Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মুচি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কান2
(p. 181) kāna2 বি. 1 শ্রবণেন্দ্রিয়; 2 সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি; 3 কানের অলংকারবিশেষ। [সং. কর্ণ]। কান কাটা যাওয়া (আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)। কান-কাটা বিণ. নির্লজ্জ, বেহায়া। কান খাড়া করা ক্রি. বি. শোনার জন্য উত্কর্ণ হওয়া। কান দেওয়া ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)। কান ধরা ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া। কান পাকা ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা। কান পাতা ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া। কান ভাঙানো ক্রি. বি. কারও বিরুদ্ধে অপর কাউকে কিছু বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা। কান ভারী করা ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা। কান মলা ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা। কানে আঙুল দেওয়া ক্রি. বি. (অশ্রাব্য কিছু) শুনতে না চাওয়া। কানে ওঠা ক্রি. বি. কর্ণগোচর হওয়া। কানে তালা লাগা ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া। কানে তোলা ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); 2 গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)। কানে ধরে বলা ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো। কানে লাগা ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া। ̃ কোটারি বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে। ̃ খুশকি, ̃ খুস্কি বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি। কান-পাতলা বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন। কান-ফাটা, কান-ফাটানো বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত। কান-বালা বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ। কানা-কানি বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা। কানা-ঘুষা, কানা-ঘুষো বি. গোপন রটনা। কানে কানে ক্রি-বিণ. মৃদুস্বরে; চুপি চুপি; কানের কাছে মুখ নিয়ে; (আঞ্চ.) কানায় কানায়। কানে-খাটো বিণ. কানে কম শোনে এমন। কানে তুলো গোঁজা (দেওয়া) ক্রি. বি. ইচ্ছা করে না শোনা। 20)
কুচুর-মুচুর
(p. 194) kucura-mucura বি. অব্য. ভাজা বা মুচমুচে জিনিস চিবিয়ে খাওয়ার শব্দ। [ধ্বন্যা.]। 19)
খাস্তা2
(p. 229) khāstā2 বিণ. 1 প্রচুর ঘিয়ের ময়ান-দেওয়া, মুচমুচে (খাস্তা কচুরি, খাস্তা বিস্কুট) ; 2 উত্কৃষ্ট। [ফা. খস্ত]। 16)
চর্ম
(p. 279) carma বি. 1 চামড়া, ত্বক; 2 বল্কল, গাছের ছাল; 3 ঢাল। [সং. √চর্ + মন্]। ̃ কার বি. চামার; মুচি। ̃ চক্ষু বি. 1 রক্তমাংসে গড়া চোখ; 2 (আল.) স্হূলদৃষ্টি; স্বাভাবিক দৃষ্টি। ̃ চটক (পুং) বি. বাদুড়। ̃চটিকা, ̃ চটী (স্ত্রী) বি. 1 চামচিকা; 2 বাদুড়। ̃ জ বিণ. চামড়ার তৈরি; চামড়া থেকে উত্পন্ন। ̃ ধারী (রিন্) বিণ. ঢালহাতে যুদ্ধ করে এমন, ঢালী। ̃ পেটিকা বি. 1 চামড়ার বাক্স বা থলি; 2 চামড়ার তৈরি কোমরবন্ধ। ̃ রোগ বি. গায়ের চামড়ার রোগ। ̃ শিল্প বি. চামড়ার জিনিস তৈরির শিল্প; চামড়ার কাজ। ̃ স্হলী বি. চামড়ার থলি বা ব্যাগ। চর্মাবরণ বি. চামড়ার ঢাকনি। চর্মার বি. চামার, মুচি। চর্মাসন বি. চামড়ার তৈরি আসন। 45)
চামার
(p. 281) cāmāra বি. 1 চর্মকার, মুচি; 2 (আল.) নিষ্ঠুর বা নীচ ব্যক্তি (মানুষ নয়, একটা আস্ত চামার)। [সং. চর্মার]। স্ত্রী. ̃ নি। 135)
তুবড়া, তোবড়া
(p. 375) tubaḍ়ā, tōbaḍ়ā ক্রি. চুপসানো, টোল খাওয়া (গাল তুবড়ে গেছে)। বিণ. চুপসে বা টোল খেয়ে গেছে এমন (তোবড়া গাল)। [আ. তোব্রা]। ̃ নো ক্রি. বেঁকিয়ে বা মুচড়ে দেওয়া, টোল, খাওয়ানো (মেরে গাল তুবড়ে দেব)। বি. বিণ. উক্ত অর্থে। 193)
নরম
(p. 447) narama বিণ. 1 কোমল (নরম শরীর, নরম মাটি); 2 মৃদু (নরম সুর); 3 শান্ত, অনুগ্র (নরম মেজাজ); 4 স্নেহ মায়া প্রভৃতি কোমল প্রবৃত্তিবিশিষ্ট (নরম মনের মানুষ); 5 শিথিল, ঢিলা (নরম বাঁধন); 6 ঈষত্ বিকৃত বা নষ্ট, টাটকা নয় (মাছটা নরম হয়ে গেছে); 7 ঘনীভূত নয় এমন, কড়া নয় এমন (নরম পাকের সন্দেশ); 8 অপ্রবল, অকঠোর, অদৃঢ় (তাকে নরম পেয়ে সবাই জ্বালায়, নরম ধাতের লোক); 9 খাস্তা বা মুচমুচে নয় এমন (নরম মু়ড়ি, নরম বিস্কুট); 1 হ্রাসপ্রাপ্ত, চড়ার বদলে পড়তি (বাজার নরম হয়েছে); 11 স্নিগ্ধ (সকাল বেলার নরম রোদ)। [ফা. নর্ম্]। ̃ গরম বিণ. মিঠে-কড়া; মৃদু ও কঠোর। বি. মিঠে ও কড়া কথা; মৃদু ও কঠোর ব্যবহার। নরমে গরমে ক্রি-বিণ. মৃদুতে ও কঠোরে; মৃদু কথা ও কড়া কথা মিলিয়ে (নরমে গরমে অনেক কথা তাকে শুনিয়ে দেওয়া হয়েছে)। 68)
পুট2
(p. 523) puṭa2 বি. আধার, পাত্র, কোষ (করপুটতলে); 2 কৌটো; 3 ঠোঙা (পত্রপুট, পর্ণপুট); 4 যা দিয়ে ধরা বা আবৃত করা যায় (কক্ষপুট, চঞ্চুপুট); 5 ওষুধের পাকপাত্র, মুচি (পুটপাক)। [সং. √ পুট্ + অ]। ̃ ক বি. ঠোঙা, গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি পাত্র। ̃ পাক বি. মাটি বা অন্য পদার্থ দিয়ে বিশেষভাবে তৈরি পাত্রে জ্বাল দিয়ে ওষুধ তৈরি। 39)
পুটিত
(p. 523) puṭita বিণ. 1 মুখ আটকানো ছোটো পাত্রে বা মুচিতে অগ্নিপক্ব বা রান্না করা হয়েছে এমন; 2 আবৃত; 3 গ্রথিত; 4 মর্দিত। [সং. √ পুট্ + ত]। 41)
মিয়নো
(p. 705) miẏanō ক্রি. বি. 1 নরম হয়ে যাওয়া, মুচমুচে না থাকা (মুড়ি মিয়নো, বিস্কুট মিইয়ে গেছে); 2 নিরুদ্যম হয়ে পড়া (হতাশায় মিয়নো); 3 মন্দীভূত হওয়া (উত্সাহ মিয়নো)। [বাং, √মিয়া]। বিণ. উক্ত সব অর্থে। মিইয়ে যাওয়া ক্রি. বি. মিয়নো (মুড়ি মিইয়ে গেছে) 27)
মুচ-মুচ
(p. 710) muca-muca বি. মৃদু মচমচ শব্দ [ধ্বন্যা.]। মুচ-মুচে বিণ. টাটকা বলে মুচমুচ শব্দযুক্ত (মুচমুচে মুড়ি)। 9)
মুচ-লেকা
(p. 710) muca-lēkā বি. শর্তভঙ্গ করলে দণ্ডভোগ করতে হবেএই মর্মে লিখিত অঙ্গীকারপত্র, bond [তুর. মুচল্কা]। 10)
মুচকা, মুচকানো
(p. 710) mucakā, mucakānō ক্রি. মোচড় লাগা বা দুমড়ে যাওয়া অর্থে মচকানো -র রূপভেদ (পা মুচকে গেছে)। 5)
মুচকি
(p. 710) mucaki বিণ. (হাসি সম্বন্ধে) বদ্ধ ঠোঁটে সামান্য প্রকাশিত, মৃদু (মুচকি হাসি)।[দেশি]। 6)
মুচকুন্দ-মুচুকুন্দ
(p. 710) mucakunda-mucukunda র. মার্জিত রূপ। 7)
মুচড়ানো, মোচড়ানো
(p. 710) mucaḍ়ānō, mōcaḍ়ānō ক্রি. বি. (দড়ি দেহ প্রভৃতি) বারবার পাক দেওয়া, মোচড় দেওয়া (হতটা ধরে মুচড়ে দিয়েছে)। বিণ. উক্ত অর্থে। [বাং. মুচড়-তু. সং. মুচুটী]। 8)
মুচি1
(p. 710) muci1 বি. 1 সোনা ইত্যাদি ধাতু গলাবার পাত্র; 2 ক্ষুদ্র্ সরাবিশেষ; 3 কচি নারকেল নারকেলের খোলা। [প্রাকৃ. মুচিঅ]। 11)
মুচি2
(p. 710) muci2 বি. চর্মকার, যে জুতো তৈরি করে বা সেলাই করে। [ম. বাং. মোচী, প্রাকৃ. মোচিঅ-তু. হি. মোচী]। 12)
মুষা
(p. 712) muṣā বি. স্বর্ণাদি ধাতু গলাবার পাত্র, মুচি। [সং. √ মুষ্ + অ + আ]। 41)
মূষ1, মূষা
(p. 714) mūṣa1, mūṣā বি. স্বর্ণাদি ধাতু গলাবার পাত্র, মুচি। [মুষা দ্র]। 9)
মোচড়
(p. 718) mōcaḍ় বি. 1 পাক, প্যাঁচ; 2 (আল.) বাগে পেয়ে চাপ দেওয়া (মোচড় দিয়ে টাকা আদায়)। [মুচড়া দ্র]। 10)
মোচড়া, মোচড়ানো
(p. 718) mōcaḍ়ā, mōcaḍ়ānō যথাক্রমে মুচড়া ও মুচড়ানো -র চলিত রূপ। 11)
মোড়া৩
(p. 719) mōḍ়ā3 বি. পাক, মোচড়, আবর্তন (গা মোড়া দেওয়া)। [মুড়া1 দ্র]। ̃ .মুড়ি বি. 1 বারবার পাক দেওয়া, মোচড়ামুচড়ি; 2 (আল.) অনেক দর-কষাকষি। 2)
রুই-দাস
(p. 743) rui-dāsa বি. 1 চামার, চর্মকার, মুচি; 2 চামারজাতির আদিপুরুষরূপে পরিগণিত মহাপুরুষ। [হি. রয়দাস]। 77)
সমুচিত
(p. 808) samucita বিণ. সম্পূর্ণ উচিত বা উপযুক্ত, ন্যায্য (সমুচিত শাস্তি, সমুচিত প্রতিশোধ)। [সং. সম্ + উচিত]।
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074099
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768668
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366059
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721052
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698051
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594636
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545161
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542296

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন