Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্নেহ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-বত্
(p. 575) -bat (শব্দের শেষে যুক্ত) অব্য. (তুল্য অর্থে তদ্ধিত প্রত্যয়) তুল্য, সদৃশ, মতো (পুত্রবত্ স্নেহ করেন, সন্তানবত্ পালন করেছেন)। [সং. বতি বত্]। 35)
-ময়1
(p. 685) -maẏa1 বিণ. (সমাসে উত্তরপদে) 1 পরিপূর্ণ (জলময় স্হান); 2 যুক্ত, সমন্বিত (করুণাময়, স্নেহময়); 3 নির্মিত (দারুময় পালঙ্ক, লৌহময় বর্ম); 4 (বাং.) ব্যাপী (মুখময় দাগ, দেশময় অখ্যাতি)। [সং. ময়ট্] (প্রত্যয়বিশেষ)। স্ত্রী-ময়ী। 10)
অগাধ
(p. 6) agādha বিণ. 1 তল পাওয়া যায় না এমন, অথই, অতল (অগাধ জল); 2 অতিশয় গভীর, বিশাল (অগাধ সমুদ্র); 3 বিপুল, অপরিসীম (অগাধ পাণ্ডিত্য; অগাধ ঐশ্বর্য); 4 অনন্তবিস্তার ('অগাধ আকাশে': রবীন্দ্র); 5 অপার (অগাধ স্নেহ)। [সং. ন+গাধ]। অগাধীয় বিণ. তলদেশে পৌছানো যায় না এমন, অত্যন্ত গভীর, abyssal, abysmal (বি.প.)। 25)
অনু-রাগ
(p. 31) anu-rāga বি. 1 প্রীতি, স্নেহ; প্রেম, আসক্তি (স্ত্রীর প্রতি অনুরাগ, স্বদেশানুরাগ, বিদ্যানুরাগ, ধর্মানুরাগ); 2 আদর, সোহাগ; 3 (অপ্র.) ক্রোধ, বিরক্তি; 4 (বৈ. শা.) প্রেম যখন প্রেমের বিষয়কে অনুক্ষণ নব নব করে তোলে তখন তাকে 'অনুরাগ' বলে ('সোই পীরিতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নূতন হোয়': বিদ্যা)। [সং. অনু + √ রন্জ্ + অ]। অনু-রাগী (-গিন্) বি. বিণ. আসক্ত বা অনুরাগযুক্ত (ব্যক্তি); প্রেমিক। বিণ. (স্ত্রী.) অনু-রাগিণী। 3)
অনু-লেহ
(p. 31) anu-lēha বি. (ব্রজ. বর্ত. অপ্র.) অনুরাগ; স্নেহ; প্রেম; প্রীতি। [সং. অনু + ম. বাং. নেহ (স্নেহ) লেহ]। 14)
অনু-ষঙ্গ
(p. 31) anu-ṣaṅga বি. 1 প্রণয়; স্নেহ; 2 দয়া; 3 প্রসঙ্গ; সম্বন্ধ, association (বি. প.); 4 আসক্তি, টান, adherence (স. প.); 5 সাহচর্য; 6 সহচর। [সং. অনু + √ সন্জ্ + অ]। অনু-ষঙ্গী (-ঙ্গিন্) বিণ. অনুষঙ্গবিশিষ্ট; অনুষঙ্গস্বরূপ; সহচর। বিণ. আনুষঙ্গিক। 24)
অনু-সঙ্গ
(p. 31) anu-saṅga (প্রা. মধ্য. বাং. বর্ত. অপ্র.) বি. 1 স্নেহ; 2 দয়া; 3 ইঙ্গিত। [অনুসঙ্গ অনুসঙ্গ]। 29)
অপত্য
(p. 34) apatya বি. যার জন্মের ফলে বংশের পতন হয় না, অর্থাত্ বংশ লোপ পায় না; সন্তান। [সং. ন + √ পত্ + য]। ̃ নির্বিশেষে ক্রি-বিণ. নিজের সন্তানের তুল্য ভেবে, নিজের সন্তানের থেকে পৃথক না ভেবে। ̃ স্নেহ বি. সন্তানের প্রতি স্নেহ-ভালোবাসা। ̃ হীন বিণ. নিঃসন্তান। 93)
অপরি-মাণ
(p. 34) apari-māṇa বিণ. 1 পরিমাণ নির্ণয় করা যায় না এমন; অপরিমেয়; 2 প্রচুর। [সং. ন + পরিমাণ। অপরি-মিত বিণ. মাপজোখ বা সীমা-সংখ্যা নেই এমন; প্রচুর, দেদার, অপর্যাপ্ত (অপরিমিত অর্থব্যয়); ন্যায্যের অতিরিক্ত, যতটা প্রয়োজন তার চেয়ে বেশি (অপরিমিত আদরে শিশুর ক্ষতি হয়); অসংযত। অপরি-মেয় বিণ. পরিমাণ স্হির করা যায় না এমন; মাপা যা না এমন; অসীম (অপরিমেয় সৌন্দর্য, অপরিমেয় স্নেহ)। 149)
অভ্যঙ্গ, অভ্যঞ্জন
(p. 55) abhyaṅga, abhyañjana বি. 1 তেল বা তেলজাতীয় স্নেহপদার্থ দিয়ে মর্দন; তেল মাখা; 2 আভাং। [সং. অভি + অঙ্গ, অভি +অঞ্জন]। 12)
অমায়িক
(p. 57) amāẏika বিণ. 1 অকপট, সরল, 2 স্নেহশীল; 3 নিরহংকার; 4 ভদ্র ও আন্তরিকতাপূর্ণ (অমায়িক ব্যবহার)। [সং. ন + মায়া + ইক]। ̃ তা বি. অমায়িক আচরণ, ভদ্র ব্যবহার। 26)
অর্থী
(p. 62) arthī (থিন্) বিণ. 1 চায় এমন; অভিলাষী (বিদ্যার্থী, চিকিত্সার্থী, স্নেহার্থী, শুভার্থী); 2 বাদী, অভিযোগকারী; 3 ধনবান, অর্থ বা ধন আছে এমন। [সং. অর্থ1 + ইন]। ̃ .প্রত্যর্থী, অর্থি- প্রত্যর্থী বি. বাদী- প্রতিবাদী। 14)
অস্নেহ
(p. 73) asnēha বি. স্নেহের অভাব; প্রীতির অভাব; ভালোবাসার অভাব। বিণ, স্নেহপ্রীতি নেই এমন, স্নেহহীন। [সং. ন + স্নেহ]। 39)
অয়ি
(p. 60) aẏi অব্য. (স্ত্রীলিঙ্গে) ভক্তি প্রেম বা স্নেহসূচক সম্বোধনে ব্যবহৃত শব্দ ('অয়ি ভুবনমনমোহিনী' রবীন্দ্র)। 3)
আদর
(p. 89) ādara বি 1 যত্ন, খাতির, কদর (নতুন জামাইয়ের আদরই আলাদা); 2 স্নেহ, প্রীতি; সোহাগ; 3 শ্রদ্ধা, ভক্তি। [সং. আ + √দৃ + অ]। ̃ ণীয় বিণ.আদরের যোগ্য, আদর পাবার যোগ্য। আদরিণী বিণ. (স্ত্রী.) আদরের পাত্রী, আদুরি। 54)
আর্দ্র
(p. 104) ārdra বিণ. 1 ভেজা, সজল (আর্দ্রনয়নে); 2 নরম (স্নেহার্দ্র)। [সং. √অর্দ্ + র]। বি. ̃ তা। 43)
আশ্রয়
(p. 108) āśraẏa বি. 1 অবলম্বন (ভগবানের চরণকে আশ্রয় করেছেন); 2 শরণ, সহায়, রক্ষক (দীনের আশ্রয়); 3 আধার (সর্বগুণের আশ্রয়); 4 গৃহ, বাসস্হান (আশ্রয়চ্যুত, নিরাশ্রয়)। [সং. আ + √ শ্রি + অ]। ̃ ণ বি. অবলম্বন; আশ্রয়গ্রহণ। ̃ ণীয় বিণ. আশ্রয় নেওয়ার যোগ্য। ̃ দাতা বি. বিণ. যিনি আশ্রয় দেন। ̃ প্রার্থী বি. বিণ. আশ্রয় চায় এমন। ̃ হীন বিণ. আশ্রয় নেই এমন, নিরাশ্রয়। বি. ̃ হীনতা। আশ্রয়ার্থী বিণ. আশ্রয় চায় এমন; আশ্রয়প্রার্থী। স্ত্রী. আশ্রয়ার্থিনী। আশ্রয়ী বিণ. আশ্রয় গ্রহণ করে বা করেছে এমন, আশ্রয়প্রাপ্ত। আশ্রিত বিণ. 1 আশ্রয় পেয়েছে এমন; 2 অনুগত; 3 অবলম্বন করেছে এমন (সুরাশ্রিত)। স্ত্রী. আশ্রিতা। আশ্রিত-বত্সল বিণ. আশ্রিতের প্রতি স্নেহশীল। 38)
আহ্লাদ
(p. 111) āhlāda বি. 1 আনন্দ, হর্ষ (আহ্লাদে আটখানা); 2 মজা; 3 স্নেহ বা আশকারা (বেশি আহ্লাদ পেলে ছেলে বিগড়ে যাবে, আহ্লাদ পেলে কুকুর মাথায় ওঠে)। [সং. আ + √ হ্লাদ্ + অ]। ̃ ন বি. আহ্লাদ উত্পাদন। আহ্লাদিত বিণ. আনন্দিত, হৃষ্ট। আহ্লাদী (-দিন্) বিণ. (স্ত্রী.) 1 আমোদপ্রিয়া; 2 নেকি; 3 অতিরিক্ত স্নেহ বা আশকারা পেয়েছে এমন। পুং. আহ্লাদে। আহ্লাদে আটখানা আনন্দে আত্মহারা।
উদ্বর্তন2
(p. 128) udbartana2 বি. 1 গন্ধদ্রব্যাদি দিয়ে লেপন; গন্ধলেপন; 2 অঙ্গমার্জনা; 3 বিলেপনদ্রব্য ('রাধাপ্রতি কৃষ্ণস্নেহ সুগন্ধি-উদ্বর্তন: চৈ. চ)। [সং. উত্ + √ বৃত্ + ণিচ্ + অন]। 12)
কপট
(p. 162) kapaṭa বিণ. 1 কৃত্রিম (কপট স্নেহ); 2 ছদ্ম (কপট বেশ); 3 শঠ, প্রতারক, ভণ্ড (কপট বন্ধু)। (প্রা. বাং.) বি. ছল, প্রতারণা, শঠতা, চাতুরী ('কলিঙ্গে কপট করি রাখ নিজ দাস': ক. ক.)। [সং. √ কপ্ + অট]। ̃ তা, কপট্য বি. শঠতা, প্রতারণা, চাতুরী। ̃ চারী (-রিন্) বিণ. ছদ্মবেশী; ধূর্ত; প্রতারক। ̃ পটু বিণ. কপট আচরণে দক্ষ। ̃ প্রবন্ধ বি. ছলনা, প্রবঞ্চনা। কপটাচার, কপটাচরণ বি. ছলনা। কপটাচারী (-রিন্) বিণ. কপটাচার করে এমন। বিণ. স্ত্রী. কপটাচারিণী। কপটী (-টিন্) বিণ. প্রবঞ্চক, ঠক। বিণ. (স্ত্রী.) কপটিনী। 27)
করা
(p. 167) karā ক্রি. 1 কিছু সম্পাদন বা সাধন করা (কাজ করা, রান্না করা, ঝগড়া করা); 2 উত্পাদন বা সৃষ্টি করা (আগুন করা); 3 নির্মাণ করা, তৈরি করা (বাড়ি করা); 4 প্রয়োগ করা, খাটানো (জোর করা); 5 নিক্ষেপ করা, ছোড়া (গুলি করা); 6 যুক্ত হওয়া, অন্বিত হওয়া (রাগ করা, স্নেহ করা); 7 চালনা করা, সঞ্চালন করা (পাখা করা); 8 বিশেষ কোনো স্হানে যাওয়া বা তত্সংক্রান্ত কাজ করা (তীর্থ করা, বাজার করা); 9 ভাড়া করা (গাড়ি করে যাওয়া); 1 নিয়মিতভাবে হাজির হওয়া বা যাতায়াত করা(আপিস করা); 11 নির্বাহ করা (সংসার করা); 12 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (হাসপাতাল করা, স্কুল করা); 13 উপার্জন বা সঞ্চয় করা (টাকা করা); 14 পরিণত বা রূপান্তরিত করা (ইংরেজি করা, গদা করা); 15 বিছানো, পেতে দেওয়া (বিছানা করা); 16 পেশা হিসাবে নেওয়া (ব্যাবসা করা, ডাক্তারি করা, ওকালতি করা); 17 ঘটা, হওয়া (অসুখ করা, পাশ করা, ফেল করা); 18 রাঁধা (ভাত করা, তরকারি করা); 19 সঞ্চারিত হওয়া, জমে ওঠা (মেঘ করা); 2 বিখ্যাত হওয়া (সে বেশ নাম করেছে); 21 উল্লেখ করা (তিনি প্রায়ই তোমার নাম করেন)। বিণ. করেছে এমন (ঘর আলো-করা ছেলে); কৃত, সম্পাদিত (করা অঙ্ক)। বি.ক্রিয়ার সমস্ত অর্থে, সম্পাদন, করণ ইত্যাদি। [বাং, √ কর্ (সং. √ কৃ) + আ]। 25)
কল্যাণ
(p. 172) kalyāṇa বি. 1 হিত, মঙ্গল; 2 কুশল; 3 সুখসমৃদ্ধি; 4 সংগীতের রাগিণীবিশেষ। বিণ. 1 সুখী; 2 শুভযুক্ত। [সং. কলা + √ অণ্ + অ]। কল্যাণী বি. বিণ. (স্ত্রী.) শুভদা; মঙ্গলময়ী। কল্যাণীয় বিণ. 1 কল্যাণযুক্ত; 2 যার কল্যাণ প্রার্থনা করা যায় বা উচিত; 3 কল্যাণাস্পদ। বিণ. (স্ত্রী.) কল্যাণীয়া। ̃ কর বিণ. কল্যাণ করে এমন; মঙ্গলকর, শুভকর। ̃ বর, ̃ বরেষু, কল্যাণীয়-বর, কল্যাণীয়েষু স্নেহের পাত্রদের কাছে লিখিত সম্বোধনের পাঠ। স্ত্রী. কল্যাণীয়াসু। ̃ বান (-বত্) বিণ. মঙ্গলযুক্ত। ̃ বতী বিণ. (স্ত্রী.) কল্যাণী; কল্যাণময়ী। 43)
কৃত্রিম
(p. 204) kṛtrima বিণ. 1 স্বভাবজ নয় কিন্তু ক্রিয়ার দ্বারা নিষ্পন্ন (কৃত্রিম প্রক্রিয়া, কৃত্রিম প্রণালী); 2 কৌশলে নির্মিত; 3 শিল্পবুদ্ধির দ্বারা রচিত (কৃত্রিম খাল, কৃত্রিম হীরা, কৃত্রিম রেশম); 4 নকল, জাল, মেকি (কৃত্রিম দলিল, কৃত্রিম মুদ্রা); 5 কপট, মিথ্যা (কৃত্রিম স্নেহ)। [সং. √কৃ + ত্রিম]।বি. ̃. তা। কৃত্রিম উপগ্রহ বি. মহাকাশে উত্ক্ষিপ্ত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ, sputnik, artificial satelite. 21)
খেপা2, খ্যাপা
(p. 232) khēpā2, khyāpā ক্রি. 1 ক্ষিপ্ত হওয়া, পাগল হওয়া; 2 ক্রুদ্ধ হওয়া; ক্রোধে মত্ত হওয়া (ষাঁড়টা হঠাত্ খেপেছে); 3 উদ্দাম হওয়া (সমুদ্র খেপেছে)। [সং. √ক্ষিপ্]। বিণ. 1 খেপেছে এমন (খ্যাপা লোক, খ্যাপা ষাঁড়); 2 উদ্দাম হয়েছে এমন (খ্যাপা হাওয়া); 3 ভাবোন্মত্ত (খ্যাপা বাউল)। বি. 1 খ্যাপা লোক; ভাবোন্মত্ত ব্যক্তি (বামা খ্যাপা) ; 2 আদরের বা স্নেহের সম্বোধনবিশেষ (দূর খ্যাপা, খেপা কোথাকার)। স্ত্রী. খেপি। ̃ নো ক্রি. পাগল করে তোলা; জ্বালাতন করা। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ মি বি. পাগলামি (এমন খ্যাপামি করছ কেন?)। 34)
গলা2
(p. 244) galā2 ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। বি. উক্ত সব অর্থে। বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ̃ নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। বি. বিণ. উক্ত সব অর্থে। 8)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074188
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768692
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366094
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721061
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698065
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594647
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545182
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542303

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন