Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সংকর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সংকর এর বাংলা অর্থ হলো -

(p. 792) saṅkara বিণ. 1 একজাতীয় পুরুষ এবং অন্য জাতীয় স্ত্রীর মিলনজাত ব্যক্তি জাতি বা জীব (বর্ণসংকর, সংকরজাতীয় গোরু); 2 (বিজ্ঞা.) বিভিন্ন জাতির মিশ্রণে জাত প্রাণী বা উদ্ভিদ, hybrid (বি. প.); 3 মিশ্রণ, মিলন; 4 পরস্পরবিরুদ্ধ পদার্থের একত্র অবস্হান; 5 (অল.) পরস্পর-নির্ভরশীল একাধিক অলংকারের একত্র অবস্হান বা সমাবেশ (তু. সংসৃষ্টি)।
[সং. সম্ + √ কৃ + অ]।
সংকরী-করণ বি. একত্রীকরণ; জাতিভ্রংশ করা।
16)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সাহ-চর্য
(p. 832) sāha-carya বি. 1 সঙ্গ; 2 সহায়তা। [সং. সহচর + য]। 2)
সাঙ্কর্য
সান্দীপনি
সন্ধিনী
(p. 805) sandhinī বি. বৃষভাক্রান্তা গাভি। [সং. সন্ধা + ইন্ + ঈ]। 15)
সংবাহন, সংবাহ
(p. 792) sambāhana, sambāha বি. 1 ভার বহন; 2 অঙ্গমর্দন, mas sage (অঙ্গসংবাহন)। [সং. সম্ + √ বহ্ + ণিচ্ + অন, অ]। সংবাহক বিণ. বি. 1 ভার বহনকারী; 2 অঙ্গ মর্দনকারী। বিণ. বি. (স্ত্রী.) সংবাহিকা (রক্তসংবাহিকা নাড়ি)। সংবাহিত বিণ. 1 সম্যক বহন করা হয়েছে এমন; 2 মর্দিত। 76)
সম্পুট, সম্পুটক
(p. 815) sampuṭa, sampuṭaka বি. 1 ক্ষুদ্র আধার, পেটরা বা কৌটো, casket; 2 ঠোঙা; 3 সংগ্রহ (রচনাসম্পুট)। [সং. সম্ + √ পুট্ + অ]। সম্পুটে ক্রি-বিণ. (প্রা. কা.) করজোড়ে, হাত জোড় করে। 10)
সৌরি
(p. 846) sauri বিণ. সূর্যসম্বন্ধীয়। বি. 1 সূর্যপুত্র; 2 যম; 3 শনি; 4 কর্ণ। [সং. সূর (=সূর্য) + ই]। 44)
সিদ্ধান্ন
(p. 833) siddhānna বি. 1 ভাত; 2 সিদ্ধ চাল। [সং. সিদ্ধ + অন্ন]। 26)
স্বল্প
(p. 853) sbalpa বিণ. সামান্য একটু, অতি অল্প (স্বল্প আয়োজন, স্বল্প ব্যয়)। [সং. সু + অল্প]। বি. ̃ তা। স্বল্পায়ু (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। স্বল্পাহার বিণ. অল্প খায় এমন। বি. সামান্য আহার। স্বল্পাহারী (-রিন্) বিণ. অতি অল্প খায় এমন (স্বল্পাহারী লোক)। 26)
সত্-সাহস
(p. 801) sat-sāhasa বি. ন্যায্য কথা বলার বা উচিতকাজ করার সাহস (সাত্যি কথাটা বলার মতো সত্সাহস কারও ছিল না)। [সং. সত্1 + সাহস]। 29)
সকর্দম
(p. 796) sakardama বিণ. কর্দমযুক্ত, কাদাযুক্ত (সকর্দম পথ)। [সং. সহ + কর্দম]। 55)
সপর্যা
(p. 806) saparyā বি. আরাধনা, পূজা, উপাসনা। [সং. সপর্ + √ যক্ + আ]। 22)
সিঁদুর, সিঁদুরে
(p. 832) sin̐dura, sin̐durē যথাক্রমে সিন্দুরসিন্দূরে -র কথ্য রূপ। (সিঁথির সিঁদুর অক্ষয় হোক, সিঁদুরে মেঘ)। 18)
স্মরণ
স্বভাব
(p. 853) sbabhāba বি. 1 স্বরূপ, আত্মভাব, নিজের প্রকৃতি (হিংস্রতাই চিতাবাঘের স্বভাব); 2 জন্ম সংসর্গ বা অভ্যাসের ফলে লব্ধ বৈশিষ্ট্য (মিথ্যা বলা তার স্বভাবে দাঁড়িয়েছে); 3 চরিত্র, আচরণ (সত্স্বভাব); 4 প্রকৃতিগত ধর্ম বা গুণ (জ়ড় পদার্থের স্বভাব); 5 প্রকৃতি, নিসর্গ (স্বভাব বর্ণনা); 6 স্বাভাবিক অবস্হা। [সং. স্ব + ভাব]। ̃ কবি যে কবির কবিত্বশক্তি জন্ম থেকে লব্ধ; যে কবি সচরাচর কেবল প্রাকৃতিক শোভা বর্ণনা করেন। ̃ কুলীন বিণ. যার কৌলীন্য বা কুলধর্ম লঙ্ঘিত হয়নি; নৈকষ্য-কুলীন। ̃ কৃপণ বিণ. কৃপণস্বভাব নিয়েই জাত; প্রকৃতিগত কৃপণতাবিশিষ্ট। ̃ গত বিণ. স্বভাবে পরিণত; সহজাত। ̃ চরিত্র বি. প্রকৃতিচালচলন। ̃ জ বিণ. স্বভাব থেকে জাত; প্রকৃতিগত; স্বাভাবিক। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. সংগত কারণে বা স্বাভাবিকভাবে (স্বভাবতই সকলের দৃষ্টি কবির উপরে, এ প্রশ্ন স্বভাবতই মনে আসে)। ̃ বিরুদ্ধ বিণ. অস্বাভাবিক; নীতিবিরুদ্ধ। ̃ প্রকৃতি বি. আচারআচরণ। স্বভাব যায় না মনে ইল্লত যায় না ধুলে জল দিয়ে ধুলে যেমন সব নোংরা যায় না তেমনি স্বভাবও অপরিবর্তনীয়, মৃত্যুতেও স্বভাব বদলায় না। ̃ শোভা বি. নৈসর্গিত সৌন্দর্য। ̃ সিদ্ধ, ̃ সুলভ বিণ. প্রকৃতিগত; স্বাভাবিক। স্বভাবী (-বিন্) বিণ. স্বভাবানুযায়ী, normal (বি. প.)। স্বভাবোক্তি বি. কাব্যের অলংকারবিশেষ; কোনো বিষয়ের যথাযথ বর্ণনা। 4)
স্বখাত
(p. 849) sbakhāta বিণ. নিজেই খনন করেছে এমন। [সং. স্ব + খাত]। ̃ সলিল বি. 1 নিজের দ্বারা খনন-করা জলাশয়ের জল; 2 (আল.) স্বীয় কৃত কর্মের ফল (স্বখাত-সলিলে ডুবে মরা)।
সমীর, সমীরণ
(p. 808) samīra, samīraṇa বি. বায়ু। [সং. সম্ + √ ঈর্ + অ, অন]। 136)
সন্দষ্ট
(p. 805) sandaṣṭa বিণ. 1 সম্যক দষ্ট, সজোরে বা দৃঢ়ভাবে কামড়ানো হয়েছে এমন; 2 সংলগ্ন। [সং. সম্ + দষ্ট]। 4)
সদ্য, সদঃ
(p. 803) sadya, sadḥ (-দ্যস্) অব্য. ক্রি-বিণ. 1 তত্ক্ষণে, তখনই; 2 এখনই, উপস্হিত সময়ে, সবে, এইমাত্র; 3 টাটকা। [সং. সমান + দ্যঃ (দ্যস্) বা অহন্ (নি.)]। ̃ সদ্য-তন বিণ. অল্পকাল আগে ঘটেছে এমন; সদ্য ঘটেছে এমন, recent (সদ্যতন ঘটনা)। ̃ পক্ব বিণ. 1 এইমাত্র রাঁধা হয়েছে এমন; 2 এইমাত্র পেকেছে এমন। সদ্যঃ পাতী (-তিন্) বিণ. ওঠার সঙ্গে সঙ্গে পড়া যায় এমন; ক্ষণস্হায়ী (সদ্যঃপাতী অম্বুবিম্ব)। সদ্যঃপ্রসূত বিণ. এইমাত্র জন্মেছে এমন, সদ্যোজাত। সদ্য-সদ্য ক্রি-বিণ. এইমাত্র; তত্ক্ষণাত্; সঙ্গে সঙ্গে। সদ্য-স্নাত বিণ. এইমাত্র স্নান করেছে এমন। স্ত্রী. সদ্য-স্নাতা। সদ্যো-জাগ্রত্ বিণ. এইমাত্র জেগেছে এমন। সদ্যো-জাত বিণ. সদ্যঃপ্রসূত। সদ্যো-জীবী (-বিন্) বিণ. জন্মমাত্র মারা যায় বা বিনষ্ট হয় এমন, ক্ষণস্হায়ী ('জলবিম্ব যথা সদা সদ্যোজীবী': মধু.)। সদ্যো-মাংস বি. এইমাত্র বা তত্কালে নিহত পশুর মাংস। সদ্যো-মুক্ত বিণ. 1 মৃত্যুর সঙ্গে সঙ্গে মুক্তিপ্রাপ্ত বা মোক্ষপ্রাপ্ত ('এখানে জন্মিবে যেই সদ্যোমুক্ত হবে সেই: ভা. চ.); 2 এইমাত্র মুক্তিপ্রাপ্ত। সদ্যো-মৃত বিণ. এইমাত্র মারা গেছে এমন। স্ত্রী. সদ্যো-মৃতা। 36)
সঞ্চয়
(p. 796) sañcaẏa বি. 1 আহরণ, সংগ্রহ, চয়ন (মধুসঞ্চয়); 2 জমিয়ে রাখা, পুঞ্জিত করা (অর্থসঞ্চয়); 3 পুঁজি, অর্থসংস্হান, জমানো টাকা (তার তেমন সঞ্চয় নেই); 4 সমূহ, রাশি; 5 সঞ্চিত দ্রব্য (জীবনের সঞ্চয়)। [সং. সম্ + √ চি + অ]। ̃ জাত বিণ. সঞ্চয়ের ফলে সৃষ্ট (সঞ্চয়জাত পর্বত)। ̃ ন বি. সঞ্চয় করা; সংগ্রহ করা। সঞ্চয়িতা বি. (স্ত্রী.) কবিতাবলির সংকলন বা সংগ্রহ। [সং. সঞ্চয় + ইত + আ]। সঞ্চয়ী (-য়িন্) বিণ. 1 সঞ্চয়কারী; 2 (প্রধানত মিতব্যয়িতার দ্বারা) জমিয়ে রাখার স্বভাববিশিষ্ট। সঞ্চিত বিণ. 1 সংগ্রহ বা সঞ্চয় করা হয়েছে এমন, জমিয়ে রাখা বা তোলা হয়েছে এমন (সঞ্চিত পুণ্য, সঞ্চিত অর্থ); 2 রাশীকৃত। সঞ্চিতা বি. (স্ত্রী.) (সচ.) কবিতাদির সংগ্রহ। সঞ্চীয়-মান বিণ. জমানো হচ্ছে এমন, উপচীয়মান। সঞ্চেয় বিণ. সঞ্চয়যোগ্য। 126)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541857
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147544
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739453
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952412
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886378
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840056
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698527
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604036

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us