Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মুদ্রা); দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্টো-পাস
(p. 4) akṭō-pāsa বি. 1 আটটি বাহু বা শুঁড়বিশিষ্ঠ সামুদ্রিক প্রাণিবিশেষ; 2 চতুর্দিক থেকে মারাত্মক আক্রমণ (নানান সমস্যা তাঁকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে)। [ইং. octopus]। 12)
অক্ষর
(p. 4) akṣara বি. 1 বর্ণ, letter (অক্ষরজ্ঞান); 2 যার ক্ষরণ নেই অর্থাত্ ব্রহ্ম, পরমাত্মা; 3 শিব; 4 বিষ্ণু; 5 আকাশ; 6 (ছন্দ.) একবারে উচ্চারণসাধ্য শব্দের ক্ষুদ্রতম অংশ, syllable; 7 (বীজগ.) অঙ্কের প্রতীকরূপে ব্যবহৃত বর্ণ। বিণ. ক্ষরণহীন। [সং. ন+ √ ক্ষর্+অ]। ̃ .জীবী (বিন্), ̃ জীবক, ̃ জীবিক বি. লিপিকার, মুদ্রাকর, লেখক। অক্ষর পরিচয় বি. বর্ণজ্ঞান; বিদ্যারম্ভ (চার বত্সর বয়সে তাঁর অক্ষর-পরিচয় হয়); সামান্যতম জ্ঞান (এ বিষয়ে তার অক্ষর-পরিচয়ও নেই)। ̃ বিন্যাস বি. বর্ণ সংস্হাপন, লিখনপ্রণালী। ̃ বৃত্ত বি. অক্ষরসংখ্যার দ্বারা নিরূপিত বাংলা ছন্দবিশেষ (কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত)। ̃ মালা বি. বর্ণমালা, alphabet, অক্ষরে অক্ষরে ক্রি-বিণ. যথাযথভাবে, হুবহু। 32)
অনন্ত
(p. 22) ananta বিণ. অন্তহীন, যার শেষ নেই; অক্ষয়; চিরস্হায়ী। বি. 1 বিষ্ণু; 2 সর্পরাজ শেষনাগ; 3 বলরাম; 4 (বাং.) কনুইয়ের উপরে পরিধেয় বালার মতো অলংকারবিশেষ, তাগা। [সং. ন+অন্ত]। ̃ কাল বি. ক্রি-বিণ. চিরকাল; চিরকাল ধরে। ̃ চতুর্দশী বি. ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী, হিন্দুদের ব্রতদিবসবিশেষ। ̃ নিদ্রা বি. যে ঘুম ভাঙে না, চিরনিদ্রা; মৃত্যু। ̃ মূল বি. শ্যামালতা, শারিবা, একরকম মূলপ্রধান লতা। ̃ রূপী (-পিন্) বিণ. অসংখ্য আকৃতি আছে এমন। ̃ বি. বিষ্ণু। ̃ শয়ন, ̃ শয্যা বি. 1 মৃত্যু, শেষ শয্যা; 2 ক্ষীরোদসমুদ্রে অনন্তনাগের উপর বিষ্ণুর শয়ন। 13)
অন্তরীপ
(p. 32) antarīpa বি. যে ভূখণ্ড ক্রমশ সরু হয়ে সমুদ্রে এসে মিশেছে, cape. [সং. অন্তর্ + √ অপ্ + অ]। 41)
অপগা
(p. 34) apagā বিণ. 1 নিম্নগামী, নীচের দিকে প্রবাহিত হয় এমন; 2 জলের অর্থাত্ সমুদ্রের দিকে প্রবাহিত হয় এমন। বি. নদী। [সং. অপ + √ গম্ + অ + আ (স্ত্রী.)]। 73)
অব্ধি
(p. 50) abdhi বি. সমুদ্র। [সং. অপ্ + √ ধা + ই]। ̃ জিত্ বিণ. সমুদ্রকে জয় করেছে এমন। ̃ তট বি. সমুদ্রের তীরভূমি। 21)
অভি-মুখ
(p. 50) abhi-mukha বি. সম্মুখ; দিক, উদ্দেশ (গুরুজনের অভিমুখে, সমুদ্রাভিমুখে)। বিণ. সম্মুখীন (প্রান্তরাভিমুখ গুহা); কোনো দিকে গমনোদ্যত বা অগ্রসর (গৃহাভিমুখ বালকের দল)। [সং. অভি + মুখ]। অভি-মুখী (-খিন্) বিণ. সম্মুখীন, কোনো দিকে গমনোদ্যত (সমুদ্রাভিমুখী নদী)। অভি-মুখীন বিণ. সম্মুখীন, কোনো দিকে গমনোদ্যত বা অগ্রসর, অভিমুখী। বি. অভি-মুখীনতা। 112)
অভয়
