Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(বইয়ের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অব-তরণ
(p. 44) aba-taraṇa বি. নিচে নামা, নিম্নে গমন; অবরোহণ (বন্দরে অবতরণ)। [সং. অব + √ তৃ + অন]। অব-তরণিকা বি. 1 (বইয়ের) ভূমিকা, মুখবন্ধ; 2 সিঁড়ি, সোপান। অব-তরা ক্রি. (কাব্যে) 1 নামা, নেমে আসা; 2 অবতীর্ণ বা আবির্ভূত হওয়া। 9)
এডিশন
(p. 146) ēḍiśana বি. কোনো বইয়ের একবারের মুদ্রণ (বইয়ের প্রথম এডিশন শেষ হয়ে গেছে)। পকেট এডিশন বি. বইয়ের ছোট আকারের সংস্করণ (যা পকেটে রাখা যায়)। 36)
ক্যাটালগ
(p. 210) kyāṭālaga বি. সুবিন্যস্ত তালিকা বা সূচি (বইয়ের ক্যাটালগ)। [ইং. catalogue]। 113)
গাদা৩, গাদি
(p. 246) gādā3, gādi বি. 1 স্তূপ (খড়ের গাদা); 2 রাশি, ভিড় (বইয়ের গাদা)। [হি. গদ্দা]। গাদা গাদা বিণ. স্তূপীকৃত; রাশি রাশি; বহু। গাদা-গাদি বি. ঠাসাঠাসি, ঘেঁষাঘেঁষি; ভিড়। 52)
চোখ
(p. 297) cōkha বি. 1 দৃষ্টির ইন্দ্রিয়, চক্ষু (চোখের অসুখ); 2 দৃষ্টি, নজর (স্নেহের চোখে দেখা); 3 সুজনর, অনুকুল দৃষ্টি (তোমার প্রতি তার চোখ আছে); 4 লোলুপ দৃষ্টি (পরের জিনিসে চোখ দিয়ো না); 5 বাঁশ আখ আনারস প্রভৃতির অঙ্কুরোদগমের স্হান। [সং. চক্ষুস]। চোখ উলটানো ক্রি. বি. মৃত্যুর ঠিক আগে হঠাত্ চোখ অপলক অবস্হায় স্হির হওয়া। চোখ ওঠা ক্রি. বি. চোখের একটি বিশেষ রোগ হওয়া; চোখ লাল হওয়া এবং চোখে পিচুটি কাটা। চোখ কাটানো ক্রি. বি. চিকিত্সার জন্য চোখে অস্ত্রোপচার করানো। চোখ খাওয়া ক্রি. বি. দৃষ্টিহীন হওয়া। ̃ খাগি, ̃ খাকি বিণ. বি. (স্ত্রী.) (গালিতে) দৃষ্টিহীনা, কানি। পুং. ̃ খেগো, ̃ খেকো। চোখ খোলা ক্রি. বি. জাগা; সতর্ক হওয়া; জ্ঞানলাভ করা বা করানো (এ ব্যাপারে সে-ই তো তোমার চোখ খুলে দিয়েছে)। চোখ-গেল বি. কোকিলজাতীয় পাখি; পাপিয়া-এই পাখি 'চোখ গেল' এইরকম ডাকে। চোখ ঘোরানো, চোখ পাকানো ক্রি. বি. চার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করা। চোখ চাওয়া ক্রি. বি. 1 (প্রধানত নিদ্রা বা মূর্ছার পরে) চোখ মেলা; 2 প্রসন্ন বা অনকূল হওয়া (এতদিনে ভগবান চোখ চেয়েছেন)। চোখ ছলছল করা ক্রি. বি. দুঃখ শোক অভিমান প্রভৃতির দরুন অবরুদ্ধ অশ্রুতে চোখ ভরে যাওয়া। চোখ ঝলসানো ক্রি. বি. অতিরিক্ত আলো বা উজ্জ্বলতায় চোখ ধাঁধানো। চোখ টাটানো ক্রি. বি. 1 চোখে বেদনা বোধ হওয়া; 2 ঈর্ষান্বিত হওয়া। চোখ টেপা, চোখ ঠারা ক্রি. বি. 1 চোখের ভঙ্গির দ্বারা ইশারা করা; 2 মিথ্যা স্তোক দেওয়া (নিজের মনকে চোখ ঠারা)। চোখ পড়া ক্রি. বি. মনোযোগ আকৃষ্ঠ হওয়া। চোখপাকানো - চোখ ঘোরানো দ্র। চোখ ফোটা ক্রি. বি. 1 জন্মের পর প্রথম চোখের পাতা খোলা; 2 প্রকৃত তথ্য অবগত হওয়া; ভুল ধারণা থেকে মুক্ত হয়ে প্রকৃত অবস্হা জানতে পারা; 3 জ্ঞানলাভ করা। চোখ বুজে ক্রি-বিণ. বিচারবিবেচনা বিসর্জন দিয়ে (চোখ বুজে হুকুম তামিল করা)। চোখ বোজা ক্রি. বি. 1 (আল.) মরে যাওয়া; 2 ঘুমানো। চোখ বোলানো ক্রি. বি. অগভীরভাবে বা দ্রুত দেখা বা পড়া। (বইয়ের পাতায় চোখ বোলানো)। চোখ মটকানো ক্রি. বি. চোখের ইঙ্গিত বা ইশারা করা। চোখ মারা ক্রি. বি. (অশি.) এক চোখ বুজে অশ্লীল ইঙ্গিত করা। চোখ রাঙানো ক্রি. বি. রাগে চোখ লাল করা; রাগ দেখানো। চোখে আঙুল দিয়ে দেখানো ক্রি. বি. প্রমাণ দিয়ে স্পষ্ট বা সন্দেহাতীতভাবে বোঝানো। চোখে চোখে রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি রাখা; দৃষ্টির বাইরে যেতে না দেওয়া। চোখে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া; নজরে লাগা। চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া। চোখে-মুখে কথা বলা ক্রি. বি. বাচালতা করা বা বেশি কথা বলা; বাক্চাতুর্য করা। চোখে লাগা ক্রি. বি. 1 পছন্দ হওয়া; 2 বিসদৃশ মনে হওয়া। চোখে সরষে ফুল দেখা ক্রি. বি. (আল.) বিপদে পড়ে দিশাহারা হওয়া। চোখের দেখা বি. অল্পক্ষণের জন্য দেখা; কথাবার্তা নয়, শুধু দেখা। চোখের নেশা বি. কেবল দেখবার জন্য উত্কট মোহ। চোখের পরদা (আল.) বি. লজ্জাসংকোচ। চোখের পলক বি. নিমেষ; মুহুর্তকাল। চোখের পাতা বি. চোখের পল্লব, চোখের উপরের চামড়া; (আল.) লজ্জা। চোখের বালি বি. (আল.) চোখের পীড়া বা বিরক্তির কারণ; চক্ষুশূল লোক। চোখের ভূল বি. দেখার ভূল। কটা চোখ, বিড়াল চোখ বি. পীতাভ তারকাযুক্ত চোখ। ভালো চোখ বি. নীরোগ চোখ; অনুকূল দৃষ্টি। মন্দ চোখ বি. বিরূপ দৃষ্টি। রাঙা চোখ, লাল চোখ বি. ক্রোধে বা নেশায় লাল-হওয়া চোখ। সাদা চোখ বি. অবিকৃত বা স্বাভাবিক দৃষ্টি; যে দৃষ্টি নেশায় বা কুসংস্কারে আচ্ছন্ন নয়। চোখা-চোখি বি. পরস্পর দেখা, পরস্পরের চোখে চোখে মিলন; সামনাসামনি উপস্হিতি। 4)
ছত্র৩
(p. 301) chatra3 বি. 1 ছাতা, আঁতপত্র; 2 ব্যাঙের ছাতা; 3 রাজচিহ্ন; 4 রাজছত্র। [সং. ছদ্ + ণিচ্ + র]। ̃ ক, ছত্রাক বি. 1 ছাতা, fungus (বইয়ে ছাতা ধরেছে); 2 কোঁড়ক, ব্যাঙের ছাতা, mushroom. ̃ খান বিণ. 1 উন্মুক্ত ছাতার মতো চার দিকে বিস্তৃত; 2 এলোমেলো ও চার দিকে ছড়ানো (জিনিসপত্র নানাদিকে ছত্রখান হয়ে আছে)। ̃ দণ্ড বি. রাজছত্র ও রাজদণ্ড। ̃ ধর, ̃ ধারী (-রিন্) বিণ. বি. 1 যে ছাতা ধরে রয়েছে; 2 বংশবদ অনুচর। ̃ পতি বি. 1 সম্রাট; রাজচক্রবর্তী; 2 শিবাজির উপাধি। ̃ ভঙ্গ বিণ. 1 বিশৃঙ্খল; 2 দলভ্রষ্ট। বি. পরাজিত সৈন্যদলের বিশৃঙ্খল অবস্হা। ছত্রাকার বিণ. 1 ছাতার মতো আকারবিশিষ্ট; 2 চতুর্দিকে বিক্ষিপ্ত, বিশৃঙ্খলভাবে বিকীর্ণ, ছত্রখান। 26)
জোড়া2
(p. 330) jōḍ়ā2 বিণ. 1 যুক্ত, আঁটা (বইয়ে জোড়া ছবি); 2 যোজিত (লাঙলে ছোড়া বলদ); 3 ভরা, ব্যাপ্ত করে আছে এমন (ঘরজোড়া খাট, দেশজোড়া খ্যাতি); 4 দোসর, জুটি (এ কাপড়ের আর জোড়া হবে না)। [জুড়া, জোড়া1 দ্র]। 7)
তালিকা
(p. 375) tālikā বি. নির্ঘণ্ট, ফর্দ, list (বইয়ের তালিকা)। [আ. তালিকহ্; তু. ফা. তালিক্]। 100)
ত্রয়ো-বিংশ
(p. 387) traẏō-biṃśa বিণ. 23 সংখ্যক বা 23 সংখ্যার পূরক। [সং. ত্রয়োবিংশতি + অ]। ̃ তি বি. বিণ. 23 সংখ্যা বা সংখ্যক ̃ তি.তম বিণ. 23 সংখ্যক (বইয়ের ত্রয়োবিংশতিতম অধ্যায়টি পড়ছি)। স্ত্রী. ̃ তি.তমী। 81)
থাক
(p. 392) thāka বি. 1 স্তর (বইয়ের থাক, থাকে থাকে সাজানো); 2 শ্রেণি। [ সং. স্তবক]। ̃ বন্দি বিণ. 1 বিভিন্ন শ্রেণিতে বিভক্ত; 2 স্তরে স্তরে সাজানো। 23)
দেখা
(p. 419) dēkhā ক্রি. 1 দর্শন বা অবলোকন করা (মুখ দেখা, চাঁদ দেখা); 2 তাকানো (এদিকে দেখো); 3 অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (দেখে শেখা); 4 চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা (ভেবে দেখি, অবস্হাটা দেখি, নাড়ি দেখা, ঘটনার গতি দেখা); 5 তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা (অসময়ে দেখার কেউ নেই, শেষ বয়েসে মাকে দেখো); 6 উপভোগ করা (মজা দেখা, নাটক দেখা); 7 খুঁজে বার করা (চাকরি দেখা, বাড়ি দেখা); 8 পরিদর্শন করা (দেশ দেখা); 9 পড়া, পাঠ করা (বইয়ের শেষ পাতাটা দেখো তো, দলিলটা দেখো তো); 1 বোধ করা (ছেলেটা দেখছি উচ্ছন্নে গেছে); 11 চেষ্টা করা (আর দেখে লাভ নেই, এবার অন্য কথা ভাবো); 12 বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া (ভেবে দেখলাম ওটাই ভালো); 13 অবলম্বন বা অনুসরণ করা (নিজের নিজের পথ দেখা); 14 অপেক্ষা করা (আর একটু দেখি); 15 সাবধান হওয়া (দেখো যেন ভুল না হয়)। বি. উক্ত সব অর্থে। বিণ. দৃষ্ট (দেখা জিনিস)। [সং. √ দৃশ্ বাং. √ দেখ্ + আ]। দেখা দেওয়া ক্রি. বি. 1 সামনে আসা; আবির্ভূত হওয়া; 2 প্রাদুর্ভাব হওয়া (গ্রামে কলেরা দেখা দিয়েছে)। ̃ দেখি বি. 1 পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাত্কার (দুজনে অনেককাল দেখাদেখি হয়নি); 2 অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা (দেখাদেখি করে লেখা)। ̃ নো ক্রি. বি. প্রদর্শন করা (টাকা দেখাচ্ছ?); দেখতে দেওয়া (তোমার খাতা ওকে দেখিয়ো না)। ̃ শুনা, ̃ শোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা; 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)। ̃ সাক্ষাত্ বি. পরস্পর সাক্ষাত্ ও খবরাখবরের আদানপ্রদান। দেখিয়ে দেওয়া ক্রি. বি. 1 শিখানো, বাতলানো (আমি দেখিয়ে দেয় কীভাবে আঁকতে হয়); 2 জব্দ করা (ওই বদমাশ লোকটাকে মজা দেখিয়ে দেব)। চোখের দেখা দ্র চোখ। দেখে-শুনে ক্রি-বিণ. সতর্কভাবে, সাবধানে; চার দিক বুঝে (দেখেশুনে পথ চলবে)। দেখতে দেখতে দ্র দেখতে দেখতে। দেখে নেওয়া ক্রি. বি. জব্দ করা (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে)। 14)
বুলা2
(p. 633) bulā2 ক্রি. বুলানো। [বুলা1 দ্র]। ̃ নো ক্রি. বি. 1 আলতোভাবে ছুঁয়ে চালনা করা বা ঘষা (চুলে হাত বুলানো, কাগজে তুলি বুলানো); 2 অগভীরভাবে বা অবহেলাভরে চালনা করা (বইয়ে চোখ বুলানো)। বিণ. উক্ত অর্থে। 47)
ভূমিকা
(p. 668) bhūmikā বি. 1 মুখবন্ধ, সূচনা (আর ভূমিকা না করে আসল কথাটা বলো) 2 প্রস্তাবনা (বইয়ের ভূমিকা); 3 বেশধারণ; রূপান্তর-পরিগ্রহ; 4 অভিনয়ের অংশ বা চরিত্র (রামের ভূমিকায় অভিনয় করেছে)। [সং. ভূমি + ক + আ]। 35)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534521
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140031
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730160
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942325
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883432
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838406
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696568
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603028

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us