Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সমিতি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধি-বেশন
(p. 17) adhi-bēśana বি. 1 সভা সমিতি ইত্যাদির বৈঠক বা অনুষ্ঠান, meeting; 2 উপবেশন। [সং. অধি+√বিশ্+অন]। 81)
অভ্যর্থনা
(p. 55) abhyarthanā বি. 1 সংবর্ধনা; (অতিথিদের) আপ্যায়ন; সমাদরে ও সসম্মানে গ্রহণ ও আপ্যায়ন; 2 (বাংলায় অপ্র.) প্রার্থনা। [সং. অভি + √ অর্থ্ + অন + আ]। অভ্যর্থনা সভা, অভ্যর্থনা সমিতি বি. অভ্যর্থনা করার জন্য গঠিত সভা বা সমিতি, reception committee. অভ্যর্থিত বিণ. অভ্যর্থনা করা হয়েছে এমন, সাদরে ও সসম্মানে গৃহীত। 14)
আঞ্জু-মান, আঞ্জু-মন
(p. 85) āñju-māna, āñju-mana বি. সভা, সমিতি, মজলিশ। [ফা. আন্জুমন্]। 58)
আহ্বায়ক
(p. 111) āhbāẏaka বি. বিণ. আমন্ত্রণকারী; (গৌণার্থে) কোনো সমিতি বা পরিষদের মূল আয়োজক। [সং. আ + √ হ্বে + অক]। স্ত্রী. আহ্বায়িকা। 35)
আয়োগ
(p. 103) āẏōga বি. 1 তদন্তের জন্য নিযুক্ত কমিশন বা সমিতি; 2 নিযুক্তি। [সং. আ + √যুজ্ + অ]। 26)
উপ-সমিতি
(p. 133) upa-samiti বি. সমিতির অধীন ছোট সংস্হা, subcommittee. [সং. উপ + সমিতি]। 65)
কমিটি
(p. 164) kamiṭi বি. সমিতি; কার্যনির্বাহক সমিতি, পরিচালক সভা; মন্ত্রণাসভা। [ইং. committee]। 59)
কমিশন
(p. 164) kamiśana বি. 1 ক্রয়-বিক্রয়র উপর দস্তুরি, দালালি; 2 অনুসন্ধান সমিতি, তদন্ত কমিটি, আয়োগ। [ইং. commission]। 60)
কমিশনার
(p. 164) kamiśanāra বি. 1 শাসনাঞ্চলের বা বিভাগের প্রশাসক; 2 মিউনিসিপ্যালিটি বা পৌরসংঘের সদস্য; 3 অনুসন্ধান সমিতি বা তদন্ত কমিটির সদস্য। [ইং. commissioner]। 61)
কার্য
(p. 186) kārya বি. 1 কাজ, কর্ম; 2 প্রয়োজন (কোন কার্যে এখানে আগমন?); 3 ফল, উপকার (এতে কোনো কার্য দর্শাবে কি?)। বিণ. কর্তব্য, করণীয় (অবশ্যকার্য)। [সং. √ কৃ + য]। ̃ কর, ̃ কারী (কারিন্) বিণ. উপযোগী; ফলদায়ক। স্ত্রী. ̃ করী, ̃ কারিণী। ̃ করতা, ̃ কারিতা বি. উপযোগিতা, প্রয়োজন সাধনের ক্ষমতা। ̃ কলাপ বি. কাজকর্ম, নানাবিধ কাজ। ̃ কারণ সম্বন্ধ বি. কার্য ও তার কারণের মধ্যে আপেক্ষিক সম্বন্ধ। ̃ কাল বি. চাকরি প্রভৃতির ব্যাপ্তিকাল; প্রয়োজন (কার্যকালে বন্ধুদের দেখা পাওয়া যায় না)। ̃ কুশল বিণ. দক্ষ, কর্মণিপুণ। ̃ ক্রম বি. করণীয় কাজের ক্রমানুযায়ী তালিকা, programme. ̃ ক্ষম বিণ. কাজ করতে সমর্থ; কর্মদক্ষ। ̃ গতিকে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে বা তাগিদে। ̃ ঞ্চাগে অব্য. লিপি, দলিল প্রভৃতির প্রারম্ভিক পাঠবিশেষ, যার অর্থ: কাজের আদেশ দেওয়া হচ্ছে। [সং. কার্যম্ + চ + বাং. আগে]। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ফলত, প্রকৃতপ্রস্তাবে; প্রয়োজনের সময়, কার্যকালে। ̃ পরম্পরা বি. ক্রমানুযায়ী কাজ, কাজের ক্রম। ̃ বশত (বর্জি.) বশতঃ অব্য. ক্রি-বিণ. কার্যানুরোধে, কাজের জন্য। ̃ বাহ বি. সভাসমিতিতে আলোচিত বা নির্বাহিত বিষয়সমুহ, proceeding (স.প.)। ̃ সিদ্ধি বি. অভীষ্টলাভ; সাফল্য। কার্যাকার্য বি. কাজ ও অকাজ; বিধেয় ও অবিধেয় কর্ম। কার্যানুরোধে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে, কাজের তাগিদে, কাজের দাবিতে; কাজের জন্য। কার্যান্তর বি. ভিন্ন কর্ম, অন্য কাজ। কার্যোদ্ধার বি. কার্যসিদ্ধি, কাজ সম্পাদন, কাজ হাসিল। কার্যোপলক্ষ্যে ক্রি-বিণ. কাজের জন্য, কাজের উদ্দেশ্যে। 18)
কোম্পানি
(p. 210) kōmpāni বি. 1 বণিক সমিতি; 2 যৌথ ব্যবসায় প্রতিষ্ঠান; 3 ভারতে ব্রিটিশ সাম্রাজ্য স্হাপনকারী ইস্ট ইণ্ডিয়া কোম্পানি নামে খ্যাত বাণিজ্য প্রতিষ্ঠান। [ইং. company]। কোম্পানির আমল বি. ভারতে ইস্ট ইণ্ডিয়া কোম্পানির শাসনকাল। কোম্পানির কাগজ বি. (সাধারণের কাছ থেকে) সরকার কর্তৃক গৃহীত ঋণের দলিল বা স্বীকারপত্র। 28)
ক্লাব
(p. 215) klāba বি. স্হায়ী সমিতি, গোষ্ঠী; খেলাধূলা ব্যায়ামচর্চা বা সংস্কৃতিচর্চার প্রতিষ্ঠান। [ইং. club]। 39)
গভর্নিং বডি
(p. 241) gabharni mbaḍi বি. পরিচালক সমিতি; নিয়ন্ত্রক সমিতি। [ইং. governing body]। 18)
গুলাব
(p. 253) gulāba বি. 1 সুগন্ধি ফুলবিশেষ; 2 ওই ফুলের নির্যাসমিশ্রিত জল। [ফা. গুল্ (গোলাপ) + আব্ (জল) -তু. সং. অপ্]। ̃ পাশ বি. গোলাপজল ছিটাবার যন্ত্রবিশেষ। গুলাবি বিণ. 1 গোলাপের গন্ধযুক্ত; 2 মৃদু, ঈষত্ (গুলাবি নেশা)। 49)
চেয়ার-ম্যান
(p. 294) cēẏāra-myāna বি. সভাপতি, সমিতি বা সভার পরিচালক, অধিকর্তা। [ইং. chairman]। 71)
জন
(p. 312) jana বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ - জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব - জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। 41)
ডিস-ট্রিক্ট
(p. 357) ḍisa-ṭrikṭa বি. জেলা। [ইং. district]। ডিসট্রিক্ট বোর্ড বি. জেলার উন্নয়ন সাধনার্থে স্বয়ংশাসিত সমিতিবিশেষ। ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট বি. জেলাশাসক। 26)
ডিস-মিস
(p. 357) ḍisa-misa বিণ. 1 বরখাস্ত (চাকরি থেকে ডিসমিস হওয়া); 2 খারিজ (মামলা ডিসমিস)। [ইং. dismiss]। 27)
পারিষদ
(p. 513) pāriṣada বি. 1 সভাসদ, সভা-সমিতি ইত্যাদির সদস্য; 2 পার্শ্বচর, মোসাহেব। বিণ. পরিষদসংক্রান্ত। [সং. পরিষদ্ + অ]। 130)
প্রতিষ্ঠা
(p. 543) pratiṣṭhā বি. 1 সংস্হাপন (বিদ্যালয় প্রতিষ্ঠা); 2 (ব্রতাদি) উদ্ যাপন ; 3 উত্সর্গ (বৃক্ষ প্রতিষ্ঠা); 4 অবস্হান, যাতে স্হিতি লাভ হয় (কুলপ্রতিষ্ঠা); 5 প্রতিপত্তি, খ্যাতি, গৌরব (সমাজে প্রতিষ্ঠা লাভ)। [সং. প্রতি + √ স্হা + অ + আ]। ̃ তা (-তৃ) বিণ. বি. প্রতিষ্ঠাকারী। স্ত্রী. ̃ ত্রী। ̃ ন বি. 1 সংস্হাপন; 2 বিশেষ উদ্দেশ্যে গঠিত সমিতি বা সংস্হা, institution (শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান); 3 অবস্হান; 4 প্রাচীন ভারতের নগরবিশেষ। ̃ বান (-বত্) বিণ. বিখ্যাত; বিশেষ গৌরবসম্পন্ন (চিকিত্সাশাস্ত্রে দিশবিদেশে প্রতিষ্ঠাবান)। প্রতিষ্ঠিত বিণ. 1 প্রতিষ্ঠা করা হয়েছে এমন (মন্দির প্রতিষ্ঠিত হয়েছে); 2 প্রতিষ্ঠা লাভ করেছে এমন (পসার প্রতিষ্ঠিত); 3 বদ্ধমূল (প্রতিষ্ঠিত বিশ্বাস)। 16)
বারসমিতি
(p. 602) bārasamiti দ্র বার4। 22)
বার৪
(p. 600) bāra4 বি. 1 উকিলসমাজ; 2 কোনো আদালতের উকিলসমূহ (বার সমিতি)। [ইং. bar]। বার লাইব্রেরি বি. আইনজীবীদের ব্যবহার্য প্রধানত আইনবিষয়ক গ্রন্হের সংগ্রহ। ̃ সমিতি বি. উকিলদের সংস্হা। 48)
বিস-মিল্লা, বিস-মিল্লাহ্
(p. 630) bisa-millā, bisa-millāh বি. কার্যারম্ভে আল্লার নামে দোহাই। [আ. বিসমিল্লাহ্]. বিসমিল্লায় গলদ আরম্ভেই ভুল বা ত্রুটি। 8)
বোর্ড
(p. 646) bōrḍa বি. 1 কাগজ কাঠ প্রভৃতির পুরু ফলক, পাটা, তক্তা (ব্ল্যাকবোর্ড, দেয়ালে বোর়্ড টাঙানো); 2 সমিতি, পর্ষদ (ইউনিয়ন বোর্ড, রাজস্ববোর়্ড)। [ইং. board]। 59)
মজ-লিশ
(p. 676) maja-liśa বি. 1 আসর, বৈঠক, সভা (রোজই মজলিশ বসে); 2 সমিতি, সংঘ। [আ. মজ্লিস্]। মজ-লিশি বিণ. 1 মজলিশসম্বন্ধীয়; 2 মজলিশ বা আসর জমাতে পারে এমন (মজলিশি লোক); 3 মজলিশের অনুরাগী বা উপযুক্ত (মজলিশি গান)। 14)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074763
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769040
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366329
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721131
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698188
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594760
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545440
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542336

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন