Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তুলা2, তোলা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তুলা2, তোলা এর বাংলা অর্থ হলো -

(p. 375) tulā2, tōlā ক্রি. 1 উত্তোলন করা, উঠানো, উঁচু করা (মাটি থেকে তোলা); 2 উন্নীত করা (জাতে তোলা); 3 শুনানো (কথাটা তার কানে তুলতে হবে); 4 উত্থাপন করা (প্রসঙ্গ তোলা); 5 খুঁটে সংগ্রহ করা (শাক তোলা); 6 উত্পাটন করা (দাঁত তোলা); 7 সংগ্রহ করা (চাঁদা তোলা); 8 অপসারিত করা (দাগ তোলা); 9 নির্মাণ করা (ঘর তোলা, দালান তোলা); 1 তীব্রতর করা (তান তোলা, সুর তোলা, গলা তোলা); 11 সৃষ্টি করা (আওয়াজ তোলা); 12 সূচিকর্মের সাহায্যে অঙ্কিত করা (রুমালে ফুল তোলা); 13 উচ্ছেদ করা (বাড়ি থেকে ভাড়াটে তোলা); 14 গাড়িতে চাপানো (তাকে গাড়িতে তুলে দিয়ে এলাম); 15 বমি করা (ছেলেটা দুধ তুলছে); 16 খাটানো (নৌকার পাল তোলা); 17 সম্পর্কের উল্লেখ করে গাল দেওয়া (বাপ তোলা); 18 ত্যাগ করা, নিঃসৃত করা (হাই তোলা); 19 চয়ন করা (ফুল তোলা); 2 গুছিয়ে রাখা (বই তোলা, বিছানা তোলা)।
বি. বিণ. উক্ত সব অর্থে।
[সং. √ তুল্ + বাং. আ]।
নো ক্রি. অন্যের দ্বারা তোলার কাজ করানো।
বি. বিণ. উক্ত অর্থে।
তুলে দেওয়া ক্রি. বি. 1 ঘুম থেকে জাগিয়ে দেওয়া; 2 কোনো স্হান থেকে সরিয়ে দেওয়া; 3 উঠিয়ে দেওয়া।
তুলে ধরা ক্রি. বি. 1 উত্তোলিত করা (বাক্সটা একটু তুলে ধরো); 2 প্রকাশ বা প্রচার করা (বক্তব্য তুলে ধরা)।
তুলে নেওয়া ক্রি. বি. প্রত্যাহার করা (বন্ধ্ তুলে নেওয়া হয়েছে)।
224)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তেজো-মূর্তি, তেজো-রূপ
(p. 375) tējō-mūrti, tējō-rūpa বি. জ্যোতির্ময় মূর্তি বা পুরুষ। বিণ. জ্যোতির্ময় বা তেজস্বী মূর্তিবিশিষ্ট। [সং. তেজঃ + মূর্তি, রূপ]। 284)
তিল
(p. 375) tila বি. 1 তৈলপ্রদ ক্ষুদ্র শস্যবিশেষ, তৈলবীজ (তিলের তেল); 2 গায়ে তিলের মতো ক্ষুদ্র কালো চিহ্নবিশেষ (গালে তিল); 3 এক কড়ার আশি ভাগের এক ভাগ; 4 (আল.) অতি সামান্য পরিমাণ বা অংশ (আমি এক তিলও পাইনি, তাকে এক তিলও বিশ্বাস করি না)। বিণ. বিন্দুমাত্র, অতি সামান্যমাত্র ('তিল ঠাঁই আর নাহি রে': রবীন্দ্র)। [সং. √ তিল্ + অ]। তিলকে তাল করা ক্রি. বি. অতিরঞ্জিত করা, সামান্য জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা। তিলধারণের জায়গা না থাক অত্যন্ত ভিড় হওয়া, ঠাসাঠাসি হওয়া (এ ঘরে আর তিলধারণের জায়গা নেই)। তিল তিল করে ক্রি-বিণ. একটু একটু করে; ক্রমে ক্রমে কিন্তু অবিচ্ছিন্নভাবে (দীর্ঘদিন ধরে তিল তিল করে ওই টাকা জমিয়েছি)। ̃ কল্ক বি. তিলের খইল। ̃ কাঞ্চন বি. মাতাপিতার শ্রাদ্ধের জন্য ব্যবহৃত তিল ও যত্সামান্য সোনা। ̃ কুটো বি. তিল বা তিলচূর্ণ দিয়ে প্রস্তুত সন্দেশবিশেষ। ̃ তুলসী, তুলসী-তিল বি. তিল ও তুলসী-হিন্দুদের কাছে পবিত্র বলে বিশুদ্ধ দানের বা নিঃশেষে দানের উপকরণ ('দেই তুলসী তিল দেহ সমর্পিলু: বিদ্যা.)। ̃ পিটালি, ̃ পিটুলি বি. তিল-মিশানো পিটুলির গোলা। ̃ মাত্র, তিলার্ধ, তিলার্ধেক, একতিল বি. অতি সামান্য অংশও (তাকে তিলার্ধ বিশ্বাস করি না)। ক্রি-বিণ. ক্ষণমাত্র; একটুও (সেখানে তিলার্ধ না দাঁড়িয়ে চলে গেল)। তিলে তিলে - তিল তিল করে -র অনুরূপ। 147)
তন্ন-তন্ন
(p. 367) tanna-tanna ক্রি-বিণ. পুঙ্খানুপুঙ্খ, পাতিপাতি (তন্নতন্ন করে খুঁজে দেখা দরকার)। [সং. তদ্ + ন + তদ্ + ন]। 22)
তড়িদ্-বীক্ষণ
তোলিত
(p. 387) tōlita বিণ. ওজন বা তৌল করা হয়েছে এমন (তোলিত সোনা)। [সং. √ তুল্ + ণিচ্ + ত]। 39)
তল-তল
(p. 371) tala-tala বি. খুব নরম বা প্রায় গলিত অবস্হা (তলতল করছে)। [দেশি]। তল-তলে বিণ. অত্যন্ত নরম, প্রায় গলিত (আমগুলো পেকে তলতলে হয়ে গেছে)। 13)
তাত1
(p. 373) tāta1 বি. 1 পিতা; 2 পিতৃব্য, পিতার ভ্রাতা বা পিতৃতুল্য গুরুজন; 3 (বর্ত. বিরল অথবা কেবল কাব্যে) পুত্র বা পুত্রতুল্য ব্যক্তিকে স্নেহসম্ভাষণ। [সং. √ তন্ + ত]।
তাদৃশ
(p. 375) tādṛśa বিণ. সেইরূপ, সেইরকম, তেমন (তাদৃশ রূপ, তাদৃশ বিদ্যা)। [সং. তদ্ + √ দৃশ্ + অ]। বিণ. স্ত্রী. তাদৃশী। 16)
তস্কর
(p. 372) taskara বি. চোর, অপহারক। [সং. তত্ (=সেই অর্থাত্ সেই অপকর্ম) + √ কৃ + অ]। ̃ তা বি. তস্করের বৃত্তি; চুরি। 13)
তলপেট, তলপ্রহার
(p. 371) talapēṭa, talaprahāra দ্র তল। 16)
তর্জা
(p. 371) tarjā ক্রি. আস্ফালন করা; শাসানো। [সং. √ তর্জ্ + বাং. আ]। ̃ নো ক্রি. তর্জন করা। বি. তর্জন। তর্জিত বিণ. 1 ভর্ত্ সিত; 2 ভয় দেখানো হয়েছে এমন। 9)
তাহে
(p. 375) tāhē সমু. অব্য. (ব্রজ.) অধিকন্তু, তাতে আবার ('একে কুহু যামিনী, তাহে কুলকামিনী)। সর্ব. (কাব্যে) 1 তাকে; 2 তাতে (তাহে ক্ষতি নাই)। [বাং. তাহা ( সং. তদ্) + এ]। 112)
তোলা1
(p. 387) tōlā1 বি. সোনারূপোর ওজনের পরিমাণবিশেষ, ভরি (=8 রতি, (বর্ত.) 11.668 গ্রাম)। [বাং. তোল + আ (স্বার্থে)]। 35)
তেজস্বান, (-স্বত্), তেজস্বী (-স্বিন্)
তট
(p. 364) taṭa বি. 1 তীর, কূল (সমুদ্রতট, নদীতট); 2 স্হল, উঁচু স্হান (কটিতট, ললাটতট); 3 পর্বতের উপরের সমতলভূমি (গিরিতট)। [সং. √ তট্ + অ]। 17)
তুলসী
(p. 375) tulasī বি. হিন্দুদের কাছে পবিত্র বলে পরিগণিত গাছবিশেষ বা তার পাতা, basil. [সং. তুলা + √ সো + অ + ঈ]। তুলসী চড়ানো, তুলসী দেওয়া ক্রি. বি. নারায়ণের প্রসন্নতা বা আশীর্বাদ লাভের জন্য তাঁর চরণে তুলসীপাতা দেওয়া। ̃ মঞ্চ বি. মাটির বা বাঁধানো যে বেদির উপর তুলসী গাছ রোপণ করে নিত্যপূজা করা হয়। তুলসীবনের বাঘ সাধু বলে পরিচিত অসাধু ব্যক্তি বা দুর্জন। 222)
তেলানো
(p. 375) tēlānō বি. ক্রি. 1 তৈলযুক্ত বা চর্বিযুক্ত হওয়া; 2 তেল মাখানো; 3 (ব্যঙ্গে, অশোভন) হীনভাবে তোষামোদ করা (তাকে অত তেলাচ্ছ কেন?)। বিণ. উক্ত সব অর্থে। [তেলা দ্র]। তেলানি বি. 1 তৈলযুক্ত বা চর্বিযুক্ত হওয়া; 2 (ব্যঙ্গে) তোষামোদ; 3 তেলতেলে বা মসৃণ ছোট মাটির হাঁড়ি। 313)
তই
ত্রয়ী
(p. 387) traẏī বি. 1 ব্রহ্মা বিষ্ণু ও শিব এই ত্রিমূর্তি; 2 ঋক্, সাম ও যজুঃ এই তিন বেদ (ত্রয়ীবিদ্যা)। বিণ. স্ত্রী. ত্রয় -এর অর্থে। ̃ ধর্ম বি. তিন বেদের বিহিত ধর্ম। 79)
তিলোত্তমা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614719
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098902
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us