(p. 50) abhaẏa বি. 1 ভয়হীনতা, নির্ভীকতা; সাহস; 2 আশ্বাস, ভরসা (তাকে অভয় দিয়ে এলাম); 3 (কালিকাদেবীর) মুদ্রাবিশেষ (বরাভয়)। বিণ. নির্ভীক, সাহসী; ভয়হীন; ভয়নাশক ('দাও গো অভয় মণ্ত্র' : রবীন্দ্র)। [সং. ন + ভয়]। অভয়া বি. (স্ত্রী.) ভয় দূরকারিণী বা ভয়নাশিনী দেবী দুর্গা। ̃ অরণ্য, অভয়ারণ্য বি. যে বনে পশুপাখি নিরাপদ আশ্রয় পায় এবং যেখানে শিকার নিষিদ্ধ। ̃ .দান বি. সাহস দেওয়া, 'ভয় নেই' এই আশ্বাস দেওয়া। ̃ .বচন, ̃ .বাক্য বি. যে কথা দিয়ে ভয় দূর করা হয়। ̃ বাণী - অভয়বচন ও অভয়বাক্য -র অনুরূপ। 54)
অম্বু
(p. 59) ambu বি. জল। [সং. অম্ব + উ]। ̃ জ বিণ. জল থেকে বা জলে জন্ম হয়েছে এমন। বি. পদ্ম; শঙ্খ। ̃ জা বি. স্ত্রী. 1 পদ্মিনী; 2 লক্ষ্মী। ̃ দ বিণ. জল দেয় এমন। বি. মেঘ। ̃ ধি, ̃ .নিধি বি. সমুদ্র। ̃ .বাচি, ̃ .বাচী বি. জ্যৈষ্ঠ সংক্রান্তির পর অর্থাত্ আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে মিথুন রাশিতে সূর্য যখন আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদ ভোগ করে সেই তিথি (এইসময় হিন্দু বিধবারা অগ্নিপক্ক অর্থাত্ আগুনে পাক-করা কোনো খাদ্য গ্রহন করে না)। ̃ .বাসী (-সিন্) বিণ. জলে বাস করে এমন, জলচর। ̃ .বাহ, ̃ .বাহী (-হিন্) বিণ. জল বহন করে এমন। বি. মেঘ। ̃ .বিম্ব বি. জলের বুদবুদ। 8)
অম্ভ, অম্ভঃ
(p. 59) ambha, ambhḥ বি. জল। [সং. অন্ভ্ + অস্]। ̃ .সার বি. মুক্তা। অম্ভোজ বিণ. জলজাত। বি. 1 পদ্ম; 2 শঙ্খ; 3 চন্দ্র। অম্ভোদ বি. মেঘ। অম্ভোধি, অম্ভো-নিধি বি. সমুদ্র। 10)
অর্ডার
(p. 62) arḍāra বি. 1 হুকুম, আদেশ; নির্দেশ (আমার অর্ডার মানতে হবে); 2 ফরমাশ (জামার অর্ডার দিয়েছি)। [ইং. order]। অর্ডারি বিণ. ফরমায়েশি, ফরমাশ অনুযায়ী তৈরী হয়েছে বা করা হয়েছে এমন (অর্ডারি মাল)। অর্ণব বি. সমুদ্র, সাগর। [সং. অর্ণস + ব, নিপাতনে]। ̃ .পোত, ̃ .যান বি. সমুদ্রগামী জাহাজ, সমুদ্রে চলাচল করে এমন যান। 6)
আকৃষ্ট
(p. 82) ākṛṣṭa বিণ. আকর্ষণ করা হয়েছে এমন; প্রলুব্ধ; মুগ্ধ (সমুদ্রের দৃশ্যে মন আকৃষ্ট হয়)। [সং. আ + √ কৃষ্ + ত]। 4)
আধুলি, আধলি
(p. 89) ādhuli, ādhali বি. এক টাকার অর্ধেক মূল্যের মুদ্রা। [বাং. আধ + উলি, অলি]। 110)
আনি
(p. 94) āni বি. 1 আনা; এক আনা মূল্যের মুদ্রা; 2 1/16 অংশ (সম্পত্তির এক আনির মালিক)। বিণ. ষোড়শাংশ পরিমাণের (এক আনি অংশ)। [হি. অন্নী]। 25)
আবাহন
(p. 99) ābāhana বি. মন্ত্রোচ্চারণের দ্বারা দেবতাকে আমন্ত্রণ; দেবতাকে আবির্ভাবের জন্য আহ্বান, invocation; আহ্বান, আমন্ত্রণ, ডাক। [সং. আ + ̃ বহ্ + ণিচ্ + অন্য]। আবাহনী বিণ. আবাহনাত্মক, আবাহনের জন্য রচিত। বি. দেবতাকে আবাহন করার করপুট ও আঙ্গুলসহযোগে কৃত মুদ্রাবিশেষ। 14)
আলোক
(p. 106) ālōka বি. 1 দীপ্তি, জ্যোতি, প্রভা বা উজ্জ্বলতা, যার সাহায্যে সমস্ত কিছু দৃশ্যমান হয়; 2 কিরণ (সূর্যালোক)। [সং. আ + √লোক্ + অ]। ̃ চিত্র বি. ফোটোগ্রাফ। ̃ চ্ছটা বি. আলোকরশ্মি। ̃ পাত বি. জ্ঞানের আলো নিক্ষেপ, অজানা তথ্যাদি পরিবেষণ (এ বিষয়ে আলোকপাত করুন)। ̃ বর্ষ বি. (জ্যোতি.) এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, light year. ̃ বিজ্ঞান বি. আলোক ও দৃষ্টিসম্বন্ধীয় তত্ত্ব, দৃষ্টিবিজ্ঞান, optics. ̃ লতা বি. পরগাছাবিশেষ। ̃ শক্তি বি. শক্তিরূপ আলোক, শক্তিতে রূপান্তরিত বা শক্তি হিসাবে ব্যবহৃত আলোক, light energy. ̃ সংকেত বি. জাহাজ বিমানপোত প্রভৃতিকে আলো দেখিয়ে পথের নিশানা জানাবার বিশেষ ব্যবস্হা, beacon. ̃ সজ্জা বি. আলো বা প্রদীপ জ্বেলে মণ্ডপসজ্জা। ̃ সপ্পাত বি. সিনেমা থিয়েটায় ইত্যাদিতে নানা কোণ থেকে নানাভাবে আলো ফেলবার কৌশল। ̃ স্তম্ভ বি. (সচ. সমুদ্রতীরে) জাহাজকে আলো দেখাবার জন্য স্হাপিত উঁচু বাতিঘর, light house. আলোকিত বিণ. আলোকের দ্বারা উজ্জ্বল বা দীপ্তিমান; দীপ্ত, উদ্ভাসিত। আলোকোজ্জ্বল বিণ. উদ্ভাসিত, দীপ্ত। 59)
আশ-রফি
(p. 108) āśa-raphi বি. স্বর্ণমুদ্রাবিশেষ, মোহর। [ফা. আশরফী]। 18)
ইক্ষু
(p. 113) ikṣu বি. 1 মিষ্টি রসযুক্ত শরজাতীয় গাছ, আখ; 2 সমুদ্র। [সং. √ ইষ্ + সু]। 20)
ইরস্মদ
(p. 116) irasmada বি. (বর্ত. অপ্র.) 1 বজ্র বা বজ্রাগ্নি, বিদ্যুত্; 2 সমুদ্রের আগুন; 3 হাতি। [সং. ইরা (জল) + √ মদ্ + অ]। 2)
ইরাবান
(p. 116) irābāna বি. সমুদ্র। [সং. ইরা (জল) বান্]। 8)
উচ্চৈঃশ্রবা
(p. 119) uccaiḥśrabā বি. (পুরাণে) সমুদ্রমন্হনে উত্থিত যে অশ্ব ইন্দ্রের বাহনরূপে পরিচিত। [সং. উচ্চৈঃ + শ্রবস্]। 46)
উদধি
(p. 126) udadhi বি. সমুদ্র। [সং. উদ + √ ধা + ই]। 24)
উন্মুদ্র
(p. 130) unmudra বিণ. 1 মুদ্রা বা শিলমোহরের চিহ্ন নেই এমন, মুদ্রাচিহ্নহীন; 2 বিকশিত, প্রস্ফুটিত ('উন্মুদ্র উষার লগ্নে': সু. দ.)। [সং. উদ্ + মুদ্রা]। 23)
উপ-সাগর
(p. 133) upa-sāgara বি. তিন দিকে স্হলবেষ্টিত সমুদ্রের অংশ; প্রায় সম্পূর্ণরূপে স্হল দ্বারা বেষ্টিত সমুদ্রাংশ, bay, gulf. [সং. উপ + সাগর]। 67)
উপ-হ্রদ
(p. 133) upa-hrada বি. সমুদ্রের সঙ্গে যোগবিশিষ্ট হ্রদ, lagoon. [সং. উপ + হ্রদ]। 84)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086761
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773494
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1371087
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723170
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700564
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596326
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551421
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543300

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন