Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হচ্ছে। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-ই
(p. 113) -i অব্য নির্দে. বক্তব্যে বা বক্তব্যের কোনো অংশে জোর দেবার জন্য নিশ্চয়াদি অর্থে শব্দান্তে 'ই' যুক্ত হয়। যথা নিশ্চয়ার্থে - আমি বলবই, বাড়িতেই থাকবে। অবিরাম অর্থে - বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। অধিক অর্থে - যতই বলো, কতই বা আর খাবে। অবজ্ঞার্থে বা বিদ্রূপার্থে - আহা, কী গানই গাইলে! পূরণবাচক বিশেষণে - সাতই চৈত্র। অনিশ্চয়ার্থে -দেখলই যদি, যদিই বা যায়। [তু. সং. এব]। 3)
অংশ্য-মান
(p. 1) aṃśya-māna বিণ. ভাগ করা হচ্ছে এমন। [সং. √অন্শ+শানচ্]। 15)
অঝর, অঝোর
(p. 8) ajhara, ajhōra বিণ. অবিরাম, অবিশ্রান্ত (অঝোর বাদল, অঝর বর্ষণ)। [সং. অজস্র (?) তু. মৈ. অঝর.]। অঝরে, অঝোরে ক্রি-বিণ, অবিরাম ধারায়, অবিশ্রান্ত ধারায়, ঝরঝর করে (অঝোরে বৃষ্টি হচ্ছে)। 135)
অধীয়-মান
(p. 20) adhīẏa-māna বিণ. পড়া হচ্ছে এমন। [সং. অধি+√ ই+শানচ্ (মান)] 8)
অনু-বাত
(p. 29) anu-bāta বিণ. বায়ূর অনুকূল অর্থাত্ যে দিক থেকে বায়ূ প্রবাহিত হচ্ছে তার বিপরীতমুখী, leeward (বি. প.)। তু. বিপ. প্রতিবাত। [সং. অনু (অনুগত=অনুকূল) + বাত]। 20)
অন্বিষ্ট
(p. 34) anbiṣṭa বিণ. খোঁজা হচ্ছে এমন। বি. 1 লক্ষ্য ('আমারও অন্বিষ্ট তাই': বিষ্ণু); 2 অন্বেষিত বিষয়। [সং. অনু + √ ইষ্ + ত]। 49)
অন্বেষণ
(p. 34) anbēṣaṇa বি. অনুসন্ধান, খোঁজ, গবেষণা। [সং. অনু + √ ইষ্ + অন]। অন্বেষক, অন্বেষী বি. বিণ. অনুসন্ধানকারী। অন্বেষিত বিণ. খোঁজা হচ্ছে এমন। 51)
অপ-চয়
(p. 34) apa-caẏa বি. 1 ক্ষতি; অপব্যয় (অযথা শক্তির অপচয়); 2 ক্ষয়; হ্রাস। [সং. অপ + √ চি + অ]। ̃ চয়ী বিণ. অপচয় করে এমন। অপ-চিত বিণ. ক্ষয়প্রাপ্ত; অপব্যয়িত, অযথা খরচ বা ব্যয়িত হয়েছে এমন; হ্রাসপ্রাপ্ত। অপ-চিতি বি. 1 অপব্যয়, অযথা ব্যয়; 2 দেহকোষের ক্ষয়., katabolism (বি. প.)। অপ-চীয়-মান বিণ. ক্ষয়প্রাপ্ত বা অপব্যয়িত হচ্ছে এমন, ক্ষীয়মাণ। 77)
অপেক্ষা
(p. 40) apēkṣā বি. 1 প্রতীক্ষা (তোমার অপেক্ষায় আছি); 2 ভরসা (তাঁর দয়ার অপেক্ষায় বসে আছে); 3 দেরি, বিলম্ব (আর অপেক্ষা না করাই ভালো); 4 খাতির, তোয়াক্কা (সে কারও অপেক্ষা রাখে না)। অনু. চেয়ে, থেকে তুলনায় (বিন্ধ্য অপেক্ষা হিমালয় উচ্চতর)। [সং. অপ + √ ঈক্ষ্ + অ + আ]। ̃ কারী (-রিন্) বিণ. অপেক্ষা করে এমন। অপেক্ষক বিণ. অপেক্ষাকারী; অভিলাষী, কোনোকিছুর প্রত্যাশা করে এমন। বি. (গণি.) ভিন্ন সংখ্যা বা রাশির পরিবর্তনে যে সংখ্যা বা রাশির পরিবর্তন হয়, function. অপেক্ষ-মাণ বিণ. প্রতীক্ষা করছে এমন, প্রতীক্ষারত। অপেক্ষা-কৃত বিণ-. -বিণ. তুলনামূলকভাবে (অপেক্ষাকৃত ভালো)। অপেক্ষিত বিণ. প্রতীক্ষা করা হচ্ছে এমন, প্রত্যাশিত, ঈপ্সিত। অপেক্ষী (-ক্ষিন্) বিণ. অপেক্ষাকারী, প্রত্যাশী (মুখাপেক্ষী)। 42)
অবেক্ষণ, অবেক্ষা
(p. 50) abēkṣaṇa, abēkṣā বি. 1 দেখাশুনা (রক্ষণাবেক্ষণ); 2 পরিদর্শন, inspection; 2 পর্যবেক্ষণ; 4 অনুসন্ধান; 5 পর্যালোচনা, supervision. [সং. অব + √ ঈক্ষ্ + অন, অব + ঈক্ষ্ + অ + আ (স্ত্রী.)]। অবেক্ষক বি. বিণ. দর্শক; পরিদর্শক; পর্যবেক্ষক। অবেক্ষণীয় বিণ. দর্শনযোগ্য, পরিদর্শনের বা পর্যবেক্ষণের যোগ্য। অবেক্ষ-মাণ বিণ. দেখছে বা পরিদর্শন করছে এমন; পর্যবেক্ষণ করছে এমন। স্ত্রী. অবেক্ষ-মাণা। অবেক্ষাধীন বিণ. পরীক্ষা করে দেখা হচ্ছে এমন, পরীক্ষাধীন। অবেক্ষিত বিণ. পরীক্ষা করা হয়েছে এমন; পর্যালোচনা বা পরিদর্শন করা হয়েছে এমন। অবেক্ষ্য-মাণ বিণ. পরীক্ষা করে দেখা হচ্ছে এমন, পর্যালোচনা করা হচ্ছে এমন। 8)
আকৃষ্য-মাণ
(p. 82) ākṛṣya-māṇa বিণ. আকৃষ্ট হচ্ছে এমন, আকর্ষণ করা হচ্ছে বা টেনে আনা হচ্ছে এমন। [সং. আ + √ কৃষ্ + মান]। 5)
আদ্রিয়.মাণ
(p. 89) ādriẏa.māṇa বিণ. আদর পাচ্ছে বা আদৃত হচ্ছে এমন। [সং. আ + √ দৃ + মান]। 89)
আপাত
(p. 95) āpāta বি. 1 (সাধারণত সমাসের পূর্বপদে) উপস্হিত সময়, তত্কাল, ঘটনাকাল (আপাতকঠিন, আপাতদর্শন); 2 (পরপদে) পতন, সংঘটন (অনিষ্টাপাত)। [সং. আ + √ পত + অ]। ̃ .কঠিন বিণ. আপাতত কঠিন বলে মনে হয় (কিন্তু আসলে কঠিন নয়) এমন। ̃ .কঠোর বিণ. এখন কঠোর মনে হচ্ছে তবে আসলে কঠোর নয় এমন। ̃ ত, ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. (সং. অর্থ) প্রথম দর্শনে; (বাং. অর্থ) এখন, এই মুহুর্তে সম্প্রতি (আপাতত কোনো আশা দেখছি না)। ̃ .দৃষ্টিতে ক্রি-বিণ. সাধারণভাবে দেখলে, অর্থাত্ খুঁটিয়ে না দেখলে; মোটামুটি বিচারে (আপাতদৃষ্টিতে তাকে সুশ্রী বলে মনে হয় বটে)। ̃ .মধুর বিণ. আপাতত মধুর বলে মনে হয়, কিন্তু আসলে তা নয় এমন। ̃ .রমণীয় বিণ. আপাতত সুন্দর বা প্রীতিকর বলে মনে হয় কিন্তু আসলে তা নয় এমন। 60)
আম-দানি
(p. 101) āma-dāni বি. 1 দেশের বাইরে থেকে অর্থাত্ অন্য দেশ থেকে পণ্যদ্রব্য আনা, import; 2 আয়, আগম (পয়সাকড়ি কিছু আমদানি হচ্ছে কি?)। বিণ. আমদানি করা হয়েছে এমন (আমদানি মাল)। [ফা. আমদন্]। ̃ শুল্ক বি. বিদেশ থেকে পণ্য আমদানি করার জন্য যে কর বা মাশুল দিতে হয়, import duty. 10)
আরভ-মাণ
(p. 104) ārabha-māṇa বিণ. 1 আরম্ভ করা হচ্ছে এমন; 2 আরম্ভ করছে এমন। [সং. আ + √রভ্ + মান (শানচ্)]। 11)
আরাধন, আরাধনা
(p. 104) ārādhana, ārādhanā বি. 1 উপাসনা, পূজা (দেবতার আরাধনা); 2 প্রার্থনা। [সং. আ + √রাধ্ + অন, + আ]। আরাধনীয় বিণ. উপাসনার যোগ্য। আরাধিত বিণ. আরাধনা বা পূজা করা হয়েছে এমন। আরাধ্য বিণ. পূজার যোগ্য, আরাধনীয়। আরাধ্য-মান বিণ. পূজিত হচ্ছে এমন। 19)
ইক্ষমাণ
(p. 118) ikṣamāṇa বিণ. দৃষ্ট হচ্ছে এমন, পরিদৃশ্যমান। [সং. √ ঈক্ষ্ + শানচ্]। 4)
ইদানীং
(p. 114) idānī অব্য. ক্রি-বিণ. আজকাল, অধুনা, সম্প্রতি (ইদানীং এখানে মশা বেড়েছে)। [সং. ইদম্ + দানীম্]। ইদানীন্তন বিণ. ইদানীং হচ্ছে বা চলছে এমন, অধুনাতন, আজকালকার। 23)
ইন-কাম
(p. 114) ina-kāma বি. আয়, রোজগার (আপনার তো ইনকাম ভালোই হচ্ছে আজকাল)। [ইং. income]। 25)
উচ্চারণ
(p. 119) uccāraṇa বি. 1 কথন, বলা; 2 মুখ দিয়ে শব্দ করা; 3 বাচনভঙ্গি। [সং. উত্ + √ চারি + অন]। ̃ বিভ্রাট বি. বিকৃত বা ভুল উচ্চারণ, উচ্চারণের ভুল। ̃ স্হান মুখমণ্ডলের যে অংশ দ্বারা ধ্বনি উচ্চারণ করা হয়, place of articulation. উচ্চারণীয়, উচ্চার্য বিণ. বলার বা উচ্চারণ করার যোগ্য (সেকথা উচ্চার্য নয়); উচ্চারণ করতে হবে এমন। উচ্চারা ক্রি. উচ্চারণ করা ('উচ্চারিবে সবে')। উচ্চারিত বিণ. বলা বা উচ্চারণ করা হয়েছে এমন। উচ্চার্য-মাণ বিণ. উচ্চারণ করা হচ্ছে এমন। 43)
উচ্ছিদ্য-মান
(p. 119) ucchidya-māna বিণ. যার বিনাশ ঘটছে; যার উচ্ছেদ হচ্ছে (উচ্ছিদ্যমান অরণ্য)। [সং. উত্ + √ ছিদ্ + মান (শানচ্)]। 51)
উঠতি
(p. 119) uṭhati বিণ. 1 বাড়ছে এমন, বয়ঃপ্রাপ্ত হচ্ছে এমন (উঠতি বয়েসের ছেলে); 2 বৃদ্ধিশীল, চড়তি (উঠতি বাজার); 3 উন্নতিশীল (উঠতি অবস্হা)। বি. উন্নতি; উত্থান; চড়তি (উঠতির সময়)। [বাং. √ উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠতি-পড়তি বি. ওঠা-নামা; উন্নতি ও অবনতি; হ্রাস-বৃদ্ধি। উঠতির মুখ বি. উন্নতির আরম্ভ। 80)
উত্-পদ্য-মান
(p. 123) ut-padya-māna বিণ. জন্মাচ্ছে বা উত্পন্ন হচ্ছে এমন (মনে উত্পাদ্যমান সংশয়)। [সং. উত্ + √ পদ্ + শানচ্]। 22)
উত্-পাদন
(p. 123) ut-pādana বি. 1 সৃষ্টি, নির্মাণ, জনন (অন্তরে ভয়োত্পাদন); 2 নির্মিত বস্তু, শিল্পজাত দ্রব্য, production. [সং. উত্ + √ পদ্ + ণিচ্ + অন]। ̃ শুল্ক, অন্তঃশুল্ক বি. দেশের মধ্যে উত্পন্ন বা নির্মিত পণ্যদ্রব্যের উপর ধার্য শুল্ক বা মাশুল, excise duty. উত্-পাদক বিণ. বি. উত্পাদনকারী; জনক; সৃজক, নির্মাতা; (গণি.) গুণনীয়ক, factor. স্ত্রী. উত্-পাদিকা। উত্-পাদনীয়, উত্-পাদ্য বিণ. উত্পাদন করতে হবে এমন, উত্পাদনের যোগ্য। উত্-পাদয়িতা বিণ. বি. উত্পাদক। স্ত্রী. উত্-পাদয়িত্রী। উত্-পাদিত বিণ. উত্পন্ন; নির্মাণ বা সৃষ্টি বা তৈরি করা হয়েছে এমন। উত্-পাদী বিণ. উত্পন্ন হয় বা করে এমন। উত্-পাদ্য-মান বিণ. উত্পাদিত হচ্ছে এমন। 29)
উত্-সিচ্য-মান
(p. 123) ut-sicya-māna বিণ. উত্সিক্ত হচ্ছে এমন। [সং. উত্ + √ সিচ্ + শানচ্]। 52)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2082239
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771600
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369382
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722456
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699621
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595674
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549021
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542955

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন