Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সাম্য]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অসাম্য
(p. 72) asāmya বি. সাম্য বা সমতার অভাব; অসমতা; অমিল; একতার অভাব (অসাম্যের বিরুদ্ধে সংগ্রাম)। [সং. ন + সাম্য]। 4)
কমিউনিজম
(p. 164) kamiunijama বি. কার্ল মার্কস প্রবর্তিত সাম্যবাদ। [ই. communism]। কমিউনিস্ট বি. বিণ. সাম্যবাদে বিশ্বাসী, সাম্যবাদী। 58)
প্রকৃতি
(p. 537) prakṛti বি. 1 স্বভাব, চরিত্র (মানবপ্রকৃতি, যেমন আকৃতি তেমনি প্রকৃতি); 2 অভ্যস্ত আচরণ (দুষ্ট প্রকৃতি); 3 স্বাভাবিক গুণাগুণ, ধর্ম (বস্তুপ্রকৃতি); 4 বাহ্যজগত্, জগতের অকৃত্রিম পদার্থের সাধারণ নাম, নিসর্গ (প্রকৃতির কোলে বিশ্রাম, প্রকৃতির শোভা); 5 সৃষ্টির মূল বা আদি কারণ, আদ্যাশক্তি; 6 সত্ত্ব রজঃ ও তমঃ-এই ত্রিগুণের সাম্যাবস্হা; 7 সাংখ্যমতে নির্গুণ চৈতন্যময় পুরুষের বিপরীত ত্রিগুণাত্মক জড় তত্ত্ব; 8 প্রজাপুঞ্জ (প্রকৃতিরঞ্জন); 9 নারী (পুরুষ ও প্রকৃতি); 1 অবিদ্যা, মায়া; 11 (ব্যাক.) বিভক্তিহীন শব্দ বা ধাতু (প্রকৃতিপ্রত্যয়)। [সং. প্র + √ কৃ + তি]। ̃ গত বিণ. স্বভাবসিদ্ধ। ̃ জ, ̃ জাত, ̃ দত্ত, ̃ সিদ্ধ বিণ. স্বভাবজাত, স্বাভাবিক; নৈসর্গিক। ̃ পূজা বি. বৃক্ষ পর্বতাদি জড়-প্রকৃতির উপাসনা। ̃ প্রত্যয় বি. শব্দ বা ধাতুর বিভক্তি ও প্রত্যয়। ̃ বাদ বি. 1 প্রকৃতির দ্বারাই জগতের সৃষ্টি ও নিয়মন সাধিত হচ্ছে এই মত, জড়তত্ত্ব; 2 শব্দের ব্যুত্পত্তিগত বা মূল অর্থের বিচার। ̃ বিজ্ঞান বি. পদার্থবিজ্ঞান, physics, physical science. ̃ বিরুদ্ধ বিণ. স্বভাবগত নয় এমন; অস্বাভাবিক। ̃ স্হ বিণ. স্বাভাবিক অবস্হায় স্হিত (তখন সে প্রকৃতিস্হ ছিল না); সুস্হ, ধাতস্হ। 11)
বাদ2
(p. 598) bāda2 বি. 1 উক্তি, কথন (নিন্দাবাদ, সাধুবাদ); 2 বাক্য (অনুবাদ); 3 তত্ত্বনির্ণয়ের উদ্দেশ্যে তর্ক; 4 কলহ (বাদপ্রতিবাদ, বাদানুবাদ, বাদবিসংবাদ); 5 যথার্থ বিচার; 6 মত, তত্ত্ব, theory (সাম্যবাদ, অদ্বৈতবাদ) (বি.প.)। [সং. √ বদ্ + অ]। ̃ প্রতিবাদ বি. তর্কাতর্কি, কথা কাটাকাটি। ̃ বিতণ্ডা বি. কথাকাটাকাটি, প্রবল তর্কাতর্কি। 5)
বাদী
(p. 598) bādī (-দিন্) বিণ. 1 বক্তা (সত্যবাদী); 2 মতবাদপ্রবর্তক; 3 মতবাদের সমর্থক (বাস্তববাদী, সাম্যবাদী); 4 অভিযোক্তা, ফরিয়াদি (বাদীপক্ষ); 5 প্রতিকূল, যে বাধা দেয়। বি. সংগীতে রাগরাগিণীর প্রধান স্বর। [সং. √ বদ্ + ইন্]। স্ত্রী. বাদিনী। বি. বাদিতা (সত্যবাদিতা, স্পষ্টবাদিতা)। 27)
বৈসাম্য
(p. 646) baisāmya বি. (বিরল) 1 সাম্যের অভাব; 2 ইতরবিশেষ, প্রভেদ ('সহেতুক বৈসাম্য': ভূদেব)। [ বাং. বি + সং. সাম্য]। 12)
ব্যালান্স
(p. 651) byālānsa বি. ভারসাম্য (ব্যালান্সের খেলা, ব্যালান্স রাখা)। [ইং balance]।
ভার
(p. 664) bhāra বি. 1 ওজন (লঘুভার); 2 বোঝা, মোট (ভারবাহী); 3 চাপ, উদ্বেগ (দুঃখের ভার, ঋণে ভার); 4 দায়িত্ব (কাজের ভার); 5 রাশি, সমূহ (কেশভার); 6 বোঝা বহনের জন্য ব্যবহৃত লাঠিবিশেষ, বাঁক (ভার কাঁধে দইওয়ালা)। বিণ. 1 ভারী, অধিক ওজনবিশিষ্ট (বড়ো ভার এটার); 2 বোঝাস্বরূপ (সংসারের ভার হয়ে থাকা); 3 গম্ভীর, অপ্রসন্ন (মুখ ভার করা); 4 অসুস্হ (পেট ভার); 5 দুষ্কর (চেনা ভার); 6 দুঃখে বা অভিমানে বিষাদগ্রস্ত (মুখ ভার)। [সং. √ ভৃ + অ]। ̃ .কেন্দ্র বি. গুরুত্বের বা ভারের ব্যাপ্তির মধ্যবিন্দু। ̃ .প্রাপ্ত বিণ. দায়িত্ব পেয়েছে এমন, দায়িত্বযুক্ত (ভারপ্রাপ্ত অফিসার)। ̃ .বাহ, ̃ .বাহক, ̃ .বাহী (-হিন্) বিণ. ওজন বা বোঝা বহন করে এমন (ভারবাহী পশু)। ̃ .যষ্টি বি. বাঁক। ̃ .সহ বিণ. ওজন বা ভার সহ্য করতে পারে এমন। ̃ .সাম্য বি. 1 বিভিন্ন দিকের ওজনের সমতা; 2 মানসিক স্হৈর্য বা অবিচলতা; 3 দুই পক্ষের শক্তির সমতা, balance of power. ̃ .হীন বিণ. হালকা। ভারাক্রান্ত বিণ. 1 ভারের আধিক্যযুক্ত (অশ্রুভারাক্রান্ত নয়ন); 2 চিন্তাক্লিষ্ট বা দুঃখক্লিষ্ট (ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে বিদায় জানালাম)। ভারার্পণ বি. দায়িত্ব দেওয়া। 2)
ভেদ
(p. 670) bhēda বি. বেধন ছেদন (লক্ষ্যভেদ, মৃত্তিকাভেদ); 2 পার্থক্য (মতভেদ, জাতিভেদ, অবস্হাভেদে); 3 অনৈক্য, বিরোধ (ভেদবুদ্ধি, আদর্শগত ভেদ); 4 বিচ্ছেদ, মনান্তর, বিরূপতা (ভেদাভেদ); 5 বাধা দূর করে ভিতরে প্রবেশ (বূহ্যভেদ); 6 বিভেদ সৃষ্ঠির রাজনীতিক পন্হাবিশেষ (ভেদনীতি); 7 উদ্ঘাটন (রহস্যভেদ); 8 রেচন, দাস্ত, পাতলা পায়খানা (ভেদবমি)। [সং. √ ভিদ্ + অ]। ̃ ক ভেদী (-দিন্) বিণ ভেদকারক, ছেদক। ̃ .কারক ̃ .কারী (রিন্) বিণ. ভেদকের -এর অনুরূপ। ̃ .জ্ঞান ̃ .বুদ্ধি বি 1 পার্থক্যের বোধ; 2 বিরোধ মনোভাব। ন বি. ভেদ করা। ̃ .নীয় ভেদ্য বিণ ভেদ করা যায় বা উচিত এমন (সূচিভেদ্য) ভেদাভেদ বি 1 বৈষম্য ও সাম্য; 2 আপনপর জ্ঞান; 3 (দর্শ.) পরমাত্মা ও জীবাত্মা এক হয়েও দুই, দুই হয়েও এক-এই তত্ত্ব; 4 পার্থক্য। ভেদিত বিণ. ভেদ করা হয়েছে এমন। 33)
মার্কস-বাদ
(p. 700) mārkasa-bāda বি. জার্মান দার্শনিক কার্ল মার্কস প্রবর্তিত সাম্যবাদের তত্ত্ব বা মতাদর্শ। [মার্কস + সং. বাদ]। মার্কস-বাদী বি. বিণ. মার্কসের তত্ত্বে বিশ্বাসী। 35)
লয়
(p. 756) laẏa বি. 1 (বৃহত্তর বস্তুতে) বিলীন হওয়া (নির্গুণ ব্রহ্মে লয় হওয়া, 'জলেরই বিম্ব জলে পায় লয়'); 2 বিনাশ ধ্বংস বা মৃত্যু (সৃষ্টিস্হিতিলয়); 3 (সংগীতে) নৃত্যগীতবাদ্যের তালসাম্য বা তালের নির্দিষ্ট কাল পরিমাণ (দ্রুত লয়, বিলম্বিত লয়)।[সং. √ লী + অ]। 22)
সাম্য
(p. 828) sāmya বি. 1 সমতা (ভারসাম্য); 2 তুল্যতা, সাদৃশ্য (স্ত্রীপুরুষের অধিকারের সাম্য); 3 রাগদ্বেষাদিবর্জিত মনের প্রশান্ত ও নির্বিকার অবস্হা; 4 সমদর্শিতা। [সং. সম + য]। ̃ বাদ বি. উচ্চনীচ বা নরনারী নির্বিশেষে রাষ্ট্রের সকল লোকের সমান অধিকার প্রাপ্য; এই মতবাদ; (শিথি.) communism. ̃ বাদী (-দিন্) বিণ. সাম্যবাদ মানে এমন। 47)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083885
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772149
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369892
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722722
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700005
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595866
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549391
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন