Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শ্রীকৃষ্ণের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্রূর
(p. 4) akrūra বিণ. অকুটিল, সরল, ক্রূরতাহীন। বি. শ্রীকৃষ্ণের পিতৃব্য (ইনি কিশোর শ্রীকৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গিয়েছিলেন)। [সং. ন+ক্রূর]। 19)
অনিরূদ্ধ
(p. 25) anirūddha বিণ. রোধ করা হয়নি এমন; দমন করা হয়নি এমন; অনিবারিত; অবাধ। বি. শ্রীকৃষ্ণের পৌত্র ও প্রদ্যুম্নের পুত্র। [সং. ন + নিরুদ্ধ]। 45)
কংস1, কংশ1
(p. 156) kaṃsa1, kaṃśa1 বি. শ্রীকৃষ্ণের মাতুল দুরাত্মা মথুরাধিপতির নাম। [সং. কংস্ + অ]। ̃ হা (-হন্) বি. কংসের নিধনকারী শ্রীকৃষ্ণ। 14)
কৃষ্ণ
(p. 205) kṛṣṇa বি. বিষ্ণুর অবতার; কানাই, শ্যাম। বিণ. 1 কালো বা নীল (কৃষ্ণবর্ণ, কৃষ্ণতিল); 2 অন্ধকারময় (কৃষ্ণরাত্রি, কৃষ্ণপক্ষ) [সং. √কৃষ্ + ন]। ̃. কথা বি. কৃষ্ণলীলা, কৃষ্ণবিষয়ক কাহিনী।) ̃. কলি বি. ফুলবিশেষ বা তার গাছ। ̃. কীর্তন বি. 1 কৃষ্ণবিষয়ক লীলাগান বা কাব্য; 2 বড়ু চণ্ডীদাসরচিত শ্রীকৃষ্ণের লীলাবিষয়ক (সংগীত) কাব্য। ̃. দ্বৈপায়ন বি. ব্যাসদেব। ̃. পক্ষ বি. প্রতিবাদ জানাবার জন্য বা শোকপ্রকাশের জন্য ব্যবহৃত কালো রঙ্গের পতাকা। ̃. প্রাপ্তি বি. মৃত্যু। ̃. বর্ত্মা (-র্ত্মন্) বি. 1 অগ্নি; 2 রাহু। ̃. ভক্ত বি. কৃষ্ণের অনুরাগী। ̃. যাত্রা বি. শ্রীকৃষ্ণের জীবন বা জীবনকাহিনী। ̃. সর্প বি. কালসাপ, কেউটে। ̃. সার, ̃. শার বি. মৃগবিশেষ। ̃. সারথি বি. কৃষ্ণ যাঁর রথের সারথি অর্থাত্ অর্জুন। ̃. সীস বি. গ্রাফাইট, graphite. ̃. কৃষ্ণা বি. (স্ত্রী.) 1 দ্রৌপদী; 2 দাক্ষিণাত্যের নদীবিশেষ। বিণ. (স্ত্রী.) কৃষ্ণবর্ণা। কৃষ্ণাগুরু বি. কালাগুরু, কৃষ্ণচন্দন। কৃষ্ণাজিন বি. কৃষ্ণসার মৃগের চামড়া। কৃষ্ণাভ বিণ. কালো আভাযুক্ত। কৃষ্ণাষ্টমী বি. ভাদ্রমাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী তিথি অর্থাত্ কৃষ্ণের জন্মতিথি। 11)
গোপাল1
(p. 256) gōpāla1 বি. 1 গোয়ালা; 2 রাখাল; 3 শ্রীকৃষ্ণের বালকবয়সের নাম; 4 রাজা; 5 সন্তান, পুত্র (আমার গোপাল, আদুরে গোপাল)। [সং. গো (গোরু, পৃথিবী) + √পা + ণিচ্ + অ]। ̃ ক বি. গোরু পালনকারী, গোয়ালা; রাখাল। ̃ ন বি. গোরুর পালন বা পরিচর্যা। 93)
গোষ্ঠ
(p. 261) gōṣṭha বি. 1 গবাদি পশুর থাকার জায়গা; 2 গোচারণভূমি; 3 মিলনস্হল, সভা (গোষ্ঠাগার, গোষ্ঠাধ্যক্ষ)। [সং. গো + √স্হা + অ]। ̃ গৃহ বি. গোয়ালঘর, গোশালা। ̃ বিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। ̃ যাত্রা, ̃ লীলা বি. বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোচারণ লীলা। 12)
জন্মাষ্টমী
(p. 312) janmāṣṭamī বি. শ্রীকৃষ্ণের জন্মতিথি, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী। [সং. জন্ম + অষ্টমী]। 83)
জাম্ব-বান, জাম্বু-বান
(p. 322) jāmba-bāna, jāmbu-bāna বি. পুরাণোক্ত ভল্লুকরাজ। [সং. জাম্ব (জম্বু + অ) + বত্]। জাম্ববতী বি. (স্ত্রী.) জাম্ববানের কন্যা ও শ্রীকৃষ্ণের অন্যতমা মহিষী। 49)
জ্ঞান
(p. 331) jñāna বি. 1 বোধ, বুদ্ধি, বোঝবার শক্তি (গভীর জ্ঞানের অধিকারী); 2 সংজ্ঞা, চেতনা (রোগীর জ্ঞান ফেরেনি); 3 ধারণা, বিবেচনা (মাত্রাজ্ঞান, সমজ্ঞান, আত্মীয়জ্ঞানে কাজ করা); 4 অভিজ্ঞতা (ব্যবসায়ে জ্ঞান); 5 বিদ্যাবত্তা, শিক্ষা, পাণ্ডিত্য (শাস্ত্রজ্ঞান); 6 তত্ত্বজ্ঞান (গীতার জ্ঞানযোগ)। [সং. √ জ্ঞা + অন]। ̃ কাণ্ড বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু। ̃ কৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ) ̃ কোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্হ, encyclopaedia. ̃ গম্য বিণ. জ্ঞানের দ্বারা লভ্য। ̃ গম্যি বি. (কথ্য) বুদ্ধিশুদ্ধি। ̃ গরিমা বি. জ্ঞানগৌরব, জ্ঞানের গরিমা। ̃ গর্ভ বিণ. জ্ঞানপূর্ণ, সারগর্ভ। ̃ চক্ষু বি. অন্তর্দৃষ্টি; জ্ঞানরূপ দৃষ্টি। ̃ ত ক্রি-বিণ. সজ্ঞানে, জ্ঞাতসারে। ̃ তৃষ্ণা বি. জ্ঞানের জন্য প্রবল আগ্রহ। ̃ দ বিণ. জ্ঞানদায়ক। ̃ দা বিণ. (স্ত্রী.) জ্ঞানদায়িনী। ̃ পবন (কথ্য) বি. বুদ্ধিশুদ্ধি। ̃ পাপী (-পিন্) বিণ. জেনেশুনে পাপকাজ করে এমন। ̃ পিপাসা - জ্ঞাততৃষ্ণা -র অনুরূপ। ̃ বাদ বি. জ্ঞানই মোক্ষলাভের একমাত্র উপায়, এই দার্শনিক মত। ̃ বান (-বত্) বিণ. জ্ঞানযুক্ত, জ্ঞানশালী, জ্ঞানী। ল্ত্রী. ̃ বতী। ̃ বৃদ্ধ বিণ. জ্ঞানী, জ্ঞানসমৃদ্ধ; প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ। ̃ ময় বিণ. জ্ঞানপূর্ণ; জ্ঞানস্বরূপ। বি. পরব্রহ্ম, যিনি নিখিল জ্ঞানের আধার এবং যিনি কেবল জ্ঞানযোগের দ্বারা লভ্য। ̃ যোগ বি. জ্ঞানরূপ যোগ; ব্রহ্মলাভার্থ জ্ঞানমার্গীয় সাধনপ্রণালী; জ্ঞানলাভের উপায় বা শাস্ত্র। ̃ লিপ্সা বি. জ্ঞানলাভের ইচ্ছা, জ্ঞানপিপাসা। ̃ শক্তি বি. শ্রীকৃষ্ণের শক্তিত্রয়ের অন্যতম; জ্ঞানরূপ শক্তি; জ্ঞান যে শক্তি দেয়। ̃ শূন্য, ̃ হীন বিণ. জ্ঞানবর্জিত অজ্ঞান; মূর্খ। জ্ঞান দেওয়া (কথ্য) অবাঞ্ছিত উপদেশ দেওয়া। 12)
জয়ন্তী
(p. 312) jaẏantī বি. 1 পতাকা, নিশান; 2 দুর্গা; 3 ইন্দ্রকন্যা; 4 শ্রীকৃষ্ণের জন্মতিথি বা জন্মরাত্রি; 5 বরণীয় ব্যক্তির সম্মানে অনুষ্ঠিত উত্সব (রবীন্দ্রজয়ন্তী); 6 বৃক্ষবিশেষ জয়ন্তীপত্র)। [সং. √ জি + অত্ (শতৃ) + ঈ]। রৌপ্য জয়ন্তী বি. পঁচিশ বত্সর পূর্ণ হওয়া উপলক্ষ্যে উত্সব। সুবর্ণ জয়ন্তী বি. পঞ্চাশ বত্সর পূর্ণ হওয়া উপলক্ষ্যে উত্সব। হীরক জয়ন্তী বি. ষাট বত্সর পূর্ণ হওয়া উপলক্ষ্যে অনুষ্ঠিত উত্সব। 124)
ঝুলন
(p. 339) jhulana বি. 1 দোলন; 2 ঝুলে থাকার অবস্হা; 3 শ্রীকৃষ্ণের দোলন উত্সব। [ঝুলা দ্র]। ̃ যাত্রা বি. শ্রাবণ-ভাদ্র মাসে অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের দোলন উত্সব। 20)
দোল
(p. 421) dōla বি. 1 দোলন, দোলা, ঝুলন, আন্দোলন (দোল দেওয়া); 2 ফাল্গুনি পূর্ণিমার শ্রীকৃষ্ণের ঝুলন উত্সব, দোলযাত্রা, হোলি। [সং. √ দুল্ + ণিচ্ + অ]। ̃ দুর্গোত্সব বি. 1 দোল এবং দুর্গাপূজা; 2 (গৌণার্থে) নানাবিধ উত্সব (তোমাদের তো দোলদুর্গোত্সব লেগেই আছে)। ̃ মঞ্চ বি. যে বেদির উপর দোলযাত্রা উপলক্ষ্যে রাধাকৃষ্ণের দোলা ঝুলানো হয়। ̃ যাত্রা বি. শ্রীকৃষ্ণের ঝুলন উত্সব। 109)
দ্বারকা, দ্বারিকা
(p. 426) dbārakā, dbārikā বি. 1 শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠিত বলে পরিচিত এবং হিন্দুদের অন্যতম তীর্থস্হানরূপে পরিগণিত উত্তর ভারতের শহরবিশেষ; 2 আরব সাগরের তীরে গুজরাতের অন্তর্গত সুপ্রসিদ্ধ নগরী। [সং. দ্বার + √ কৈ + অ + আ (স্ত্রী.)]। ̃ নাথ, ̃ পতি বি. শ্রীকৃষ্ণ। 17)
ধড়া
(p. 430) dhaḍ়ā বি. ধটি, কটিবস্ত্র (পীতধড়া)। [সং. ধটিকা]। ̃ চূড়া, (কথ্য) ̃ চুড়ো বি. 1 শ্রীকৃষ্ণের কটিবাস ও মুকুট; 2 (কৌতুকে বা ব্যঙ্গে) সাজপোশাক, কোটপ্যাণ্ট জাতীয় ভারী পোশাক (এই অবেলায় ধড়াচুড়ো পরে কোথায় চললে?)। 10)
ননি, ননী
(p. 444) nani, nanī বি. দুধ থেকে তৈরি স্নেহপদার্থ, মাখন। [সং. নবনীত]। ̃ চোরা বি. (বাল্যকালে ননি চুরি করে খেতেন বলে) শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের বাল্যনামবিশেষ। ননির পুতুল ননি দিয়ে গড়া পুতুল যেমন সামান্য তাপ গলে যায় তেমনই কোমলাঙ্গ, আদুরে দুলাল। 60)
নন্দ
(p. 444) nanda বি. 1 আনন্দ; 2 শ্রীকৃষ্ণের পালকপিতা নন্দগোপ; 3 মগধের রাজাবিশেষ। [সং. √ নন্দ্ + অ]। 61)
নন্দোত্-সব
(p. 444) nandōt-saba বি. শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষ্যে আনোন্দোত্সব। [সং. নন্দ (আনন্দ) + উত্সব]। 71)
নরক
(p. 447) naraka বি. 1 (ধর্মীয় সাহিত্য ও বিশ্বাস অনুসারে) পাপীদের মৃত্যুর পরে শাস্তিভোগের স্হান, জাহান্নাম; 2 (আল.) জঘন্য বা আবর্জনাপূর্ণ স্হান (এই জায়গাটাকে এমন নরক করে রেখেছ কেন?); 3 শ্রীকৃষ্ণের হাতে নিহত দস্যুবিশেষ (নরকাসুর)। [সং. √ নৃ + অক]। ̃ কুণ্ড বি. 1 বিষ্ঠা অগ্নি গলিত ধাতু প্রভৃতিতে পূর্ণ নরকের বিভিন্ন গহ্বর যার মধ্যে পাপীদের চুবিয়ে রেখে শাস্তি দেওয়া হয়; 2 (আল.) অত্যন্ত জঘন্য ও যন্ত্রণাদায়ক স্হান। নরক গুলজার (ব্যঙ্গে) 1 পাপীদের বা দুষ্ট লোকের সমাবেশে আসর সরগরম; 2 অতি সাধারণ বা বাজে জায়গা বহুজনের সমাগমে সরগরম হয়ে ওঠা। ̃ যন্ত্রণা বি. 1 পাপের শাস্তিস্বরূপ নরকে যে কষ্ট ভোগ করতে হয়; 2 (আল.) অসহ্য যন্ত্রণা। ̃ স্হ বিণ. পাপের ফলে নরকে অবস্হিত বা নিক্ষিপ্ত। 65)
নারায়ণ
(p. 454) nārāẏaṇa বি. বিষ্ণু। [সং. নার + অয়ন]। ̃ ক্ষেত্র বি. গঙ্গাপ্রবাহ থেকে চার হাত বিস্তৃত তীরভূমি বা উক্ত তীরভূমি কল্পনা করে রচিত ভূমি, যেখানে মুমূর্ষু হিন্দুদের স্হাপন করা হয়। ̃ তৈল, (কথ্য) ̃ তেল বি. কবিরাজি তেলবিশেষ। নারায়ণী বি. (স্ত্রী.) 1 (নারায়ণের অংশ সম্ভূতা বলে) মহাশক্তি দুর্গা; 2 নারায়ণপত্নী লক্ষ্মীদেবী। বিণ. নারায়ণসম্বন্ধীয়া। নারায়ণী সেনা বি. শ্রীকৃষ্ণের সংশপ্তক সৈন্যবাহিনী। 73)
নৌকা
(p. 481) naukā বি. 1 খাল নদী প্রভৃতিতে চলাচলকারী ছোটো জলযানবিশেষ, তরি, তরণী; 2 দাবাখেলার গুঁটিবিশেষ। [সং. নৌ + ক + আ]। ̃ চালক, ̃ জীবী বি. মাঝি। ̃ পথ বি. নদীবক্ষে নৌকা চলাচলের পথ, জলপথ, নদীপথ। ̃ বিলাস, ̃ বিহার, ̃ লীলা বি. 1 নৌকায় চড়ে বেড়ানো; 2 রাধিকাদি গোপিনীদের নিয়ে শ্রীকৃষ্ণের লীলাবিশেষ। ̃ রোহী (-হিন্) বিণ. নৌকায় আরোহণকারী, নৌকাযাত্রী। ̃ যাত্রী (-ত্রিন্) বিণ. নৌকাযোগে গমনকারী। 22)
পীত1
(p. 523) pīta1 বি. হলুদ রং (শ্বেতপীত)। বিণ. হলুদ রং-বিশিষ্ট, হলুদ রঙের (পীতধড়া, পীতবাস)। [সং. √ পা + ত]। ̃ জ্বর বি. পাণ্ডুরতা ও রক্তস্রাবযুক্ত জ্বরবিশেষ, yellow fever. ̃ ধড়া বি. 1 হলুদ রঙে রঞ্জিত কটিবাস; 2 শ্রীকৃষ্ণের পরিধেয় বস্ত্র। ̃ বাস, পীতাম্বর বি. 1 হলুদ রঙের বস্ত্র; 2 (পীতবস্ত্রধারী) শ্রীকৃষ্ণ। বিণ. পীতবস্ত্রধারী। পীতাভ বিণ. পীত বা হলুদ রঙের আভাযুক্ত, হালকা হলুদ রঙের। 9)
প্রকট
(p. 534) prakaṭa বিণ. প্রকৃষ্টরূপে বা বিশেষভাবে ব্যক্ত স্পষ্ট বা প্রকাশিত ('আসল মানুষ প্রকট হয়': ক. ক.)। [সং. প্র + √ কট্ + অ]। ̃ ন বি. প্রকটিতকরণ। প্রকটিত বিণ. প্রকট হয়েছে বা করা হয়েছে এমন। ̃ লীলা বি. বৃন্দাবনে ও অন্যত্র প্রকাশিত শ্রীকৃষ্ণের লীলা। 93)
প্রভাস
(p. 548) prabhāsa বি. 1 প্রখর দীপ্তি; 2 পশ্চিম ভারতে দ্বারকার নিকটবর্তী শ্রীকৃষ্ণের স্মৃতিবিজড়িত হিন্দু তীর্থবিশেষ, সোমনাথ বা সোমতীর্থ। বিণ. দীপ্তিশালী। [সং. প্র + √ ভাস্ (=দীপ্তি) + অ]। 32)
ফুল2
(p. 567) phula2 বি. 1 কুসুম, পুষ্প, উদ্ভিদের যে বর্ণময় এবং কখনো কখনো গন্ধযুক্ত অংশ থেকে বীজ ও ফলের উত্পত্তি হয়; 2 ফুলের মতো নকশা (ফুল-কাটা বাসন, কাপড়ে ফুল তোলা); 3 জরায়ু ও সন্তানের নাভির সঙ্গে যে মাংসপিণ্ড সংযুক্ত থাকে, গর্ভকুসুম, অমরা, placenta. [সং. ফুল্ল]। ̃ কচি বিণ. একেবারে বা খুব কচি (ফুলকচি শসা)। ̃ কপি দ্র কপি। ফুল-কাটা বিণ. ফুলের মতো নকশা দ্বারা শোভিত। ̃ কারি বি. কাপড়ে ফুলের নকশা বা বুটির কাজ। ̃ কোঁচা বি. ধুতির কোঁচা ফুলের মতো করে কুঞ্চিত বা চুনট করা। ̃ খড়ি দ্র খড়ি। ̃ ঝাড়ু বি. ঝাউ গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি ঝাঁটাবিশেষ। ̃ ঝুরি বি. আতশবাজিবিশেষ যা থেকে ফুলের মতো আগুনের ফুলকি বার হয়। ̃ টুসকি, ̃ টুসি বিণ. (ফুল দিয়ে টসকে দেওয়া যায় এমন) নরম বা তুলতুলে। ̃ ডোর বি. ফুলের মালা। ফুলতোলা বিণ. ফুলের মতো নকশা দিয়ে কারুকার্য করা হয়েছে এমন। ফুল তোলা বি. ক্রি. গাছ থেকে ফুল চয়ন করা; বস্ত্রাদিতে ফুলের নকশা রচনা করা। ̃ দানি, ̃ দান বি. ফুল সাজিয়ে রাখার পাত্রবিশেষ। ̃ দার বিণ. ফুলের নকশাযুক্ত। ̃ দোল বি. বৈশাখী পূর্ণিমায় অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের পুষ্পসজ্জিত দোলায় দোলনযাত্রা। ̃ ধনু, ̃ বাণ, ̃ শর বি. 1 কামদেবের পুষ্পযুক্ত ধনুক; 2 কামদেব, মদন, কন্দর্প। ফুল পড়া বি. ক্রি. প্রসবের পরে গর্ভস্হ ফুল স্খলিত হওয়া। ̃ বাতাসা বি. ফুলের মতো হালকা বাতাসা। ̃ বাবু বি. অত্যন্ত শৌখিন লোক। ̃ মালা বি. ফুল দিয়ে তৈরি মালা। ̃ শয্যা বি. 1 কুসুমাবৃত শয্যা; 2 বিবাহের পর নবদম্পতির প্রথমবার একত্র ফুলছড়ানো বিছানায় শয়নরুপ অনুষ্ঠান। ̃ শেজ বি. ফুলশয্যা ('সেখানে কি ফুলশেজে মিশে যাবে দুটি কায়া': স. দ.)। ̃ সজ্জা বি. ফুল দিয়ে অলংকরণ। ̃ সাজ বি. ফুল দিয়ে সাজা, ফুলসজ্জা। ̃ হার বি. ফুলের মালা। ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া ক্রি. বি. অতি সামান্য কারণে কাতর হওয়া। 20)
বল-ভদ্র
(p. 580) bala-bhadra বি. 1 শ্রীকৃষ্ণের অগ্রজ, বলরাম; 2 বলশালী ব্যক্তি। [সং. বল + ভদ্র (=শ্রেষ্ঠ)]। 164)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074226
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768703
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366110
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721069
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698071
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594666
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545207
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন