Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(বন্ধন) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ওকালতি
(p. 152) ōkālati বি. উকিলের কাজ বা পেশা (মহকুমা আদালতে ওকালতি করে সে আজকাল বেশ রোজগার করছে); 2 পক্ষ-সমর্থন (বন্ধুর হয়ে তোমাকে আর ওকালাতি করতে হবে না)। [আ. ওকালত্]। বিণ. উকিলের, উকিলসম্বন্ধীয় (ওকালতি বুদ্ধি)। 13)
গোবশা
(p. 256) gōbaśā বি. যে গাভী প্রসব করে না, বন্ধ্যা গাভী। [সং. গো+বশা (বন্ধ্যা) সমাসান্ত]। 111)
ছেদ
(p. 304) chēda বি. 1 ছেদন, বিচ্ছিন্ন করা (শিরশ্ছেদ); 2 বিরাম (বৃষ্টির ছেদ নেই); 3 ভাগ, খণ্ড, অধ্যায়, পরিচ্ছেদ (পঞ্চম ছেদ); 4 দাঁড়ি কমা ইত্যাদি যদি বা বিরামচিহ্ন (ছেদ চিহ্ন)। [সং. √ ছিদ্ + অ]। ̃ ক বিণ. ছেদনকারী। ̃ ন বি. 1 কর্তন; 2 নাশন (বন্ধন ছেদন)। ̃ বি. ছেদনের অস্ত্র। ̃ নীয়, ছেদ্য বিণ. ছেদনযোগ্য (আচ্ছেদ্য সম্পর্ক)। ছেদিত বিণ. ছেদন বা কর্তন করা হয়েছে এমন; খণ্ডিত। 138)
জোড়
(p. 330) jōḍ় বি. 1 মিলন, সংযোগ (কাঠের জোড়ের মুখ); 2 যুগল (তারা জোড়ে এসেছিল, মানিকজোড়); 3 বিবাহ ইত্যাদি মাঙ্গলিক কর্মের ধুতি ও চাদর (চেলির জোড় পরেছে); 4 যন্ত্রসংগিতের দ্রুত বাদনরীতির অঙ্গবিশেষ। বিণ. যুক্ত; মিলিত (জোড়হাতে)। [প্রাকৃ. জোডিঅ সং. √ জুড়্ (বন্ধনে)]। ̃ কলম বি. বড় গাছের ডালের সঙ্গে চারাগাছ জুড়ে দিয়ে উত্পাদিত কলম। জোড় খাওয়া, জোড় মেশা ক্রি. বি. ঠিকভাবে সংযুক্ত হওয়া, মিশ হওয়া (এটার সঙ্গে ওটা ঠিক জোড় খাবে না)। ̃ সংখ্যা বি. যুগ্ম সংখ্যা, 2-দ্বারা বিভাজ্য সংখ্যা। ̃ হাত বি. কৃতাঞ্জলি হয়ে অর্থাত্ দুই করতল যুক্ত করে নমস্কার করার ভঙ্গিবিশেষ। জোড়ে যাওয়া ক্রি. বি. বিবাহের পর স্ত্রীকে নিয়ে বরের প্রথম শ্বশুরালয়ে যাওয়া। 5)
তুলা2, তোলা
(p. 375) tulā2, tōlā ক্রি. 1 উত্তোলন করা, উঠানো, উঁচু করা (মাটি থেকে তোলা); 2 উন্নীত করা (জাতে তোলা); 3 শুনানো (কথাটা তার কানে তুলতে হবে); 4 উত্থাপন করা (প্রসঙ্গ তোলা); 5 খুঁটে সংগ্রহ করা (শাক তোলা); 6 উত্পাটন করা (দাঁত তোলা); 7 সংগ্রহ করা (চাঁদা তোলা); 8 অপসারিত করা (দাগ তোলা); 9 নির্মাণ করা (ঘর তোলা, দালান তোলা); 1 তীব্রতর করা (তান তোলা, সুর তোলা, গলা তোলা); 11 সৃষ্টি করা (আওয়াজ তোলা); 12 সূচিকর্মের সাহায্যে অঙ্কিত করা (রুমালে ফুল তোলা); 13 উচ্ছেদ করা (বাড়ি থেকে ভাড়াটে তোলা); 14 গাড়িতে চাপানো (তাকে গাড়িতে তুলে দিয়ে এলাম); 15 বমি করা (ছেলেটা দুধ তুলছে); 16 খাটানো (নৌকার পাল তোলা); 17 সম্পর্কের উল্লেখ করে গাল দেওয়া (বাপ তোলা); 18 ত্যাগ করা, নিঃসৃত করা (হাই তোলা); 19 চয়ন করা (ফুল তোলা); 2 গুছিয়ে রাখা (বই তোলা, বিছানা তোলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ তুল্ + বাং. আ]। ̃ নো ক্রি. অন্যের দ্বারা তোলার কাজ করানো। বি. বিণ. উক্ত অর্থে। তুলে দেওয়া ক্রি. বি. 1 ঘুম থেকে জাগিয়ে দেওয়া; 2 কোনো স্হান থেকে সরিয়ে দেওয়া; 3 উঠিয়ে দেওয়া। তুলে ধরা ক্রি. বি. 1 উত্তোলিত করা (বাক্সটা একটু তুলে ধরো); 2 প্রকাশ বা প্রচার করা (বক্তব্য তুলে ধরা)। তুলে নেওয়া ক্রি. বি. প্রত্যাহার করা (বন্ধ্ তুলে নেওয়া হয়েছে)। 224)
পরি-ত্যক্ত
(p. 498) pari-tyakta বিণ. 1 বর্জিত, ত্যক্ত (বন্ধুদের দ্বারা পরিত্যক্ত); 2 ফাঁকা, যেখানে কেউ বাস করে না (পরিত্যক্ত বাড়ি)। [সং. পরি + √ ত্যজ্ + ত]। পরিত্যক্তা বিণ. (স্ত্রী.) বর্জিতা, যাকে ত্যাগ করা হয়েছে (স্বামীপরিত্যক্তা)। 12)
পাশ৩
(p. 518) pāśa3 বি. 1 প্রাচীন যুদ্ধাস্ত্রবিশেষ; 2 বন্ধন, ফাঁস (ভুজপাশ); 3 ফাঁদ, জাল (পাশবদ্ধ); 4 রজ্জু, দড়ি; 5 গুচ্ছ, রাশি বা প্রাচুর্য, সমাসের উত্তরপদে (কেশপাশ); 6 (তন্ত্রে) পশুজীবের বন্ধন, অজ্ঞান (পাশমুক্তি)। [সং. √ পশ্ (বন্ধন) + অ]। 22)
প্ররোচনা, প্ররোচন
(p. 550) prarōcanā, prarōcana বি. (প্রধানত নিন্দায়) নিয়োজন, প্রবৃত্ত করা, উত্সাহদান, উসকানি, প্রেরণা (বন্ধুদের প্ররোচনায় একাজ করে ফেলেছে)। [সং. প্র + √ রুচ্ + ণিচ্ + অন + আ]। প্ররোচক বিণ. বি. যে প্ররোচনা বা উসকানি দেয়। প্ররোচিত বিণ. প্ররোচনাপ্রাপ্ত, প্ররোচনা দেওয়া হয়েছে এমন (বন্ধুরাই তাকে একাজে প্ররোচিত করেছে)। 21)
বত্সল
(p. 575) batsala বিণ. স্নেহপূর্ণ বা অনুরাগযুক্ত (বন্ধুবত্সল, ভক্তবত্সল)। [সং. বত্স + √ লা + অ]। স্ত্রী. বত্সলা। বি. ̃ তা, বাত্সল্য। 38)
বন্ধ
(p. 575) bandha বি. 1 বাঁধবার উপকরণ (কোমরবন্ধ); 2 বাঁধন ('মুক্ত কর হে বন্ধ': রবীন্দ্র); 3 আবেষ্টন (ভুজবন্ধ); 4 বাধা, অবরোধ (নিশ্বাসবন্ধ); 5 গ্রথন, রচনা (সেতুবন্ধ); 6 (বাং.) অবসান, অবকাশ, ছুটি (গ্রীষ্মের বন্ধ)। বিণ. (বাং.) 1 রুদ্ধ (বন্ধ দরজা); 2 রহিত (কথা বন্ধ, কাজ বন্ধ); 3 কাজ স্হগিত আছে এমন (অফিস বন্ধ); 4 বাধাপ্রাপ্ত (স্রোত বন্ধ); 5 অচল, কর্মহীন, গতিহীন (আলো-পাখা বন্ধ); 6 বন্দি, আটক (কারাগারে বন্ধ); 7 নিমীলিত, আবৃত (চোখ বন্ধ, বই বন্ধ)। [সং. √ বন্ধ্ + অ]। 98)
বন্ধক
(p. 575) bandhaka বি. 1 গৃহীত ঋণের জামিনস্বরূপ কোনো দ্রব্য গচ্ছিত রাখা; 2 জামিনস্বরূপ গচ্ছিত রাখা দ্রব্য। [সং. √ বন্ধ্ + অক]। ̃ নামা বি. বন্ধকপত্র, বন্ধকসংক্রান্ত নথি। বন্ধকি বিণ. বন্ধকরূপে প্রদত্ত বা গৃহীত; বন্ধকসম্বন্ধীয় (বন্ধকি কারবার)। [সং. বন্ধক + বাং. ই]। 99)
বন্ধন
(p. 575) bandhana বি. 1 বাঁধন (বন্ধনরজ্জু, বন্ধন ছিন্ন করা); 2 বাঁধন, গিঁট, গিঁট দেওয়া, (রজ্জুর দ্বারা বন্ধন); 3 আবেষ্টন (বাহুবন্ধন, ভুজবন্ধন); 4 আটক, অবরোধ (কারাবন্ধন, বন্ধনমুক্তি); 5 গ্রন্হন, গ্রথন, রচনা (করবীবন্ধন, মাল্যবন্ধন); 6 সম্পর্কস্হাপন, একত্রকরণ (বিবাহবন্ধন); 7 সংযমন, নিরোধ; 8 বাঁধবার উপকরণ, দড়ি ইত্যাদি; 9 যোগসূত্র (এই যুগের মধ্যে শেষ বন্ধন)। [সং. √ বন্ধ্ + অন]। ̃ হীন বিণ. 1 বাধাহীন; মুক্ত; 2 উদ্দাম (বন্ধনহীন আবেগ)। বন্ধনী বি. 1 বাঁধবার উপকরণ, যা দিয়ে বাঁধা হয়; 2 ব্র্যাকেট বা () [], এইসব চিহ্ন। 100)
বন্ধ্য
(p. 575) bandhya বিণ. 1 বন্ধনযোগ্য; 2 ফলহীন (বন্ধ্য বৃক্ষ); 3 নিঃসন্তান। [সং. √ বন্ধ্ + য]। বি. ̃ তা, ̃ ত্ব। বন্ধ্যা বিণ. (স্ত্রী.) 1 বন্ধনযোগ্যা; 2 বাঁঝা, যে (নারী) নিঃসন্তান (বন্ধ্যা নারী)। বি. ̃ ত্ব। বন্ধ্যা-সূত বি. বন্ধ্যার পুত্রের ন্যায় অলীক বস্তু। 104)
বর
(p. 580) bara বি. 1 দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ (সরস্বতীর বরে বিদ্যালাভ); 2 আশীর্বাদ; 3 বিবাহের পাত্র (বরাসন, বরের টোপর); 4 স্বামী, পতি (সখীর বর, ঘরবর); 5 হাতের আঙুলের অনুগ্রহসূচক ভঙ্গিবিশেষ বা মুদ্রা (বরাভয়)। বিণ. 1 ঈপ্সিত, কাঙ্ক্ষিত; 2 উত্তম, শ্রেষ্ঠ (বন্ধুবর, বরতনু)। [সং. √ বৃ + অ]। ̃ কনে বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ কর্তা বি. বিবাহে পাত্রপক্ষীয় প্রধান ব্যক্তি। ̃ চন্দন বি. 1 দেবদারু; 2 অগুরু। ̃ দ বিণ. বরদাতা। ̃ দা বিণ. (স্ত্রী.) বরদাত্রী। বি. দুর্গা। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রপক্ষীয় লোকজন। ̃ পণ বি. বিবাহে কন্যাপক্ষের কাছ থেকে বরপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ পুত্র বি. 1 দেবতার বরে জাত পুত্র; 2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র); 3 শ্রেষ্ঠ পুত্র। ̃ প্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী। স্ত্রী. ̃ প্রদা। ̃ বধূ বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ বর্ণিনী বি. 1 সর্বগুণান্বিতা রমণী; 2 সুন্দরী নারী। ̃ মাল্য বি. 1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা; 2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)। ̃ যাত্রী (-ত্রিন্), ̃ যাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী। ̃ য়িতা বিণ. বরণকারী। স্ত্রী. ̃ য়িত্রী। বরের ঘরের মাসি কনের ঘরের পিসি যে ব্যক্তি বিবদমান উভয় পক্ষের সঙ্গেই সদ্ভাব রেখে চলে। 28)
বিগড়নো, বিগড়ানো
(p. 605) bigaḍ়nō, bigaḍ়ānō ক্রি. বি. 1 বিকৃত বা নষ্ট হওয়া (বুদ্ধি বিগড়ানো); 2 অচল হওয়া বা করা (কল বিগড়ানো, মেশিন বিগড়ানো); 3 কুপথে যাওয়া বা কুপথগামী করা, অধঃপতিত হওয়া বা অধঃপতিত করা (বন্ধুরাই ছেলেটাকে বিগড়েছে, চরিত্র বিগড়ানো); 4 প্রতিকূল হওয়া বা করা (সাক্ষী বিগড়ানো)। বিণ. উক্ত সব অর্থে। [হি. বিগাড়-তু. সং. বি + √ ঘট্]। 121)
বেইমান
(p. 633) bēimāna বিণ. অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক। [ফা. বে + আ. ইমান]। বেইমানি বি. অকৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা (বন্ধুর সঙ্গে বেইমানি করার শাস্তি পেয়েছে)। [বেইমান + বাং. ই]। 100)
ব্যব-হার
(p. 648) byaba-hāra বি. 1 আচরণ (বন্ধুর মতো ব্যবহার); 2 আইন (ব্যবহারজীবী); 3 মামলা, মোকদ্দমা; 4 প্রয়োগ (ওষুধ ব্যবহার); 5 কাজে প্রয়োগ (জিনিসটা ব্যবহার করে দেখো); 6 বিষয়কর্ম; 7 (বিরল) বাণিজ্য; 8 (আঞ্চ.) উপহার, লৌকিকতার জন্য প্রদত্ত বস্তু। [সং. বি + অব + √ হৃ + অ]। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিস্টার প্রভৃতি আইনজীবী। ̃ দেশক বি. আটর্নি বা সলিসিটর (স.প.)। ̃ বিধি বি. 1 আইনশাস্ত্র; 2 স্মৃতিশাস্ত্র; 3 কোনো জিনিসের প্রয়োগবিধি। ̃ যোগ্য বিণ. ব্যবহার করা বা কাজে লাগানো যায় এমন, ব্যবহার্য। ̃ শাস্ত্র বি. 1 আইনগ্রন্হ; 2 স্মৃতিগ্রন্হ। ব্যাবহারিক, ব্যবহারিক বিণ. 1 প্রয়োগ বা ব্যবহার সম্বন্ধীয়, কাজে লাগানো যায় এমন, applied; 2 আইনবিষয়ক; 3 সাংসারিক (ব্যাবহারিক জীবন); 4 (দর্শ.) অবাস্তব অথচ ব্যবহারের ক্ষেত্রে মূল্য আছে এমন (ব্যাবহারিক সত্য)। ব্যবহর্তব্য, ব্যবহার্য বিণ. ব্যবহারযোগ্য; ব্যবহার করতে হবে এমন। ব্যব-হর্তা (-র্তৃ) বিণ. 1 ব্যবহারকারী; 2 বিচারক। ব্যব-হৃত বিণ. ব্যবহার করা হয়েছে এমন। 39)
ভালো
(p. 664) bhālō বিণ. 1 উত্তম (ভালো জিনিস); 2 শুভ, হিতকর (ভালো উপদেশ); 3 নীরোগ, সুস্হ (ভালো শরীর); 4 সত্ (ভালো লোক); 5 নিরীহ (ভালো মানুষ); 6 সুন্দর, মানানসই (ভালো দেখায় না, ভালো শুনায় না); 7 দক্ষ, পটু (ভালো মিস্ত্রি)। বি. শুভ, মঙ্গল, উপকার (পরের ভালো, দেশের ভালো, তোমার ভালো হোক)। অব্য. আচ্ছা, বেশ (ভালো, তাই হোক)। [প্রাকৃ. ভল্লঅ]। ভালো আপদ, ভালো জ্বালা বিরক্তি কষ্ট প্রভৃতি সূচক উক্তি বিশেষ (ভালো আপদ, আমি আবার ওকথা কখন বললাম?)। ভালো কথা বি. হিতবাক্য, উপকারী বা উত্কৃষ্ট উপদেশ। অব্য. হঠাত্ মনে পড়ল-এই ভাবসূচক উক্তি (ভালো কথা, তুমি কবে দিল্লি যাবে?)। ভালো করা ক্রি. বি. রোগমুক্ত করা উপকার করা (আমাকে সদুপদেশ দিয়ে ভালো করেছেন)। ভালো থাকা ক্রি. বি. সুস্হ থাকা স্বচ্ছন্দে থাকা (ভালো থেকো)। ভালো দেখানো ক্রি. বি সুন্দর বা মানানসই দেখানো (নিজ থেকে ওখানে যাওয়াটা ভালো দেখায় না)। ভালো রে ভালো ! বিরক্তি কষ্ট বিস্ময় প্রভৃতি সূচক উক্তিবিশেষ। ভালো লাগা ক্রি. বি. 1 উত্তম তৃপ্তিকর বা স্বাদু মনে হওয়া; 2 সুস্হ বোধ করা (আজ অনেকটা ভালো লাগছে)। ভালো হওয়া ক্রি. বি. 1 রোগমুক্ত হওয়া; 2 অসত্ থেকে সত্ হওয়া (বিপথে গিয়েছিল, এখন ভালো হয়েছে); 3 মঙ্গল বা উপকার হওয়া (ভগবান করুন, তোমার যেন ভালো হয়)। ̃ .মন্দ বি. 1 শুভাশুভ; মঙ্গলামঙ্গল; 2 একঘেয়েমি থেকে মুক্তি দেয় এমন জিনিস, ভালো জিনিস (বন্ধুর বাড়ি গিয়ে ভালোমন্দ খেয়েছে)। ̃ .মনে ক্রি-বিণ. সরল মনে। ভালোয় ভালোয় ক্রি-বিণ. নিরাপদে (ভালোয় ভালোয় পৌঁছতে পারলে বাঁচি)। 23)
ভুল
(p. 668) bhula বি. 1 ভ্রম, ভ্রান্তি (বইখানা ভুলে ভরা); 2 বিস্মৃতি (ডালে নুন দিতে ভুল হয়েছে); 3 প্রলাপ (ভুল বকা); 4 অযথার্থ ধারণা (বন্ধুকে শত্রু বলে ভুল করা)। বিণ. 1 ভ্রান্ত, ভ্রমপূর্ণ (ভুল কথা); 2 বেঠিক (ভুল লোক, ভুল অঙ্ক); 3 অযথার্থ (ভুল খবর)। [ সং. √ হ্বল্]। ̃ .চুক, ̃ .ভ্রান্তি বি. ছোটোবড়ো ভুল; ছোটোখাটো ভুল; অনবধানতা। ভুল বোঝাবুঝি বি. পরস্পরের মধ্যে বোঝাপড়ার ঘাটতি। ঠিকে ভুল (অপ্র.) যোগে ভুল। 15)
শ্লক্ষ্ণ
(p. 789) ślakṣṇa বিণ. 1 কোমল, স্নিগ্ধ; 2 মসৃণ। [সং. √ শ্লিষ্ + স্ন]। শ্লথ বিণ. 1 শিথিল, ঢিলা (বন্ধন শ্লথ হওয়া); 2 দীর্ঘসূত্র (কাজে বড়ো শ্লথ); 3 মন্হর ('শ্লথপায়ে চলি'); 4 আলুথালু, বিস্রস্ত (শ্লথবেশ)। [সং. √ শ্লথ্ + অ]। ̃ ন বি. দীর্ঘসূত্রতা; অলসতা। 15)
সংস্রব
(p. 796) saṃsraba বি. 1 সম্পর্ক, সঙ্গ, সম্বন্ধ (বন্ধুদের সংস্রব, এ ব্যাপারের সঙ্গে তার কোনোই সংস্রব নেই); 2 মিলন। [সং. সম্ + √ স্রু + অ]। সংস্রব এড়ানো ক্রি. বি. সঙ্গ পরিহার করা, সম্পর্ক না রাখা। 40)
সান্দ্র
(p. 827) sāndra বিণ. 1 অবিচ্ছিন্ন; 2 নিবিড়, ঘন; 3 তরল অথচ গাঢ়। বি. বন। [সং. সহ + √ অন্দ্ (বন্ধনার্থক) + র]। 6)
স্খলন
(p. 846) skhalana বি. 1 পতন, চ্যুতি (বৃন্ত থেকে স্খলন); 2 পিছলে পড়া বা হোঁচট খাওয়া (পদস্খলন); 3 ভ্রষ্ট হওয়া, বিপথগমন (ধর্মপথ থেকে স্খলন, চরিত্রস্খলন); 4 মোচন, আলগা হওয়া (বন্ধনস্খলন); 5 জড়িত বা অস্পষ্ট উচ্চারণ (বাক্যের স্খলন); 6 বিকলতা, বিকৃতি; 7 ভ্রম হওয়া; 8 অনুদ্দিষ্ট বাক্য বলা। [সং. √ স্খল্ + অন]। স্খলিত বিণ. 1 পতিত (স্খলিত বসন); 2 চ্যুত (মুষ্টি থেকে স্খলিত); ভ্রষ্ট; 3 অস্পষ্ট উচ্চারিত; 4 প্রতিহত; 5 স্খলনযুক্ত; 6 জড়িত ('স্খলিত চরণে ছুটিছে কাননে': রবীন্দ্র)। 58)
হিসাব, (কথ্য) হিসেব
(p. 869) hisāba, (kathya) hisēba বি. 1 গণনা; 2 জমাখরচ নির্ধারণ; 3 জমাখরচের বিবরণ-তালিকা; 4 (আল.) কৈফিয়ত ('হিসাব কি দিবি তার': সুকান্ত); 5 বিচার, বিবেচনা (বন্ধু হিসাবে বিশ্বাস করা, চিত্র হিসাবে দেখা, হিসাব করে কথা বলা); 6 দর, rate (শতকরা দশ টাকা হিসাবে)। [আ.]। হিসাব করা ক্রি. বি. গণনা করা; পরিমাণ স্হির করা; বিচার বা বিবেচনা করা। হিসাব চুকানো, হিসাব মিটানো ক্রি. বি. দেনাপাওনা শোধ করা। হিসাব দেওয়া ক্রি. বি. জমাখরচের পরিমাণ বুঝিয়ে দেওয়া; কৈফিয়ত দেওয়া। হিসাব নেওয়া ক্রি. বি. জমাখরচের বিবরণ বুঝে নেওয়া। ̃ কিতাব, ̃ কেতাব বি. আয়-ব্যয়ের লিখিত বিবরণপত্র, (account); বিস্তারিত বা খুঁটিনাটি হিসাব; বিচারবিবেচনা। ̃ নবিশ বি. জমাখরচ লেখক। ̃ নিকাশ বি. আয়ব্যয় সঠিক ও চূড়ান্তভাবে নির্ধারণ; কৈফিয়ত। ̃ পরীক্ষক বি. জমাখরচের বিবরণে ভুলত্রুটির পরীক্ষাকারী, auditor. ̃ পরীক্ষা বি. জমাখরচের বিবরণে ভুলত্রুটি হয়েছে কি না তা পরীক্ষা, audit. হিসাবানা বি. (প্রধানত তহশিলদার কর্তৃক প্রজাদের খাজনা ইত্যাদি) হিসাব দাখিলের সময়ে প্রদত্ত (সচ. অবৈধ) পারিশ্রমিক বা ঘুস। হিসাবি বিণ. 1 হিসাবসম্বন্ধীয়; 2 আয়ের অনুপাত বুঝে ব্যয় করে এমন; 3 বিবেচক, পরিণামদর্শী (হিসাবি লোক); 4 সতর্ক (হিসাবি বুদ্ধি)। কথ্য. হিসেবি। 44)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535156
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140633
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730943
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943148
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883653
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us