Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(পূজায় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
আগত
(p. 82) āgata বিণ. 1 এসেছে এমন, উপস্হিত; 2 প্রাপ্ত (শরাণাগত)। [সং. আ + √ গম্ + ত]। ̃ .প্রায় বিণ. এসে পড়েছে এমন, আসন্ন (পূজার দিন আগতপ্রায়)। 41)
চাঁদা৪
(p. 281) cān̐dā4 বি. কোনো বিশেষ উদ্দেশ্যে বহু লোকের কাছ থেকে সংগৃহীত অর্থ (পূজার চাঁদা); নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেয় মূল্য বা অর্থসাহায্য (লাইব্রেরির চাঁদা, ক্লাবের মাসিক চাঁদা)। [ফা. চন্দ্]। 48)
দেওয়া
(p. 419) dēōẏā ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্হাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উত্সর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উত্পাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ̃ নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)। 2)
নির্ঘণ্ট
(p. 468) nirghaṇṭa বি. 1 সূচি; 2 বিষয় কার্য বা অনুষ্ঠানাদির ক্রমিক তালিকা (পূজার নির্ঘণ্ট); 3 (বিরল) কোষগ্রন্হ বা অভিধান। [সং. নির্ + √ ঘণ্ট্ + অ]। 45)
বামন2, বামুন
(p. 600) bāmana2, bāmuna বি. 1 ব্রাহ্মণ, হিন্দু চতুর্বর্ণের শ্রেষ্ঠ বর্ণ (পূজায় বামুনের অধিকার); 2 পুরোহিত; 3 পাচক (বামুন ঠাকুর)। [প্রাকৃ. বম্ভণ সং. ব্রাহ্মণ]। স্ত্রী. বামনি। বামনা বি. (তুচ্ছার্থে) বামন; ব্রাহ্মণ; পাচক; পুরোহিত। বাম-নাই বি. (বিদ্রুপে) ব্রাহ্মণত্বের গর্ব বা আতিশয্য দেখানো। বামুন-ঠাকুর বি. 1 পুরোহিত; 2 পাচকব্রাহ্মণ। 21)
মণ্ডপ
(p. 676) maṇḍapa বি. 1 (পূজা সভা প্রভৃতির জন্য নির্মিত) ছাদযুক্ত চত্বর বা স্হান; চাঁদোয়া-ঢাকা স্হান, প্যাণ্ডাল; 2 নাটমন্দির। [সং মণ্ড্ + √ পা + অ]। 54)
মর-শুম
(p. 685) mara-śuma বি. 1 ঋতু (শীতের মরশুম); 2 সুযোগ-সুবিধা (মরশুম পাওয়া); 3 সুবিধাজনক বা প্রশস্ত কাল বা অনুষ্ঠানাদির জন্য নির্দিষ্ট সময় (পূজার মরশুম)। [ফা. মৌসিম]। মর-শুমি বিণ. নির্দিষ্ট ঋতুতে জন্মায় ও বেঁচে থাকে এমন (মরশুমি ফুল)। 34)
মহত্
(p. 688) mahat বিণ. 1 বড়ো, বৃহত্ (মহত্ অরণ্য, মহত্ ব্যাপার); 2 শ্রেষ্ঠ উন্নত উদার (মহত্ কার্য মহদাশয়) 3 প্রবল (মহত্ ভয়, মহত্ দোষ); 4 গুরু, গুরুতর (মহত্ ভার)। বি. উন্নতচরিত্র বা উদারহৃদয় ব্যক্তি ('আমি চাই মহতের মহত্ পরাণ': মা. ব.) [সং. √ মহ (পূজা) + অত্]। স্ত্রী. মহতী (মহতী সভা, মহতী বাণী)। ̃ প্রাণ বিণ উদারহৃদয়। মহত্তম বিণ সর্বাপেক্ষা মহত্ (মহত্তম আদর্শ)। মহত্তর বিণ. (দুইয়ের মধ্যে) অধিকতর মহত্। মহত্ত্ব বি. মহত্ ভাব, মহতের ভাব। 41)
সরঞ্জাম
(p. 817) sarañjāma বি. 1 উপকরণ, আসবাব (খেলার সরঞ্জাম); 2 উপকরণ-সংগ্রহ, আয়োজন (পূজার সরঞ্জাম)। [ফা. সর্ + অন্জাম্]। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577871
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185651
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785744
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026891
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901143
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848128
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708615
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620283

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us