Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হ্রদ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অখাত
(p. 6) akhāta বিণ. (হ্রদ প্রভৃতি জলাশয়াদি সম্বন্ধে) খনন করা হয়নি বা খনন করে সৃষ্টি হয়নি এমন, স্বাভাবিকভাবে সৃষ্ট (অখাত হ্রদ)। [সং. ন+খাত]। 3)
অমৃত
(p. 57) amṛta বি. 1 যা পান করলে মৃত্যু হয় না, সুধা, পীযূষ; অতি মধুর বা জীবনরক্ষক খাদ্য বা পানীয়; 2 দেবতা (অমৃতলোক, অমৃতের পুত্র); 3 দেবলোক, স্বর্গ; 4 মোক্ষ; মুক্তি। বিণ. অত্যন্ত মধুর (অমৃত ফল); 2 জীবনরক্ষাকারী; 3 অমর। [সং. ন + মৃত]। ̃ .কুণ্ডু বি. যে কুণ্ড বা কূপের মধ্যে অমৃত থাকে; অমৃতের মতো মধুর খাদ্য থাকে এমন পাত্র। ̃ .ফল বি. আম। ̃ .বল্লী বি. গুলঞ্চ। ̃ .ভাষী (-ষিন্) বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ .ভাষীণী। ̃ .মন্হন বি. (হিন্দু পুরাণের কাহিনী অনুসারে) সমুদ্র মন্হন করে অমৃত উদ্ধার; (আল.) প্রবল প্রচেষ্টার দ্বারা বিশেষ মূল্যবান কোনো সামগ্রী আহরণ। ̃ .যোগ বি. (জ্যোতিষ.) শুভ যোগবিশেষ। ̃ .রস বি. সুধারস; অতি মধুর রস। ̃ .লোক বি. দেবলোক, স্বর্গ। ̃ ..হ্রদ বি. অমৃত বা সুধায় পূর্ণ হ্রদ। অমৃতা বি. 1 হরীতকী; 2 নাড়ীবিশেষ। অমৃতি বি. জিলিপির মতো আকৃতিবিশিষ্ট কিন্তু আরও বড় আরও পুষ্ট মিষ্টান্নবিশেষ। অমৃতে অরুচি (ব্যঙ্গে) অতি প্রিয় বস্তু সম্পর্কে বিরাগ (সিগারেট খেতে ইচ্ছে করছে না? হঠাত্ অমৃতে এমন অরুচি কেন?) অমৃতোপম বিণ. অমৃতের তুল্য, অমৃতের মতো; অতি মধুর। 49)
উপ-হ্রদ
(p. 133) upa-hrada বি. সমুদ্রের সঙ্গে যোগবিশিষ্ট হ্রদ, lagoon. [সং. উপ + হ্রদ]। 84)
কচ্ছ
(p. 156) kaccha বি. 1 জলময় ভূমি, জলা জমি; 2 সমুদ্রতীরের ভূমি; 3 গুজরাতের উত্তরে সমুদ্রতীরবর্তী অঞ্চলবিশেষ; 4 নদী হ্রদ প্রভৃতির তীরদেশ; 5 কাছা, পরিধেয় বস্ত্রের যে শেষ অংশ পিছনে কোমরে গোঁজা হয়। [সং. ক + √ ছো + অ]। ̃ টিকা বি. 1 কাছা, কাছুটি; 2 কৌপীন। 48)
কালি-দহ
(p. 188) kāli-daha বি. 1 নদীর গর্ভে কালিয় নাগের বাসস্হান; 2 (আল.) গভীর নদী (কালিদহের জলে)। [বাং. কালি (=কালিয়) + দহ (=অগাধ জল); দহ হ্রদ]। 7)
দহ
(p. 402) daha বি. 1 নদী বা জলাশয়ের অতলস্পর্শ ও ঘূর্ণিময় অংশ; 2 ঘূর্ণিজল; 3 হ্রদ (কালীদহ); 4 গভীর গর্ত; 5 (আল.) কঠিন সংকট (দহে পড়া, দহে মজানো)। [সং. হ্রদ হদ (ধ্বনিবিপর্যয়ে) দহ [দ্র দ2]। 12)
দেব
(p. 419) dēba বি. 1 ঈশ্বর; 2 স্বর্গের অধিবাসী পুরুষদেবতা; 3 রাজা প্রভু গুরুজন ব্রাহ্মণ বা তত্স্হানীয় ব্যক্তিদের সম্বোধন বা উল্লেখের সময় তাঁদের প্রতি প্রযোজ্য শব্দ (পিতৃদেব, গুরুদেব, পরমহংসদেব); 4 ব্রাহ্মণের উপাধিবিশেষ (দেবশর্মা); 5 প্রধান বা শ্রেষ্ঠজন (ভুদেব, নরদেব)। [সং. √ দিব্ + অ]। স্ত্রী. দেবী। ̃ কাষ্ঠ বি. দেবদারু গাছ। ̃ কুল বি. 1 মন্দির, দেবালয়; 2 দেবগণ। ̃ খাত বি. কোনো মানুষ খোঁড়েনি এমন স্বাভাবিক জলাশয়, হ্রদ। ̃ গুরু বি. বৃহস্পতি। ̃ গৃহ বি. দেবালয়, মন্দির। ̃ চর্যা বি. দেবতার পূজা। ̃ চ্ছদ বি. শতনরি হার। ̃ তরু বি. স্বর্গের পঞ্চবৃক্ষ যথা মন্দার পারিজাত সন্তান কল্পবৃক্ষ ও হরিচন্দন। ̃ তা বি. দেবদেবী (মূলত স্ত্রীলিঙ্গ হলেও বাংলায় উভয়লিঙ্গে ব্যবহৃত)। ̃ তুল্য বিণ. দেবতার সদৃশ, দেবতার মতো। ̃ ত্ব বি. দেবতার ধর্ম গুণ অবস্হা ও ঐশ্বর্য। ̃ ত্র, (কথ্য) দেবোত্তর বিণ. দেবতার সেবার জন্য উত্সর্গীকৃত (দেবত্র সম্পত্তি)। বি. ওইরকম সম্পত্তি। ̃ দত্ত বিণ. 1 ঈশ্বরের দেওয়া; 2 দেবতার উদ্দেশে প্রদত্ত; 3 তৃতীয় পাণ্ডব অর্জুনের শঙ্খের নাম। ̃ দর্শন বি. মন্দিরের মধ্যে বা পূজার স্হানে দেবতার প্রতিমা দর্শন। ̃ দারু বি. বড় গাছবিশেষ, দেওদার। ̃ দাসী বি. দেবমন্দিরের নর্তকী বা পরিচারিকা। ̃ দুর্লভ বিণ. দেবতাদের পক্ষেও দুষ্প্রাপ্য এমন। ̃ দূত বি. স্বর্গীয় দূত, ঈশ্বর বা দেবগণের প্রেরিত দূত। ̃ দেব বি. শ্রেষ্ঠ দেবতা; মহাদেব; ব্রহ্মা; বিষ্ণু। ̃ দ্বিজ বি. দেবতা ও ব্রাহ্মণ (দেবদ্বিজে ভক্তি নেই)। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. দেবগণের প্রতি হিংসাকারী। বি. অসুর। ̃ ধান্য বি. দেধান, জোয়ার। ̃ ধূপ বি. গুগ্গুল। ̃ নাগর, ̃ নাগরী বি. যে লিপিতে হিন্দি, সংস্কৃত প্রভৃতি ভাষা লেখা হয়, নাগরী। ̃ পতি বি. ইন্দ্র। ̃ পশু বি. বলির পশু। ̃ পুরী বি. 1 স্বর্গ, অমরাবতী, ইন্দ্রালয়; 2 (আল.) অতি সুন্দর ভবন। ̃ প্রসাদ বি. 1 দেবতার আশীর্বাদ; 2 দেবতার কাছে নিবেদিত সামগ্রী। ̃ প্রিয় বিণ. দেবগণএর প্রিয়। বি. ফুলবিশেষ, বকফুল। ̃ বাক্য, ̃ বাণী বি. দেবতার বাণী, দৈববাণী। ̃ ব্রত বি. ভীষ্ম। ̃ ভাষা বি. সংস্কৃত ভাষা। ̃ ভূমি বি. 1 স্বর্গ; 2 হিমালয়; 3 পবিত্র স্হান; 4 (আল.) স্বর্গতুল্য সুন্দর স্হান। ̃ মাতা (-তৃ) বি. কশ্যপপত্নী অদিতি। ̃ মাতৃক বিণ. 1 ইন্দ্র কর্তৃক বা তাঁর সৃষ্ট মেঘ কর্তৃক মাতারূপে পালিত; 2 বৃষ্টির জলেই প্রচুর শস্য উত্পন্ন হয় এমন। ̃ মায়া বি. 1 অবিদ্যা, অজ্ঞান; 2 পার্থিব মোহ। ̃ মূর্তি বি. দেবতার প্রতিমা। ̃ যাত্রা বি. দেবতা দর্শনের উদ্দেশ্যে যাত্রা, তীর্থযাত্রা। ̃ যান বি. 1 দিব্যরথ, ব্যোমযান, আকাশে ভ্রমণকারী রথ; 2 পুণ্যবানের স্বর্গগমনের পথ। ̃ যানী বি. শুক্রাচার্যের কন্যা ও রাজা যযাতির পত্নী। ̃ যোনি বি. ভূতপ্রেতাদি উপদেবতা। ̃ রথ বি. দেবযান; সূর্যরথ। ̃ রাজ বি. ইন্দ্র। ̃ র্ষি বি. দেবতা হয়েও মন্ত্রদর্শী ঋষি, যেমন নারদ। ̃ ল বি. নিত্যসেবায় নিযুক্ত পূজাব্যবসায়ী, পূজারি ব্রাহ্মণ। ̃ লোক বি. স্বর্গ। ̃ শত্রু বি. অসুর, দৈত্য। ̃ শর্মা (-র্মন্) বি. ব্রাহ্মণদের সাধারণ উপাধি। ̃ শিল্পী (-ল্পিন্) বি. বিশ্বকর্মা। ̃ সেনা বি. 1 দেবতাদের সৈন্য; 2 কার্তিকেয়র পত্নী। ̃ সেনা-পতি বি. কার্তিকেয়। ̃ স্ব বি. দেবত্র; দেবতাদের প্রাপ্য বা সম্পত্তি।
নদী
(p. 444) nadī বি. পর্বত, হ্রদ বা অন্য কোনো জলপ্রবাহ থেকে উত্পন্ন এবং হ্রদ উপসাগর সমুদ্র বা অন্য কোনো নদীতে মেশে এমন স্বাভাবিক জলপ্রবাহ; স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিণী। [সং. √ নদ্ + অ + ঈ]। ̃ কূল বি. নদীর তীর। ̃ গর্ভ বি. নদীর দুই তীরের মধ্যবর্তী জলভাগ বা তার তলদেশ, নদীর খাত। ̃ তট বি. নদীর তীরভূমি। ̃ পথ বি. জাহাজ নৌকা প্রভৃতি জলযানের চলাচলের উপযোগী পথরূপ নদী (নদীপথে রওনা হল)। ̃ বহুল বিণ. বহু নদীবিশিষ্ট। ̃ বন্দর বি. নদীর তীরে অবস্হিত বন্দর। ̃ মাতৃক বিণ. নদীই যার মাতার মতো অর্থাত্ কেবলমাত্র নদীজলের সাহায্যে উত্পন্ন শস্যে পালিত। ̃ মুখ বি. নদীর মোহনা। 54)
পুষ্কর
(p. 526) puṣkara বি. 1 পদ্ম; 2 পদ্মকোষ; 3 জল; 4 মেঘবিশেষ; 5 হিন্দুতীর্থরুপে পরিগণিত আজমিড়ের নিকটস্হ হ্রদবিশেষ। [সং. পুষ্ক + √ রা + অ]। 83)
মক্ষিকা, মক্ষী
(p. 675) makṣikā, makṣī বি. মাছি মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে মধু সং মশ্ + সিক সিকন্ + আ বিকল্পে ঈ মক্ষি-রাণী, মক্ষী-রানি বি 1 মাছিদের রানি 2 রানি-মৌমাছি। 28)
মানস
(p. 698) mānasa বি. 1 মন, চিত্ত (মানসলোক); 2 ইচ্ছা, অভিলাষ (মানস করা); 3 মানস সরোবর। বিণ 1 মানসিক (মানসভ্রমণ, মানসজগত্); 2 কল্পনাপ্রসূত (মানসপ্রতিমা)। [সং মনস্ + অ]। ̃ তা বি. মনের প্রকৃতি ভাব বা প্রবণতা, mentality (বি. প.)। ̃ .নেত্র ̃ .লোচন বি. 1 মনশ্চক্ষু, অন্তর্দৃষ্টি; 2 কল্পনা। ̃ .পুত্র বি. মনে বা কল্পনায় জাত পুত্র। ̃ .কন্যা বি (স্ত্রী.) মনে বা কল্পনায় জাতা কন্যা। ̃ .প্রতিমা বি কল্পনায় গঠিত মূর্তি। মানস সরোবর বি কৈলাস পর্বতে অবস্হিত (ব্রহ্মার মনঃকল্পিত) হ্রদবিশেষ। ̃ .সিদ্ধ বি. আশাপূরণ, ইষ্টলাভ। মানসাঙ্ক বি. যে অঙ্ক না লিখে মনে মনে কষতে হয়। মানসিক বিণ 1 মনোগত (মানসিক ব্যাধি, মানসিক অশান্তি); 2 কল্পনাপ্রসূত। বি. (বাং.) মানত। মানসিকতা বি. চিত্তবৃত্তি, প্রবণতা, মনোগত ভাব, mentality (ধর্মবিরোধী মানসিকতা রক্ষণশীলতা মানসিকতা)। মনসী বিণ. স্ত্রী. মনঃকল্পিতা (মানসী মূর্তি) বি. মনে মনে ক্রিয়ারূপে কল্পিতা নারী (কবির মানসী)।
শত
(p. 769) śata বি. 1 সংখ্যা। বিণ. 1 1 সংখ্যক; 2 বহু বা বিবিধ (শতরকম বায়না); 3 অসংখ্য ('শতরূপে শতবার': রবীন্দ্র)। ̃ ক বিণ. শতসংখ্যাযুক্ত। বি. 1 শতসংখ্যা; 2 শতাব্দ (সপ্তদশ শতক); 3 একশোটি বস্তুর সমষ্টি (জীবনীশতক); 4 একশো শ্লোক বা কবিতা সংবলিত কাব্য (সদ্ভাবশতক)। [সং. শো + উতচ্]। ̃ করা ক্রি-বিণ. বিণ. প্রতি একশতে, শতের অনুপাতে (শতকরা হারে)। ̃ কিয়া বি. এক থেকে একশো পর্যন্ত গণনা। ̃ কোটি বিণ. 1 একশো কোটি সংখ্যা; 2 (আল.) অসংখ্য (শতকোটি প্রণাম)। ̃ ক্রতু বি. (একশত ক্রতু অর্থাত্ যজ্ঞ করেছিলেন বলে) ইন্দ্র। ̃ খানেক বি. বিণ. একশো বা তার কাছাকাছি। ̃ গ্রন্হি বিণ. একশত বা বহু গ্রন্হিযুক্ত বা গিঁটযুক্ত। ̃ ঘ্নী বি. একসঙ্গে একশত যোদ্ধাকে বধ করতে সমর্থ প্রাচীন অস্ত্রবিশেষ। ̃ চ্ছদ বি. 1 শতদল পদ্ম; 2 কাঠঠোকরা পাখি। ̃ চ্ছিন্ন বিণ. নানাস্হানে ছিন্ন, ছিন্নবিচ্ছিন্ন। ̃ তম বিণ. শতসংখ্যার পূরক (শততম জন্মদিবস)। ̃ দল বি. (বহু পাপড়িবিশিষ্ট বলে) পদ্মফুল। ̃ দল-বাসিনী বি. লক্ষ্মীদেবী। ̃ দ্রু বি. পাঞ্জাবের সিন্ধু নদের শাখাবিশেষ। ̃ ধা ক্রি-বিণ. 1 শত রকমে (শতধা বিভক্ত); 2 শতবার (তাকে শতধা সতর্ক করেছি)। ̃ ধার বিণ. 1 শত বা বহু ধারযুক্ত বা প্রান্তবিশিষ্ট; 2 বহু স্রোত বা ধারাযুক্ত। বি. বজ্র। ̃ ধারে ক্রি-বিণ. অজস্র ধারায় (শতধারে বয়ে চলেছে)। ̃ পত্র বি. 1 পদ্ম; 2 ময়ূর। শতপথ ব্রাহ্মণ যজুর্বেদের অন্তর্গত ব্রাহ্মণাংশবিশেষ। ̃ পদী বি. 1 বৃশ্চিক, বিছে; 2 কেন্নো। ̃ বর্ষ বি. একশত বত্সর। ̃ বর্ষ-জীবী (-বিন্) বিণ. একশত বত্সর পরমায়ুযুক্ত, একশত বত্সর বাঁচে এমন (শতবর্ষজীবী উদ্ভিদ)। ̃ ভিষক, ̃ ভিষা বি. নক্ষত্রবিশেষ। ̃ মারী (-রিন্) বি. 1 শতবার পারদজারণকারী; 2 ভালো চিকিত্সক; 3 (ব্যঙ্গে) একশত রোগীর প্রাণবধকারী চিকিত্সক অর্থাত্ হাতুড়ে বৈদ্য। ̃ মুখ বিণ. কোনো বিষয়ে উচ্ছ্বাসের সঙ্গে বারংবার কথা বলে এমন, মুখর (প্রশংসায় শতমুখ)। ̃ মুখী বি. ঝাঁটা। ̃ মূলী বি. লতাবিশেষ বা তার শিকড়। ̃ রূপা বি. 1 সরস্বতীদেবী; 2 ব্রহ্মার কন্যা সাবিত্রী। বিণ. শতবর্ণে বা বহুবর্ণে বা বহু রূপে শোভিতা ('শতরূপা এই কুসুমের মাসে')। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শত শত করে; শতভাবে। ̃ সহস্র বিণ. 1 বহু, অসংখ্য; 2 সহস্রের শতগুণ, একলক্ষ। ̃ হ্রদা বি. বিদ্যুত্। 19)
শাকম্ভরী
(p. 773) śākambharī বি. 1 দুর্গাদেবী; 2 হিন্দু তীর্থবিশেষ; 3 শম্বরহ্রদ। [সং. শাক + √ ভৃ + অ (+ম্) + ঈ]। 36)
সরঃ
(p. 817) sarḥ (-রস্) বি. দিঘি, সরোবর, হ্রদ। [সং. √ সৃ + অস্]। সরসী বি. দিঘি, সরোবর, হ্রদ ('যৌবনসরসীনীরে': রবীন্দ্র)। 8)
সরস
(p. 817) sarasa বিণ. 1 রসযুক্ত, রসাল (শুষ্ককে সরস করা); 2 রসিকতাপূর্ণ; 3 প্রীতিপ্রদ (সরস আলাপ)। বি. সরোবর, হ্রদ ('বিপরীত-সরসে সিনান করিব': চণ্ডী)। [সং. সহ + রস]। স্ত্রী সরসা (ঘনগৌরবে নবযৌবনা বরষা/শ্যামগম্ভীর সরসা': রবীন্দ্র)। ̃ তা বি. 1 রসপূর্ণতা; 2 মধুরতা। [সরেস দ্র]। 33)
সরো-বর
(p. 818) sarō-bara বি. 1 বড়ো পুকুর, দিঘি; 2 হ্রদ; 3 (সং.) পদ্মাদিযুক্ত পুষ্করিণী। [সং. সরস্ + বর]। 19)
হদ
(p. 858) hada বি. গর্ত। [সং. হ্রদ]। 40)
হ্রদ
(p. 874) hrada বি. চতুর্দিকে স্থলবেষ্টিত (ক্ষেত্রবিশেষে নদীর সঙ্গে যুক্ত) বড়ো স্বাভাবিক জলাশয়। [সং. √ হ্রাদ্ + অ]। 27)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2079016
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770438
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368072
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721808
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699036
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595312
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547585
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542690

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন