Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(বুদ্ধিতে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-মান1
(p. 698) -māna1 (বর্ত. বর্জি.) মান্ 'যুক্ত' বা 'অন্বিত' অর্থে তদ্বিত প্রত্যয়বিশেষ (বুদ্ধিমান, ধীমান); যে শব্দের অন্তে বা উপান্তে অ আ অথবা ম আছে এবং যেসব শব্দের অন্ত ঙ ঞ ণ ও ন ভিন্ন অন্য বর্গীয় বর্ণ আছে তাদের পরে -মান স্হানে -বান হয় (বিদ্বান)। স্ত্রী -মতী (বুদ্ধিমতী)। 6)
আঁটা
(p. 79) ān̐ṭā ক্রি. 1 কষে বা শক্ত করে বাঁধা ('তোমার রাখি বাঁধো আঁটি': রবীন্দ্র); 2 বাঁধা, পরা (পাগড়ি আঁটা); 3 বন্ধ করা, লাগানো (দরজায় খিল আঁটা); 4 সংকুলান হওয়া (এই ঘরে এত লোক আঁটবে না); 5 সমকক্ষ হওয়া (বুদ্ধিতে তাকে আঁটা মুশকিল)। বিণ. বদ্ধ, আঁটকানো (আঁটা খাম)। [বাং. √ আট্ + আ]। ̃ নো ক্রি. বি. ধরানো (চেপে চেপে রাখলে ওই হাঁড়িতেই সব আটা আঁটানো যাবে) এঁটে ওঠা ক্রি. বি. সমকক্ষ হওয়া, সমানভাবে পাল্লা দেওয়া (বুদ্ধিতে তার সঙ্গে এঁটে ওঠা কঠিন)। 18)
গম্য
(p. 241) gamya বিণ. 1 গমনযোগ্য (অগম্য স্হান); 2 প্রাপ্য, লভ্য (বুদ্ধিগম্য, বুদ্ধির অগম্য) ; 3 ভোগ্য, উপভোগ করার যোগ্য; সম্ভোগ করার যোগ্য (অগম্যগমন)। [সং. √গম্ + য]। গম্যা বিণ. (স্ত্রী.) ভোগ্যা, সম্ভোগযোগ্যা (অগম্যা নারী)। গম্য-মান বিণ. জানা বা অনুমান করা যাচ্ছে এমন; ঊহ্য, অনুনীয়মান। 29)
গ্রাহ্য
(p. 261) grāhya বিণ. 1 গ্রহণযোগ্য, স্বীকার্য (এই ব্যাখ্যা গ্রাহ্য নয়); 2 জ্ঞেয় (বুদ্ধিগ্রাহ্য) ; 3 বিবেচ্য; 4 গণনীয়। [সং. √গ্রহ্ + য]। গ্রাহ্য করা ক্রি. বি. মেনে নেওয়া বা সমীহ করা (আমার কথা কেউ গ্রাহ্য করে না)। গ্রাহ্য হওয়া ক্রি. বি. 1 স্বীকৃত হওয়া; 2 বিবেচনার যোগ্য বলে গৃহীত হওয়া (আবেদন গ্রাহ্য হবে না)। 68)
চাষ2
(p. 281) cāṣa2 বি. 1 ভূমিকর্ষণ, কৃষিকর্ম; 2 উত্পাদন (মাছের চাষ); 3 চর্চা, অনুশীলন (বুদ্ধির চাষ)। [সং. √চষ্ + অ]। ̃ বাস বি. কৃষিকাজ। চাষা বি. 1 কৃষক; 2 মূর্খ, অভদ্র বা অমার্জিত লোক (চাষার মতো কথাবার্তা)। চাষাড়ে বিণ. 1 চাষার তূল্য; 2 অসভ্য; অশিক্ষিত বা অমার্জিত; 3 গোঁয়ার; গ্রাম্য। চাষা-ভুষা, (কথ্য) চাষা-ভুষো, চাষা-ভুসো বি. চাষা এবং ওই শ্রেণির লোক; অশিক্ষিত ও দরিদ্র গ্রাম্য লোক। চাষি বি. কৃষক, কৃষিজীবী। 184)
বিনিয়োগ
(p. 618) biniẏōga বি. 1 (ব্যাবসা ইত্যাদিতে মূলধনরূপে) খাটানো বা কাজে লাগানো (ব্যাবসায় বহু অর্থ বিনিয়োগ করা হয়েছে); 2 প্রয়োগ (বুদ্ধিবিনিয়োগ); 3 প্রেরণ; 4 অর্পণ। [সং. বি + নি + √ যুজ্ + অ]। 6)
বুদ্ধি
