Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সহচর। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-চর
(p. 25) anu-cara বি. বিণ. 1 সহচর, সঙ্গী; 2 অনুগমনকারী; 3 ভৃত্য, ('তাহার কত অনুচর, কত ভক্ত': শরত্)। [সং. অনু + √ চর্ + ইন্]। 83)
অনু-ষঙ্গ
(p. 31) anu-ṣaṅga বি. 1 প্রণয়; স্নেহ; 2 দয়া; 3 প্রসঙ্গ; সম্বন্ধ, association (বি. প.); 4 আসক্তি, টান, adherence (স. প.); 5 সাহচর্য; 6 সহচর। [সং. অনু + √ সন্জ্ + অ]। অনু-ষঙ্গী (-ঙ্গিন্) বিণ. অনুষঙ্গবিশিষ্ট; অনুষঙ্গস্বরূপ; সহচর। বিণ. আনুষঙ্গিক। 24)
অলি-গলি
(p. 64) ali-gali বি. সরু পথ; গলিঘুজি; সরু গলিপথ (অনেক অলিগলি পেরিয়ে সেখানে যেতে হয়)। [বাং. অলি + (সহচর শব্দ) গলি]। 28)
আনু-যাত্রিক
(p. 95) ānu-yātrika বি. সঙ্গী, সহচর; সঙ্গে যায় এমন। [সং. অনুযাত্রিক + অ] 5)
আশ-পাশ
(p. 108) āśa-pāśa বি. কাছাকাছি জায়গা, নিকটবর্তী চারদিক (আশপাশ থেকে আওয়াজ আসছে)। [পাশ-এর সহচর শব্দ আশ]। আশ-পাশে, আশে-পাশে ক্রি-বিণ. চার দিকে, এদিকে-ওদিকে (আশেপাশে কোথাও নিশ্চয় আছে জিনিসটা)। 15)
একান্ত
(p. 145) ēkānta বিণ. 1 অত্যন্ত; নিতান্ত (একান্ত প্রয়োজন); 2 নির্জন (একান্ত বসে আলোচনা); 3 একাগ্র (একান্ত মনে); 4 নিজস্ব, খাস। [সং. এক + অন্ত]। একান্ত সচিব ব্যক্তিগত কাজে সহচর বা সহায়ক, খাস সহকারী বা সেক্রেটারি, private secretary (স. প.)। একান্তে ক্রি-বিণ. নির্জনে, বিজনে; গোপনে (একান্তে কথাবার্তা)। 10)
কষ্টে-সৃষ্টে
(p. 174) kaṣṭē-sṛṣṭē ক্রি-বিণ. কায়ক্লেশে, বহুকষ্টে; কোনোক্রমে ('কষ্টেসৃষ্টে দিন চলে যায়': সু. বা.)। [সং. কষ্ট + বাং. এ + বাং. সৃষ্ট (সহচর শব্দ) + বাং. এ]। 7)
কাটব্য
(p. 179) kāṭabya বি. কর্কশতা; রুঢ়তা। [সং. কটু শব্দের সহচর]। কটু-কাটব্য দ্র কটু। 18)
গড়া-গড়ি
(p. 236) gaḍ়ā-gaḍ়i বি. 1 ভূলুণ্ঠন, লুটোপুটি (ধুলোয় গড়াগড়ি); 2 এলোমেলো, অনাদৃত বা ছড়ানো অবস্হায় থাকা (তার টাকা গড়াগড়ি যাচ্ছে; জিনিসপত্র সব গড়াগড়ি যাচ্ছে)। [বাং. গড়া3 + গড়ি (সহচর শব্দ)]। 40)
গুটি-সুটি
(p. 250) guṭi-suṭi ক্রি-বিণ. জড়সড় (গুটিসুটি হয়ে থাকা)। [বাং. গুটি 2 + সুটি (সহচর শব্দ)]। 57)
ঘেঁচু
(p. 270) ghēn̐cu বি. 1 ক্ষুদ্র কচু; 2 (অবজ্ঞার্থে) কিছুই নয় (তুমি আমার ঘেঁচু করবে)। [দেশি; 'কচু'-র সহচর শব্দ-কচুঘেঁচু]। 36)
জীবন
(p. 326) jībana বি. 1 প্রাণ; 2 প্রাণধারণ (জীবনকাল, জীবনযাত্রা); 3 জীবনকাল (আজীবন); 4 আয়ু (জীবন ফুরিয়ে এল); 5 প্রাণস্বরূপ অতি প্রিয়পাত্র ('জীবনস্বরূপা সে স্বামীর শিরোমণি': ভা. চ.); 6 জল। [সং. √ জীব্ + অন]। ̃ কাল বি. আয়ুষ্কাল, জীবদ্দশা। ̃ চরিত, ̃ বৃত্তান্ত বি. (কারও) জীবনের ঘটনাবলি ও চরিত্রের বিবরণ, জীবনী। ̃ জিজ্ঞাসা বি. জীবন বা জগত্ সম্পর্কে প্রশ্ন কৌতূহল বা অনুসন্ধান। ̃ দর্শন বি. জীবনের স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে বোধ ও ধারণা; জীবনের স্বরূপ অবধারণ। ̃ প্রবাহ বি. সংসারস্রোত, জীবনযাপন, বহমান শ্রোতোরূপ জীবন ('জীবনপ্রবাহ বহি কালসিন্ধু পানে ধায়': মধু)। ̃ বিজ্ঞান - জীববিজ্ঞান -এর অনুরূপ। ̃ বিমা বি. যে বিমা-চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের শেষে বিমাকারী বা তার মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারী টাকা পায়। ̃ বেদ বি. জীবনের মূলমন্ত্র ও নিয়ন্ত্রক নীতি। ̃ যাত্রা বি. জীবিকানির্বাহ, সংসার চালানো। ̃ যাপন বি. জীবন কাটানো। ̃ যৌবন বি. জীবন ও যৌবন; প্রাণ ও তারুণ্য। ̃ সঙ্গী বি. 1 সারা জীবনের সঙ্গী, চিরসহচর; 2 স্বামী। স্ত্রী. ̃ সঙ্গিনী। ̃ স্মৃতি বি. আত্মচরিত, নিজের জীবনের স্মৃতিচারণা। 21)
ঝালা-পালা
(p. 336) jhālā-pālā বিণ 1 তীব্র শব্দে প্রায় বধির হয়ে গেছে এমন (কান ঝালাপালা হয়ে গেছে); 2 অতি বিরক্ত ('করিলেক ঝালাপালা তনুপ্রাণ রহে না': ভা. চ.)। বি. 1 কানকে পীড়িত বা বধির করে এমন শব্দ; 2 উত্পাত, উপদ্রব। [বাং. ঝালা2 + পারা (মতো, সদৃশ)-তু. জ্বালা + পালা (সহচর শব্দ)]। 47)
ঝুট-মুট
(p. 338) jhuṭa-muṭa ক্রি-বিণ. মিছিমিছি, অকারণে (ঝুটমুট ঝামেলা করা)। [হি. ঝুট (মিথ্যা) + মুট (সহচর শব্দ)]। 29)
ঝুটা-পুটি, (কথ্য) ঝুটো-পুটি
(p. 338) jhuṭā-puṭi, (kathya) jhuṭō-puṭi বি. 1 পরস্পরের ঝুঁটি ধরে জড়াজড়ি; 2 জড়াজড়ি, জাপটাজাপটি। [বাং. ঝুঁটি + পুটি (সহচর শব্দ)]। 32)
টল-মল
(p. 341) ṭala-mala বি. 1 অস্হির আন্দোলিত বা পতনোম্মুখ হওয়ার লক্ষণ (ধরণী টলমল করছে); 2 উচ্ছলিত হওয়ার লক্ষণ (বর্ষায় নদীর জল টলমল করছে)। [বাং. টল + মল (সহচর শব্দ)]। বিণ. উক্ত সব অর্থে (টলমল অবস্হা)। টল-মলা ক্রি. টলমল করা; টলমল করানো। টল-মলানি বি. টলমল করার অবস্হা। টল-মলায়-মান, টল-মলে বিণ. টলমল করছে এমন; দোলায়মান, পতনোম্মুখ। 54)
টেনে-টুনে
(p. 347) ṭēnē-ṭunē ক্রি-বিণ. কোনোরকমে; অতিকষ্টে (এ টাকায় টেনেটুনে এ মাসটা চলবে)। [বাং. টানা + এ + টুনে (সহচর শব্দ)]। 18)
ডাইন1, (চলিত) ডান
(p. 354) ḍāina1, (calita) ḍāna বিণ. বি. দক্ষিণ, বামেতর (ডাইনে যাবে, ডান হাত)। [সং. দক্ষিণ প্রা. দাহিণ]। ডান দিক ডান হাতের দিক। ডান হাত বি. 1 দক্ষিণ হস্ত; 2 (আল.) প্রধান সহায় বা সহচর (ওই চাকরটিই তাঁর ডান হাত)। ডান হাত বাঁ হাত করা ক্রি. লেনদেন করা; হাতফেরতা করা। ডান হাতের কাজ, ডান হাতের ব্যাপার বি. ভোজন, আহার। ডাইনে আনতে বাঁয়ে কুলায় না আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। 26)
ডুগি
(p. 357) ḍugi বি. তবলার সহচর বাদ্যযন্ত্র, বাঁয়া (ডুগি-তবলা)। [তু. হি. ডুগ্গী]। 32)
তাড়া-তাড়ি
(p. 373) tāḍ়ā-tāḍ়i ক্রি-বিণ. অতিশীঘ্র, দ্রুত; ব্যস্ততার সঙ্গে (তাড়াতাড়ি চলে এসো)। বি. ব্যস্ততা; শীঘ্রতার প্রয়োজন (কোনো তাড়াতাড়ি নেই)। [বাং. তাড়া3 + তাড়ি (সহচর শব্দ)]। 48)
তাড়া-হুড়া,
(p. 373) tāḍ়ā-huḍ়ā, (কথ্য) তাড়া-হুড়ো বি. ব্যস্ততা (আজ আমার কোনো তাড়াহুড়ো নেই)। [বাং. তাড়া + হুড়া (সহচর শব্দ)]। 50)
নট নড়নচড়ন
(p. 444) naṭa naḍ়nacaḍ়na বি. (কথ্য) একদম নড়াচড়া না করা। [ইং. not + বাং. নড়ন + চড়ন (সহচর শব্দ)]। 31)
নড়চড়
(p. 444) naḍ়caḍ় বি. 1 ব্যত্যয়, অন্যথা (কথার নড়চড় হবে না); 2 চঞ্চলতা। [বাং. নড়া2 + চলা চড়া (সহচর শব্দ)]। 37)
নর্ম
(p. 447) narma (-র্মন্) বি. 1 ক্রীড়া; 2 রঙ্গ, কৌতুক; 3 প্রমোদ, প্রমোদবিহার (নর্মসহচরী); 4 পরিহাস (নর্মযুক্ত বচন)। [সং. √ নৃ + মন্]। ̃ সখী, ̃ সঙ্গিনী, ̃ সহচরী বি. ক্রীড়াসঙ্গিনী প্রমোদসঙ্গিনী। ̃ সচিব, ̃ সহচর বি. ক্রীড়াসঙ্গী; বিদূষক; পারিষদ, মোসাহেব। 81)
ন়ড়-নড়, নড়-বড়
(p. 444) n়ḍ়-naḍ়, naḍ়-baḍ় বি. ঢিলে হয়ে নড়তে থাকে এমন ভাব বা অবস্হা; কমজোর হয়েও খসে পড়েনি এমন ভাব (দরজার কাঠটা নড়নড় করছে)। [বাং. নড়া2 নড় + নড়, বড় (সহচর শব্দ)]। নড়-নড়ে, নড়-বড়ে বিণ. শিথিল, আলগা; শিথিল বা আলগা হয়ে নড়ছে এমন (দরজা-জানলা একেবারে নড়বড়ে হয়ে গেছে)। 39)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074190
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768692
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366096
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721065
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698066
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594647
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545183
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542303

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন