Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আঞ্চলিক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আঞ্চলিক এর বাংলা অর্থ হলো -

(p. 85) āñcalika বিণ. 1 স্হানীয়, local; 2 অপেক্ষাকৃত ছোট কোনো স্হান বা এলাকাসংক্রান্ত (আঞ্চলিক শক্তি, আঞ্চলিক স্বার্থ)।
[সং. অঞ্চল + ইক]।
বি.তা, regionalism. 50)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আপন্ন
আধান
(p. 89) ādhāna বি 1 স্হাপন (অগ্ন্যাধান); 2 সঞ্চার, বলাধান; 3 গ্রহণ; ধারণ। [সং. আ + √ ধা + অন]। 94)
আমলকী
(p. 101) āmalakī বি. টক ও কষায় স্বাদযুক্ত ফলবিশেষ, আমলা; ওই ফলের গাছ। [সং. আ + √ মল্ + অক্ + ঈ]। 27)
আবিদ্ধ
(p. 99) ābiddha বিণ. বিদ্ধ, বেঁধা বা ছিদ্র করা হয়েছে এমন (আবিদ্ধ কান, আবিদ্ধ রত্ন)। [সং. আ + বিদ্ধ]। 16)
আপোড়া
(p. 97) āpōḍ়ā বিণ. 1 পোড়া বা পোড়ানো নয় এমন, অদগ্ধ; 2 কাঁচা; 3 ঈষত্ গদ্ধ, আধপোড়া, অল্প পোড়া; 4 শবদাহহীন, যেখানে শবদাহ হয় না এমন ('আপোড়া পৃথিবী যদি তুমি কোথা কাশী)। [বাং]. আ + পোড়া। 16)
আন্তরিক
আবেদক
(p. 99) ābēdaka বিণ. আবেদনকারী; প্রার্থী। [সং. আ + √ বেদি + অক]। 28)
আঘ্রাণ
(p. 82) āghrāṇa বি. 1 গন্ধ গ্রহণ, গন্ধ নেওয়া বা শোঁকা; 2 গন্ধ (আমের আঘ্রাণ)। [সং. আ + √ ঘ্রা + অন]। আঘ্রাত বিণ. শোঁকা হয়েছে এমন। 74)
আবেষ্টন
আস্ত
(p. 110) āsta বিণ. 1 গোটা (আস্ত ডিম্, আস্ত কাঁঠাল); 2 অভগ্ন, সমুদয়, সমগ্র (আস্ত জেলাটা, আস্ত দেশ); 3 পাকা, প্রকৃত (আস্ত চোর); 4 বিলক্ষণ, ভীষণ, মারাত্মক (আস্ত বদমাশ, আস্ত কেউটে); 5 পুরোপুরি (আস্ত পাগল)। [দেশি]। 18)
আপাঙ, আপাং, আপাঙ্গ
(p. 95) āpāṅa, āpā, ṃāpāṅga বি. শিষ-আকন্দ নামে পরিচিত গাছ। [সং. অপাঙ্গক]। 57)
আর্জব
(p. 104) ārjaba বি. ঋজুতা, ঋজুভাব। [সং. ঋজু + অ]। 32)
আদাব
(p. 89) ādāba বি. (মুস.) সালাম, নমস্কার, অভিবাদন। [আ. আদাব]। 62)
আলিঙ্গন
(p. 106) āliṅgana বি. কোলাকুলি, বুকে জড়িয়ে ধরা, আশ্লেষ। [সং. আ + √লিনগ্ + অন]। আলিঙ্গিত বিণ. আলিঙ্গন করা হয়েছে এমন। 33)
আনন্দ
(p. 94) ānanda বি. 1 হর্ষ, তৃপ্তি ('আনন্দেরই সাগর হতে': রবীন্দ্র); 2 সুখ, আহ্লাদ ('সদা থাকো আনন্দে': রবীন্দ্র); 3 স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই); 4 সত্যের উপলব্ধি থেকে উত্পন্ন গভীর অনুভূতি এবং সেইরূপ সত্তা ('আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি': রবীন্দ্র); 5 আনন্দজনক বস্তু ('তোমার আনন্দ ওই এল দ্বারে': রবীন্দ্র); 6 মদ। বিণ. আনন্দিত, আনন্দময়, আনন্দপূর্ণ ('আজি এ আনন্দ সন্ধ্যা': রবীন্দ্র)। [সং. আ + √ নন্দ্ + অ]। ̃ .কন্দ বি. সমস্ত আনন্দের মূল। ̃ .ঘন বিণ. আনন্দময়। ̃ .ধাম বি. যে গৃহে আনন্দ বিরাজ করে। ̃ .ধারা বি. আনন্দের স্রোত। ̃ .ন বি. আনন্দ সৃষ্টি, আনন্দ উত্পাদন। বিণ. আনন্দদায়ক। ̃ .নাড়ু বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে তৈরি গোলাকার না়ড়ু বা নাড়ুজাতীয় খাবার। ̃ .বিধান বি. আনন্দ দান, আনন্দ উত্পাদন। ̃ .ময় বিণ. আনন্দে পূর্ণ। বি. ঈশ্বর (আনন্দময়মঙ্গলময় বলে)। ̃ .লহরি, ̃ .লহরী বি. 1 আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ; 2 (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ। ̃ .সাগর বি. আনন্দরূপ সাগর; বিপুল আনন্দ। আনন্দা ক্রি. আনন্দিত করা। আনন্দাশ্রু বি. আনন্দের আবেগজনিত চোখের জল। .আনন্দিত বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত। 6)
আলেখা
(p. 106) ālēkhā বিণ. লেখা হয়নি এমন, অলিখিত (আলেখা চিঠি)। [বাং. আ3 + লেখা]। 53)
আকর্ষ
(p. 81) ākarṣa বি. 1 আকর্ষণ, টান; 2 যা দিয়ে আকর্ষণ করা বা টানা যায়- যেমন, আঁকশি, চুম্বকপাথর ইত্যাদি; 3 লতাতন্তু, প্রতান, tendril. [সং. আ + √ কৃষ্ + অ]। ̃ .ক বিণ. বি. 1 যে আকর্ষণ করে; 2 চুম্বক (পাথর)। আকর্ষী (-র্ষিন্) বিণ. আকর্ষণ করে এমন, আকর্ষণকারী। বি. আঁকশি। বিণ. (স্ত্রী.) আকর্ষণী। 2)
আনমন1
(p. 94) ānamana1 বি. অবনমন, নত করা, ঈষত্ নত করা। [সং. আ + √ নম্ + অন]। আনমনীয়, আনম্য বিণ. নোয়ানো বা বাঁকানো যায় এমন। আনমিত বিণ. নোয়ানো বা বাঁকানো হয়েছে এমন। 7)
আমা2
(p. 101) āmā2 সর্ব. 1 আমি নিজে, স্বয়ং; 2 আমার (' আমা হতে এই কার্য হবে না সাধন': নবীন: আমাপানে চাও); 3 আমাকে। [সং. অহম্ আমা - তু. পা. অহ্মাকং]। 34)
আঝাড়া
(p. 85) ājhāḍ়ā বিণ. (শস্যাদি সম্বন্ধে) ঝেড়ে ধুলোবালি প্রভৃতি বাজে জিনিস দূর করা হয়নি এমন। [বাং. আ + ঝাড়া]। 47)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577852
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185614
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785704
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026758
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901127
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848126
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708612
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620246

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us