূর্বঘাট, পশ্চিমঘাট); 5 গিরিসংকট। [সং. ঘট্ট]। ঘাটের কড়ি বি. খেয়া পারাপারের মাশুল, পারানি। ̃ খরচ, ̃ খরচা বি. মড়া পোড়াবার খরচ। ̃ লা বি. পাকা ঘাট, বাঁধানো ঘাট। ঘাটে ঘাটে ক্রি-বিণ. 1 প্রতি ঘাটে; 2 সর্বত্র ('ভুবনের ঘাটে ঘাটে: রবীন্দ্র)। ঘাটের মড়া (ঈষত্ উপেক্ষার্থে বা ব্যঙ্গার্থে) মুর্মূর্ষু ব্যক্তি; অতি বৃদ্ধ লোক। 54)
চার্জ
(p. 281) cārja বি. 1 অভিযোগ, অপরাধ আরোপ (আপনার নামে একটা চার্জ আছে); 2 আহার বাসস্হান ইত্যাদি বাবদ ব্যয় (হোটেলের চার্জ), মাশুল; 3 দায়িত্ব, তত্ত্বাবধান (আমার চার্জে এটা রইল)। [ইং. charge]। ̃ শিট বি. কোনো কর্মচারীর কৃত অপরাধের বিবরণসহ অপরাধীর কৈফিয়ত-তলব-সংবলিত উপরওয়ালার পত্র। [ইং. charge-sheet]। 158)
টিকিট
(p. 343) ṭikiṭa বি. 1 ভাড়া মাশুল ইত্যাদির নিদর্শনপত্রবিশেষ (বাসের টিকিট, লটারির টিকিট); 2 পরিচয়পত্রবিশেষ (বাসের টিকিট, লটারির টিকিট); 2 পরিচয়পত্রবিশেষ (কয়েদির টিকিট)। [ইং. ticket]। ̃ বাবু, ̃ মাস্টার বি. টিকিট বিক্রয় করার ভারপ্রাপ্ত কর্মচারী। 56)
ডাক৬
(p. 355) ḍāka6 বি. 1 দূরপথে যাবার ও চিঠিপত্রাদি পাঠাবার জন্য যানবাহন ব্যবস্হা (ঘোড়ার ডাক); 2 চিঠিপত্রাদি বহনের ও বিলির সরকারি ব্যবস্হা (ডাকবিভাগ); 3 চিঠিপত্রাদি (আজকের ডাক এখনও আসেনি)। [হি. ডাক্]। ̃ গাড়ি বি. চিঠিপত্রাদি বহনকারী দ্রূতগামী যান বা রেলগাড়ি। ̃ খানা, ̃ ঘর বি. পোস্ট অফিস। ̃ টিকিট বি. ডাক মাশুলের নিদর্শক ছাপানো কাগজখণ্ড। ̃ পিয়ন বি. চিঠিপত্র বিলির কাজে নিযুক্ত কর্মচারী। ̃ বাক্স বি. ডাকঘর কর্তৃক স্হাপিত চিঠি ফেলার বাক্স। ̃ হরকরা বি. ডাকের থলি এক স্হান থেকে অন্য স্হানে বহনকারী কর্মচারী। 15)
তর৫
(p. 367) tara5 বি. উত্তরণ, পারগমন, অতিক্রমণ (দুস্তর)। [সং. √ তৃ + অ]। ̃ পণ্য বি. পারানি, পার হওয়ার মাশুল। ̃ স্হান বি. পারের ঘাট, খেয়াঘাট। 88)
পণ্য
(p. 488) paṇya বিণ. বিক্রয়যোগ্য (পণ্যদ্রব্য)। বি. 1 বিক্রয়যোগ্য বস্তু, বেসাত (পণ্য আমদানি); 2 দাম, মাশুল, ভাড়া। [সং. √ পণ্ + য]। ̃ জীবী (-বিন্), পণ্যাজীব বিণ. বি. বণিক, ব্যবসায়ী। ̃ বীথি, ̃ বীথী, ̃ বীথিকা বি. দোকানের সারি, সারি সারি দোকান; বাজার, হাট; ক্রয়বিক্রয়ের স্হান। ̃ শালা বি. দোকান, বিক্রয়কেন্দ্র। ̃ স্ত্রী, পণ্যাঙ্গনা বি. বেশ্যা, গণিকা। 6)
পারানো
(p. 513) pārānō ক্রি. বি. পার করা; পার হওয়া; পেরোনো (এক দমে এই পুকুর পারাতে পারে, পেরিয়ে যাওয়া)। [ সং. পার (অপর তীর) + বাং. আনো (নামধাতু)]। পারানি বি. পার হবার মাশুল, খেয়ার কড়ি। 116)
ফি1
(p. 565) phi1 বি. 1 পারিশ্রমিক, দর্শনী (ডাক্তারের ফি); 2 বেতন (কলেজের ফি-বই); 3 মাশুল, প্রদেয় কর (কোর্ট ফি); 4 প্রবেশমূল্য, মূল্য (পরীক্ষার ফি)। [ইং. fee]। 5)
বেয়ারিং
(p. 641) bēẏāri বিণ. 1 বিনা মাশুলে বা কম মাশুলে প্রেরিত (বেয়ারিং চিঠি); 2 (আল.) বিনা খরচায়। [ইং. bearing]। 31)
ভাড়া
(p. 661) bhāḍ়ā বি. 1 সাময়িক ব্যবহারের জন্য দেয় অর্থ, মাশুল, কেরায়া (গাড়িভাড়া, বাড়িভাড়া); 2 মজুরি (কুলিভাড়া)। বিণ. ভাড়ার শর্তে ব্যবহৃত (ভাড়াবাড়ি, ভাড়াগাড়ি)। [ সং. ভাটক]। ভাড়া করা ক্রি. বি. ভাড়ার অর্থ দেবার শর্তে অন্যের জিনিস নিজের কাজের জন্য নেওয়া (গাড়ি ভাড়া করেছেন)। 24)
ভিপি
(p. 664) bhipi বি. ডাকে পাঠানো যে বস্তুর ডাকমাশুল প্রাপককে দিতে হয় [ইং. value payable post]। 56)
মাশুক
(p. 703) māśuka বি. প্রেমাষ্পদ।[আ. মাআশুক্]। 19)
মাশুল
(p. 703) māśula বি. 1 ভাড়া (ডাকমাশুল); 2 গাড়িভাড়া; 3 শুষ্ক ('কারুর যদি দাঁতটি নড়ে, চারটি টাকা মাশুল ধরে': সু. রা.)। [আ. মহ্সূল]। 20)
মাসুল-মাশুল
(p. 703) māsula-māśula এর বর্জি. বানান। 34)
মূল্য
(p. 714) mūlya বি. 1 দাম, দর (মূল্যবান, মূল্য কত?); 2 বেতন, পারিশ্রমিক; 3 ভাড়া, মাশুল। [সং. মূল + য]। ̃ .বান, (বর্জি.) ̃ .বান্ বিণ. মহার্ঘ, বহুমূল্য। ̃ .বোধ বি. নৈতিকতা সম্পর্কে বোধ, ঔচিত্যবোধ। ̃ .হীন বিণ 1 যার কোনো দাম নেই; 2 তুচ্ছ, অসার, অকিঞ্চিত্কর। ̃ .হ্রাস বি. দাম বা গুরুত্ব কমে যাওয়া বা কমিয়ে দেওয়া। মূল্যাব-ধারণ বি. ন্যায্য দাম ঠিক করা। মূল্যায়ন বি. মূল্য নিরূপণ, তাত্পর্য নির্ণয়। 8)
রুসুম
(p. 747) rusuma বি. 1 আচার-আচরণ; 2 প্রথা; 3 কায়দা-কানুন; 4 শুল্ক বা মাশুল। [আ.]। 15)
শুল্ক
(p. 783) śulka বি. 1 পণ্যদ্রব্যের আমদানি-রপ্তানির উপর ধার্য কর বা মাশুল, duty; 2 কর, tax; 3 বিবাহের পণ (কন্যাশুল্ক); 4 মূল্য। [সং. √ শুল্ক্ + অ]। 9)
সডাক
(p. 801) saḍāka বিণ. ডাকমাশুলসহ (বইটির সডাকমূল্য চল্লিশ টাকা)। [সং. সহ + বাং. ডাক]। 11)
স্ট্যাম্প
(p. 846) sṭyāmpa বি. 1 ছাপ (রাবার স্ট্যাম্প); 2 মাশুলবাবদ যেটিকিট কিনে দলিল বা চিঠিপত্রে লাগাতে হয়। [ইং. stamp]। 68)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2085407
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772783
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370496
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722944
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700263
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596109
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550661
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543192

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন