Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সংক্রান্ত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সংক্রান্ত এর বাংলা অর্থ হলো -

(p. 792) saṅkrānta বিণ. 1 সম্পর্কিত, সংসৃষ্ট; সম্বন্ধীয় (মোকদ্দমাসংক্রান্ত দলিল); 2 সঞ্চারিত; 3 ব্যাপ্ত; 4 প্রাপ্ত; 5 প্রবিষ্ট।
[সং. সম্ + √ ক্রম্ + ত়]।
29)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সানুগ্রহ
(p. 823) sānugraha বিণ. অনুগ্রহ বা দয়ার সঙ্গে। [সং. সহ + অনুগ্রহ]। 90)
সজল
(p. 796) sajala বিণ. 1 জলপূর্ণ (সজল মেঘ); 2 ভেজা, আর্দ্র (সজল নয়ন)। [সং. সহ + জল]। 115)
স্বনাম
(p. 852) sbanāma (-মন্) বি. নিজের নাম। [সং. স্ব + নামন্]। ̃ খ্যাত, ̃ ধন্যা বিণ. নিজের নামেই বা আত্মপরিচয়েই পরিচিত অর্থাত্ পরিচয় বা প্রশংসার জন্য পিতা বা অন্য কারও নাম উল্লেখ করতে হয় না এমন; বিখ্যাত। স্বনামে ক্রি-বিণ. নিজেকেই মালিক বা কর্তা বলে পরিচয় দিয়ে (তু. বেনামে)। 18)
সানু-রাগ
(p. 823) sānu-rāga বিণ. অনুরাগপূর্ণ। [সং. সহ + অনুরাগ]। 96)
সাশ্রয়
(p. 831) sāśraẏa বি. ব্যয়লাঘব। [সং. সু বা সহ + আশ্রয়]। 34)
সংযান
(p. 795) saṃyāna বি. 1 সহযাত্রা, সহগমন, সঙ্গে যাওয়া; 2 শব নিয়ে সমাধিস্হানে বা শ্মশানে যাওয়া; 3 ছুঁচ; 4 ছাঁচ, mould. [সং. সম্ + যান]। 19)
সচ্চরিত
(p. 796) saccarita বি. সত্ আচরণ বা জীবনবৃত্তান্ত (সচ্চরিতশ্রবণ)। [সং. সত্ + চরিত]। 106)
স্যাঁত-স্যাঁত
স্ফুলিঙ্গ
সরা2
(p. 818) sarā2 ক্রি. 1 চলা. নড়া ('কহিনু তাহারে সরো': রবীন্দ্র); 2 স্হান পরিবর্তন করা (সংসার থেকে সরে যাওয়া); 3 পথ ছাড়া (সরে দাঁড়াল); 4 নির্গত বা নিঃসৃত হওয়া ('মুখে তার বাক্য নাহি সরে': জল সরা); 5 প্রবেশ করা বা বাইরে যাওয়া, চলাচল করা (বাতাস সরা); 3 (অশি.) মারা যাওয়া, গত হওয়া (বাপ তো সরল); 7 চলে যাওয়া, স্হান ত্যাগ করা (এখন থেকে সরে পড়ো); 8 পালানো (চোরটা সরল); 9 স্বাভাবিকভাবে ক্রিয়াশীল হওয়া (কলম সরা); 1 ইচ্ছুক হওয়া (মন সরছে না); 11 ব্যবহার করা (পুকুরের জল সরা)। বি. উক্ত সব অর্থে। [সং. √ সৃ + বাং. আ]। ̃ নো ক্রি. 1 স্হানান্তরিত করা (সরিয়ে দেওয়া); 2 (ব্যঙ্গে) চুরি করা (বহু টাকা সরিয়েছে)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। 4)
সওদা-গর
(p. 792) sōdā-gara বি. বণিক, বড়ো ব্যবসায়ী। [ফা.]। সওদা-গরি বিণ. বণিক বা বাণিজ্য-সম্বন্ধীয় (সওদাগরি অফিস)। বি. সওদাগরের কাজ, বাণিজ্য। 9)
সরস
সঞে
(p. 796) sañē অব্য. অনু. (প্রা. কা.) 1 সঙ্গে, সহিত; 2 থেকে, হতে ('ঘর সঞে বাহির হোয়': বিদ্যা.)। [মৈ. তু. সনে, সঙ্গে]। 125)
সমুন্নত
সঞ্চার, সঞ্চারণ
(p. 796) sañcāra, sañcāraṇa বি. 1 সংক্রমণ, এক স্হান থেকে অন্য স্হানে গমন (তাপসঞ্চার); 2 (জ্যোতিষ.) গ্রহাদির অন্য রাশিতে গমন বা অধিষ্ঠান; 3 গতি, ব্যাপ্তি; 4 আবির্ভাব, উদয় (যৌবনসঞ্চার, রসসঞ্চার); 5 প্রতিষ্ঠাকরণ, স্হাপন (প্রাণসঞ্চার); 6 উদ্রেক, উত্তেজন (বলসঞ্চার, পুলকসঞ্চার); 7 সঞ্চালন (রক্তসঞ্চার)। [সং. সম্ + √ চর্ + অ, অন]। সঞ্চারক বিণ. বি. সঞ্চারকারী। সঞ্চারিকা বি. (স্ত্রী.) দূতী, কুটনি। সঞ্চারিত বিণ. সঞ্চার করানো হয়েছে বা করেছে এমন (রোগের বিষ অন্য দেহে সঞ্চারিত)। সঞ্চারী (-রিন্) বিণ. 1 সঞ্চরণশীল; 2 অস্হায়ী; 3 আগন্তুক। বি. 1 (অল.) হৃদয়ের যে ভাবগুলি স্হায়ী নয়, অন্য কিছুকে কেন্দ্র করে আবির্ভূত এবং অন্তর্হিত হয়, ব্যভিচারী ভাব; 2 (সংগীতে) রাগ-রাগিণীর আলাপের বা গীতের তৃতীয় চরণ বা কলি বা অংশ। স্ত্রী. সঞ্চারিণী। 129)
সৌভাগিনেয়
সকর্দম
(p. 796) sakardama বিণ. কর্দমযুক্ত, কাদাযুক্ত (সকর্দম পথ)। [সং. সহ + কর্দম]। 55)
সরসিজ
(p. 817) sarasija বি. পদ্ম। [সং. সরসি + √ জন্ + অ]। 35)
সন্ধ্যা
(p. 805) sandhyā বি. 1 দিন ও রাত্রির সন্ধিক্ষণ (প্রাতঃসন্ধ্যা, সায়ংসন্ধ্যা); 2 রাত্রির আরম্ভ, সাঁঝ (সন্ধ্যাবেলা); 3 দিন-রাত্রির সন্ধিক্ষণে ঈশ্বরোপাসনা, আহ্নিক (সন্ধ্যা করা); 4 বেলা, বার (দু-সন্ধ্যা খাওয়া); 5 পুরো এক দিন-রাত্রি (তিন সন্ধ্যাব্যাপী উপবাস); 6 যুগসন্ধি, যুগের আরম্ভকাল (কলির সন্ধ্যা); 7 (আল.) অবসান-কাল (জীবনসন্ধ্যা)। [সং.সম্ + √ ধ্যৈ + অ + আ]। ̃ আহ্নিক, ̃ হ্নিক, ̃ বন্দনা বি. 1 সায়ংকালীন ঈশ্বরোপাসনা; 2 ত্রিসন্ধ্যা ঈশ্বরবন্দনা। ̃ তারা বি. সন্ধ্যাবেলায় যে তারা সর্বাগ্রে উদিত হয়; সূর্যাস্তের পরে পশ্চিম দিগন্তে দৃশ্যমান শুক্রগ্রহ, venus. ̃ ভাষা বৌদ্ধ সাধকদের রচিত 'চর্যাপদ'-এ ব্যবহৃত ভাষা, যার মধ্যে ধর্মকথার ভিতর একটা অন্যভাবের কথাও আছে, কিন্তু তা অস্পষ্ট। ̃ মণি বি. রক্তবর্ণ ফুলবিশেষ। ̃ রাগ বি. অস্তগমনোম্মুখ সূর্যের আলোকচ্ছটা। ̃ লোক বি. অস্তগামী সূর্যের ম্লান আলো। 17)
সমা-বৃত
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577852
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185609
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785702
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026750
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901124
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848125
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708612
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620245

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us