Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রেহাই দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অব্যাহত
(p. 50) abyāhata বিণ, বাধা নেই এমন, অবাধ ব্যাঘাতহীন (অব্যাহত শাস্ত্রচর্চা, অব্যাহত অর্থব্যয়); অপ্রতিহত (অব্যাহত গতি); অব্যর্থ। [সং. ন + ব্যাহত]। অব্যাহতি বি. রেহাই, নিস্তার, মুক্তি, নিষ্কৃতি (বিপদ থেকে অব্যাহতি)। 40)
অল্প
(p. 65) alpa বিণ. 1 ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); 2 একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); 3 লঘু (অল্পপ্রাণ); 4 অনুদার, হীন (অল্পমতি); 5 ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সং. √ অল্ + প]। বি. ̃ তা, ̃ ত্ব। অল্প জলের মাছ বি. (আল.) 1 সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; 2 যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে। অল্পের উপর দিয়ে যাওয়া ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া। ̃ .জীবী (বিন্) বিণ অল্পকাল বাঁচে এমন। বি. ̃ জীবিতা। ̃ জ্ঞ বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. অদূরদর্শী। ̃ .প্রাণ বিণ. 1 অল্পায়ু, অল্প কাল বাঁচে এমন; 2 ক্ষুদ্রপ্রাণ, অনুদার; 3 (ব্যাক.) ক্ষীণ শ্বাসযোগে উচ্চারিত। ̃ প্রাণ বর্ণ প্রতি বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম বর্ণ এবং য র ল ব এই কয়টি বর্ণ অল্প শ্বাসযোগে উচ্চারিত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে। ̃ .বয়স্ক বিণ. বয়স অল্প এমন, অল্পবয়সী। ̃ বিদ্যা বি. অগভীর জ্ঞান, সামান্য লেখাপড়া। অল্পবিদ্যা ভয়ংকরী সামান্য বিদ্যা খুব ক্ষতিকর কারণ এতে অহংকার জন্মে অথচ প্রকৃত পাণ্ডিত্য লাভ হয় না। ̃ বিস্তর বিণ. ক্রি. বিণ. মোটামুটিরকম; একটু-আধটু; কম-বেশী। ̃ বুদ্ধি বিণ. সামান্য বুদ্ধিসম্পন্ন; মন্দমতি; জড়বুদ্ধি। ̃ ভাষী (-ষিন্) বিণ্. কম কথা বলে এমন। ̃ .মতি বিণ. হীনচেতা, নীচ; বোকা অল্পবুদ্ধিসম্পন্ন। ̃ .স্বল্প বিণ. একটু-আধটু। অল্পাধিক বিণ. কম-বেশি। অল্পায়ু, অল্পায়ুঃ (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। অল্পাশয় বিণ. হীনমতি; তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন। অল্পাহার বি. অল্প আহার, লঘু ভোজন। বিণ. অল্প খায় এমন। অল্পাহারী (-রিন্) বিণ. কম খায় এমন। অল্পে অল্পে, ক্রি-বিণ. ক্রমশ ধীরে ধীরে; সামান্যের উপর দিয়ে। 11)
ঋণ
(p. 141) ṛṇa বি. ফেরত দেবার শর্তে অপরের কাছ থেকে সাময়িক ব্যবহারের জন্য কিছু নেওয়া, দেনা, ধার, কর্জ। [সং. √ঋ + ত]। ̃ গ্রস্ত, ঋণী বিণ. ধার করেছে এমন, দেনদার, খাতক (কারও কাছে ঋণী থাকতে চাই না)। ̃ চিহ্ন বি. বিয়োগচিহ্ন, minus. ̃ জাল বি. দেনার দায় (ঋণজালে জড়িয়ে পড়েছে)। ̃ দাস বি. যে ব্যক্তি দেনা শোধ না হওয়া পর্যন্ত, বা দেনার বিনিময়ে উত্তমর্ণের দাসত্ব করে। ̃ পত্র বি. দেনার দলিল, তমসুক, খত, debenture.̃ মুক্ত বিণ. দেনার দায় থেকে রেহাই পেয়েছে এমন, দেনা শোধ করেছে এমন। ̃ শোধ বি. দেনা মিটিয়ে দেওয়া। ঋণাত্মক বিণ. 1 বিয়োগসূচক; বিয়োজ্য; 2 নঞর্থক, না-বোধক। 10)
এবরা
(p. 148) ēbarā বি. রেহাই, অব্যাহতি; ছাড়। [আ. ইব্রা]। ̃ নামা বি. (সচ. স্ত্রীধনের) দাবি পরিত্যাগের স্বীকৃতি বা স্বীকৃতিপত্র। [আ. ইব্রা + ফা নামহ্]। 9)
কাটা
(p. 179) kāṭā ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ̃ কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ̃ কুটি বি. কাটকুট; সংশোধন। ̃ ন বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ̃ নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)। 22)
খালাস
(p. 226) khālāsa বি. 1 মুক্তি, রেহাই, অব্যাহতি (অভিযোগ থেকে খালাস পাওয়া); 2 (আঞ্চ.) প্রসব (পোয়াতিদের খালাসের ব্যবস্হা); 3 দায়মুক্তি (তুমি তো বলেই খালাস) ; 4 বন্দি অবস্থা থেকে মুক্তি (জেল থেকে খালাস পেয়েছে) ; 5 ছাড়ানো (মাল খালাস করা)। বিণ. 1 খালি, শূন্য (ঘর খালাস করা); 2 দায়মুক্ত (একবার বলেই খালাস হলাম); 3 প্রসূতা (পোয়াতি খালাস হয়েছে)। [আ. আখ্লস্]। 84)
গোরু
(p. 256) gōru বি. 1 গাভিজাতীয় তৃণভোজী, সচ গৃহপালিত, পুরুষ বা স্ত্রী পশু (গোরুর দুধ, গোরুর শিং); 2 বৃষ, বলদ (গোরুর গাড়ি); 3 (বিদ্রুপে বা গালিতে) বোকা, মূর্খ (তুমি তো আচ্ছা গোরু!)। [সং. গোরূপ, প্রাকৃ. গোরুঅ]। ̃ খোঁজা বি. গোরু হারালে যেভাবে খোঁজা হয় সেইরকম সর্বত্র খোঁজাখুঁজি। ̃ চোর বি. 1 যে অন্যের গোরু চুরি করেহিন্দু সমাজে যা অত্যন্ত নীচ ও হীন কাজ বলে বিবেচিত; 2 যে ব্যক্তি মুখ বুজে সমস্ত পীড়ন সহ্য করে; 3 ভীতসন্ত্রস্ত ব্যক্তি। গোরু মেরে জুতো দান জঘন্য অন্যায়কর্মের প্রায়শ্চিত্তস্বরূপ অল্পকিছু ভালো কাজ করা। 135)
ছাড়
(p. 304) chāḍ় বি. 1 বাদ, ত্যাগ (এই শব্দটি ছাড় গেছে); 2 রেহাই, মুক্তি (কোনো ছাড় নেই); 3 মুক্তির বা যাওয়ার অনুমতি (ছাড়পত্র); 4 বিরাম, অবসর (একটু ছাড় পেয়েছি); 5 মূল্যহ্রাস (দামে ছাড়); 6 অনুমতিপত্র, ছাড়পত্র (একটা ছাড় লিখে দাও)। [ছাড়া দ্র]। 3)
ছাড়ান
(p. 304) chāḍ়āna (উচ্চা. ছাড়ান্) বি. মুক্তি, রেহাই, নিষ্কৃতি, খালাস (ওর হাত থেকে সহজে ছাড়ান পাবে না)। [ছাড়া দ্র]। 5)
বাঁচোয়া
(p. 591) bān̐cōẏā বি. 1 রেহাই, রক্ষা, নিস্তার (বিপদের সময় তুমি এসে পড়লে, সেটাই বাঁচোয়া); 2 জীবনরক্ষা। [বাং. বাঁচা + ওয়া-তু. হি. বচাও]। 9)
মকুব
(p. 675) makuba বি. মাফ, অব্যাহতি, রেহাই, নিষ্কৃতি জরিমানা মকুব করা, সেলামি মকুব করা আ. মৌকুফ। 23)
মুক্তি
(p. 708) mukti বি. 1 মোক্ষ, ত্রাণ, জীবজন্ম-পরিগ্রহ থেকে ও তত্সম্পর্কিত বন্ধনাদি থেকে অব্যাহতি; 2 মোহবাসনাদির অবসান; 3 পরিত্রাণ, নিষ্কৃতি, রেহাই (দায়মুক্তি); 4 বন্ধন অবরোধ বাধা নির্যাতন প্রভৃতি থেকে অব্যাহতি বা উদ্ধার (কারামুক্তি); 5 আরোগ্যলাভ (রোগমুক্তি); 6 স্বাধীনতালাভে (দেশের মুক্তি)। [সং. √ মুচ্ + তি]। ̃ .দাতা (-তৃ) বি. যে মুক্তি দেয়। স্ত্রী. ̃ .দাত্রী। ̃ .নামা বি. ছাড়পত্র, অন্য দেশে যাবার অনুমতিপত্র, passport ̃ .পণ বি. মুক্তিলাভের জন্য প্রদেয় অর্থ। ̃ .পত্র বি. (প্রধানত ঋণ বন্ধক কারাদণ্ড প্রভৃতি থেকে) অব্যাহতি লাভের নির্দেশসূচক লিপি বা দলিল। ̃ .যুদ্ধ বি. দেশের স্বাধীনতার যুদ্ধ। ̃ .যোদ্ধা (-দ্ধৃ) বি. যে ব্যক্তি দেশের স্বাধীনতার জন্য লড়াই করে। ̃ .স্নান বি. চন্দ্রসূর্যের রাহুমুক্তি উপলক্ষ্যে স্নান। 5)
রেহাই
(p. 749) rēhāi বি. 1 নিষ্কৃতি, অব্যাহতি (হাঙ্গামা বা বিপদ থেকে রেহাই পাওয়া); 2 ছাড় (সুদের রেহাই)। [ফা. রিহাঈ]। 31)
রেহান
(p. 749) rēhāna বি. বন্ধক। [আ. রিহ্ন]। ̃ .নামা বি. বন্ধকি দলিল। 32)
রেয়াত
(p. 749) rēẏāta বি. 1 অব্যাহতিদান, রেহাই (অন্যায় করলে রেয়াত নেই); 2 খাতির; 3 অনুগ্রহ। [আ. রিআয়ত্]। 18)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073511
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768532
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365859
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720992
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697945
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594569
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545008
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542258

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন