Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মেলন]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কংগ্রেস
(p. 156) kaṅgrēsa বি. 1 মহাসভা, সম্মেলন; 2 আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্যবস্হাপক পরিষদ; 3 ভারতের রাজনৈতিক দলবিশেষ। [ইং. congress]। কংগ্রেসি বিণ. 1 ভারতের জাতীয় কংগ্রেস দলের অন্তর্ভুক্ত বা অনুগামী; 2 কংগ্রেসসম্বন্ধীয়। 13)
জাতি2
(p. 321) jāti2 বি. 1 প্রকার, শ্রেণি (নানা জাতির ফুল); 2 সমলক্ষণ বিভাগ (মানবজাতি, স্ত্রীজাতি); 3 ধর্ম, রাষ্ট্র, জন্মভূমি আদিম বংশ ব্যবসায় ইত্যাদি অনুযায়ী বিভাগ (হিন্দু জাতি, আর্য জাতি); 4 হিন্দুদের বর্ণ বা তার অন্তর্গত সামাজিক উপবিভাগ (জাতিভেদ, কায়স্হ জাতি)। [সং. √ জন্ + তি]। ̃ গত বিণ. জাতির প্রকৃতি অনুযায়ী, জাতীয় (জাতিগত প্রভেদ)। ̃ চ্যুত বিণ. স্বীয় সমাজ বা জাতি থেকে বহিষ্কৃত। ̃ তত্ত্ব বি. মানবজাতির বিভিন্ন শ্রেণির বৈশিষ্ট্য ও পরস্পর সম্বন্ধ বিষয়ক তত্ত্ব বা বিদ্যা। ̃ ধর্ম বি. 1 জাতির বিশেষ প্রকৃতি; 2 জাতির বিহিত ধর্মকর্মাদি। ̃ নাশ, ̃ পাত বি. সমাজচ্যুত হওয়া, জাতি নষ্ট হওয়া। ̃ বর্ণ-নির্বিশেষে ক্রি-বিণ. জন্ম বংশ প্রভৃতির ভেদ না করে (জাতিবর্ণনির্বিশেষে সকলকেই আহ্বান করা হয়েছে)। ̃ বাচক বিণ. 1 জাতিনির্দেশক বা শ্রেণিনির্দেশক (জাতিবাচক উপাধি); 2 (ব্যাক.) শ্রেণিসূচক (জাতিবাচক বিশেষ্য)। ̃ বিদ্বেষ বি. এক জাতির প্রতি অন্য জাতির বিরূপতা; জাতিতে জাতিতে শত্রুতা। ̃ বৈর বি. জন্মগত শত্রুতা; জাতিবিদ্বেষ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা বা ব্যাবসা। ̃ ভেদ বি. হিন্দুদের চার বর্ণের বিভাগের মধ্যে পরস্পর পার্থক্য বা ভেদাভেদ। ̃ ভ্রষ্ট - জাতিচ্যুত -র অনুরূপ। ̃ সংঘ বি. বিভিন্ন জাতি বা রাষ্ট্রের সম্মেলন বা সভা, League of Nations;প্রথম মহাযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে গঠিত সংস্হাবিশেষ। ̃ সত্তা বি. (নিজ) জাতির বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা। ̃ স্মর বিণ. (যার) পূর্বজন্মের কথা মনে আছে এমন। 14)
প্রীতি
(p. 554) prīti বি. 1 সন্তোষ, তৃপ্তি; 2 প্রেম, প্রণয়, ভালোবাসা, অনুরাগ; 3 আহ্লাদ; 4 বন্ধুত্ব। [সং. √ প্রী + তি]। প্রীতি-উপহার বি. প্রীতির চিহ্নস্বরূপ উপহার। ̃ ভাজন বিণ. স্নেহাস্পদ; প্রণয়ের পাত্র। ̃ ভোজ, ̃ ভোজন বি. আনন্দোত্সব উপলক্ষ্যে ভোজ। ̃ সম্ভাষণ বি. প্রণয় স্নেহ বা বন্ধুত্বসূচক আলাপ বা সম্বোধন। ̃ সম্মেলন বি. বন্ধুত্বমূলক মিলন বা সভা। ̃ সূচক বিণ. প্রীতিজ্ঞাপক। 97)
মিলন
(p. 706) milana বি. 1 সংযোগ, সন্ধি; 2 সদ্ভাবস্হাপন (দুই পূর্বতন শত্রুর মিলন); 3 কলহান্তে পুনরায় সদ্ভাব, বিচ্ছেদের পর ঐক্য (নায়ক-নায়িকার মিলন); 4 সাক্ষাত্কার (প্রণয়ী-প্রণয়িনীর মিলন) 5 সম্মেলন (মিলনোত্সব); 6 রতি, যৌন সংগম (যৌনমিলন)। [সং. √মিল্ + অন]। মিলনান্তক বিণ. (নাটক কাব্যাদি সম্বন্ধে) উপসংহার নায়ক-নায়িকার মিলনসাধন হয় এমন। 11)
মিলনি
(p. 706) milani বি. সম্মেলন বা আসর। [সং. মিলন + বাং. ই]। 12)
মিলনোত্-সব
(p. 706) milanōt-saba বি. সদস্য বা সভ্যদের পরস্পর সাক্ষাত্কারের অনুষ্ঠান, সম্মেলন, পুনর্মিলন।[সং. মিলন + উত্সব]। 14)
মুশায়রা
(p. 712) muśāẏarā বি. কবিদের সভা বা সম্মেলন।[ফা. মুশায়রহ্]। 38)
সংঘটন
(p. 792) saṅghaṭana বি. 1 যোজন, মেলন, একত্রীকরণ (বিভিন্ন উপাদানের সংঘটন); 2 ঘটানোর কাজ (মিলনসংঘটন); 3 ঘটনা। [সং. সম্ + ঘটন]। সংঘটিত বিণ. 1 ঘটেছে বা ঘটানো হয়েছে এমন; 2 যোজিত। 53)
সংঘট্ট
(p. 792) saṅghaṭṭa বি. 1 পরস্পর ঘর্ষণ, সংঘর্ষ; 2 সংঘটন, মেলন (লোকসংঘট্ট)। [সং. সম্ + √ ঘট্ট্ + অ]। 54)
সভা
(p. 808) sabhā বি. 1 সমিতি, পরিষদ (আইনসভা); 2 প্রতিষ্ঠান, গোষ্ঠী (ব্রাহ্মসভা, আত্মীয়সভা); 3 সম্মেলন, বৈঠক (সাংবাদিক সভা); 4 জনসমাবেশ (জনসভা); 5 রাজদরবার (রাজসভা)। [সং. সহ + √ভা + অ]। সভা আহ্বান করা, সভা ডাকা ক্রি-বিণ. সভার বৈঠকে সদস্যদের যোগদানের জন্য আমন্ত্রণ করা; বক্তব্য প্রচার করার জন্য জনসমাবেশের ব্যবস্হা করা। সভা করা ক্রি. সভার অনুষ্ঠান করা। ̃ কক্ষ, ̃ গৃহ, ̃ তল, ̃ মণ্ডপ, ̃ স্হল বি. যেখানে সভার অধিবেশন হয়। ̃ কবি বি. রাজার সভায় নিযুক্ত কবি। ̃ কুট্টিম বি. সভার পাকা মেঝে। ̃ জন বি. সভাস্ত লোক, সদস্য; সভাসদ। ̃ নেত্রী বি. (স্ত্রী.) সভার কার্যাদির পরিচালিকা; কোনো প্রতিষ্ঠানের পরিচালিকা। ̃ পতি বি. সভার কার্যাদির বা প্রতিষ্ঠানের পরিচালক। ̃ ভঙ্গ বি. সভার অধিবেশনের শেষ। ̃ রম্ভ বি. সভার কার্যাদির শুরু। ̃ সদ বি. সভায় যোগদানকারী, সদস্য; সভার সদস্য। ̃ সমিতি বি. সভা বৈঠক বা ওইজাতীয় লোকসমাগম (তিনি আজকাল বড়ো-একটা সভাসমিতিতে যান না)। ̃ সাহিত্য বি. রাজসভার পৃষ্ঠপোষকতায় সভাসাহিত্যেকের রচিত সাহিত্য, court literature. ̃ সাহিত্যিক বি. রাজসভায় বিশেষভাবে সমাদৃত সাহিত্যিক। ̃ সীন বিণ. সভায় বা দরবারে উপস্হিত বা উপবিষ্ট। ̃ স্হ বিণ. সভায় উপস্হিত (সভাস্হ লোকজন)। 38)
সম্মিলন
(p. 816) sammilana বি. 1 সম্যক মিলন (প্রীতি-সম্মিলন); সংযোগ, বহু লোকের একত্র হওয়া; 2 সাক্ষাত্কার। [সম্মেলনএর বিকল্প রূপ]। সম্মিলনী বি. সংঘ, সমিতি, পরিষদ। সম্মিলিত বিণ. একত্র মিলিত। স্ত্রী. সম্মিলিতা। 20)
সম্মেলক
(p. 816) sammēlaka বিণ. 1 সম্মেলনকারী, সম্মিলিত করে এমন; 2 সম্মিলিত (সম্মেলক গান)। [সং. সম্ + মেলক]। 24)
সম্মেলন
(p. 816) sammēlana বি. 1 সভা; 2 সম্মিলিত হওয়া; 3 সভাদিতে জনসমাবেশ (সাহিত্যসম্মেলন); 4 জনগণকে মিলিত করা। [সং. সম্ + মেলন]। 25)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074546
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768820
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366266
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721114
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698165
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594715
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545358
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542321

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন