Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(প্রতিঘ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনুষ্ঠান
(p. 31) anuṣṭhāna বি. 1 আরম্ভ; উদ্যোগ; 2 ক্রিয়াকর্ম, উত্সবাদি কর্মের সম্পাদন; নির্বাহ। [সং. অনু + √ স্হা + অন]। অনুষ্ঠিত বিণ. নির্বাহিত; আচরিত; সম্পাদিত। অনুষ্ঠেয় বিণ. নির্বাহ করা উচিত বা করার যোগ্য, অনুষ্ঠানযোগ্য (প্রতিদিনের অনুষ্ঠেয় কর্ম)। 27)
অপ্রতি-দ্বন্দ্বী
(p. 40) aprati-dbandbī (-ন্দ্বিন্) বিণ. প্রতিদ্বন্দ্বী বা শত্রু নেই এমন; সমকক্ষহীন (অপ্রতিদ্বন্দ্বী নাট্যকার)। [সং. ন + প্রতিদ্বন্দ্বী (প্রতিদ্বন্দ্বীন্)]। 64)
অপ্রতি-রোধ্য
(p. 42) aprati-rōdhya বিণ. প্রতিরোধ করা বা নিবারণ করা বা এড়ানো যায় না এমন (অপ্রতিরোধ্য বাসনা)। [সং. ন + প্রতিরোধ্য (প্রতি + √ রুধ্ + য)। 3)
অসদ্-ভাব, অসদ্ভাব
(p. 67) asad-bhāba, asadbhāba বি. 1 মনোমালিন্য (প্রতিবেশীদের মধ্যে অসদ্ভাব); কলহ; 2 অভাব; অবিদ্যমানতা। [সং. অসত্ + ভাব]। 72)
কাঠাম, কাঠামো
(p. 179) kāṭhāma, kāṭhāmō বি. 1 কাঠ, বাঁশ, খড় প্রভৃতির দ্বারা গঠিত আধার, frame, framework (প্রতিমার কাঠাম); 2 ছাঁচ, ঠাট, বহিরাকৃতি (শাসনতন্ত্রের কাঠামো)। [দেশি]। 34)
চকিত
(p. 274) cakita বিণ. 1 চমকিত (ভয়চকিত দৃষ্টি); 2 ভয়চঞ্চল, এস্ত, কম্পিত (চকিত দৃষ্টি)। বি. নিমেষ, অত্যল্প কাল (চকিতে অদৃশ্য হল, চকিতের দেখা)। [সং. √চক্ (প্রতিঘাত, প্রতিক্রিয়া) + ত]। স্ত্রী. চকিতা (চকিতা হরিণী)। 14)
চানকা
(p. 281) cānakā ক্রি. 1 তত্পর করা, আলস্য বা জড়তা দূর করা, নেড়েচেড়ে তত্পর করা (তিনি তাঁর ভৃত্যকে চানকে দিলেন, ঘুম থেকে উঠে আগে শরীরটাকে চানকাতে লাগল); 2 সমুজ্জ্বল করা, রং বার্নিশ প্রভৃতি প্রয়োগ করে উজ্জ্বলতা দান করা (প্রতিমার চোখ চানকাচ্ছেন শিল্পী, কাঠের আলামারিটাকে চানকাচ্ছে); 3 গরম করা বা অল্প অল্প ভাজা (কড়াইয়ে মশলা চানকাচ্ছে) 4 (আঞ্চ.) ভাজার সময় খোলা থেকে মুড়ি উঠিয়ে নেওয়া। [হি. চনক (=ফেটে যাওয়া)। ̃ নো ক্রি. বি. চানকা। বিণ. উক্ত সমস্ত অর্থে। 103)
ঠাট2
(p. 350) ṭhāṭa2 বি. 1 বাইরের চালচলন, মানসম্ভ্রম (ঠাট বজায় রাখা); 2 কাঠামো (প্রতিমার ঠাট); 3 ভাবভঙ্গি, ছলাকলা, ঠমক (কত ঠাট জানে); 4 ঢং, ধরন (নতুন ঠাট)। [ঠাট1 দ্র]। ̃ ঠমক বি. চালচলন; মানসম্ভ্রমযুক্ত চালচলন। ̃ বাট বি. জাঁকজমক; পশার-প্রতিপত্তি; লোকলৌকিকতা; শোভনতা। ঠাটারি বি. কাঁসারি (ঠাটারি-বাজার)। 19)
ঠুকর, (চলিত) ঠোকর
(p. 350) ṭhukara, (calita) ṭhōkara বি. 1 পাখির ঠোঁটের অগ্রভাগ দিয়ে আঘাত; 2 কিছুর মুখ বা অগ্রভাগ দিয়ে আঘাত (বুটের ঠোকর); 3 হোঁচট (দেওয়ালে ঠোকর খাওয়া); 4 কঠিন ধমক (মনিবের কাছে ঠোকর খেয়েছে); 5 অযাচিত মন্ত্রব্যাদির দ্বারা বাধাদান বা তির্যক মন্তব্য (প্রতি কথায় ঠোকর দেয়)। [ধ্বন্যা.]। ঠুকরা, ঠোকরা ক্রি. ঠোকর দেওয়া, ঠোঁট বা কোনোকিছুর ডগা দিয়ে আঘাত করা; খোঁটা। বি. বিণ. উক্ত অর্থে। 43)
ঢলতা
(p. 360) ḍhalatā বি. 1 পণ্যবস্তুর ন্যায্য ওজনের উপর বাড়তি পরিমাণ (প্রতি কেজিতে 2 গ্রাম ঢলতা চলে যাচ্ছে); 2 টাল, ঢলে পড়া; ঝোঁকা। [হি.]। 16)
পদ
(p. 488) pada বি. 1 পা, চরণ (পদধ্বনি); 2 পদক্ষেপ (প্রতিপদে, পদে পদে); 3 পায়ের চিহ্ন বা দাগ (পদানুসরণ); 4 কবিতার চরণ বা পঙ্ক্তি (ত্রিপদী, চতুর্দশপদী); 5 বৈষ্ণব কবিদের রচিত শ্লোক বা গান বা গীতিকবিতা (পদকর্তা); 6 কাজের ভার অধিকার বা চাকরি (পদপ্রার্থী); 7 আধিপত্য, অবস্হা, উপাধি (পদগৌরব, পদমর্যাদা); 8 বিভিন্ন প্রকারের বস্তু (অনেক পদ রান্না হয়েছে); 9 (ব্যাক.) বিভক্তিযুক্ত শব্দ (বিশেষ্যপদ)। [সং. √ পদ্ + অ]। ̃ কর্তা (-র্তৃ) বিণ. বি. বৈষ্ণব পদ বা গীতিকবিতা রচনাকারী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কার বিণ. বাক্য বা শ্লোক রচনাকারী। বি. বেদের মন্ত্রপদবিভাজক গ্রন্হকার। ̃ ক্ষেপ বি. পা ফেলা, কদম; পদার্পণ। ̃ .গৌরব বি. পদের বা আধিপত্যের মর্যাদা। ̃ .চারণ বি. পায়চারি। ̃ .চিহ্ন বি. পায়ের দাগ। ̃ .চ্যুত বিণ. অধিকারভ্রষ্ট কর্মচ্যুত কর্মভার বা চাকরি থেকে বরখাস্ত। বি. ̃ .চ্যুতি। ছায়া, চ্ছায়া বি. চরণতলে আশ্রয় অনুগ্রহ। ̃ .ত্যাগ বি. আধিপত্য কর্মভার বা চাকরি ত্যাগ। ̃ .দলিত বিণ. পায়ের তলায় পিষ্ট। স্ত্রী. ̃ .দলিতা। ̃.ধূলি বি. পায়ের তলার ধূলো। ̃ .ধ্বনিপদশব্দ -র অনুরূপ ('শুনেছে অন্তরপথে বিপ্লবের নিত্য পদধ্বনি': সু. দ.)। ̃ .ন্যাস বি. পা ফেলা, পদচালনা পদস্হাপন। ̃ .পঙ্কজ বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম। ̃ .পল্লব বি. পল্লবের মতো কোমল চরণ। ̃ .পৃষ্ঠ বি. পায়ের পাতা। ̃ .প্রান্ত বি. চরণতল পায়ের কাছের স্হান। ̃ .প্রার্থী (-র্থিন) বিণ. 1 কোনো পদ বা চাকরি লাভে ইচ্ছুক 2 চরণাশ্রয়প্রার্থী। স্ত্রী. ̃ .প্রার্থিনী। ̃.বিক্ষেপ বি. পদক্ষেপ পা ফেলা, কদম ('কাহার পদবিক্ষেপের এ শব্দ' ব. চ.। ̃ .ব্রজ বি. পায়ে হেঁটে যাওয়া। ̃ .মর্যাদা-পদগৌরব এর অনুরূপ। ̃ .যাত্রা বি. 1 পায়ে হেঁটে যাওয়া 2 পায়ে হেঁটে মিছিল। ̃ .রজ, ̃.রজঃ বি. পদধূলি। ̃ .রেণু বি. পদধূলি। ̃ .লেহন বি. পা চাটা অত্যন্ত হীনভাবে তোষামোদ। ̃ .শব্দ বি. হাঁটার সময় পায়ের আওয়াজ। ̃ .সঞ্চার, ̃.সঞ্চালন বি. কদম, পা ফেলা, হাঁটা। ̃ .সেবা বি. পা টেপা। ̃ .স্খলন বি. 1 পা পিছলে পড়া 2 অধঃপতন। ̃ .স্খলিত বিণ. 1 পা পিছলে পড়েছে এমন 2 অধঃপতিত। স্ত্রী. ̃ .স্খলিতা। ̃স্হ বিণ. 1 পদে বা অধিকারে প্রতিষ্ঠিত; 2 উঁচু পদে অধিষ্ঠিত (পদস্হ চাকুরে)। পদে পদে, প্রতি-পদে ক্রি-বিণ. সবসময় যতই অগ্রসর হওয়া যায় ততই (পদে পদে বাধা)। 33)
পরিহার্য
(p. 502) parihārya বিণ. 1 পরিহারের যোগ্য, পরিহরণীয় (প্রতিহিংসার মনোভাব সর্বথা পরিহার্য); 2 উপেক্ষণীয়। [সং. পরি + √ হৃ + য]। 6)
পালিত
(p. 518) pālita বিণ. 1 পোষা (পালিত পশু, গৃহপালিত); 2 প্রতিপালিত, বর্ধিত (বিলাসিতার মধ্যে পালিত); 3 জন্মগত কোনো সম্পর্ক নেই অথচ সম্পর্কযুক্ত ব্যক্তির মতো প্রতিপালিত (পালিত পুত্র, পালিত সন্তান); 4 রক্ষিত (প্রতিশ্রুতি পালিত হয়েছে); 5 মান্য করা হয়েছে এমন (আদেশ পালিত হয়েছে); 6 বংশসূচক নাম বা পদবিবিশেষ। [সং. √ পা + ণিচ্ + ত]। বিণ. স্ত্রী. পালিতা। 9)
প্রতি
(p. 538) prati (উপসর্গ বা অনুসর্গরূপে ব্যবহৃত) 1 উপর, সম্বন্ধে, বিষয়ে (ফুলের প্রতি আকর্ষণ); 2 দিকে, অভিমুখে (আমার প্রতি দৃষ্টি দাও, শত্রুর প্রতি কটাক্ষ)। বিণ. 1 প্রত্যেক, সমস্ত (প্রতিক্ষণ); 2 পরিবর্ত (প্রতিনিধি); 3 পালটা (প্রতিহিংসা); 4 সমীপ (প্রতিবেশী); 5 বিপরীত (প্রতিবিধান); 6 বিরুদ্ধ (প্রতিমল্ল); 7 অনুরূপ, অবিকল (প্রতিমূর্তি); 8 স্বীকার (পরিগ্রহ); 9 সমান (প্রতিযোগিতা); 1 অংশ (প্রতিজিহ্বা)। [সং. প্রথ্ + উতি]। 62)
প্রতি-নিয়ত
(p. 541) prati-niẏata ক্রি-বিণ. সর্বদা, নিরন্তর (প্রতিনিয়ত বিবাদ চলছে)। [সং. প্রতি + নিয়ত]। 14)
প্রতি-পক্ষ
(p. 541) prati-pakṣa বি. 1 শত্রুপক্ষ (প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করা); 2 বিরোধী দল; 3 প্রতিদ্বন্দী (এই খেলায় আমাদের প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী); 4 প্রতিবাদী (আদালত প্রতিপক্ষের বক্তব্য শুনতে চায়)। [সং. প্রতি + পক্ষ]। 15)
প্রতি-পত্তি
(p. 541) prati-patti বি. 1 সম্মান; 2 প্রতিষ্ঠা (সমাজে প্রতিপত্তি লাভ); 3 প্রভাব; 4 ক্ষমতা; 5 (বিরল) জ্ঞান। [সং. প্রতি + √ পদ্ + তি]। ̃ শালী, ̃ শীল বিণ. প্রতিপত্তি আছে এমন (প্রতিপত্তিশালী রাজনীতিবিদ)। 16)
প্রতি-পদ
(p. 541) prati-pada বি. শুক্লপক্ষের বা কৃষ্ণপক্ষের প্রথম তিথি (প্রতিপদের চাঁদ)। [সং. প্রতি + √ পদ্ + ক্বিপ্]। 17)
প্রতি-পাদন
(p. 541) prati-pādana বি. 1 যুক্তি বা প্রমাণের দ্বারা নির্ধারণ (তত্ত্বের অসারতা প্রতিপাদন করা); 2 মীমাংসা; 3 সম্পাদন। [সং. প্রতি + √ পদ্ + ণিচ্ + অন]। প্রতি-পাদক বিণ. বি. প্রতিপাদনকারী। স্ত্রী. প্রতি-পাদিকা। প্রতি-পাদনীয়, প্রতিপাদ্য বিণ. প্রতিপাদনের যোগ্য বা বিষয়ীভূত; প্রমাণসাপেক্ষ (প্রতিপাদ্য বিষয়)। প্রতি-পাদিত বিণ. প্রতিপাদন করা হয়েছে এমন। 20)
প্রতি-পালক
(p. 541) prati-pālaka বিণ. বি. প্রতিপালনকারী; রক্ষণাবেক্ষণকারী। [সং. প্রতি + পালক]। স্ত্রী. প্রতি-পালিকা। প্রতি-পালন বি. 1 পোষণ, লালন (সন্তান প্রতিপালন); 2 রক্ষণ (প্রতিশ্রুতি প্রতিপালন); 3 রক্ষণাবেক্ষণ (প্রজাদের প্রতিপালন); 4 মান্যকরণ (আজ্ঞা প্রতিপালন)। প্রতি-পালনীয়, প্রতি-পাল্য বিণ. প্রতিপালনের যোগ্য, প্রতিপালন করতে হবে এমন। প্রতি-পালিত বিণ. প্রতিপালন করা হয়েছে এমন। স্ত্রী. প্রতি-পালিতা। 21)
প্রতি-পোষণ
(p. 541) prati-pōṣaṇa বি. সমর্থন; সাহায্য করা। [সং. প্রতি + পোষণ]। প্রতি-পোষক বিণ. বি. প্রতিপোষণকারী (প্রতিপোষক মূল্য); আনুকূল্য বা সমর্থন করে এমন (অন্যায়ের প্রতিপোষক)। 22)
প্রতি-বদ্ধ
(p. 541) prati-baddha বিণ. বাধাপ্রাপ্ত; ব্যাহত (প্রতিবদ্ধ বায়ু, প্রতিবদ্ধ আলো)। [সং. প্রতি + বদ্ধ]। 33)
প্রতি-লোম
(p. 543) prati-lōma বিণ. 1 বিপরীত, উলটো ('প্রতিলোম অভিযানে লোকযাত্রী হবে অগ্রসর': সু. দ.); 2 প্রতিকূল (প্রতিলোম আচরণ)। [সং. প্রতি + লোমন্ + অ]। প্রতিলোম বিবাহ নিম্নবংশীয় পুরুষের সঙ্গে উচ্চবংশীয় কন্যার বিবাহ। 8)
প্রতি-ষেধ
(p. 543) prati-ṣēdha বি. 1 নিষেধ; 2 নিবারণ (রোগ প্রতিষেধ); 3 ত্যাগ, বর্জন। [সং. প্রতি + √ সিধ্ + অ]। প্রতি-ষিদ্ধ বিণ. প্রতিষেধ করা হয়েছে এমন। ̃ ক বিণ. প্রতিরোধ বা নিবারণ করে এমন, নিবারক (প্রতিষেধক টিকা)। বি. প্রতিষেধক পদার্থ। ̃ ন বি. প্রতিষেধকরণ। 14)
প্রতিকূল
(p. 538) pratikūla বিণ. 1 বিরুদ্ধ, শত্রুতাপূর্ণ, অসুবিধাজনক, বিঘ্নকর (প্রতিকূল পরিস্হিতি, প্রতিকূল আবহাওয়া); 2 বিপরীত, বিপক্ষ; 3 অপ্রসন্ন (প্রতিকূল দৈব, প্রতিকূল ভাগ্য)। [সং. প্রতি + কূল]। বি. ̃ তা। 69)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534984
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140519
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730762
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942955
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696692
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603090

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us