(p. 633) buddhi বি. 1 বোধ (স্বার্থবুদ্ধি, শুভবুদ্ধি); 2 বিচারশক্তি, মনের যে বৃত্তির দ্বারা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়; 3 জানার বা বোঝার ক্ষমতা (বুদ্ধিমান লোক); 4 মনোবৃত্তি, মতি (দুর্বুদ্ধি, পাপবুদ্ধি); 5 পরামর্শ, মন্ত্রণা (কে এমন বুদ্ধি দিল?); 6 কৌশল, ফন্দি (টাকা আদায়ের বুদ্ধি)। [সং. √ বুধ্ + তি]। বুদ্ধি খাটানো ক্রি. বি. মতলব করা, ফন্দি করা। ̃ গম্য, ̃ গ্রাহ্য বিণ. বুদ্ধি দিয়ে জানা বা বোঝা যায় এমন। ̃ চাতুর্য বি. সূক্ষ্ম বুদ্ধি, বুদ্ধিকৌশল। ̃ জীবী (-বিন্) বিণ. বি. বুদ্ধিবলে বা বুদ্ধির কাজ করে জীবিকা অর্জন করে এমন; লেখাপড়া, বিদ্যাচর্চা বা বিদ্যাদান করাই যাঁদের প্রধান বৃত্তি। বুদ্ধিতে বৃহস্পতি (দেবগুরু বৃহস্পতির মতো) অত্যন্ত বুদ্ধিমান। ̃ নাশ, ̃ ভ্রংশ, ̃ ভ্রম, ̃ লোপ বি. বুদ্ধির লোপ। ̃ বৃত্তি বি. জ্ঞানলাভের মানসিক শক্তি, বুদ্ধিরূপ শক্তি। ̃ ভ্রংশ বি. বুদ্ধিনাশ। ̃ ভ্রষ্ট বিণ. বুদ্ধিনাশ হয়েছে এমন। ̃ মত্তা বি. বুদ্ধিশলিতা, মনীষা, ধীশক্তি। ̃ মান (-মত্) বিণ. বুদ্ধিযুক্ত, জ্ঞানী; চালাক। স্ত্রী. ̃ মতী। বুদ্ধির ঢেঁকি বি. আকট বোকা, নির্বোধ লোক। ̃ শুদ্ধি বি. বিচার-বিবেচনার শক্তি। ̃ শূন্য, ̃ হীন বিণ. নির্বোধ, বোকা। 27)
বৃত্তি
(p. 633) bṛtti বি. 1 মনের ধর্ম শক্তি বা প্রবণতা, faculty (বুদ্ধিবৃত্তি, চিত্তবৃত্তি); 2 প্রবৃত্তি, স্বভাব (নীচবৃত্তি); 3 আচরণ (বকবৃত্তি); 4 জীবিকা (ভিক্ষাবৃত্তি, বৃত্তিমূলক শিক্ষা); 5 পেশা (বৃত্তিভেদ); 6 নিয়মিত জলপানি বা ভাতা (ছাত্রবৃত্তি); 7 অর্থপ্রকাশের ব্যাপারে শব্দের অন্তর্নিহিত শক্তি (লক্ষণাবৃত্তি, ব্যঞ্জনাবৃত্তি); 8 অক্ষরসংখ্যাদ্বারা নিয়মিত ছন্দ; 9 সূত্রার্থের ব্যাখ্যান বা টীকা (সূত্রবৃত্তি)। [সং. বৃত্ + তি]। ̃ জীবী (-বিন্) বিণ. চাকুরিজীবী। ̃ ভোগী (-গিন্) বিণ. চাকরি করে সংসার চলায় এমন, বৃত্তিজীবী। ̃ মূলক বিণ. চাকুরিসংক্রান্ত। বৃত্তিমূলক শিক্ষা বি. যে শিক্ষার সমাপনান্তে চাকরি পাবার যোগ্যতা অর্জিত হয়; কোনো বৃত্তি বা চাকরির সঙ্গে সম্পর্কিত শিক্ষা। বৃত্তীয় বিণ. বৃত্তি-সংক্রান্ত। 64)
ব্যয়
(p. 648) byaẏa বি. 1 খরচ (অর্থব্যয়); 2 ক্ষয় (শক্তিব্যয়); 3 প্রয়োগ, ব্যবহার (বুদ্ধিব্যয়); 4 অপচয়, নাশ (জীবন ব্যয়)। [সং. বি + ই + অ]। ̃ কুণ্ঠ বিণ. কৃপণ। বি. ̃ কুণ্ঠতা। ̃ ন বি. খরচ করা, প্রাপ্য অর্থ প্রদান, disbursement (স.প.)। ̃ বরাদ্দ বি. খরচের জন্য নির্ধারণ, খরচের জন্য নির্দিষ্ট ভাগ। ̃ বহুল বিণ. অধিক ব্যয়সাপেক্ষ, বেশি ব্যয় হয় এমন। বি. ̃ বহুলতা, ̃ বাহুল্য। ̃ লাঘব বি. ব্যয় কমানো। ̃ সাধ্য, ̃ সাপেক্ষ বিণ. বেশি খরচ হয় এমন, বেশি ব্যয় না করলে সাফল্য লাভ হয় না এমন। ̃ সংকোচ বি. ব্যয়কমানো, ব্যয়লাঘব, ব্যয়সংক্ষেপ। ব্যয়াধিক্য বি. অধিক ব্যয়, বেশি ব্যয়। ব্যয়িত বিণ. ব্যয় বা খরচ করা হয়েছে এমন। ব্যয়ী (-য়িন্) বিণ. ব্যয়কারী; খরুচে। 43)
লক্ষণ
(p. 753) lakṣaṇa বি. 1 চিহ্ন (সধবার লক্ষণ) 2 পরিচয় (কালের লক্ষণ, যুগের লক্ষণ) 3 নিদর্শন (বুদ্ধির লক্ষণ, সাধুতার লক্ষণ) 4 আভাস (ঝড়ের লক্ষণ, বিপদের লক্ষণ)। [সং. √ লক্ষ্ + অন]। ̃ .গীত বি. যে গানের মধ্য দিয়ে রাগের চরিত্র লক্ষণ ইত্যাদি প্রকাশ করা হয়। 21)
সম্পন্ন
(p. 815) sampanna বিণ. 1 নিষ্পন্ন (সূচারুরূপে সম্পন্ন); 2 সম্পাদিত, সম্পূর্ণ (কাজ সম্পন্ন করা); 3 ঐশ্বর্যশালী, সম্পত্তিশালী (সম্পন্ন গৃহস্হ, সম্পন্ন অবস্হা); 4 যুক্ত, বিশিষ্ট (বুদ্ধিসম্পন্ন, ক্ষমতাসম্পন্ন)। [সং. সম্ + √ পদ্ + ত]। স্ত্রী. সম্পন্না। 4)
সহ
(p. 820) saha অব্য. সঙ্গে, সহিত (সৈন্যসহ)। বিণ. 1 (পদের শেষে) সহ্য করতে পারে এমন (ভারসহ, স্পর্শসহ); 2 (বাং.) সহযোগী; সহকারী (সহ-সম্পাদক)। [সং. √ সহ + অ]। ̃ কর্মী (-র্মিন্) বিণ. বি. একত্রে বা একপ্রকারে কর্মকারী, colleague. ̃ কারী (-রিন্) বিণ. সহকর্মী; কর্মে সাহায্যকারী, assistant. ̃ কারিতা বি. সহায়তা (সকলের সহকারিতা)। বিণ. (স্ত্রী.) ̃ কারিণী। কারে ক্রি-বিণ. সঙ্গে, সহিত (ভক্তিসহকারে); সাহায্যে (বুদ্ধিসহকারে)। ̃ গ বিণ. বি. সঙ্গে যায় এমন; সঙ্গী। ̃ গমন বি. 1 সঙ্গে বা একত্রে গমন; 2 সহমরণ। ̃ গামী (-মিন্) বিণ. সহগমণকারী; সঙ্গী। বিণ. (স্ত্রী.) ̃ গামিনী। ̃ চর, ̃ চারী (-রিন্) বিণ. বি. 1 একত্রে বা সঙ্গে বিচরণকারী; 2 সঙ্গী, সাথি, সখা। বিণ. বি. (স্ত্রী.) ̃ চরী, ̃ চারিণী। ̃ জাত বিণ. 1 একসময়ে জাত, এক গর্ভোত্পন্ন; 2 জন্মের সঙ্গে সঙ্গে লব্ধ (সহজাত সংস্কার, কর্ণের সহজাত কবচকুণ্ডল)। ̃ তা বি. সহ্য করার ক্ষমতা (যুক্তসহতা=যুক্তিযুক্ততা, যৌক্তিকতা)। ̃ ধর্মী (-র্মিন্) বিণ. বি. সমান ধর্মবিশিষ্ট (লোক)। ̃ ধর্মিণী বি. (স্ত্রী.) পত্নী, ভার্যা। ̃ পাঠী (-ঠিন্) বিণ. 1 সতীর্থ, একত্রে এক গুরুর কাছে অধ্যয়নকারী; 2 এক শ্রেণিতে অধ্যয়নকারী। বিণ. স্ত্রী. ̃ পাঠিনী। ̃ বাস বি. 1 একত্রে বাস; 2 পতি-পত্নীরূপে বাস; 3 রতিক্রিয়া। ̃ মরণ বি. স্বামীর শবের সঙ্গে এক চিতায় জীবনত্যাগ; একত্রে মরণ, অনুমরণ। ̃ মৃতা বিণ. (স্ত্রী.) মৃত পতির সঙ্গে চিতায় আরোহণের ফলে মৃতা। ̃ যাত্রী (-ত্রিন্) বিণ. একত্রে গমনকারী, সহগামী। বিণ. স্ত্রী. ̃ যাত্রিণী। ̃ যায়ী (-য়িন্) বিণ. সহগামী। 34)
স্ফুরণ
(p. 849) sphuraṇa বি. 1 কম্পন, স্পন্দন (বাহুর বা নয়নের স্ফুরণ); 2 দীপ্তি; 3 উদ্রেক; 4 প্রকাশ (বুদ্ধির স্ফুরণ)। [সং. √ স্ফুর্ + অন]। স্ফুরিত বিণ. 1 কম্পিত; 2 দীপ্ত; 3 উদ্রিক্ত; 4 প্রকাশিত। 45)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577652
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185335
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785387
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026181
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901040
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708535
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620004

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us