Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(আঞ্চ) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-নু
(p. 475) -nu (আঞ্চ.) উত্তমপুরুষের অতীতকালের ক্রিয়াবিভক্তিবিশেষ (গেনু, দিনু)। 108)
অকাম
(p. 2) akāma বিণ. নিষ্কাম, বাসনাশূন্য, কাম বা ভোগবাসনা নেই এমন; 2 জিতেন্দ্রিয়। [সং.ন+কাম]। বি (আঞ্চ.)
অখণ্ড
(p. 4) akhaṇḍa বিণ. 1 খণ্ড বা বিভক্ত করা হয়নি এমন (অখণ্ড ভারত); অভগ্ন; আন্ত; পূর্ণ; integral (পরি.); 2 অক্ষত; হ্রাসপ্রাপ্ত নয় বা খর্ব করা হয়নি এমন (অখণ্ড প্রতাপ); 3 ঘন (অখণ্ড 'পীযূষধারা': বা. ঘো.); 4 পরিপূর্ণ; জমাট (অখণ্ড অন্ধকার)। [সং. ন+খণ্ড]। বি. ̃ তা (আঞ্চলিক অখণ্ডতা)। ̃ ণীয় বিন অকাট্য, খণ্ডন করা বা ভাগ করা বা ভাঙ্গা যায় না এমন। ̃ মণ্ডল বিণ. সম্পূর্ণ গোলাকার; পূর্ণকলাবিশিষ্ট ('অখণ্ডমণ্ডল বিধু')। ̃ মণ্ডলাকারা বিণ. সম্পূর্ণ গোলাকার। অখণ্ডিত বিণ. খণ্ডিত নয় এমন; অবিভক্ত; ভুল বা ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হয়নি এমন (মত, যুক্তি প্রভৃতি)। অখণ্ড্য বিণ. অখণ্ডনীয়-র অনুরূপ। 43)
অখন
(p. 4) akhana অব্য. (আঞ্চ.) এখন। [বাং. এখন সং. এক্ষণে]। 45)
অনটন,
(p. 21) anaṭana, (আঞ্চ. কথ্য) অনাটন বি. অভাব, টানাটানি (ঘোর অনটনের মধ্যে তার সংসার চলে)। [সং. ন+√ অট্+অন]। 20)
অবিয়ত
(p. 49) abiẏata (আঞ্চ.) বিণ. অবিবাহিত, বিয়ে হয়নি এমন। [বাং. ন + বিয়া + ইত =অবিয়াইত]। 12)
অভদ্রা
(p. 50) abhadrā বি. (আঞ্চ) বাধা, বিঘ্ন; অশুভ ব্যাপার (গ্রামে যেন অভদ্রা লেগেছে)। [দেশি]। 52)
অসৈরন, অসৈলন
(p. 72) asairana, asailana (আঞ্চ. গ্রা.) বি. অসহ্য ব্যাপার। [বাং. অ + সৈরন, সৈলন সহন]। 27)
আংগা, আঙ্গা
(p. 77) āṅgā, āṅgā বি. (আঞ্চ.) জামা; ছোট জামা। [হি. অংগা]। 43)
আওসা
(p. 77) āōsā বি. (আঞ্চ.) গোরুর এবং অন্যান্য গবাদি পশুর রোগবিশেষ; গোরুর খুরের রোগবিশেষ। [দেশি?]। 41)
আকামানো
(p. 81) ākāmānō বিণ. 1 কামানো বা মুড়ানো হয়নি এমন (আকামানো মাথা); 2 শ্রমের দ্বারা রোজগার করা হয়নি এমন; 3 (আঞ্চ.) সাপের বিষদাঁত ভাঙা হয়নি এমন (আকামানো সাপ)। [বাং. আ + কামানো]। 15)
আঞ্চলিক
(p. 85) āñcalika বিণ. 1 স্হানীয়, local; 2 অপেক্ষাকৃত ছোট কোনো স্হান বা এলাকাসংক্রান্ত (আঞ্চলিক শক্তি, আঞ্চলিক স্বার্থ)। [সং. অঞ্চল + ইক]। বি. ̃ তা, regionalism. 50)
আপ্ত2
(p. 97) āpta2 বিণ. আপন, নিজের (আপ্তগরজি)। [সং. আত্ম, ] আত্মন্]। ̃ .কথা, আপতো কথা বি (আঞ্চ. প্রয়োগ) গোপন কথা। ̃ .গণ বি. নিজের জন্যই ভাবে বা কাজ করে এমন, স্বার্থপর। ̃ .সার বিণ. স্বার্থপর। বি. তন্ত্রবলে বা যোগবলে আত্মরক্ষা। ̃ .সুখী বিণ. আত্মসুখী, কেবল নিজের সুখই বোঝে এমন। 18)
এল-তলা
(p. 149) ēla-talā (আঞ্চ.) বি. ছাঁচতলা; ঘরের বাইরে চালের নীচের জায়গা। ̃ বেল-তলা বি. এ জায়গা ও জায়গা, এখান-ওখান। 12)
ওনাকে
(p. 153) ōnākē সর্ব. (আঞ্চ.) তাঁকে, ওঁকে। [বাং. উনি + কে ]। ওনাদের সর্ব. ওঁদের, তাঁদের। 18)
ওলা৩
(p. 153) ōlā3 ক্রি. (আঞ্চ.) নামা বা নামানো (ওলা-ওঠা, গলা দিয়ে ভাত ওলে না)। [বাং. √ ওল্ + আ]। ̃ নো বিণ. বি. নামানো। 57)
কপালি1
(p. 163) kapāli1 বি. 1 চৌকাঠের মাথা বা মাথার কাঠ, ঝনকাঠ; 2 (আঞ্চ.) খেজুর গাছের মাথার দিকের অংশ যেখান থেকে রস নির্গত হয়। [দেশি]। 9)
কমনে, কম্নে
(p. 164) kamanē, kamnē ক্রি-বিণ. (আঞ্চ.) 1 কোথায়; 2 কোন পথে; 3 কেমন করে ('খাঁচার মধ্যে অচিন পাখি কম্নে আসে যায়). [ বাং. কেমন]। 43)
কমা৩
(p. 164) kamā3 (আঞ্চ.) বিণ. নিকৃষ্ট, খারাপ, উত্কৃষ্ট নয় এমন (পয়সা খরচ করে কমা জিনিস নেব কেন?)। [ফা. কম্ + বাং. আ]। 56)
কাউয়া
(p. 174) kāuẏā বি. (আঞ্চ.) কাক। [তু. হি. কৌয়া]। 31)
কাঠা2
(p. 179) kāṭhā2 বি. (আঞ্চ.) কচ্ছপ, কাছিম। [দেশি]। 33)
কান2
(p. 181) kāna2 বি. 1 শ্রবণেন্দ্রিয়; 2 সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি; 3 কানের অলংকারবিশেষ। [সং. কর্ণ]। কান কাটা যাওয়া (আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)। কান-কাটা বিণ. নির্লজ্জ, বেহায়া। কান খাড়া করা ক্রি. বি. শোনার জন্য উত্কর্ণ হওয়া। কান দেওয়া ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)। কান ধরা ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া। কান পাকা ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা। কান পাতা ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া। কান ভাঙানো ক্রি. বি. কারও বিরুদ্ধে অপর কাউকে কিছু বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা। কান ভারী করা ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা। কান মলা ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা। কানে আঙুল দেওয়া ক্রি. বি. (অশ্রাব্য কিছু) শুনতে না চাওয়া। কানে ওঠা ক্রি. বি. কর্ণগোচর হওয়া। কানে তালা লাগা ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া। কানে তোলা ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); 2 গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)। কানে ধরে বলা ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো। কানে লাগা ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া। ̃ কোটারি বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে। ̃ খুশকি, ̃ খুস্কি বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি। কান-পাতলা বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন। কান-ফাটা, কান-ফাটানো বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত। কান-বালা বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ। কানা-কানি বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা। কানা-ঘুষা, কানা-ঘুষো বি. গোপন রটনা। কানে কানে ক্রি-বিণ. মৃদুস্বরে; চুপি চুপি; কানের কাছে মুখ নিয়ে; (আঞ্চ.) কানায় কানায়। কানে-খাটো বিণ. কানে কম শোনে এমন। কানে তুলো গোঁজা (দেওয়া) ক্রি. বি. ইচ্ছা করে না শোনা। 20)
কামঠ
(p. 181) kāmaṭha বি. 1 কচ্ছপের মাংস; 2 (আঞ্চ.) কচ্ছপ। বিণ. কচ্ছপসম্বন্ধীয়। [সং. কমঠ + অ]। 84)
কাল1
(p. 186) kāla1 বিণ. (আঞ্চ.) অত্যন্ত ঠাণ্ডা, হিমশীতল (হাত-পা কাল হয়ে গেছে)। বি. শৈত্য। [দেশি]। 24)
কালানো
(p. 186) kālānō ক্রি. বি. (আঞ্চ.) অত্যন্ত শীতল হওয়া, খুব ঠাণ্ডা হয়ে যাওয়া। বিণ. খুব ঠাণ্ডা হয়ে গেছে এমন (কালানো ভাত খেয়ো না)। [বাং. কাল1 + আনো]। 44)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534518
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140028
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730158
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942324
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883431
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838401
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696568
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603028

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us